অভ্যু অনেকটা এরকম স্টিরিওটাইপিংই শিকাগোর ইনার সিটির লোকেদের সম্বন্ধেও অনেকে বলে
"In Chicago, they’ve had thousands of shootings — thousands — since January first. Thousands of shootings. And I’m saying, 'Where is this? Is this a war-torn country? What are we doing?' And we have to stop the violence,"
কে বলেছিল, বলতে পারলে দুটো নকুলদানা।
আজকাল আর অবাক হই নানা ভারতীয়দের মধ্যে রিপাবলিকান সমর্থক দেখে ।এইরকম লোকেদের জন্যই ব্রিটিশরা ভারত শাসন করতে পেরেছিলো .
সবার জন্য নয়। যার মজুরি বাড়ছে না, সে সমস্যায় পড়বে।
ইনফ্লেশন বাড়লে তো ভাল। এখন তো ইনফ্লেশন নেই। যার জন্য ইন্টারেস্ট রেট এত বছর ধরে প্রায় শূন্য করে রেখেছে। ইনফ্লেশন বাড়া মানে লোকে খরচ করছে।
পাবলিক অপশন হলেও কিছুটা হল। সেটাই প্রায় মেডিকেয়ার ফর অলের মতো কিছুটা। বিশেষ করে যদি যে কেউ বাই ইন করতে পারে। মানে এমপ্লয়ী যদি বলে আমার পাবলিক অপশন চাই তাহলে এমপ্লয়ার অন্য এমপ্লয়ীদের জন্য যা প্রিমিয়াম দেয় সেই টাকাটা পাবলিক ইনসিওরেন্স খাতে দিতে বাধ্য থাকবে। বাকিটা এমপ্লয়ী নিজে দেবে।
মিনিমাম ওয়েজ নিয়ে ফুট ড্র্যাগ করার কোন মানে হয় না। ফ্লোরিডাতেও মিনিমাম ওয়েজ পনেরো ডলার হবে। ওয়েলফেয়ার সিস্টেম জোরালো করাও দরকার। আনএমপ্লয়মেন্ট ও ওয়েলফেয়ার পেমেন্ট হল মজুরির অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট বাড়লে মজুরি আপনি বাড়বে।
বিনে পয়সার উপদেশ ঃ বিজেপি নামক বাংলার নতুন পার্টিকে গুরুত্ব বাড়িয়ে না দেখে, আরো অনেক নতুন বই লেখায় থাকুন :-)))))))
এলে কে নতুন বই য়ের জন্য অভিনন্দন।
ম্যাচের দু পয়সা দিয়ে যাই. ইন্ডিয়ার অবস্থা সুবিধের নয় এবং খটখটে রোদ্দূর। বৃষ্টির একটা ফোরকাস্ট আছে ঠিকই, কিন্তু খুব সামান্যই. ম্যাচ থামানোর মতো নয়.
ব্রিসবেনে বৃষ্টি চাই অবিলম্বে।
এই সিস্টেমটাই বোধয় কানাডা, স্ক্যান্ডেনেভিয়াতে চলে। কেউ কনফার্ম করুক।
যদি এটা করে তো ভাল
The marketplace is made up of multiple insurers. Sometimes there are five or more plans; sometimes there is only one. Biden is talking about adding a public option in the marketplace. You could pick between these private insurers or you could pick the public option.
Biden supports expanding the ACA through several measures, including a public option. Under his plan, this public option would be a health insurance plan run by the federal government that would be offered alongside other private health insurance plans on the insurance marketplace.
