অরিন | 161.65.***.*** | ১৭ জানুয়ারি ২০২১ ০১:২৫471409"Password protected wifi নাকি vpn এর কাজ করে । সেটা ব্যবহার করার পর সমস্যা হচ্ছে । বাংলা সাবটাইটেল ডাউনলোড করতে গিয়ে এরর দেখাচ্ছে । subscene হল বিখ্যাত সাইট । সেটা ব্লক করে দিয়েছে । proxy তে পাচ্ছি না । এর ভেতরে আসল গল্পটা কি ?"
কোন ব্রাউজার ব্যবহার করছেন?
এই যে password protected wifi লিখছেন, এ কি আপনার নিজের রাউটারে সেট করা পাসওয়ার্ড? কি ধরণের ডিএন এস ব্যবহার করছেন? আপনি কি গুগলের dns (8.8.8.8) বা ঐরকম কিছু ব্যবহার করেন?
সাবসিন সাইট কোথায় বা কোন জায়গায় "ব্লক" করা হয়েছে?
এলেবেলে | 2402:3a80:113e:ae46:d478:cdff:33c2:***:*** | ১৭ জানুয়ারি ২০২১ ০১:২৩471408আর গুরুর কয়েনেজ নির্মোহ ব-এর আমি লিখিতভাবে গাঁড় মারি।
এলেবেলে | 2402:3a80:113e:ae46:d478:cdff:33c2:***:*** | ১৭ জানুয়ারি ২০২১ ০১:১৮471407বিদ্যাসাগর এবং ভাটপাড়া যে যোজন দূরে অবস্থিত, সেই বোধ এবং পড়াশুনো এসব ফুটো পয়সাদের ছিল না, নেই এবং থাকবে না।
এলেবেলে | 2402:3a80:113e:ae46:d478:cdff:33c2:***:*** | ১৭ জানুয়ারি ২০২১ ০১:১৪471406এটা মানে প্রমাণিতই হয়ে গেছে যে অচেনা নিকের আড়ালে কোনও ব্যক্তিকে নিয়ে কুচ্ছো গাওয়া এবং আমরা যা জানি, তা দুনিয়ার আর কেউ জানতে পারেন না এবং আমরাই সব বিষয়ে শেষ কথা বলার অধিকারী - এই ঔদ্ধত্য গুরুর একাংশের একচেটিয়া। তাই অর্জুনদেব সেনশর্মাকে চাড্ডি স্টাম্প মেরে প্রগতিশীলতার হদ্দমুদ্দ করা হবে। এই স্টাম্প মারার ব্যাপারে গুরুর ফুটো পয়সাদের সঙ্গে চাড্ডিদের বিন্দুমাত্র ফারাক নেই। দু'দলই ফুটো পয়সাতুতো ভাই। অনুষ্ঠানটায় রৌহিন গিয়েছিলেন। আশা করি তিনি আমার এই মন্তব্যের সঙ্গে একমত হবেন।
Abhyu | 47.39.***.*** | ১৭ জানুয়ারি ২০২১ ০১:০৩471405মেডিকেয়ার ফর অল যদি করে তো আমি ডেমোক্র্যাট হয়ে যাব।
b | 14.139.***.*** | ১৬ জানুয়ারি ২০২১ ২২:১৬471404কিন্তু ভদ্রলোক এটাও তো লিখছেন ঃ
"হিন্দু ঐতিহ্য বজায় রাখতে ‘জয় শ্রীরাম’ বা যাই বলুন, মুঘল শাসনকে বাদ দিয়ে ভাটপাড়ার আদিপর্ব সম্ভব নয়।"
ইনি নাকি? | 65.175.***.*** | ১৬ জানুয়ারি ২০২১ ২২:০৬471403এ ত পুরোপুরি চাড্ডি মনে হচ্চে।
এই গর্বের ইতিহাসটাই আমরা ভুলে গিয়েছি। ভাটপাড়া মানে শুধু ‘জয় শ্রীরাম’ বনাম ‘জয় বাংলা’ নয়। ভাটপাড়া মানে বাংলার শিক্ষা-ঐতিহ্য। উনিশ শতকের মাঝামাঝিও সেই ‘ছায়াসুনিবিড় শান্তির নীড়’-এ ৪৮টি চতুষ্পাঠী, দেড়শোরও বেশি অধ্যাপক।...
