b | 14.139.***.*** | ১৯ জানুয়ারি ২০২১ ১২:১৮471769গেলো হারামজাদা।
S | 2a0b:f4c2:2::***:*** | ১৯ জানুয়ারি ২০২১ ১২:১৮471768ময়ান্ক আগরওয়ালটা একটা ইডিয়ট।
আইপিএল ও টেস্টের ফিল্ড ও বোলিং কন্ডিশন আলাদ।
সহজ নয় তবে সম্ভব।
এই ম্যাচ জেতার পর কোহলি কে বিদায় করা উচিত। উইথ আউট কোহলি ইন্ডিয়া মাচ মাচ বেটার।
অরিন | 161.65.***.*** | ১৯ জানুয়ারি ২০২১ ১২:১২471765"অরিন
ইংল্যান্ড কি?"
ওয়েলিংটন, নিউজিল্যাণ্ডে।
বেসিন রিজারভ ক্রিকেট মাঠের পিছনে।
a | 203.22.***.*** | ১৯ জানুয়ারি ২০২১ ১২:০৩471764৯৬ বলে ৭৪ রান। এসব আইপিএল খেলা প্লেয়ার আরামসে তুলবে।
অরিন
ইংল্যান্ড কি?
a | 203.22.***.*** | ১৯ জানুয়ারি ২০২১ ১১:৫০471762১৯ ওভারে ৯৬। ইজি পিজি। ঋষভ গেলে শার্দূল আসবে। টিম পেনের পেনের সবে শুরু
b | 14.139.***.*** | ১৯ জানুয়ারি ২০২১ ১১:৪৯471761টি কে ক্যালাবো।
T | 103.15.***.*** | ১৯ জানুয়ারি ২০২১ ১১:৪৮471760ওরে পন্থকে তুলে নে তাড়াতাড়ি।
ব্যাড লাক!
মনে হচ্ছে আম্পায়ার মব লিঞ্চিং হবে ভাবছিল!
অরিন | 161.65.***.*** | ১৯ জানুয়ারি ২০২১ ১১:৪৪471758;-), যদিও তাঁরা আজ কোন কাজে আসবেন না।
বলুন দেখি, এ বাড়ি কোন দেশে?
S | 2a0b:f4c2:2::***:*** | ১৯ জানুয়ারি ২০২১ ১১:৪৩471757ধুর এটা আউট ছিলনা।
অরিন | 161.65.***.*** | ১৯ জানুয়ারি ২০২১ ১১:৪৩471756
অরিন | 161.65.***.*** | ১৯ জানুয়ারি ২০২১ ১১:৩৯471755হে বাবা ডাকওয়ার্থ- লুইস, কোথা আছ বাপাসকল?
S | 2a0b:f4c2:2::***:*** | ১৯ জানুয়ারি ২০২১ ১১:৩৬471754এখন আবার বৃষ্টি শুরু হল কেন? কি মুশকিল।
অরিন | 161.65.***.*** | ১৯ জানুয়ারি ২০২১ ১১:৩৪471753ভারত জিতছে!
S | 2a0b:f4c2:2::***:*** | ১৯ জানুয়ারি ২০২১ ১১:৩০471752ইন্ডিয়া পুরো টীমটাই তো ওপেনারে ভর্তি। সেদিন শুনলাম ওয়াসিও নাকি কোথায় একটা ওপেন করত।
avi | 2409:4060:201b:48e8:a674:3969:ddbb:***:*** | ১৯ জানুয়ারি ২০২১ ১১:২৮471751ঠিক আছে, নতুন বল খেলার জন্য আমরা ছয় নাম্বারে বিশেষজ্ঞ ওপেনার রেখেছি এই টেস্টে, মায়াঙ্ক আগরওয়াল।
b | 14.139.***.*** | ১৯ জানুয়ারি ২০২১ ১১:২৩471750প্যান্টের প্যান্ট কিঞ্চৎ হলুদ লাগছে।
Amit | 203.***.*** | ১৯ জানুয়ারি ২০২১ ১১:১৫471749আমার কিন্তু মনে হয় শাস্ত্রী র ম্যানেজারিয়াল কোয়ালিটি বেটার। আগের যুগের মতো কোচের শুধু কড়া ডিসিপ্লিনে বা ধমক ধামকে কাজ হবেনা , এতগুলো ইয়ং ছেলেকে বাবা বাছা করেও বোঝাতে হবে। যেকারণে কুম্বলে কে সরে যেতে হলো।
পন্থ একদিকে চালিয়ে খেলতেই পারে। ড্র এর জন্যে জোর করে খেলে কি লাভ ? বরং জেতার চেষ্টা করুক , যাহয় হবে।
a | 203.22.***.*** | ১৯ জানুয়ারি ২০২১ ১১:১১471748কোহলি সরলে শাস্ত্রীও sarabe
S | 2a0b:f4c2:2::***:*** | ১৯ জানুয়ারি ২০২১ ১১:১১471747ইন্ডিয়ার কোচের পোস্টটা অন্তত পপুলার ভোট নিয়ে ঠিক করা উচিত।
Amit | 203.***.*** | ১৯ জানুয়ারি ২০২১ ১১:১০471746২৮ ওভারে ১১৯ রান। যদি চেষ্টা করে হতেও পারে। ভাগ্য সাহসীর সহায়।
S | 2a0b:f4c2:2::***:*** | ১৯ জানুয়ারি ২০২১ ১১:০৯471745শাস্ত্রীকে অন্য কোনও গ্রাউন্ডে সরাতেই হবে।
অরিন | 161.65.***.*** | ১৯ জানুয়ারি ২০২১ ১১:০৭471744আরে ইণ্ডিয়া জিততেও পারে, ছটপুজো তো মনে হচ্ছে সেট হয়ে গেছে। :-)
খুব ভালো খেলা হচ্ছে। আগামী দশ ওভার যেন উইকেট না পড়ে। ড্র হলেও উইন উইন। নতুন বলে কামিংস ও হ্যাজেল খতরনাক। মানে আরও পাঁচ ওভার। শেষ কুড়ি টি 20 মোডে। কিন্ত হাতে উইকেট না থাকলে?
শাস্ত্রীর পাঁচ বিদেেশ সফরের রেকর্ড যা ওকে সরানো যাবে না।
Apu | 2401:4900:314a:bc29:f03c:2a7:d508:***:*** | ১৯ জানুয়ারি ২০২১ ১১:০৪471742অ ,পন্থ যদি একটু চালিয়ে খেলে। তবে খুব আগ্রাসী হওয়া ও চাপ। এরকম উত্তেজক ম্যাচ অনেক দিন দেখি নি।
S | 2a0b:f4c1:2::***:*** | ১৯ জানুয়ারি ২০২১ ১০:৪৫471741শাস্ত্রীকে দুচক্ষে দেখতে পারিনা, তাই সব দোষ শাস্ত্রীকেই দেবো। মোস্ট লাইকলি শাস্ত্রী চাইছে টেস্ট হারতে, যাতে কোহলির কাপ্তানি থেকে যায়। ঃ))
b | 14.139.***.*** | ১৯ জানুয়ারি ২০২১ ১০:৩১471740পিচটার মোড তো ২০-২০ নয় । তবে ব্যাটসম্যান রিচার্ড্স মোডে থাকলে সম্ভব।