মিনিমাম ওয়েজ পনেরো ডলার হওয়া মুশকিল আছে। দশের আশেপাশে যেতে পারে। অনেকেই ভয় পাচ্ছে যে মিনিমাম ওয়েজ বাড়ালে শর্ট টার্মে ইনফ্লেশান আর আনএমপ্লয়মেন্ট বাড়তে পারে।
ইকনমিস্টরা অনেকদিন ধরেই বলে আসছে যে ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার খুবই কাজের জিনিস। মিনিমাম ওয়েজ বাড়ানোর কথা চলছে বটে। হওয়া মুশকিল আছে। মেডিকেয়ার ফর অল একবারে হবেনা, কিন্তু এক্সপ্যান্ড করা হবেই, আরো বেশি লোককে কভার করা হবে।
মেডিকেয়ার ফর অল যদি করে তো আমি ডেমোক্র্যাট হয়ে যাব।
সাইকেল দিক। :-)
এসবের চেয়ে পনেরো ডলার মিনিমাম ওয়েজ যেটা বলেছে সেটা বেশি কাজের। আর ক্লিনটনের সময়ের ওয়েলফেয়ার রিফর্ম রিপিল করুক।
হ্যাঁ` হ্যাঁ`আমাকেও দুই হাজার ডলারের চেক দিক। খুব দরকার।
বাইডেন এসেই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সবাইকে দুই হাজার ডলার চেক পাঠাক। আর মে মাসে আরো এক হাজার ডলারের চেক পাঠাক। ভ্যাকসীন ডিস্ট্রিবিউট করুক। ওবামাকেয়ার-মেডিকেইড এক্সপান্ড করুক। প্যারিস ক্লাইমেট অ্যাকর্ডে যোগ দিক।
আকাদা, রেসিস্ট বা হোয়াইট সুপ্রেমেসিস্ট যারা নয়, বোকা কথাটা তাদের জন্যই লিখেছিলাম; তার বদলে ব্লাইন্ডেড বাই প্রোপ্যাগ্যান্ডা (চার বছরের বেশি সময় ধরে?) বা ক্রিটিক্যাল থিঙ্কিঙের অভাব এ সবও বলতে পারো, তবে সে সব ঐ স্পেডের সিনোনিম আর কি। আর ডিপ্লোরেব্ল তো বটেই। এনিওয়ে, যারা এখনো ট্রাম্পকে হিরো মনে করে, তাদের কাছে এই দাঙ্গা খুব শকড হওয়ার মতো কোনো ঘটনা অবশ্যই নয় (কারণ ট্রাম্প নিজে এতে উস্কানি দিয়েছে, দাঙ্গাবাজদের ভালোবাসা জানিয়েছে খোলাখুলি), এবং সেই চিন্তার দায় এদের নিজেদেরই।
ইন্ডিয়ান ফাস্ট বোলারদের ইগো দেখানোর সমস্যা বহুদিনের।
অকুপাই ইউএসএ - মুভমেন্টে আমার সাপোর্ট আছে শুনে সে সময় একজন আমাকে বলেছিল যে এভাবে আমি রায়্টারদের সাপোর্ট করছি।
শেষ দুই উইকেটে এত রান করলে তো মুশকিল।
মাগার আক্ষরিক অর্থই তো তাই। একসময় আমেরিকা খুব মহান ছিল। আবার সেই সময় ফিরিয়ে দাও।
মাগার মানে তোমার কাছে যা, যারা টুপি পরেছে তাদের সবার কাছে এক? সিওর?
কিন্তু রেভোলিউশান তো হয় কোনও কিছু পরিবর্তন করার উদ্দেশ্যে। এরা তো প্রেসিডেন্ট যাতে পরিবর্তন না হয়, তার জন্য ক্যাপিটলে ঢুকেছিল। মাগার মানেও তো তাই - সব পরিবর্তন আনডু করো।
তা কেন হবে? এরা আদৌ বঞ্চিতও নয়, দরিদ্রও নয়। কিন্তু বঞ্চিত, দরিদ্র না হলেই ট্রাম্পের সমর্থক যারা সেদিন ওখানে ছিল তারাই রেসিস্ট?
আমার তো মনে হল, ইনি সত্যিই মনে করেন মহান কিছু করছেন। এরকম ছেলেমেয়ে আমি কালেজে থাকতে প্রচূর দেখেছি।
সহজ ব্যাখ্যা মানেই স্টিরিওটাইপিং, এই ইকুইভ্যালেন্সই বা পেলে কোত্থেকে? সত্যিই এবার দাঙ্গাবাজদের সমর্থকদের কল আউট করতে গেলেও শুনতে হবে স্টিরিওটাইপিং করা হচ্ছে! ইন্সারেক্শন চলবে, দাঙ্গাবাজদের ভালোবাসা জানানো চলবে সে সব ঠিক আছে, কিন্তু তাদের হোয়াইট সুপ্রেমেসিস্ট বা রেসিস্ট বললেই যত গোল! মিসগাইডেড, গরিব লোক হিল্টন হোটেল ভাড়া করে ইন্সারেকশনের তোড়্জোড় করছিল কি না, তাই সহজ ব্যাখ্যা তাদের জন্য খাটবে না।
"তবে একটা বড়ো-সংখ্যক ট্রাম্প-সমর্থকদের চোখে ও এখনো একজন হিরো, তাদের ভাবনা-চিন্তা দীর্ঘকালীন বঞ্চনা দিয়ে এক্সপ্লেন করা মুশকিল, কিন্তু রেসিজম, হোয়াইট সুপ্রেমেসি, বোকামি, এসব দিয়ে সহজেই একস্প্লেন করা যায় আর কি।"
আমি ঠিক এইটাই বলছি যে স্টিরিওটাইপিং খুব সহজ। যারা এখনও ট্রাম্পকে সাপোর্ট করে তারা হোয়াইট সুপ্রিমেসিস্ট, বোকা, রেসিস্ট এটাই খুব সহজ ব্যাখ্যা। স্টিরিওটাইপিং।