যেখানে উত্থান, সেখানেই লুকিয়ে ছিল অবনতির বীজ। বাংলার অন্যান্য ‘ভাটপাড়া’কে ছাপিয়ে নৈহাটি শ্যামনগর কাঁকিনাড়া অঞ্চলের ভাটপাড়া যে প্রধান হয়ে উঠল তার অন্যতম কারণ, সে রাজধানী কলকাতার কাছে। মুদ্রণযন্ত্র, রেলগাড়ি এবং আধুনিকতার হরেক সুবিধা। আধুনিকতার বয়ানেই এই এলাকায় ঢুকে এল চটকল, বিভিন্ন কারখানা। ব্রাহ্মণসমাজ আর যজনযাজন অধ্যাপনা নিয়ে আলাদা থাকতে পারলেন না। নতুন গঞ্জ, শ্রমিক মহল্লা, ভাটিখানা, সবই ছড়িয়ে পড়ল দুর্বার গতিতে। সেই নতুন বাংলায় আর ন্যায়শাস্ত্র নেই, ফণিভূষণ তর্কবাগীশ থেকে শ্রীজীব ন্যায়তীর্থ সকলে বিস্মৃত। এই ভাটপাড়া-নৈহাটি-জগদ্দল উঠে এল সমরেশ বসুর ‘বিটিরোডের ধারে’ বা ‘শ্রীমতী কাফে’র মতো উপন্যাসে।
শুধু ন্যায়শাস্ত্রের টোলগুলি হারিয়ে গেল। এ শুধু ভাটপাড়া নয়, গোটা বাংলার ট্র্যাজেডি।
হেহে, বিদ্যাসাগরের বেলায় নির্মোহ ব আর ভাটপাড়া নিয়ে সুদুই আহা কী ছিল! মাইরি!
b | 14.139.***.*** | ১৬ জানুয়ারি ২০২১ ২১:৫০471402"পলিটিশিয়ান | 76.174.114.1 | ১৬ জানুয়ারি ২০২১ ১২:০৮"
এই জন্যেই বলি বিজেপিকে ভোট দিন।
S | 2405:8100:8000:5ca1::8d1:***:*** | ১৬ জানুয়ারি ২০২১ ২১:২০471401ইন্টেলিজেন্সের একাংশ বোধয় কমপ্রোমাইজড ছিল। হোয়াইট হাউস অনেকক্ষণ ন্যাশনাল গার্ডের অ্যাপ্রুভাল দেয়নি ক্যাপিটলে। সাধেই পেন্টাগনের উপরের দিকে সব খোল নলচে বদলানো হয়েছিল।
আসল আজেন্ডা | 2402:3a80:ab5:34ec:0:5c:b143:***:*** | ১৬ জানুয়ারি ২০২১ ২১:১৬471400বোধিবাবু কি জানেন, ছবি টবি দিয়ে যে অর্জুনদ্রব সেনশর্মাকেও একরকম প্রোমোট করে দিলেন, তিনি আদতে চাড্ডি?
বাংলার রাজনীতির এই ক্রুশিয়াল ক্রাইসিস ফেজে এই বিনির্মাণ পুনর্নিমাণের তত্ত্বকথার আড়ালে আদতে যা হচ্ছে তা একেবারেই চাড্ডিএজেন্ডা মাফিক। বিদ্যাসাগরের মত কিছু লোককে বিজেপি ক্লেইম করতে চায়না, হিন্দুত্বের কোন আজেন্ডায় তাঁরা তেমন কোন কাজে লাগবেননা, সেজন্য নির্মোহ ব এর নামে অতি বায়াসড বিশ্লেষণ করে ভিলেন বানানো, কোনরক্কম ক্রেডিট না দেওয়া। উল্টোদিকে ভিভেকানন্দকে পুরোপুরি ক্লেম করে নিয়ে, একাংশকে দিয়ে বিবেকানন্দের মুণ্ডপাত করিয়ে, সেসব এন্ডোর্স করিয়ে, আদতে নিজেদের পোটেনশিয়াল ভোটারদের দেখানো, দেখেছ, বিবেকানন্দকে কারা ডিসওন করছে, ওই রবীন্দ্রনাথকে বুর্জোয়া, নেতাজীকে তোজোর কুকুর বলা ব্লাডি কমির দল। এইতো হিসেব। একটু বুঝেশুনে ফঁদে পড়বেন?৷ একেবারে এরকম সময়ে এই এঁদের নিয়ে এত কাটাছেঁড়া, আরে টাইমিংটা তো খেয়াল করুন মশায়!
