বিচ্ছিরি টাইপো। আবার দিই।
মবলগে নভেল নিয়ে লিখলে সিরিজটা শেষ হয়ে বটে। লিখে ফেলাই যায়। কিন্তু তারপর ???
আপনি নিজে আপনার নামোল্লেখ করতে বারণ করেছেন বলে করছি না।
ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। রঞ্জনবাবু আমাকে অনুরোধ করেন (এসেমও) আলোচনা ফের শুরু করার জন্য। তাতে আমি কিছু লিখি। কেউ কেউ আপত্তি জানান ও নতুন টই খুলতে বলেন। রঞ্জনবাবু সেই মাফিক একটা আলাদা টইতে আমার মন্তব্য ট্রান্সফার করেন। অনেক পরে অরিন আমাকে লিখতে বললে আমি জিজ্ঞাসা করি কোথায় লিখতে হবে। তিনি এখানেই লিখতে বলায় অনেকেই সেখানে যোগ দেন। দুপুর তিনটে বা চারটে নাগাদ সবই ছিল। হঠাৎ সন্ধেবেলায় দেখি কেবল আমার মন্তব্যগুলো বেছে বেছে সেই টইতে চালান করে দেওয়া হয়েছে। বাকিদেরগুলো এখানেই আছে। এ জিনিস আজ অবধি দেখিনি।
এক ইউজার 'নীরব পাঠক' এটি করেছেন এবং এক আজব কারণ দেখিয়েছেন। কাজেই যে কোনও ইউজার এটা করতে পারবেন নিশ্চয়ই? এরপরেও আপনি বুঝতে না পারলে আমি নাচার
মগবগে নভেল নিয়ে লিখলে সিরিজটা শেষ হয়ে বটে। লিখে ফেলাই যায়। কিন্তু তারপর ???
অশোক রুদ্র মশাই আশির দশকের মাঝামাঝি কৃষি নিয়ে ই পি ডব্লুতে লিখে সাড়া ফেলেছিলেন।
একটা গুরুত্বপূর্ণ দিক ছিল ওনার লেখায় ভারতীয় কৃষকের ইউনিক ডিশিসান মেকিং নিয়ে। সাধারণত সব ধরনের অর্থনীতিতে ধরে নেওয়া হয় প্রডিউসার বা সেলার মূলত প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে চান। অশোক রুদ্র মশাই দেখালেন ভারতীয় কৃষক এই ছকের মধ্যে পড়ছে না। দুটো প্যারামিটারকে নিয়েছিলেন রুদ্র মশাই। একটা হল ক্রপ সিলেকশান। আর একটা হল ক্রপ সেলিং টাইম চয়েস।
ভারতীয় কৃষক মোটেই প্রফিট ম্যাক্সিমাইজেশন এর জায়গা থেকে ক্রপ সিলেকশান করেন না, এটা তিনি দেখালেন। আর ক্রপ সেলিং এর সময়েও সবচেয়ে বেশি লাভ পাওয়া যাবে যে সময়টায়, সেই সময়েই সেটা বিক্রি করে দেন না। কয়েকটা খেপে বিক্রি করেন ফসল। ধান ছাড়া অন্যান্য সব ফসলের ক্ষেত্রে মোটামুটি এরকম একটা প্যাটার্ন দেখতে পাওয়া যায়।
এই বিষয়টা নিয়ে আরো অনেক ইন্টারেস্টিং অবজারভেশন/ অ্যানালিসিস এর দিকে এগোনো যায়। তাই না ?
আপনি উদয়ই বা হলেন কেন, অস্তই বা গেলেন কেন কিছুই বুঝিনি মাইরি! কালে কালে আরও কত দেখতে হবে কে জানে!! ভালো থাকবেন নীপা, থুড়ি হঠাৎ সক্রিয় নীপা।
নীপা | 217.115.112.198 | ২৮ আগস্ট ২০২০ ০১:২৭
এখান থেকে দেখতে দেখতে যান ঘটনাক্রম। কে করেছেন, কেন করেছেন, করার কী কারণ দেখিয়েছেন, যার ক্ষেত্রে করেছেন তাকে কী কী প্রবোধবাক্য দেওয়ার চেষ্টা করেছেন - সঅব পেয়ে যাবেন।
ঠিকই ভেবেছিলাম। উত্তর দেওয়াই বৃথা। আপনি থামবেন বলে মনে হয়না। চালাতে থাকুন। চলি।
আপনি টাইপ করার আগে দয়া করে পুরো বিষয়টাতে চোখ বুলিয়ে নিন। কাউকে কিচ্ছু বোঝাতে হবে না। আপনিই সব বুঝে যাবেন।
এইরকম অজস্র নতুন টই হবে। মনে হলেই সোজা আন্দামানে চালান।
নীপা, আপনার উদাহরণটা মনে থাকবে। আমিও একজন ইউজার হিসবে এটা করার স্বাধীনতা পাব নিশ্চয়ই? তখন কাজ করার পরে নানাভাবে ত্যানা পাঁচাব, কেমন?
ধর্মগুরু আকা কাগজ আর আঠা দিয়ে কী বানাল, দেখাল না তো!
new Toi = Bhat.subset(1, 10).clone();
এই পাকা মাথার হাপিস ষড়যন্ত্রটা একটু বুঝিয়ে যাবেন কিন্ত।
আমাকে বোঝাতে হবে না। হঠাৎ সক্রিয় নীপা বুঝিয়ে দিয়েছেন। কী অকাট্য কারণ হাপিস করার!!
নীপা, এখানে প্রত্যেকের পোস্ট তথ্যসমৃদ্ধ ছিল। সেটা বিচার করারই বা আপনি কে?
এখানে 'শুশ্রুত' লেখায় তর্কচঞ্চুকে বানাম্ভুল ধরানো হয় তো! দেখেননি?
আমি না তো, ডবল ঢেউ (ওমনাথ?)
আপনার পোস্টগুলোই তথ্যসমৃদ্ধ দেখে কপিপেস্ট করলাম। অন্যদেরগুলো করে দিলে ব্যাপারটা মিটে যাবে ত? তাহলে করে দিচ্ছি কেমন?
সেন্টিমেন্টাল শহীদ মোডে যদি যেতামই তাহলে অশোক মিত্র নিয়ে লিখতাম নাকি? আপনি বারবার স্পেকুলেট করছেন কেন? নিশ্চিন্ত থাকুন, শহিদ হওয়ার ইচ্ছে নেই।
বাকি উত্তর হঠাৎ সক্রিয় নীপাকে দিয়ে দিয়েছি। ইচ্ছে হলে দেখে নিতে পারেন। না দেখলেও ক্ষতি নেই।