এলে, কিন্তু সেটা তো এখানেও দেখতে হবে , ভোটের বাজার দাদা:--))))))))))))
বোধিসত্ত্ব দাশগুপ্ত
বড়েস, আমিও ধুর বলে বেরিয়ে আসলাম ওখান থেকে। দেখি তাত্ত্বিকদের দৌড়টা।
তাও তো ওখানে একটা তৃতীয় পক্ষ ছিল।
সব থেকে বেশি শোক (বা শক ) পেয়েছে মনে হয় শোভন-বৈশাখী। এদের এতদিনের জমাটি প্রেম কাহিনীর মৌরসীপাট্টা কিনা কোদ্দিয়ে হটাৎ করে কে এসে ঝেড়ে দিলো।
ওহ আচ্ছা, এই সুজাতা খাঁ এর ঘটনা ? এর মধ্যে আবার ডিভোর্স পেপার ও পাঠিয়ে দিয়েছে সৌমিত্র খাঁ
abp ananda দেখুন। সন্ধ্যে বেলার বাংলা সিরিয়াল বেশি রিয়েলিস্টিক লাগছে।
আবার ki হোলো ?
কিসব চলছে। আমি আবার এইসবের অ্যানালিসিস করতে গেছিলাম। ধুর।
সত্যি কথা।
ধুর ধুর। এট্টু পশ্চিমবঙ্গের দিকে তাকান। ঃ))
সলিড হচ্ছে কিন্তু।
অরিন সুন্দর জায়্গা।
তা তো জানি না। এটা আজকে আমি ফারারিকি নামে একটা বিচ, সেখানে তুলেছি। মেঘলা দিন, আলো ঠিকমত ছিল না। ছবিটা রোদ থাকলে অন্য রকম হত।
অরিন , এটাতো win 10 এর ওয়ালপেপার এ ছিল , তাই না ? খুব সুন্দর
@Amit: ইংল্যান্ড এই নতুন মোর এগ্রেসিভ স্ট্রেন টার খবর শুনে আরো ঘাবড়ে যাচ্ছি। এভাবে যদি ভাইরাস মুটেট করতেই থাকে নন স্টপ, তাহলে তো সব ভ্যাকসিন ফেল মেরে যাবে।
ভ্যাকসিন মিউটেশনের জন্য ফেল করবে ভাবার কারণ নেই।
@তাপস দাস &ঃI
বেশ, চ্যানেল নহয় ভুল কিন্তু সেই ভুল ধরে কি শঙ্কুদেব পন্ডা, সৌগত রায় অর্থাৎ কিনা তিনোমুলের বজ্জাতি ও ইলিয়াসের বেইজ্জতিকে ঢাকা দেওয়া গেল?
এখনো কত শিক্ষিত মানুষ তিনোর বজ্জাতিকে ঢাকা চাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে!!
বেলেঘাটার এক হকারের দাবি, ‘‘গত সপ্তাহে আমায় বলা হয়েছে, আমরা নাকি অন্য দলের সমর্থক হয়ে যাচ্ছি। তাই ফুটপাতে দোকান দিতে হলে ঘণ্টায় ৫০ টাকা করে দিতে হবে। অর্থাৎ আট ঘণ্টায় ৪০০ টাকা। দিনে অত বিক্রিই হয় না, টাকা দেব কোথা থেকে!” পুলিশের কাছে যাচ্ছেন না কেন? হকারের দাবি, ‘‘যে এলাকায় বোমা বিস্ফোরণে ক্লাবের ছাদ উড়ে গেলেও ব্যবস্থা নেওয়া হয় না, সেখানে হকারের কথা কে শুনবেন? দাদা বলে দিয়েছেন, যে বেশি টাকা দেবে সে-ই বসবে।’’
সেই সব জাতির বিবেক রা এখন কোথায় ?
