@atoz
আচ্ছা মনে আছে ? একবার লিংফুঁকিয়ান বলে এক চিনে কে এনেছিল ? টিকি থেকে ইলেকট্রিক স্পার্ক ঝাড়তো ?
আরে সিএস সাহেব
ফ্রি তে বিলোলে গুণী র সম্মান থাকেনা মশায়
চার্জ করুন , কিছু তো পাবেন
আমি তো পার পোস্ট ২০ পয়সা অবধি উঠতে রাজি , কেউ আছে গুরুতে ?
কুড়ি এ.........ক
কুড়ি দু ........ই
ইত্যাদি
প্রণামান্তে নগন্য
Tim
আমি তো ভাবলাম ল্যাব এ হাইড্রোজেন আর অক্সিজেন সিনথেসিস দিয়ে শুরু হবে , তারপর জুড়ে জল ইত্যাদি
R2h
তবে যে ভয় দেখাচ্ছিলেন একটু আগে যে আকাদা র জায়গায় অন্য কেউ থাকলে মাথা গরম করে কি না কি সব করে ফেলতেন ? আপনি তো আকাদা নন , তো ভাবলাম নিজের কথাই বলছেন
বাঁটুল এর ওই দুটো বিচ্ছু র নাম কারো মনে আছে ? বিসিসি লম্বকর্ণ ? আহা কি সব মনে করালেন
এই মরেছে , এই র২হ বাবুকে দেখলেই আমার ভয় হয় , মাথা গরম লোক , হুট্ করে হাত চালিয়ে দিলেই গেছি
আমি আজ কাটি
নমস্কার
হেঁ হেঁ , আজ্ঞে সে কথাই যখন হলো , গরিবের সামান্য বিদ্যায় গরিব ছাপ লেখায় যা পাওয়া যায় , মুখ্যুসুখ্যু মানুষ তাই দিয়ে চালাতে হয়
তো কথা হচ্ছে , দামি তত্বকথা (মানে ওই আগের পোস্ট আর কি ) কি তারপরেও ফ্রি ? ৭৫ পয়সাও উঠলোনা ?
কিছু দেব ? আমার সামান্য সামর্থ যদিও
১৫ জুন ২০২০ ২৩:০৮
এইটা হেব্বি লামিয়েছেন রিসাচ করে
পান্তুয়ার রসের ধারা ফলো করে মনোবিজ্ঞানের জটিল তত্ব দিয়ে সুপ্ত ব্যক্তিসত্বার অবিমৃষ্যকারিতার ব্যাখ্যা
হুররিশা...
আলজিভ এ সুড়সুড়ি খেয়ে কবরে বিষম খেয়ে ফ্রয়েড সাহেবের নিদ্রা null এন্ড ভয়েড হয়ে গ্যালো তো
ক্যান যে অলপ্পেয়ে গুলো মনোবিজ্ঞানে নোবেল দু চারটে গুরুর গুরুকে লক্ষ্য করে ছুঁড়ে মারেনা কে জানে
sm ২২.৫৯ ব্যাপক লাগলো। :))
@syandi
কেন যে লজ্জা দেন , পান্তুয়া ই বানিয়ে উঠতে পারলামনা তো আবার গরম জল
না বাপু অত কম্পেলেক্স রেসিপি টেরাই করে কাজ নেই
সিএস, dc, এস এম দা কী খবর বস?
ও বিশ্বরূপবাবু, আমার কাছে গরম জল বানানোর খাসা একখানা রেসিপি আছে। দরকার পড়লে বলবেন যেন, লজ্জা করবেন না মোটেই।