বোধিসত্ত্ব দাশগুপ্ত | 202.142.***.*** | ১৯ জানুয়ারি ২০২১ ১৩:২৮471799আনবিলিভেবল। সিরাজ, ঠাকুর , সুন্দর , পন্থ, গিল, হনুমা , মায়াংক, সবাই অল্প বয়সী মাইরি।
অরিন | 161.65.***.*** | ১৯ জানুয়ারি ২০২১ ১৩:২৫471798;-), বলেছিলাম কিনা, ভারত জিতছে?
S | 2405:8100:8000:5ca1::3ea:***:*** | ১৯ জানুয়ারি ২০২১ ১৩:২৪471797পুজারা আর রাহানে ছাড়া ফার্স্ট টেস্ট টীমের কেউ নেই। তারপরেও নেট বোলারদের নিয়ে অস্ট্রেলিয়াকে গাবাকে হারিয়ে সিরিজ জিতলো ভারত।
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 202.142.***.*** | ১৯ জানুয়ারি ২০২১ ১৩:২৩471796কোন কথা হবে না। কোন প্রশংসা যথেষ্ট না। আমি লিটেরালি নাচছি। আনবিলিভেবল ছেলে গুলো ভাই। :-))))))))))))))))))))))))))))))))
Apu | 2401:4900:314a:bc29:6155:9de2:23f7:***:*** | ১৯ জানুয়ারি ২০২১ ১৩:২১471795জাস্ট ভাবা যাচ্ছে না। ভারত আমার ভারতবর্ষ!! :))))))
b | 14.139.***.*** | ১৯ জানুয়ারি ২০২১ ১৩:১৯471794আইজ বিরিয়ানি । বাসমতি চালের কার্বন বা ওয়াটার ফুটপ্রিন্টের কথা মাথায় রেখেও।
a | 203.22.***.*** | ১৯ জানুয়ারি ২০২১ ১৩:১৭471793আগেরবার খুব কথা হয়েছিল স্মিথ ওয়ার্নার নেই বলে হারিয়েছে, যেন ওরা থাকলেই জিতে যেত। নে এবার 3 নম্বর টিম নিয়ে ফারস্ট টিমকে পুরে দেওয়া হল। এবার অজিদের মুখগুলো কাইন্ড অফ স্মল হয়ে গেল।
ওরে স্মিথ জোচ্চুরি করে কি জেতা যায় রে।
সব ভালো যার শেষ ভালো!!
S | 2405:8100:8000:5ca1::9c7:***:*** | ১৯ জানুয়ারি ২০২১ ১৩:১৪471791বেস্ট টেস্ট সিরিজ এভার প্লেয়্ড? মোস্ট রেজিলিয়েন্ট টীম এভার।
Aranya | 2601:84:4600:5410:54bb:697d:116c:***:*** | ১৯ জানুয়ারি ২০২১ ১৩:১৩471790ক্রিকেট রূপকথা
S | 2405:8100:8000:5ca1::bc:***:*** | ১৯ জানুয়ারি ২০২১ ১৩:১০471789৩২ বছর পর গাবার দূর্গ পতন ঘ্টালো ইন্ডিয়া।
S | 2405:8100:8000:5ca1::1d9:***:*** | ১৯ জানুয়ারি ২০২১ ১৩:০৯471788পন্থকে ভারত রত্ন দেওয়ার প্রস্তাব দিলাম।
S | 2405:8100:8000:5ca1::53e:***:*** | ১৯ জানুয়ারি ২০২১ ১৩:০৬471787জেতা খেলা টি-টোয়েন্টি মোডে নিয়ে গিয়ে হারার তাল।
b | 14.139.***.*** | ১৯ জানুয়ারি ২০২১ ১৩:০১471786নিন। টি টুএন্টি মোড।
S | 2405:8100:8000:5ca1::53e:***:*** | ১৯ জানুয়ারি ২০২১ ১৩:০০471785এইসময় এইভাবে উইকেট দেওয়ার কোনও মানে আছে? এমনিতেই যেখানে রান আসছে।
b | 14.139.***.*** | ১৯ জানুয়ারি ২০২১ ১৩:০০471784sundarararar!
b | 14.139.***.*** | ১৯ জানুয়ারি ২০২১ ১২:৫০471783মা মা গো!
avi | 2409:4060:201b:48e8:a674:3969:ddbb:***:*** | ১৯ জানুয়ারি ২০২১ ১২:৫০471782ওরেবাবা!
a | 203.22.***.*** | ১৯ জানুয়ারি ২০২১ ১২:৪৯471781৩৬ বলে ২৪।
আভি ভী টাইগার জিন্দা হ্যায় ।
সুন্দর আবার স্বপ্ন দেখাচ্ছে
a | 203.22.***.*** | ১৯ জানুয়ারি ২০২১ ১২:৪২471778লেস দ্যান ৫০ সবসময় চেসেবল হাতে উইকেট থাকলে। কামিন্স আস্তে আস্তে ক্লান্ত হচ্ছে
শেষ অব্দি এই দুজনই চালিয়ে যাবে---কামিংস ও লিয়ন। তেমনি ফিল্ড সাজানো। নিশ্চিত ড্র।
avi | 2409:4060:201b:48e8:a674:3969:ddbb:***:*** | ১৯ জানুয়ারি ২০২১ ১২:৩৬471776চুপচাপ ড্র হোক। ফ্যান্সি কিছু করতে গেলেই বিপদ। টেস্টে ওরকম টি টুয়েন্টি মোডে তখনই জেতা যায়, যখন শেষ এক দুটো উইকেট থাকে। বিপক্ষ দল নেগেটিভ মোডে যায় না। যেমন স্টোকস বা কুশল পেরেরা আগের বছর করেছিল। এখানে ওসব হবে না।
ক্যাপ্টেন শিপ থেকে বিদায়, টিম থেকে নয়। ও তো দারুন ব্যাটসম্যান। কিন্ত ক্যাপ্টেন হিসেবে ভীষন ডমিনেটিং
টিম ফ্রাস্ট্রেটেড হয়ে যায়।
এবার হবে টি 20.জয় গুরু!
সিএস | 49.37.***.*** | ১৯ জানুয়ারি ২০২১ ১২:২৫471773রিভার্স উফিং-এর একটু জোর আছে। এতদূর এসেছে যখন !
লিয়নকে মারা কঠিন , আর ওকে মনে হয় একদিক থেকে লাগিয়ে রাখবে।
a | 203.22.***.*** | ১৯ জানুয়ারি ২০২১ ১২:২১471771কোহলি বেস্ট ব্যাটসম্যান ইন্ডিয়ার। ওকে বাদ দেবার কথা ওঠাটাই বোকামি। তবে ক্যাপ্টেন হিসেবে দারুন নয়। কিন্তু তার প্রভাব খেলায় পড়েনি।
মায়ন্ক গেল। এবার জমবে। কামিন্স কে নিয়েই চিন্তা। হেজেলউডের কাধ ঝুলে গেছে, স্টার্কএর অবস্থা ভাল না। লিওনকে সুইপ করে যেতে হবে।
T | 103.15.***.*** | ১৯ জানুয়ারি ২০২১ ১২:২১471770ইশশশ, পন্থ গেলে কী ভালোই না হত।