তাও রেসিপি টা ছাড়লেন না
ঠিক ধরেছেন আবেগ এর আ যুক্তির ক আর ঘোরা র আকার মানে আপনি যা বোঝালেন তাই আর কি ?
সব ই তো এক প্রপঞ্চময়
@dc
রসিক চূড়ামণি মানুষ আপনি , আপনার চোখ কে ফাঁকি দেব আমার সাধ্য কি দাদা . ঠিক ধরেছেন , প্রথমএ করোনা র ভয়ে শুকিয়ে নিকুতি হয়ে গিয়েছিলো তারপর উমফুন এসে ঝুলিয়ে দিয়েছে
@aka
আপনার লেখার ওই রস টসটসে আবেগ আর কিছু গোল গোল ঘোরা যুক্তি দেখে অনুমান (হনু নয় ) লাগালুম আর কি
কল্পবিশ্বের ইবুক লিস্ট - ২৬টি ইবুক এক জায়গায়
নক্ষত্রপথিক, সুমিত বর্ধন https://bit.ly/2XrzW4P
মনন শীল, পার্থ দে https://bit.ly/2X8AMmR
কল্পবিজ্ঞান সমগ্র, রেবন্ত গোস্বামী https://bit.ly/3czPidR
কল্পবিশ্ব উপন্যাস পর্ব ১ https://bit.ly/3bwdCfc
ডেকাগন, ঋজু গাঙ্গুলী https://bit.ly/2WrjQso
সিদ্ধার্থ ঘোষ রচনা সংগ্রহ ১ https://bit.ly/3ctOMOk
স্বমহিমায় শঙ্কু, সত্যজিৎ রায় ও সুদীপ দেব https://bit.ly/3aWagBN
মোহনপুরের মায়াজাল, সুদীপ দেব https://bit.ly/2WBsweQ
কেস অফ চার্লস ডেক্সটার ওয়ার্ড, এইচ পি লাভক্র্যাফট https://bit.ly/3fgeIia
আদম ও ইভ, অমিতাভ রক্ষিত https://bit.ly/2YsJ5ff
অর্থতৃষ্ণা, সুমিত বর্ধন https://bit.ly/3aE02WM
কালসন্দর্ভা, অঙ্কিতা https://bit.ly/3adkZrb
আদিম আতঙ্ক, অদ্রীশ বর্ধন https://bit.ly/2wIMpHI
ফ্র্যাঙ্কেনস্টাইন ২০০ http://bit.ly/2XV9GhP
সেরা কল্পবিশ্ব – ২০১৬ https://goo.gl/J5wip5
এই অরণ্যে আমার আবাস, প্রদীপ কুমার বিশ্বাস https://bit.ly/2xBiW2X
নতুন পুরাণ, মনোরঞ্জন ভট্টাচার্য https://bit.ly/3bi3erj
কল্পবিশ্ব গোল্ডেন এজ সায়েন্স ফিকশন https://bit.ly/3dliXHn
কল্পবিশ্ব পূজাবার্ষিকী ২০১৯ http://bit.ly/35yTJCj
কল্পবিশ্ব ক্লাই-ফাই সংখ্যা http://bit.ly/2ZsfUXR
কল্পবিশ্ব পূজাবার্ষিকী ২০১৮ https://bit.ly/2YQUbuH
কল্পবিশ্ব অদ্রীশ বর্ধন সংখ্যা https://bit.ly/2WJU81c
কল্পবিশ্ব পূজাবার্ষিকী ২০১৭ https://bit.ly/3clJ2pV
কল্পবিশ্ব রাশিয়ান কল্পবিজ্ঞান https://bit.ly/3cfvaNP
কল্পবিশ্ব ফ্রাঙ্কেনস্টাইন সংখ্যা https://bit.ly/2WLBoi5
কল্পবিশ্ব জাপানি কল্পবিজ্ঞান https://bit.ly/2XMzrUv
কিন্ডল ডিভাইসে পড়ার জন্যঃ http://bit.ly/2Gru2rQ
দিদি উবাচ
সিইএসসি কোনও সরকারি সংস্থা নয়, বেসরকারি সংস্থা। এই সংস্থার তৈরি হয়েছিল বাম আমলে। ওদের একটা ইনফ্রাস্ট্রাকচার ছিল বলে বিকল্প ভাবনার প্রশ্ন আসেনি। এখন আমফান বিপর্যয়ের পর যুদ্ধকালীন প্রস্তুতিতে কাজ করতে হবে, যেটা সিইএসসির মধ্যে দেখা যাচ্ছিল না। আমি সরাসরি কথা বলেছি। ববি হাকিমও রাত জেগে কাজ করছে। ওদের সঙ্গে যোগাযোগ রাখছে। সিইএসসিকে বলা হয়েছে এক নম্বর প্রায়োরিটি দিয়ে আগে বিদ্যুৎ রেস্টোরেশন করতে হবে। কাকদ্বীপে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি সংবাদমাধ্যমকে জানিয়ে দেন দ্রুত কাজ করতে না পারার কারণেই পুর কমিশনার খলিল আহমেদকে সরিয়ে দিতে বাধ্য হয়েছেন।
যাহ কেলো করেছে , আমার পান্তুয়া ঝুলিয়ে দিলেন দেখছি
অনুপাত আমাকে খুঁজে বের করতে হবে ?
এর থেকে তো নীরব মোদী কে খঁউজে বের করা সোজা
ছবি দেখিনি , লিংক দিলে দেখতে পারি
আকা দা নমস্কার , কেমন আছেন
আচ্ছা আমার ওই পান্তুয়া র রেসিপি টা একটু সময় করে বলে দেবেন যদি খুব কষ্ট না হয়?
ছানা আর সুজি র অনুপাত টা ঠিক হচ্ছেনা , ফেটে ফেটে যাচ্ছে . অনেকে বলছে ক্ষোয়া ক্ষীর দিতে আর গুঁড়ো দুধ
কি করবো ?
শালিখ বাবু সহি বলিয়াছেন
আগার সাচ্চা লিবারেল হোবে তো সোবার মতামত দেখে নিজের যুক্তি রাখতে হোবে
আপনারা শিক্ষিত কমরেড বাঙ্গালি বাবু বিবি রা ইখানে আছেন ঠিক আছে কিন্তু
ম্যানিফেস্টো হাম ভি পড়িয়াছে , সরকার বিরোধী না হলে কি তাকে লিখতে দেওয়া যাবে না ?
বিপ্লব কি বড়বাজার বাদ দিয়ে আসবে ? হাঁ দিলু বাবু কিছু উল্টাপুল্টা কথা বলিয়াছেন কিন্তু সে তো সোব নেতারাই বলিয়া থাকেন