পলিটিশিয়ান | 76.174.***.*** | ১৬ জানুয়ারি ২০২১ ২১:১৩471399তবে তো বেশ প্ল্যান করে ভাঙচুর করেছিল। ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে মনে হয়। নইলে তো অনেক আগে থেকেই এসব জানা থাকার কথা।
S | 2405:8100:8000:5ca1::6f7:8a65 | ১৬ জানুয়ারি ২০২১ ১২:১২471376ইউএস কঙ্গ্রেসের লোক। অ্যাটাকের আগেরদিন কয়েকজন রিপ্রেজেন্টেটিভ লোকেদের (সম্ভবত অ্যাটাকার) কঙ্গ্রেস টুর দিচ্ছিলো। এই টুর এখন বহুদিন বন্ধ। অ্যাটাকাররা স্পষ্ট জানতো কিকরে কোথায় কি আছে।
কি অবস্থা | 51.8.***.*** | ১৬ জানুয়ারি ২০২১ ২১:১৩471398২৪ ঘন্টা পার হয়ে গেছে অর্নবের চ্যাট ফাঁস হওয়া নিয়ে কোন আলুচানাই নেই। গুরু কটা বুড়োগরুর জাবর কাটার জাগা হয়ে দাড়িয়েছে।
ছড়াটা কেমন লাগল জানাবেন
https://www.guruchandali.com/comment.php?topic=20175&shareit=true
ar | 96.23.***.*** | ১৬ জানুয়ারি ২০২১ ২০:২৫471396"Covaxin still under clinical trial"
https://www.thenewsminute.com/article/covaxin-recipients-sign-consent-form-saying-vaccine-efficacy-yet-be-established-141579
"Covaxin recipients to sign consent form saying vaccine efficacy yet to be established.
The consent form states that clinical efficacy of the vaccine is yet to be established in phase 3."
http://www.livelaw.in/top-stories/bombay-high-court-covid-19-covaxin-clinical-trial-saket-gokhale-168466
"Covaxin Has Not Completed Phase 3 Trials": "Saket Gokhale Moves Bombay High Court Seeks Publication Of Safety & Efficacy Trial Results"
"The petition states that whereas vaccinations in India are to begin from January 16, and it is being claimed that Covaxin is safe and provides a robust immune response, the data submitted by the Company in this behalf has not been made available in the public domain.He contends that the vaccine is still in phase 3 of clinical trial and hence, there remains a great possibility of harm to the life of members of thef the general public that are being administered this vaccine.
Covaxin, developed by bharat biotech is unproven in terms of efficacy and is more expensive. Covishield is the vaccine developed by Oxford-AstraZenca which has proven to be safe and has a proven efficacy is cheaper."
জনৈক | 122.163.***.*** | ১৬ জানুয়ারি ২০২১ ১৫:৩৩471395Password protected wifi নাকি vpn এর কাজ করে । সেটা ব্যবহার করার পর সমস্যা হচ্ছে । বাংলা সাবটাইটেল ডাউনলোড করতে গিয়ে এরর দেখাচ্ছে । subscene হল বিখ্যাত সাইট । সেটা ব্লক করে দিয়েছে । proxy তে পাচ্ছি না । এর ভেতরে আসল গল্পটা কি ?
