রিপাব্লিকানদের একটুও বিশ্বাস করিনা। ফ্লোরিডাতে কি হয়েছিল, সেকথা এখনও ভুলিনি। । অলরেডি বেশ কিছু স্টেটের লেজিস্লেচাররা বলতে শুরু করে দিয়েছে যে ফ্রডের অযুহাতে ইলেকশান রেজাল্ট নালিফাই করে অন্যভাবে ইলেকটোরেট অ্যাপয়েন্ট করতে তাদের আপত্তি নেই।
কালই তো ট্রাম্প অ্যাপয়ন্টি ক্যাভানা এসিএ সুপ্রীম কোর্টের বাইরে বলে রায় দিয়েছে। ছোটখাটো সমস্যা, করাপশন ইত্যাদি আছে, কিন্তু সিস্টেম এখনও গ্রসলি কাজ করে। এটা বিশ্বাস না করলে কনস্পিরেসি থিওরীর ডিপ স্টেটে বিশ্বাস করতে হয়।
সিস্টেম অতটা রিগড নয়। যদি ধরে নিই এতটাই রিগড তাহলে ট্রাম্প যা বলছে তা সত্যি হবার বিরাট চান্স। কোথাও তো একটা বিশ্বাস ধরে রাখতে হবে রে বাবা।
জর্জিয়াতে তো হ্যান্ড রিকাউন্ট হবে। কত ব্যালট যে নষ্ট করা হবে।
২০২৪এ জিওপির হয়ে কে কে প্রাইমারিতে দাঁড়াবে?
ট্রাম্প, জুনিয়ার ট্রাম্প, ইভান্কা, মাইক পম্পেও, স্টীভ ব্যানন, টেড ক্রুজ, টাকার কার্লসন, ফক্সের আর কেউ?
চিনের আগ্রাসন নিয়ে ভাটানোর জন্য আইটিসেল আছে তো।
চিনের আগ্রাসন নিয়ে ভাটান:) আম্রিগা রাশিয়া দুটোর ই ডাউনফল চলচে। আগামী পৃথিবী চিনের।
দেখুন, আম্রিগার ভোট নিয়ে ভাটালে বোর হবেন, না ভাটালে ভাট খালি, তখন বোর হয়ে অগত্যা ইলেকশন নিয়েই ভাটাতে হবে।
Lindsey Graham says the Republicans will never win another presidential election if they don't 'do something' about mail-in voting
এইটাই। অনেক ধন্যবাদ। হ্যাঁ, শান্তিনিকেতনী ঐতিহ্যে পেছনে এসরাজের সাপোর্ট আছে।
মনে হয় না ঠিক লিং দিলুম। এতে সামান্য যন্ত্রানুষঙ্গ আছে -- "খালি গলার" না।
অশোকতরুর "আমার যদিই বেলা যায় গো"।
ন্যাড়াদা কোন গানটা? অশোকতরুর আজ তোমাকে দেখতে এলেম? ঐ লিংকটায় ক্লিক করলে তো অ্যাকাউন্ট চাইছে।
হাইপারলিন্ক আসছে না।
এইখানে ক্লিক করুনঃ
<
এই গানটা শুনুন অভ্যুবাবু। গানে, বিশেষে রবিবাবুর গানে, কী করে স্বরলিপি থেকে না সরে বুদ্ধি প্রয়োগ করে গানকে অন্য উচ্চতায় নিয়ে যেতে হয়, তার উদাহরণ।
https://open.spotify.com/track/5dkXWqSAQ59A2o3VjXXkbA?si=BWtnQdfJQ5S2papPinhEdA
জল চাইলে বেল দেওয়ার মতো। শান্তিদেবের এইটা পেলাম - অনেকদিন পরে শুনলাম
আমার প্রভুর পায়ের তলে শুধুই কি রে মানিক জ্বলে, চরণে তাঁর লুটিয়ে কাঁদে লক্ষ মাটির ঢেলা
আহা অক্ষদার চিকেন চাঁপ
"বসন্তে বসন্তে তোমার" শান্তিদেবেরও আইকনিকরেকর্ড আছে।
বাই দ্য ওয়ে, শান্তিদেবের খালি গলার "ফাগুন হাওয়ায় হাওয়ায়" খুঁজছি। পাচ্ছিনা। খুঁজেপেতে স্পটিফাইতে দেখলাম "রাঙিয়ে দিয়ে যাও" বলে ঘোষমশাইয়ের একটা আ্যলবামে গানটা আছে। কিন্তু ব্যাটারা গানটা রাখেনি।
হুঁ ট্রাম্পকে তাড়িয়ে সেলিব্রেট করতে প্রচুর রান্নাবান্না করেছে।
ও মা, তাই? আমারো অক্ষদার কথা মনে হচ্ছিল কদিন ধরে। টেক্সাসে ভোট গোনা হচ্ছিল যখন তখন থেকেই। ওরা ভালো আছে?
ওহে অভ্যুরাম, অক্ষদা তোমার খোঁজ নিচ্ছিল।
ঠিক :)
রেনুকা দাশগুপ্ত
উফ্ফ প্রমিতা মল্লিক কি করে প্রমিত মল্লিক হলেন? প্রমিত সেন হন নি সেই আমার ভাগ্যি।
যাগ্গে আমার কিন্তু ঐ পুরোনো রেকর্ডটাই সবচেয়ে ভালো লাগে। ধীর লয়টা।
আরো শুনুন
শৈলেন মুখোপাধ্যায়
প্রমিত মল্লিক
রমা মণ্ডল
স্বাগতালক্ষী