r2h | 73.106.***.*** | ০৭ অক্টোবর ২০২০ ১৯:৫৪462413তেজস্বী সূর্য নাকি নবান্ন ঘেরাও করবে
aka | 143.59.***.*** | ০৭ অক্টোবর ২০২০ ১৯:১৪462412জনি ন্যাশের জন্য। shunun.
r2h | 73.106.***.*** | ০৭ অক্টোবর ২০২০ ১৮:২৭462411ওহ, সময়ানুক্রমে ডিফল্ট হয়ে ছিল।
r2h | 73.106.***.*** | ০৭ অক্টোবর ২০২০ ১৮:১৯462410প্রথম পাতায় ভাট আসছে না?
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 202.142.***.*** | ০৭ অক্টোবর ২০২০ ১৮:০৭462409বড় এস, ছবির হিন্ট টা বুঝিনি । লোকজন নর্মালের থেকে দূরে বেশি আছে?
বোধিসত্ত্ব দাশগুপ্ত
b | 14.139.***.*** | ০৭ অক্টোবর ২০২০ ১৬:৩৭462408@ অতোজ, যাঁকে ২১ বছর বয়সে ডাক্তার বলেছিলো ওহে, তোমার আর কয়েক মাস, তিনি কি আর নোবেলের পরোয়া করতেন?
b | 14.139.***.*** | ০৭ অক্টোবর ২০২০ ১৬:২২462407মগ= পর্তুগীজ কেন হবে? মগ তো আজকের আরাকানের বার্মিজরা।
'ফরা তারা 'কোন' বৌদ্ধ দেবী?
S | 2a0b:f4c0:16c:12::***:*** | ০৭ অক্টোবর ২০২০ ১৬:২০462406ট্রাম্পের কেন কোরোনা হতে পারে, তার একটা হিন্টঃ
S | 2a0b:f4c0:16c:12::***:*** | ০৭ অক্টোবর ২০২০ ১৬:১৫462405ট্রাম্প ক্যাম্পেইনের নতুন স্লোগানঃ ট্রাম্পের যেহেতু কোরোন হয়েছে, অতেব ট্রাম্পই সবথেকে ভালো কোরোনা সামলাতে পারবে।
গবু | 223.223.***.*** | ০৭ অক্টোবর ২০২০ ১৬:০৭462404Ranjan Roy | ০৭ অক্টোবর ২০২০ ১০:৪৯462390
....
তাহলে- মগে বলে 'ফরা' তারা? ফরা মানে কি খোদায় জানে! সেজকা টেবিল বাজিয়ে গাইত, আমার পাঁচবছুরে কানে যেমন ধরা পড়েছিল আরকি!
মগ = পর্তুগিজ ধরিয়া পাই,
Farra (Portugese) = Spree (English)
Spree [/spriː/]
noun
noun: spree; plural noun: sprees
A spell or sustained period of unrestrained activity of a particular kind.
"he went on a six-month crime spree"
Similar:
unrestrained bout
orgy
binge
splurge
কালীপুজো উপলক্ষে কাপালিক বা সাধুদের মদ্যপান দেখে পর্তুগিজরা ফরা শব্দ ব্যবহার করেছিলো?
স্বপ্নের পোলাও - প্রচুর ঘী ঢেলেছি - কেউ একটু বাস্তবের ছোঁয়া দিন।
PM | 120.5.***.*** | ০৭ অক্টোবর ২০২০ ১৫:৫৪462403ট্রাম্প ওর বেস্ট ফ্রেন্ড কে মিষ্টি করে ভালোবেসে দিয়েছে দেখছি --
New H-1B rules: A month before elections, Trump admin does a ..
রঞ্জনবাবু, খেয়াল রাখবেন গুগল বুকসে আপনার ইপাব রাখবেন না, পরে আর না ও একসেস পেতে পারেন। ড্রপবকস বা এরকম কিছুতে রেখে দিতে পারেন।
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2402:3a80:aa9:2e25:ffe2:15ac:870:***:*** | ০৭ অক্টোবর ২০২০ ১৪:৪৪462401@সিএস কে আমি খুঁজছি।
রঞ্জন বাবু,
গুগল স্টোরেজ সবচেয়ে ভাল অপশন।
আপনি মুফতে আরো বেশী স্টোরেজ চাইলে https://hubic.com এ ফ্রি একাউন্ট খুলে দেখতে পারেন। এরা ২৫ গিগাবাইট পর্যন্ত ফ্রি দেয়।
না হলে আপনার মোবাইল ফোনে স্পেস থাকলে বা আরেকটা কম্পিউটার থাকলে syncthing install করে ডাটা রেখে দিতে পারেন, পরে এক থেকে অন্য কম্পিউটারে ডাটা চালাচালি করবেন https://syncthing.net
আরো একটা, https://pinata.cloud ব্যবহার করে দেখতে পারেন। ipfs বেসড, সিকিওর।
আপনার কিন্ডলে কেনা বই হারাবে না, যখন খুশী আমাজন থেকে যেকোন কম্পিউটারে নামিয়ে নিতে পারবেন।
দ মহাশয়কে লোকজন খুঁজছেন দেখি ! :) @দ ( ট্যাগ হল না কেন !)
