আরে তুলনা শুধু নয়।বলছে ওরাই রেসের জেতা ঘোড়া হবে।যদিও এথিক্স চায়না আর রাশিয়া দুটো দেশ ই ভায়োলেন্ট করেছে।
কিন্তু সেই চিরাচরিত ভেদ নীতি। ল্যাংরা আম ভালো,হিমসাগর খারাপ।কি মধুর ভাষণ!সহানুভূতি গলে পড়ছে চায়নার ওপর।
স্থির নিশ্চিত,রাশিয়ার ভ্যাকসিন এর খবর না আসলে বলতো, চাইনীজ ভ্যাকসিন এর গুণমান ঠিক হবে না,ওরা ডেটা ম্যানিপুলেট করেছে, আমাদের রিসার্চ চুরি করেছে।ওরা খারাপ,ওদের ভ্যাকসিন আরো খারাপ। ব্যাস।
আমরা ফক্স!
#প্রফাইল্যাকসিস হিসাবে
প্রবীণ এক সাংবাদিক সেদিন বলছিলেন, একটা দেশের স্বাধীনতার পক্ষে এ তেমন কোনও সময়ই নয়। মাত্র কয়েকটা বছরই বলা চলে। বিগ পিকচার শব্দটা এখন খুব চালু। তেমন বড় ছবির হিসেবে, কথাটা হয়ত ঠিকও বটে। কিন্তু এত কম সময়ও নয়, যে স্বাধীনতা ও তার আনুষঙ্গিককে বিচার করা যাবে না। সে বিচার অবশ্য বহুকাল ধরেই চলছে। তাতে স্বাধীনতার গায়ে আঁচড় পড়েছে কি? এই নতুন প্রয়াসটিতেও তেমন কিছু ঘটে উঠবে, এমন কোনও দুরাকাঙ্ক্ষা নেই। কিন্তু মদন তাঁতিকে তবু, খালি মাকু হলেও, ঘুরিয়ে যেতেই হয়।
পাই দি ওটা হালকা ছড়িয়ে গেছে. আমি এখানে করে দিচ্ছি .
চলে এলো চলে এলো . হুড়মুড় করে গুগল বুকস এ চলে এলো ঠিক দিন এ
রাশিয়ান ডাক্তাররা ,হেল্থ ওয়ার্কার্স গণ, সমবেত ভাবে না নিতে চাইলে খুব খুশি হবো। পরিষ্কার বোঝা যাবে ভ্যাকসিন নিতে জোরজবস্তি চলছে না। প্রচুর গুমখুন হলে বোঝা যাবে,পুটিন ফর্মে আছে।সময় ই কথা বলবে।
তবে হ্যাঁ, পশ্চিমি মিডিয়া ও স্পুটনিক নিউজ ,দুটোই যা ইচ্ছে রাবিশ সাপ্লাই করতে পারে।
অতো রাগের কি আছে,বুঝছি না!!আজব যুক্তি আসছে দেখছি!রাশিয়া তার দেশে এক্সপেরিমেন্টাল ভ্যাকসিন ব্যবহার করেছে।
চায়না ও করেছে।কোন দেশ কে কিনতে বলে নি। কোন দেশ এর ওপর জোর জবস্তি করে নি। কাউকে মস্কো যাবার এয়ার টিকিট অফার ও করে নি। হু এর নটা ভ্যাকসিন এর লিস্টে ও রাশিয়ান ভ্যাকসিন নেই। অতো জরাগ্রস্ত হবার কি আছে!
রাশিয়া তো বিগ ফার্মার প্রমোদ কানন নয়।কারণ পশ্চিমী মিডিয়া মাথায় গজাল মেরে ঢুকিয়ে দিয়েছে,ঔষধ তৈরি তে আমরাই শেষ কথা। ফৌচি র মতন লোক ঘোষণা করেছিল রেমদিসিভির ভালো বলে।আর কি চাই!
পুটিন এর সবেধন নীলমণি; একটি ভ্যাকসিন। সেটারও আবার ফেজ থ্রি স্টার্ট ই করেনি।দেশ এর নাম রাশিয়া।ওখানে সব রিসার্চ পশ্চিমী দেশ থেকে হ্যাক করে চুরি করে নেওয়া হয়। এর সঙ্গে আছে পশ্চিমী মিডিয়ার বিষদগার!!
মার্কেটে প্রোডাক্ট সেল করতে,পুটিন এর টাকে চুল গজিয়ে যাবে!কিন্তু কিছু কিছু দেশ না বুঝে অর্ডার দিচ্ছে , আবার স্টাডি তে অংশ ও নিচ্ছে।
চীন হলে,পশ্চিমী মিডিয়া বলতো টাকার থলি নিয়ে স্টাডি করিয়ে নিয়েছে, ম্যানিপুলেট করেছে,জল মিশিয়েছে।
প্রসঙ্গত,আমি কিন্তু রাশিয়া ভক্ত নই। লেনিন এর দাড়ি পছন্দের নয়।খালি সিপিএম পন্থী।সেটা পিটি বাবু কনফার্ম করে দিতে পারেন।
চলে এল গুগল বুক্সে!
https://drive.google.com/file/d/1qWcCO86hIG0EAKadJpwYT4jHv_ZaeO35/view?usp=sharing