সারদা চিফের চিঠিটা মজার। এত বছর বাদে হঠাৎ স্মৃতি ফিরে এল। এ সহজ কথা নয়।
জেলে কোন ডাক্তার নিউরোলজি ডিপার্টমেন্ট দেখে জানতে পারলে হত।
সেরেছে।
টুম্পা শুনেছি তো। দীপাংশু আছে।
টুম্পা ভাল, তবে শেষ পাঁচবছরের এই জঁরার সেরা হল ম্যাজিক মামণি।
হুম।
https://epaper.sangbadpratidin.in/epaper/edition/2561/sangbad-pratidin-28-11-20/page/4#
এখানে আছে।
তাপস চট্টোপাধ্যায় বলে গানের জগতে কারুকে মনে করতে পারছি না। তবে বিপুলা এ পৃথিবীর কতটুকু বা জানি! তাপস ভৌমিক নামের একজন অসাধারণ আ্যকর্ডিয়ান ও পরে কীবোর্ড শিল্পী ছিলেন।
বাহ খাসা গান!
সম্বিৎবাবু, গানের জগতে তাপস চট্টোপাধ্যায় কে ?
যাত্রা পথের আনন্দ গান নামে ওনার একটা দিনলিপি বেরিয়েছে।
এই নাও
অভ্যু, বিমান বসু থাকেন কমিউনের একটা কামরায়। টাকার লোভ থাকলে অন্য জীবনধারা বেছে নিতেন।
এক্স সারদা চিফের এই চিঠি, সাজানো বলেই আমার মনে হচ্ছে
লিং না দিলে শুনব কী করে দমুদি?
কিসব পুরানো পুরানো গান শুনে যাচ্ছেন আপনারা। টুম্পা শুনুন টুম্পা। ওটিই কলকেতার লেটেস্ট হট গান। লোকে নাকি পঁচিশ তিরিশবার করে শুনছে এক এক বসায়।
বাহ পেনস-ইন-এশিয়া সাইট টা তো দারুণ ভাল সাইট!
অরণ্যদা সারদা কি সিপিয়েমের আমলে আরম্ভ হয় নি?
বিমান বসু-ও ২ কোটি টাকা নিয়েছেন !!!!
এ বানান চিঠি বলেই মনে হচ্ছে
অরিনদা এদের সেল চলছে (কাল পর্যন্ত) http://www.pensinasia.com/Christmas%20Namiki,%20Pilot,%20Platinum%20&%20Sailor%20Promotion%202020.htm
রিলায়েবল দোকান, আমি আগে কিনেছি। পেপ্যাল নেয়, আর অথেন্টিক জিনিস বেচে। এদের দাম একটু বেশি, কিন্তু এরকম কালেকশন খুব কম জায়গায় পাবেন। ডিলের জিনিস নিলে দাম একটু কম পড়বে। যেমন এটা তিনশোর কমে কোথাও পাবে না, মোর লাইক ৩২০ - এখন ২৬০-এ দিচ্ছে https://pensinasia.com/new/product/platinum/platinum_3776_century_maki-e_sansui_fountain_pen_7585.html
উল্টে পড়াশোনা করতে শুরু করে দিলো? তাই তো চাই:-))
মিঠুদি তারপরে উল্টো ফল হলে? :)
@Abhyu, পেনের সাজেশন দাও, দেখি |
অভ্যু ভাবছি কি একদিন না সাঁটে তোমাকে ফোন করব, একটু মোলায়েম করে জ্ঞানবানী বিতরণ করবে প্লিজ?
সাম্পানকে সাধে এতো পছন্দ করি!
"তবে সাঁটে বলি, মেয়েদের সব দোষ আদতে তাদের বাবাদের। লাই দিয়ে মাথায় তুলেছে।"
ইয়ে সম্বিৎবাবু, এই হুবহু এক কথা ঘন্টা দুয়েক আগে বাড়িতে শুনলাম। বক্তা আগাম আজকের ডিনার বন্ধ বলে আপাতত ফতোয়া জারি করে একটি জাবদা বই মুখে করে শুয়ে পড়েছেন।
;-)
সংসার অতি বিচিত্র চিজ মশাই |
আদি কে ডেকে আনছি। আপনার ভুবনের ভার নেওয়া বের করছি।
পরের প্রজন্মের ছেলে মেয়েগুলো সব খুবি ভাল, পিতা মাতা কোথায় গর্বিত হবে, তা নয় ভাবচে ক্যালানোর কথা
কোন মানেই হয় না
ভাই অভ্যু, সাম্পান যখন অনেক ছোট, তিন বা চার হবে। তখন একদিন কানটা একটু ধরেছিলাম। তাতে ডায়লগ ছিল - তোর মাসল, ভারী জিনিষ তোল। সেই শেষ আমার শাসনের।
আজ্জো, হ্যাঁ,গাড়ি চালাতে শিখে গেছে। তবে কোভিডের কারণে ডিএমভি যাওয়া হয়নি।
এ বাবা মাইমা ব্যকরণে তেরো। কর্তা বহুবচন হলে কর্মও বহুবচন হবে। উদ্দেশ্য বহুবচন হলে বিধেয়ও বহুবচন হবে