প্রবালবাবু,
সুইটজারল্যান্ড। হ্যাঁ পুরো সময়টাই পেইড।
তবে পেইড ম্যাটারনিটি লীভ খুবই কম, চল্লিশ দিন টিন হবে।
আমি ফাউচির ইন্টারভিউ শুনে যা বুঝলাম।ওনার মতে কেস ফ্যাটালিটি 1 পার্সেন্ট।কিন্তু যেহেতু এসিম্পটম্যাটিক কেরিয়ার এর সংখ্যা এতো বেশি,যে বেশি বেশি করে টেস্ট করলে ফ্যাটালিটি 0.1 পার্সেন্ট এ গিয়ে দাঁড়াবে।
কিন্তু একটা জিনিস পরিষ্কার যে পরিসংখ্যান যাই বলুক, কোভিড 19 অনেক বেশি কিলার ডিজিজ।
কতো স্বাস্থ্য কর্মী মারা যাচ্ছে। কতো কর্মরত ডাক্তার মারা যাচ্ছে।যেটা অন্যান্য ডিজিজের ক্ষেত্রে অতো বেশি জানা বা শোনা যায় না।
@সে
720 দিন কোথায় দিচ্ছে ?
পুরোটাই পেইড লিভ ?
উফফ! হেসে হেসে মরে গেলাম। ঃ-))))
"মাসখানেক ধরে দুই বাংলায় সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘুরে ফিরে আসছে মহামারীর দিনের ভাবনা নিয়ে এক কবিতার কয়েক ছত্র; কিন্তু সেই কবিতার রচয়িতা কে, তাই নিয়ে অন্তর্জালে চলছে বিভ্রান্তি।"
"কেউ বলছেন, দুই স্তবকে ১২ পংক্তির ওই কবিতা লিখে গেছেন জীবনানন্দ দাশ; কেউ আবার বলছেন কবি শঙ্খ ঘোষ ওই কবিতা লিখেছেন তিন দশক আগে।
তবে তার মেয়ে শ্রাবন্তী ভৌমিক গত ২৯ মার্চ ফেইসবুকে এক পোস্টে সাফ জানিয়ে দিয়েছেন, ওই কবিতা তার বাবার লেখা নয়, “হতে পারে না”।"
"বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে কলকাতার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই কবিতাটি তার ভক্তদের জন্য আবৃত্তি করেন; সেখানে তিনিও কবিতাটির রচয়িতা হিসেবে জীবনানন্দ দাশের কথা বলেন।"
এরপরেও অনেক বাওয়াল আছে। খোরাক নিনঃ https://bangla.bdnews24.com/socialmedia/article1749901.bdnews
ঃ-))))))
দু সপ্তাহের বেশি*
করোনায় যারা আক্রান্ত হচ্ছেন তাঁদের যদি দু স্পীহের বেশি সময় লাগে সেরে উঠতে তাহলে মাইনে পাবেন না?
আমাদের এখানে সংখ্যাটা সাতশো কুড়ি দিন।
আমাদের নেভাদা তে দু সপ্তাহ পেইড লিভ তারপর সব unpaid
অন্য স্টেট এ জানিনা
অ্যামেরিকায় পেইড সিক লীভ বছরে কদিন? পেইড ম্যাটারনিটি লীভ কত দিন? এগুলো কি স্টেট বাই স্টেট ভ্যারি করে?
Trump says immigration order will apply only to green cards and will last 60 days
https://www.cnn.com/2020/04/21/politics/donald-trump-immigration-coronavirus/index.html
অয়েল এর ফিউচার ট্রেডিং এ কিছু বিনিয়োগ করতে চাই। ভারতে বসে।সম্ভব কি?
বেশ বেশ, আর্গুমেন্ট মেনে নিলুম। ঃ-))))