politician | 2603:8001:b143:3000:bddd:a0ff:b6fc:***:*** | ০৫ জানুয়ারি ২০২১ ০২:২৮469847গুগল বলছে খোরাসান হুইট।
অরিন | 161.65.***.*** | ০৫ জানুয়ারি ২০২১ ০২:২২469846হাতে কি ধরা আছে?
অরিন | 161.65.***.*** | ০৫ জানুয়ারি ২০২১ ০২:২২469845
অর্জুন | 43.23.***.*** | ০৫ জানুয়ারি ২০২১ ০০:৫২469844ব্যাক কভারে ক্ষিতীশ রায়ের লেখা গায়িকার জীবনী ।

s | 100.36.***.*** | ০৫ জানুয়ারি ২০২১ ০০:৫০469843জর্জিয়ায় এখনো পর্যন্ত তিন মিলিয়ন আর্লি ভোট পড়েছে, যার বেশির্ভাগটাই ডেমোক্রাট। তবে ইলেকশান ডে তে প্রচুর রিপাবলিকান ভোট পড়বে। টার্ন আউটে একটা ইন্টারেস্টিং নম্বর দেখ্লাম। প্রায় ১১৫০০০ এমন ভোটার আছে যারা নভেম্বরে ভোট দেয় নি এবং এই ভোটারাদের হাফ হল গিয়ে ব্ল্যাক ভোটার। এর মধ্যে ৮০% ভোট যদি ডেমোক্রাটরা পায় তাহলে দারুণ ব্যাপার।
অর্জুন | 43.23.***.*** | ০৫ জানুয়ারি ২০২১ ০০:৪৮469842বাবা,মা'র বিয়েতে পাওয়া সুচিত্রা মিত্রের এল. পি. রেকর্ড। ১৯৭৫ ।

aka | 143.59.***.*** | ০৪ জানুয়ারি ২০২১ ২৩:৪১469841আমাদের নেবারহুডে কেলি আর পার্ডু সাইন পপ করেছে যেসব বাড়িতে ট্রাম্প সাইন ছিল না সেসব বাড়িতেও। আর্লি ভোটিং সব যে ডেমদের হয়েছে তা আমার মনে হয় না। মনে হয় দুজন রিপাবলিকানই জিতবে। তাও মনে হয় ওয়ার্নকের একটা চান্স আছে। প্রচূর ব্ল্যাক আর্লি ভোট দিয়েছে।তবে পুরোটাই টার্ণওভারের ওপর ডিপেন্ড করবে। এই ভোট একদম পার্টি লাইনে ভোট দেবে। ইভেন যারা ইণ্ডিপেণ্ডণ্ট কিন্তু রিপাবলিকান অ্যালাইনড সেও রিপাবলিকানকে ভোট দেবে।
lcm | ০৪ জানুয়ারি ২০২১ ২৩:৩৯469840(CNN)Hundreds of employees at Google and its parent, Alphabet (GOOGL), have launched a union, a rare step for the tech industry that also represents the biggest and most organized challenge yet to the company's executive leadership.
Announced Monday morning, the Alphabet Workers' Union will be run by employees and open both to full-time workers and contractors at the tech giant.
"This is historic," said Dylan Baker, a Google software engineer, in a release. "The first union at a major tech company by and for all tech workers. We will elect representatives, we will make decisions democratically, we will pay dues, and we will hire skilled organizers to ensure all workers at Google know they can work with us if they actually want to see their company reflect their values."
ক্যাপ্টেন কেন আমার খুব ফেভারিট। সাথে স্টিভ স্মিথ।
ar | 96.23.***.*** | ০৪ জানুয়ারি ২০২১ ১৯:৫৪469838Audio: Trump’s full Jan. 2 call with Ga. secretary of state
January 3, 2021 | 3:33 PM EDT
In a one-hour phone call on Saturday, Jan. 2, 2021 with Georgia election officials, President Trump insisted he won the state and threatened vague legal consequences if the officials did not act. This audio has been edited to remove the name of an individual about whom the president makes unsubstantiated allegations.
Related
‘I just want to find 11,780 votes’: In extraordinary hour-long call, Trump pressures Georgia secretary of state to recalculate the vote in his favor
https://www.washingtonpost.com/video/politics/audio-trumps-full-jan-2-call-with-ga-secretary-of-state/2021/01/03/3f9426f4-7937-4718-8a8e-9d6052001991_video.html
Abhyu | 47.39.***.*** | ০৪ জানুয়ারি ২০২১ ১৯:৫৩469837আসলে ডিমের কুসুমের রঙ শুধু না, আমি যেগুলো কিনি সেগুলো অন্য ডিমের চেয়ে খেতেও বেটার লাগে। মানে এই সব লিঙ্ক বলছে যে রংটা বদলানো হয় জালি করে, কিন্তু তাতে তো স্বাদ ভালো হবে না?