সম্বিৎ | ১৬ জানুয়ারি ২০২১ ১৪:৫৭471394ঝগড়া করবেন না। বিলায়েতের ঝিঁঞ্ঝোটি শুনুন। তারপর আব্দুল করিমের 'পিয়া বিন আওয়াত নহি চ্যায়ন'।
T | 103.15.***.*** | ১৬ জানুয়ারি ২০২১ ১৪:১৮471393না না, সরেটাই ঠিক।
নাম নেই | 2601:205:c200:6cd0:d525:9eae:d39c:***:*** | ১৬ জানুয়ারি ২০২১ ১৪:১৫471392বানান নিয়ে কোনোদিনই মাথা ঘামাইনি। কাউকে আওয়াজ দেওয়ারও প্রয়োজন মনে করিনি। কিন্তু সম্প্রতি গুরু তে ভাটিয়ালি পড়ে নিজেরই কেমন সংসয় হয় - একটা বানান খুব চোখে লাগছে 'সড়' 'সড়েছে'' ইত্যাদি। চলতি ভাষায় - আমরা তো সর্বদাই বলি - এই একটু সরে বোস। এটা কি 'সড়ে' হয়? ভীষণ কনফিউজড। কোনটা ঠিক - আগাম ধন্যবাদ সহ।
T | 103.15.***.*** | ১৬ জানুয়ারি ২০২১ ১৪:১৩471391আনন্দবাজার খুললে তো এইসবই থাকে। কে কার বিয়েতে গ্যাছে, সেখানে ঝাড়ি মেরেছে কোন নাইকাকে, তা দেখে তার স্ত্রী বিচ্ছেদ চেয়েছে, কে রাজস্থানে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে গ্যাছে। এইসব।
মহুয়া মৈত্র যাকে বলেচে দু পয়সার সাংবাদিক এরা তো তাইই। একদল গ্ল্যাক্সো বেবির বাড়ির সামনে বসে আছে, কানন কখন ম্যাঁও বলল তার সরাসরি রিপোর্টিং। আরেকদল সমানে বিজয়ের বর্গীয় চেটে যাচ্ছে। আর আরেকদল সিরিয়াল ফ্লোরে সারাদিন হত্যে দিয়ে পড়ে থাকে টলিপাড়ার রামছাগলদের গোঁতাগুঁতি আর গোলাপী শাড়ির বিবরণ দেওয়ার জন্য।
দুপয়সাও বেশী এদের জন্য।
অরিন | 118.149.***.*** | ১৬ জানুয়ারি ২০২১ ১৩:৩৬471390"একটু অন্য সাবজেক্ট এ ভাবলাম ঢুঁ মেরে যাই. মানে খবরটা পড়ে জাস্ট বিরক্তি জাগলো. বছরের সেরার পুরস্কার পাচ্ছে এক জুনিয়র সিরিয়াল অভিনেতা যেই সিরিয়ালে নাকি রামকৃষ্ণ ধেই ধেই করে নেচে বিয়ে করতে যাচ্ছে.আর কাদেরকে টপকে ?বাকিদের মধ্যে দুজন বিশিষ্ট শিক্ষক , একজন বিজ্ঞানী , একজন ডাক্তার। "
অমিত, এইজন্য বলে অলীক কুনাট্যে রঙ্গে, লোক হাসে রাঢ়ে বঙ্গে ।
শ্রেষ্ঠত্বের কি নমুনা!