S, পৃথিবী শেষ হবার আগে প্রকৃতির হাতে গড়া এই পাথরে খোদাইকৃত ব্যাপারগুলো দেখে নেবেন অবশ্যই।
New Zealand এর দক্ষিণ দ্বীপের দুর্গম এক প্রান্তে সমুদ্র সৈকতে।
S, পৃথিবী শেষ হবার আগে প্রকৃতির হাতে গড়া এই পাথরে খোদাইকৃত ব্যাপারগুলো দেখে নেবেন অবশ্যই।
New Zealand এর দক্ষিণ দ্বীপের দুর্গম এক প্রান্তে সমুদ্র সৈকতে।
পৃথিবী শেষ হতে চলেছে। এই সুযোগে যে একটু সব দেশ একটু ঘুরে দেখবো, সেটাও হচ্ছে না।
ইংল্যান্ড এই নতুন মোর এগ্রেসিভ স্ট্রেন টার খবর শুনে আরো ঘাবড়ে যাচ্ছি। এভাবে যদি ভাইরাস মুটেট করতেই থাকে নন স্টপ, তাহলে তো সব ভ্যাকসিন ফেল মেরে যাবে। যা শুনছি ওখানে তো এখন ইয়ং পপুলেশন ও ভালোমতো এফেক্টেড হচ্ছে শুধু এজেড পপুলেশন নয়।
বাবা ভালোয় ভালোয় সময়টা কেটে যাক। সুস্থ থাকলে অনেক খ্রীষ্টমাস হবে। সবাই ভালো থাকুন। সাবধানে থাকুন। আমেরিকায় তো ভোটের পরে হু হু করে বেড়ে চলেছে। ক্রিসমাসে সাবধান না হলে সমূহ বিপদ। ভারত তো এখনো ইংল্যাণ্ড থেকে প্লেন যেতে আসতে দিচ্ছে, তাই না?
খুব ভালো খবর। সেসেমে স্ট্রীট দুটো নতুন ক্যারেক্টার নিয়ে এসেছে। আজিজ আর নূর ছবছরের টুইনস রোহিঙ্গা রিফিউজি যারা বাংলাদেশের কক্স বাজারে থাকে।
https://www.bbc.com/news/world-asia-55364403
থ্যাংকু a. আমিও সিডনি তে না , ব্রিসবেন এ আছি। তবে সাবধানের মার্ নেই। আবার বর্ডার বন্ধ করে দিয়েছে। লোকের খ্রীষ্টমাস বিশ বাও জলে।
যারা কোভিডকে লিবারল হোক্স, ডেমোক্র্যাটিক কনস্পিরেসি বলে খুব চেঁচিয়েছিল, তারাই সবার আগে ভ্যাকসিন নিতে ছুটেছে।
দ্রি-র টইটা দেখে মনে পড়ল - দীপাঞ্জন নামে একজন লিখতেন - মিশনের খুব ভালো ছাত্র ছিলেন - আমেরিকার ভোট পরবর্তী সময়ে ওনাকে আর দেখি না?
a, থ্যাংকিউ।কিন্তু আমি সিডনীতে থাকিনা তো। ইউ এস এ।
ফ্রান্স ৪৮ ঘন্টার জন্য ইউকে থেকে সব ট্রাভেল বন্ধ করলো | শুধু ফ্লাইট না, পোর্ট, ইউরোটানেল সব |
আয়ারল্যান্ড ইতালি হল্যান্ড বেলজিয়াম পর্তুগাল সবাই ইউকের ফ্লাইট বন্ধ করলো |
অন্যদিকে সৌদিও সব বর্ডার সিল করলো |
পালাবার আর কোনো রাস্তা নেই |
সিডনিতে কেস বাড়ছে। অমিতবাবু আর কেকেদি বোধয় সিডনি। সাবধানে থাকিবেন
ট্রাম্প নাকি মার্শাল লেয়ার কথা ভাবছে
An Oval Office meeting with President Donald Trump that included Sidney Powell and her client Michael Flynn began as an impromptu gathering but quickly devolved, two people familiar with the matter said. CNN's Jeremy Diamond reports screaming matches broke out at certain points as some of Trump's aides pushed back on Powell and Flynn's suggestions.