S | 2405:8100:8000:5ca1::7da:***:*** | ০৪ জানুয়ারি ২০২১ ১৭:৩১469836কালকে জর্জিয়া রান অফ। এই ইলেকশানের উপর নির্ভর করবে যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশান আদৌ আগামী দুইবছরে কোনও কাজ করে উঠতে পারবে কিনা। প্রচুর আর্লি ভোটিং হয়েছে, কিছু নতুন ভোটারও ভোট দিয়েছে - নভেম্বরের তুলনায়ও। সন্দেহ যে ট্রাম্পের ভোটার ফ্রডের চক্রে কিছু রিপাব্লিকানরা হয়তো ভোট দিতে যাবেনা। এইসব সত্ত্বেও প্রায় নিস্চিত করে বলা যায় যে দুইজন রিপাব্লিকানই জিতবে।
গত বছরের ট্র্যাজিক হিরো উইলিয়ামসন।
S | 2405:8100:8000:5ca1::29b:***:*** | ০৪ জানুয়ারি ২০২১ ১৫:৩৯469834হি ইজ সাচ আ গুড সোল টূ।
b | 14.139.***.*** | ০৪ জানুয়ারি ২০২১ ১৪:৪৯469833উইলিয়ামসন বোধ হয় ২০২০-র টপ ব্যাটসম্যান।
S | 2405:8100:8000:5ca1::cdb:***:*** | ০৪ জানুয়ারি ২০২১ ১৪:২৬469832সাউথ আফ্রিকার কাছে আবারও হারতে চলেছে শ্রীলন্কা। প্রথম ইনিঙ্গসে ১৫৭ অলাউট। বদলে প্রোটিয়াসরা করেছে ১ উইকেটে ২০৯। অন্যদিকে পাকিস্তানের পক্ষে এই ম্যাচটাও বাঁচানো বেশ মুশকিলের মনে হচ্ছে। প্রথম ইনিঙ্গসে ২৯৭ রান করেছে। টেইলেন্ডাররা বেশ কিছু রান করেছিল। কিন্তু বদলে কিউইজরা দ্বিতীয় দিনের শেষে তিন উইকেটে ২৮৬। কাপ্তান কেন উইলিয়ামসন সেন্চুরি নটাউট।
সম্বিৎ | ০৪ জানুয়ারি ২০২১ ১৩:২৪469830
Abhyu | 198.137.***.*** | ০৪ জানুয়ারি ২০২১ ১১:২৬469829থ্যাঙ্কু, কাল পড়ব।
অরিন | 161.65.***.*** | ০৪ জানুয়ারি ২০২১ ১১:১৮469828@অভ্যু , ভারতীয় আরটিসানাল ফাউনটেনপেন নিয়ে লেখাটা চোখে পড়ল
Abhyu | 47.39.***.*** | ০৪ জানুয়ারি ২০২১ ১০:৪৯469827
Abhyu | 47.39.***.*** | ০৪ জানুয়ারি ২০২১ ১০:৪৬469826এই গানটা শুনুন - সব আমি আর তুমি উল্টে গেছে - গীতা নাহার গাওয়া, অগ্রাহ্য করতে পারবেন না
সম্বিৎ | ০৪ জানুয়ারি ২০২১ ০৮:৪৮469824প্রথমজন দ্বিজু রায়ের বিখ্যাত পুত্র। নানা গুণের আধার। রূপেরও শোনা যায় খ্যাতি ছিল। ইউরোপে প্রচুর বিলিতি গান শুনেছেন। শিখেছেনও বোধহয়। অসম্ভব সুকন্ঠের অধিকারী। গান রচনাতেও (লেখা ও সুর) পারদর্শী ছিলেন। রবীন্দ্রনাথের সঙ্গে সঙ্গীত-সম্বন্ধে দীর্ঘ পত্রালাপ চালিয়েছিলেন। ভীষ্মদেব চট্টোপাধ্যায়, ধূর্জটীপ্রসাদ প্রমুখের সমসাময়িক ও মিত্রস্থানীয়। অরবিন্দ আশ্রমে চলে গেছিলেন।
দ্বিতীয়জন, b-বাবু যেমন বললেন, রজনীকান্তর দৌহিত্র। সেঞ্চুরি পার করে এখনও ব্যাট করছেন। অভির খাজানায় ওনার একটা ইন্টারভিউ আছে। সেখানেই, বা অন্য কোন সাক্ষাৎকারে বলেছেন, রজনীকান্তর অনেক সুরের কিছুটা ওনার মনে ছিল। বাকিটা নিজে সুর করে নিয়েছেন। ওনার ট্রেনিঙে বহু রেকর্ড বেরিয়েছে। সবচেয়ে বিখ্যাত বোধহয় সাতের দশকের মাঝে বেরোন বিভিন্ন শিল্পীর গলায় রজনীকান্তর গানের এলপি - যেটায় হেমন্তর 'আমি অকৃতি অধম', 'ওই বধির যবনিকা', অর্ঘ্যর 'কবে তৃষিত এ মরু' ইত্যাদি আইকনক গান আছে।
Apu | 2401:4900:1046:a075:41da:5d84:b972:***:*** | ০৪ জানুয়ারি ২০২১ ০৮:৪৬469822সুপ্রভাত গুরু
Apu | 2401:4900:1046:a075:41da:5d84:b972:***:*** | ০৪ জানুয়ারি ২০২১ ০৮:৪৬469823সুপ্রভাত গুরু
b | 14.139.***.*** | ০৪ জানুয়ারি ২০২১ ০৮:৪০469821ম্যাথমেটিক্স = মিঠুনদা?
b | 14.139.***.*** | ০৪ জানুয়ারি ২০২১ ০৮:৩০469820স্বিতীয়জন তো রজনীকান্তের দৌহিত্র। @ অভ্যু
dc | 122.174.***.*** | ০৪ জানুয়ারি ২০২১ ০৮:২৬469819এমন একটা "জায়গা" আছে যা আসলে জায়গাও নয় আর সময়ও নয়, যেখানে গণিতের ফর্মুলারা নাচে গায়, নিজেদের মধ্যে প্রেম করে, আর সংখ্যার জন্ম দেয়, ওদের খেলার ফলে সময় আর জায়গার সৃষ্টি হয়, তখন সেই ফর্মুলাগুলো একেকটা ইউনিভার্সের জন্ম দেয় আর সংখ্যাগুলো এসে সেই সব ইউনিভার্সের ফর্ম দেয়।
dc | 122.174.***.*** | ০৪ জানুয়ারি ২০২১ ০৮:১৯469818কিংবা গণিত খুবই উচ্চ মানের নাচ।