https://bengali.abplive.com/news/aaj-focus-e/bengalis-harassed-in-vellore-693811
পশ্চিমবঙ্গে বহু পূর্বেই রাষ্ট্রপতি শাসন দরকার ছিল। পঞ্চায়েত নির্বাচনে যখন নমিনেশন এর সময়ই তীব্র হিংসা হচ্ছিল শাসক তৃণমূলের দ্বারা তখনই বোঝা গিয়েছিল আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। কালিয়াচকের দাঙ্গা, ধূলাগড়ের দাঙ্গার সময়ে ও প্রশাসন দর্শকের ভূমিকা পালন করেছিল। এখন পুলিশ নিজেই এক নির্বাচিত সাংসদকে তার ক্ষেত্রেই বলছে যে আইনশৃঙ্খলার এতোই অবনতি হয়েছে যে সাংসদ নিজেই নিজের এলাকায় যেতে পারবেন না। তাহলে রাজ্যের পুলিশ প্রশাসন মেনেই নিল রাজ্যে আইনশৃঙ্খলা নেই। প্রশাসনের নিজেদের কথাতেই স্পষ্ট রাজ্যে রাষ্ট্রপতি শাসন চাই। এটা শুধু আর বিরোধীদের দাবি রইল না।
দেখুন চন্দননগর তেলিনিপাড়ায় কিভাবে তান্ডব চালানো হয়েছে শান্তিবাদীদের দ্বারা,সাধারণ মানুষের ওপর কিভাবে অত্যাচার করা হয়েছে।
শুধু তাই নয় লুটপাট করা হয়েছে অনেক সোনার দোকান,আগুন,গাড়ি, বাড়ি ভাঙচুর তাদের সেই পরিচিত শান্তির পদ্ধতিতে!আর প্রশাসন চুপ। কেন এখনও একজন অপরাধীকেও ধরতে পারেনি ?
এই তান্ডবের নিউজ কোথাও নেই,হমম সেকুলারিজম প্রতিষ্ঠা করার জন্য সবাই চুপ.কিন্তু এইভাবে কি সেকুলারিজম প্রতিষ্ঠা করা সম্ভব ?
দেশ দেখেছে একটা আইনের প্রতিবাদে তান্ডব আর আগুন.দেশ দেখেছে ৭১, ক্যালকাটা কিলিংস,কাশ্মীর,দেখেছে গোদরায় ট্রেন পোড়ানো.দেখেছে বসিরহাট,ভাদুরিয়া! দেশ দেখেছে করনার মতো মহামারিতেও শান্তিপ্রদর্শন.আরো কতো কি,হিসেব করেও শেষ করা যায়না!আমাদের মাতৃভূমি আজ জর্জরিত,রক্তাক্ত!
কিন্তু আপনি দেখতে পাননি,আপনার রাজনৈতিক স্বার্থ পর্দার মতো হয়ে দাড়িয়ে ছিল আপনার বিবেকের সামনে.আপনি রাজনৈতিক ক্রীতদাস হয়েই আছেন.এতে কোনো সন্দেহ নেই!
দেখতে পারেন এগুলো:
https://m.facebook.com/story.php?story_fbid=3173878405985254&id=100000893770469
https://m.facebook.com/story.php?story_fbid=2574795122839977&id=100009285442828
https://m.facebook.com/story.php?story_fbid=3280626025303145&id=100000673405368
এক্ষেত্রে HDI comparison কতটা উপযুক্ত? খুব ধীরে চেঞ্জ হয় বলে জানি। HDI মাপার নানারকম লিমিটেশন আছে। তাছাড়া একই দেশের বিভিন্ন রাজ্যের ডেটা হাইলি কোরিলিটেড হওয়ার সম্ভাবনা প্রচুর। এই কেসে HDI পার্থক্য কতটা সিগনিফিক্যান্ট সেটা আগে জাস্টিফাই করতে হবে।
' ভালো ভালো বামপন্থী দলগুলো' কারা? সিপিএম ইনক্লুডেড নাকি বাদ? ঃ-)))
হ্যাঁ ওটা তো ঠিকই। আপত্তি "...উত্তরপ্রদেশ আপনাদের থেকে অনেক বেশি প্রস্তুত করোনা মোকাবিলায়। তাঁরা কোনো ট্রাইব্যুনাল / প্যানেল তৈরি করে প্রশাসনিক স্তরে করোনা আক্রান্ত / মৃতের সংখ্যা ম্যানিপুলেট করার চেষ্টা করছে না।* তাঁদের সদিচ্ছাটা রয়েছে, স্বচ্ছভাবে এই পরীক্ষায় বসার।" এই কথায়।
আর চাড্ডি প্রোপাগান্ডার সঙ্গে ঐকমত্য প্রকাশ রিস্কি, তার মধ্যে সত্যি থাকলেও।
আমার তো মনে হয় পাতি frustrated লুম্পেন , লক ডাউন এ মদ এর ও সাপ্লাই নেই আর ওই চাদ্দিপনা র চক্করে বৌ ও ছেড়ে চলে গ্যাছে
সারাদিন কম্পু র সামনে বসে মুদি পুজো করে
যুক্তি র বহর শুনলে দেশের কথা ভেবে কষ্ট হয়
এরাই 2023 এ ভোট দিয়ে আবার মেজরিটি anbe