আমেরিকা থেকে জরুরি ভিত্তিতে ভারতীয় আর্মির জন্য আসছে #2কোটি_বুলেট সহ নিন্মোক্ত অস্ত্র....
https://www.financialexpress.com/defence/more-firepower-for-indian-army-to-buy-small-arms-for-special-forces-from-us-based-company/2007444/
⭕৭১৫ টি MK-48 লাইট মেশিন গান (LMG)
⭕১০৫০ টি FN Scar (H) 7.62×51অ্যাসল্ট রাইফেল
⭕১৪০০ টি FN Scar (L) অ্যাসল্ট রাইফেল
⭕অথবা HK-416 অ্যাসল্ট রাইফেল
⭕১১০ টি .৫০ ক্যালিবার এর ব্রাউনিং হেভী মেশিনগান
⭕১০০ টি Barret M107 A1 50CAL অ্যান্টিমেটেরিয়াল স্নাইপার রাইফেল
Try again
এইটাই। নামটা ভুল লিখেছিলাম। রিপ্রিন্ট হয়েছে দেখে ভাল লাগল। তার মানে এই বইয়ের বিক্কিরি আছে।
আচ্ছা আমার প্রশ্নের জবাব আমি নিজেই পেয়ে গেছি। বিরক্ত করার জন্য দুঃখিত।
আমার জিজ্ঞাসা গুরুর বইতে কি ISBN থাকে?
নিধু সম্বন্ধে একটা বইয়ের কথা বলে যাই। যদ্দুর মনে পড়ছে বাংলা গানে প্রথম পিএইচডি করেছিলেন অরুণ বসু। এই থিসিসের ওপর বই লেখেন "বাংলা কাব্যগীতির ধারা"। থিসিস ধরে ছেপে দেননি, পরের দিকে যেরকম রীতি হয়ে গেছে। বাংলা গানের বিবর্তন নিয়ে উৎসাহ থাকলে, এটি অবশ্যপাঠ্য। তবে বহুদিন আউট অফ প্রিন্ট। এই অরুণ বসুই ভাস্কর বসু ছদ্মনামে অনেক ভাল বাংলা গানও লিখেছেন।
ক্ষী ক্ষেলো! এই কাঁচা হাত ও ডেঁপোমির প্রমাণ আবার এখানে আনতে কে বলল!
ঠাকরে সায়েব জানিয়েছে, সমস্ত সরকারী নির্দেশিকায় মারাঠী ব্যবহার করতেই হবে, নইলে এক বছরের জন্য ইনক্রিমেন্ট আটকে দেয়া হবে।