স্ট্রিম অব কনশাসনেস স্টাইলে ভাট বকেন আপনারা! কোথা থেকে কোথায়! ঃ-))))
থ্যাঙ্কু । :))))))
After all Bengali medium । তেমন ইনজিরী জানি না। তাও মাঝে মাঝে বলতে সাধ হয় :)))))
"বোল্ড আন্ড আন্ডারলাইন্ড" হবে ওটা।
আমাকে জোর জবরদস্তি করে বিজেপির সাপোর্টার বানিয়ে ফেলার খেলাটাও কি আইটি সেলের?
হ্যাটস অফ! কী চেষ্টা বিজেপিতে টানার।
প্লিজ নোট "হতে পারে" । বোল্ড আন্ড আন্ডারলাইন :)))
নবদ্বীপের খবরটা ভেরিফাই করতে পারলুম না। কিন্তু দুটো জিনিস পেলুমঃ
১) কাঠের বদলে কেরোসিন দিয়ে দাহ করা হচ্ছে 'করোনার দেহ', ভিডিয়ো পোস্ট BJP-র
২) স্থানীয় সিপিএমের ফেসবুক পোস্টঃ
নবদ্বীপ শ্মশানে প্রশাসনের প্রত্যক্ষ ভূমিকায় গোপনীয়তার সাথে সম্ভাব্য করোনা (COVID19) সংক্রামিত মৃতদেহ দাহ করার প্রতিবাদে, এবং WHO (World Health Organization) এর গাইডলাইন মেনে করোনা (COVID19) আক্রান্ত মৃতদেহ সৎকার করতে হবে, নবদ্বীপ শ্মশান প্রতিদিন স্যানিটাইজ করা ও শ্মশানের সাথে যুক্ত কর্মীদের উপযুক্ত পোশাক, সামগ্রী দেওয়ার দাবী জানিয়ে C.P.I.(M) নবদ্বীপ এরিয়া কমিটির ডাকে পোড়ামাতলায় Physical distance মেনে প্রতিবাদ কর্মসূচী
#CPIM
#COVID19
#CoronavirusOutbreak
#CoronavirusPandemic
#FightAgainstCoronavirus
https://www.facebook.com/permalink.php?story_fbid=3260318043987676&id=1753976074621888
ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে 'সম্ভাব্য' করোনা সংক্রামিত অর্থাৎ কেউই নিশ্চিত জানে না। ইন ফ্যাক্ট, বিজেপির ভিডিওটায় পুলিশের বক্তব্যটা মন দিয়ে শুনুন। বলছে মৃত রোগীটি আইসোলেশনে ছিলেন শুনেই করোনা আক্রান্ত দাবী ছড়িয়ে পড়ে। তো এই গুজবকে হাওয়া দেবার পেছনে বিজেপি আছেই। কিন্তু একচুয়ালি কি কেস কে জানে!
*খেয়াল
বাপিরে যে যার স্কোর সেটল করার চেষ্টা করছে :-(
যাক সে সম্ভবত কগেয়াল না করেই আইটি সেলের প্রোপাগান্ডা শেয়ার করছেন। এবার অমিত মালব্যা আর তার সাঙ্গোপাঙ্গোরা ফেক নিউজ শেয়ারে ১০০ তে ২৯৯ পাবে। কাজেই ওদের শেয়ার করা কিছু অন্য সোর্স থেকে কনফার্মড না হলে আমি বিশ্বাস করব না। এই ভিডিওগুলো নিয়ে আমার কাছে প্রায় কোন ইনফো নেই। ফলে বিশ্বাস অবিশ্বাস কিছুই করছি না।
আর আমাদের ত মহামারীতে ফেলে পালানোর ঐতিহ্যই আছে। কলেরা বসন্ত হলে নিকটাত্মীয়রাই তিন চার গ্রাম টপকে ফেলে আদত। করোনা ওরকমই স্টিগমা তৈরী করেছে। কাজেই কোন কিছুই অসম্ভব নয়।
ঐ তো চালপাচারের ভিডিওটা নাকি ঠিক মনে হচ্ছে।