পলিটিশিয়ান | 2606:6000:6a0c:e00:e1e5:3120:f8c0:***:*** | ০৬ ডিসেম্বর ২০২০ ১২:৪৩467205সারদা চিফের চিঠিটা মজার। এত বছর বাদে হঠাৎ স্মৃতি ফিরে এল। এ সহজ কথা নয়।
জেলে কোন ডাক্তার নিউরোলজি ডিপার্টমেন্ট দেখে জানতে পারলে হত।
S | 2405:8100:8000:5ca1::56b:***:*** | ০৬ ডিসেম্বর ২০২০ ১২:৩৮467204সেরেছে।
Abhyu | 47.39.***.*** | ০৬ ডিসেম্বর ২০২০ ১২:২৪467203
S | 2405:8100:8000:5ca1::bd:***:*** | ০৬ ডিসেম্বর ২০২০ ১২:২১467202টুম্পা শুনেছি তো। দীপাংশু আছে।
সম্বিৎ | ০৬ ডিসেম্বর ২০২০ ১২:১৬467200টুম্পা ভাল, তবে শেষ পাঁচবছরের এই জঁরার সেরা হল ম্যাজিক মামণি।
সম্বিৎ | ০৬ ডিসেম্বর ২০২০ ১২:১৫467199হুম।
সিএস | 2401:4900:1049:24dc:61f4:f1e3:ef4:***:*** | ০৬ ডিসেম্বর ২০২০ ১২:০৮467198https://epaper.sangbadpratidin.in/epaper/edition/2561/sangbad-pratidin-28-11-20/page/4#
এখানে আছে।
সম্বিৎ | ০৬ ডিসেম্বর ২০২০ ১২:০৮467197তাপস চট্টোপাধ্যায় বলে গানের জগতে কারুকে মনে করতে পারছি না। তবে বিপুলা এ পৃথিবীর কতটুকু বা জানি! তাপস ভৌমিক নামের একজন অসাধারণ আ্যকর্ডিয়ান ও পরে কীবোর্ড শিল্পী ছিলেন।
Abhyu | 47.39.***.*** | ০৬ ডিসেম্বর ২০২০ ১২:০৪467196বাহ খাসা গান!
সিএস | 2401:4900:1049:24dc:61f4:f1e3:ef4:***:*** | ০৬ ডিসেম্বর ২০২০ ১২:০০467195সম্বিৎবাবু, গানের জগতে তাপস চট্টোপাধ্যায় কে ?
যাত্রা পথের আনন্দ গান নামে ওনার একটা দিনলিপি বেরিয়েছে।
এই নাও
aranya | 2601:84:4600:5410:cc13:a6c5:65cf:***:*** | ০৬ ডিসেম্বর ২০২০ ১১:৫৫467193অভ্যু, বিমান বসু থাকেন কমিউনের একটা কামরায়। টাকার লোভ থাকলে অন্য জীবনধারা বেছে নিতেন।
এক্স সারদা চিফের এই চিঠি, সাজানো বলেই আমার মনে হচ্ছে
Abhyu | 47.39.***.*** | ০৬ ডিসেম্বর ২০২০ ১১:৫৩467192লিং না দিলে শুনব কী করে দমুদি?
কিসব পুরানো পুরানো গান শুনে যাচ্ছেন আপনারা। টুম্পা শুনুন টুম্পা। ওটিই কলকেতার লেটেস্ট হট গান। লোকে নাকি পঁচিশ তিরিশবার করে শুনছে এক এক বসায়।
বাহ পেনস-ইন-এশিয়া সাইট টা তো দারুণ ভাল সাইট!
Abhyu | 47.39.***.*** | ০৬ ডিসেম্বর ২০২০ ১১:৪২467189অরণ্যদা সারদা কি সিপিয়েমের আমলে আরম্ভ হয় নি?
aranya | 2601:84:4600:5410:cc13:a6c5:65cf:***:*** | ০৬ ডিসেম্বর ২০২০ ১১:৩৮467188বিমান বসু-ও ২ কোটি টাকা নিয়েছেন !!!!