S | 2405:8100:8000:5ca1::6f9:***:*** | ১৬ জানুয়ারি ২০২১ ১৩:১৮471389আমার হিসাবে আরো অন্তত দুটো শেসন বৃষ্টি চাই।
@রঞ্জন দা আপনি ঠিক বলেছেন আমার 3rd আর 4th গুলিয়ে গেছিল :-)
a | 194.193.***.*** | ১৬ জানুয়ারি ২০২১ ১২:৫৭471387নাহ মেলবোর্নেই যেতে পারলাম না। তবে খালি হাতে ফেরাইনি সেইটা মনে রাখবেন হেহে।
অরিন | 161.65.***.*** | ১৬ জানুয়ারি ২০২১ ১২:৫৭471386:-), সরি @a, আপনি নন, @cb থাকছেন।
যাই হোক।
অরিন | 161.65.***.*** | ১৬ জানুয়ারি ২০২১ ১২:৫৫471385আরে a আপনি কাল স্বয়ং মাঠে থাকবেন, ভারত হারবে কি মশাই আপনি থাকতে ।
:-)
Amit | 193.116.***.*** | ১৬ জানুয়ারি ২০২১ ১২:৫৪471384একটু অন্য সাবজেক্ট এ ভাবলাম ঢুঁ মেরে যাই. মানে খবরটা পড়ে জাস্ট বিরক্তি জাগলো. বছরের সেরার পুরস্কার পাচ্ছে এক জুনিয়র সিরিয়াল অভিনেতা যেই সিরিয়ালে নাকি রামকৃষ্ণ ধেই ধেই করে নেচে বিয়ে করতে যাচ্ছে.
আর কাদেরকে টপকে ?বাকিদের মধ্যে দুজন বিশিষ্ট শিক্ষক , একজন বিজ্ঞানী , একজন ডাক্তার।
মানে মনে হয় বাঙালি সমাজে এখন পড়াশোনা করে লাভ নেই বিশেষ। ফালতু টাইম নষ্ট. সমাজে লোকের সেবা করা বা কিছু এচিভ করার থেকে এসব বস্তাপচা সিরিয়াল - এর দরকার বেশি লোকের কাছে। এর মধ্যে কিন্তু অভিনেতা মেয়েটির প্রতি কোনো বিদ্বেষ নেই। জাস্ট ওভারঅল এসব সিলেকশন ক্রিটেরিয়া নিয়ে ই। মানে যারা এসব অ্যাওয়ার্ড সিলেক্ট করেন, তারা পুরোপুরি নিজের বিবেক এক্কেরে হোলসেল বাজারে বিকিয়ে দিয়েছেন.
a | 194.193.***.*** | ১৬ জানুয়ারি ২০২১ ১২:৪৭471383ঐ জন্যেই বলছিলাম পুজারা অচল হয়ে পড়েছে। কেউ বলছে না টি২০ স্টাইলে ৪-৬ মারতে। সামান্য দাবি হল স্ট্রাইক রোটেট করে পাল্টা চাপ রেঝে যাও, মারাএ বল পেলে মারো। এতে করে রান যেমন দ্রুত বাড়ে তেমনি চাপ থাকেনা আর।
আপাত কাল পরশু বৃষ্টি না হলে এই ম্যাচ রাখা যাবেনা, ইনিন্সে না হারে সেটাই আশা।
Amit | 193.116.***.*** | ১৬ জানুয়ারি ২০২১ ১২:৪০471382ফ্রি স্পিচ আর ফ্রি হেট্ স্পিচ র মধ্যেকার ফাইন লাইন টা এখন বেশ ঝাপসা অনেকের কাছেই. অবশ্য শুধু আম্রিগা নয়, গোটা দুনিয়া তেই.
অরিন | 161.65.***.*** | ১৬ জানুয়ারি ২০২১ ১২:৩১471381"Airbnb to Block and Cancel D.C. Reservations During Inauguration
By Airbnb · January 13, 2021 · Policy
Today, in response to various local, state and federal officials asking people not to travel to Washington, D.C., we are announcing that Airbnb will cancel reservations in the Washington, D.C. metro area during the Inauguration week. Additionally, we will prevent any new reservations in the Washington, D.C. area from being booked during that time by blocking such reservations. "
এয়ার বি এন বি ও খেলায় নেমেছে।
দেখুন দিকিনি, ফ্রি স্পীচের দেশে কি গেরো, ;-)
Amit | 193.116.***.*** | ১৬ জানুয়ারি ২০২১ ১২:২৭471380অনেকেই ভেতরের লোক থাকবে পুরো ক্যাওস টাতে যেমন সব ক্যু তে থাকে. অনেকেই হয়তো আবার ডাবল এজেন্ট এদের মধ্যে. পুরো স্টোরিটা হয়তো কখনোই জানা যাবেনা।