PM | 120.5.***.*** | ০৭ অক্টোবর ২০২০ ১২:০৯462398রঞ্জনদা ,গুগল ড্রাইভে সেভ করুন ।১৫ জিবি পর্যন্ত ফ্রি স্পেস ।তারপর পয়সা লাগে অবশ্য ।যে কোনো মেশিন থেকে দরকারে একসেস করতে পারবেন
নাহলে আপনার পেন ড্রাইভ বা হাড়্রড ড্রাইভে সব ডাউনলোড করুন।তা না থাকলে গুগুলে নিজের নামে ড্রাইভ খুলে ওখানে সেভ করুন।
রঞ্জন বাবু আপ্নি দেখবেন ল্যাপটপে দুটি ড্রাইভ আছে। সি ড্রাইভ ডি ড্রাইভ ইত্যাদি। আপনি ডেক্সটপের সব লেখা ডি ড্রাইভে ফোল্ডার করে ঢুকিয়ে রাখুন।
b | 14.139.***.*** | ০৭ অক্টোবর ২০২০ ১১:৪৬462395ঠিক ঠাক এয়েছে
b | 14.139.***.*** | ০৭ অক্টোবর ২০২০ ১১:৪৫462394টেস্ট
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 202.142.***.*** | ০৭ অক্টোবর ২০২০ ১১:৩৬462393সত্যি এরকম একটা চোদু প্রেসিডেন্ট মানে নিক্সন ও ছিলো না। মানুষ ঠকানো চলছে।
বোধিসত্ত্ব দাশগুপ্ত
কী করে সেভ হবে কিন্ডলে কেনা বইগুলো? সব মহান লেখকদের কলেক্টেড ওয়ার্কস? মার্ক্স থেকে মিস্ট্রি সিরিজ? ড্রপবক্স এবং ই -_পাব এর বইগুলো?
একটা টেকনিক্যাল পরামর্শ চাই।
ল্যাপটপ সারাতে দেব। আমার ডকুগুলো লেখাপত্তর কীভাবে সেভ করলে ভাল হয় ?
১ নিজেকে জিমেইলে মেইল করা, ২ পেনড্রাইভে তুলে নেয়া, ৩ গুগল ড্রাইভে সেভ করা, ৪ এর কোনটাই নয়।
আরে এতোজ,
গানটা পেয়ে সক্কাল বেলায় দিল একদম গার্ডেন-গার্ডেন।
(এটা আসলে হিন্দি ইডিয়ম 'দিল একদম বাগ বাগ হো গয়া'র বর্তমান শহুরে প্রজন্মের ককনি)।
তাহলে- মগে বলে 'ফরা' তারা? ফরা মানে কি খোদায় জানে! সেজকা টেবিল বাজিয়ে গাইত, আমার পাঁচবছুরে কানে যেমন ধরা পড়েছিল আরকি!
২ আপনার প্রশ্নের উত্তরেঃহিন্দি বলয়ের কিংবদন্তী অনুযায়ী এই ভানুমতী হলেন ধারা নগরের (বর্তমান মধ্যপ্রদেশের 'ধার') রাজা ভোজের কন্যা এবং রাজা বিক্রমাদিত্যের স্ত্রী। বলা হয় যে রাজা ভোজ শিবের বরে জাদুবিদ্যা শিখেছিলেন এবং নিজের গুণী মেয়েকে শিখিয়েছিলেন। তাই ম্যাজিকের আরেকনাম 'ভোজবাজি'। ভোপালের কাছে ভোজপুরে রাজা ভোজের শিবমন্দির কিন্তু তার আকার এবং সৌকর্ষের গুণে দর্শনীয়।
S | 2405:8100:8000:5ca1::a9:***:*** | ০৭ অক্টোবর ২০২০ ০৯:৪১462389ট্রাম্পের সত্যি কোভিড হয়েছে। কিন্তু সেটা নিয়েও নাটক করে চলেছে।
ট্রাম্প তাহলে নাটক করছেনা?
কলম সর্দার | 174.198.***.*** | ০৭ অক্টোবর ২০২০ ০৯:০৪462387কলম সর্দার হচ্ছে লালমাটি ভল্যুম ট্যু
Atoz | 151.14.***.*** | ০৭ অক্টোবর ২০২০ ০৮:১৮462386দ্রি , আপনি কোথায়? ডীপ স্টেট। দীপাঞ্জন, আপনি কোথায়? ডীপ স্টেট।
Atoz | 151.14.***.*** | ০৭ অক্টোবর ২০২০ ০৮:১৬462385ওরাও তো কোয়ারান্টাইনে।
s | 100.36.***.*** | ০৭ অক্টোবর ২০২০ ০৮:১৫462384ট্রাম্পের দয়ায় আমেরিকার গোটা ন্যাশনাল সিকিউরিটি অ্যাপারেটাস কোয়ারেন্টাইন। কোস্ট্গার্ড কমান্ডার হোয়াইট হাউসে মিটিং করে ইনফেক্টেড। আর তার সাথে মিটিং করার জন্যে জয়েন্ট চিফস অফ স্টাফ, তার ডেপুটি, আর্মি চিফ অফ স্টাফ, নেভি চিফ অফ স্টাফ, এয়ার্ফোর্স চিফ অফ স্টাফ, সাইবার কমান্ড - সবাই কোয়ারেন্টাইনে। রাশিয়া, আর ইউ লিসনিং?