এ বানান চিঠি বলেই মনে হচ্ছে
Abhyu | 47.39.***.*** | ০৬ ডিসেম্বর ২০২০ ১১:৩৫467187অরিনদা এদের সেল চলছে (কাল পর্যন্ত) http://www.pensinasia.com/Christmas%20Namiki,%20Pilot,%20Platinum%20&%20Sailor%20Promotion%202020.htm
রিলায়েবল দোকান, আমি আগে কিনেছি। পেপ্যাল নেয়, আর অথেন্টিক জিনিস বেচে। এদের দাম একটু বেশি, কিন্তু এরকম কালেকশন খুব কম জায়গায় পাবেন। ডিলের জিনিস নিলে দাম একটু কম পড়বে। যেমন এটা তিনশোর কমে কোথাও পাবে না, মোর লাইক ৩২০ - এখন ২৬০-এ দিচ্ছে https://pensinasia.com/new/product/platinum/platinum_3776_century_maki-e_sansui_fountain_pen_7585.html
ম | 2601:247:4280:d10:258b:36b0:f38a:***:*** | ০৬ ডিসেম্বর ২০২০ ১১:৩২467186উল্টে পড়াশোনা করতে শুরু করে দিলো? তাই তো চাই:-))
Abhyu | 47.39.***.*** | ০৬ ডিসেম্বর ২০২০ ১১:৩০467185মিঠুদি তারপরে উল্টো ফল হলে? :)
@Abhyu, পেনের সাজেশন দাও, দেখি |
ম | 2601:247:4280:d10:258b:36b0:f38a:***:*** | ০৬ ডিসেম্বর ২০২০ ১১:২৫467183অভ্যু ভাবছি কি একদিন না সাঁটে তোমাকে ফোন করব, একটু মোলায়েম করে জ্ঞানবানী বিতরণ করবে প্লিজ?
Abhyu | 47.39.***.*** | ০৬ ডিসেম্বর ২০২০ ১১:২৩467182সাম্পানকে সাধে এতো পছন্দ করি!
"তবে সাঁটে বলি, মেয়েদের সব দোষ আদতে তাদের বাবাদের। লাই দিয়ে মাথায় তুলেছে।"
ইয়ে সম্বিৎবাবু, এই হুবহু এক কথা ঘন্টা দুয়েক আগে বাড়িতে শুনলাম। বক্তা আগাম আজকের ডিনার বন্ধ বলে আপাতত ফতোয়া জারি করে একটি জাবদা বই মুখে করে শুয়ে পড়েছেন।
;-)
সংসার অতি বিচিত্র চিজ মশাই |
ম | 2601:247:4280:d10:258b:36b0:f38a:***:*** | ০৬ ডিসেম্বর ২০২০ ১১:২২467180আদি কে ডেকে আনছি। আপনার ভুবনের ভার নেওয়া বের করছি।
aranya | 162.115.***.*** | ০৬ ডিসেম্বর ২০২০ ১১:২০467179পরের প্রজন্মের ছেলে মেয়েগুলো সব খুবি ভাল, পিতা মাতা কোথায় গর্বিত হবে, তা নয় ভাবচে ক্যালানোর কথা
কোন মানেই হয় না
aka | 143.59.***.*** | ০৬ ডিসেম্বর ২০২০ ১১:২০467178ভাই অভ্যু, সাম্পান যখন অনেক ছোট, তিন বা চার হবে। তখন একদিন কানটা একটু ধরেছিলাম। তাতে ডায়লগ ছিল - তোর মাসল, ভারী জিনিষ তোল। সেই শেষ আমার শাসনের।
ম | 2601:247:4280:d10:258b:36b0:f38a:***:*** | ০৬ ডিসেম্বর ২০২০ ১১:১৯467177আজ্জো, হ্যাঁ,গাড়ি চালাতে শিখে গেছে। তবে কোভিডের কারণে ডিএমভি যাওয়া হয়নি।
সম্বিৎ | ০৬ ডিসেম্বর ২০২০ ১১:১৯467176এ বাবা মাইমা ব্যকরণে তেরো। কর্তা বহুবচন হলে কর্মও বহুবচন হবে। উদ্দেশ্য বহুবচন হলে বিধেয়ও বহুবচন হবে