এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ১০:৫৭439237
  • ঐ তিন ঘন্টায় লকডাউনটা মোদির চমক। ওটা না দিয়ে থাকতে পারেনি। চোরের মন যেমন বোঁচকার দিকে, মোদির মনও চমকে দেওয়ার দিকে। তাতেই তার ভক্তদের ইয়ে হয়।
  • Ishan | ২৬ মার্চ ২০২০ ১০:৫৬439236
  • আর এয়ারপোর্ট থেকে বাধ্যতামূলক কোয়ারান্টাইন করা মানে কি? বিমানবন্দরে নামলেই তুলে নিয়ে গিয়ে হাসপাতালে রাখা?
  • dc | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ১০:৫৬439235
  • পেতে রাখা তালুর ওপর একটি করে আলু।

    বেশ।
  • Ishan | ২৬ মার্চ ২০২০ ১০:৫৪439234
  • ক্যালকমে পোস্ট দেখলাম, বেঙ্গালুরু এবং তেলেঙ্গানায় পুলিশকে ক্যালাচ্ছে লোকে। সত্যমিথ্যা জানিনা। গুল দিয়েছেও হতে পারে অবশ্য। ক্যালকম তো।
  • Ishan | ২৬ মার্চ ২০২০ ১০:৫৩439233
  • নিশ্চয়ই বোঝা গেছে। আগের ব্যাখ্যাতেই বোঝা গেছে। কিন্তু "স্ট্রিক্ট টেস্টিং = আন্ডারটেস্টিং" এটা তো না বলে দিলে বোঝার উপায় নেই। দুটো তো সম্পূর্ণ উল্টো কথা। এবং ভুল প্রয়োগ। যেটা নিজেরই পড়ে উল্টো মনে হয়, অন্য লোকের তো হবেই। বোঝা গেল?
  • aka | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ১০:৪৯439231
  • জটিল বাক্য বিন্যাস।
  • o | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ১০:৪৮439230
  • এটা দেখুনঃ https://www.wsj.com/articles/is-the-coronavirus-as-deadly-as-they-say-11585088464

    চারটে এস্টিমেটের কথা বলা হয়েছে। চায়না, ইটালি, আইসল্যান্ড আর ইউএস। এস্টিমেটেড ফ্যাটালিটি রেটের সঙ্গে একচুয়ালের আকাশপাতাল তফাত!

  • π | ২৬ মার্চ ২০২০ ১০:৪৮439229
  • ওহহ। আমি তো উল্টোও লিখিনি। ঠিকই লিখেছি। স্ট্রিক্ট মানে স্ট্রিক্ট গাইডলাইন মেনে টেস্ট। অর্থাত আন্ডারটেস্টিং। এই যেমন প্রচুর জ্বর না হলে টেস্ট হচ্ছেনা। অরণ্যদার যেমন হলনা। অফিস কলিগের হওয়ার পরেও।
    বহু লোকের হচ্ছেনা। এত স্ট্রিক্ট ক্রাইটেরিয়ার ফলে। তাতেই ৩ হপ্তায় ৭০০০০, নইলে কী হত। আন্ডারটেস্টিং এই ৭০০০০। আর দু'দিনে লাখ ছাড়াতে পারে। সেটা বেশ, বেশ বড় সং্খ্যা।
    এবার বোঝা গেল?
  • aka | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ১০:৪৮439228
  • হ্যা ভাইরাস বলে যেন মানুষ নয়?

    ভাইরাসদের লকডাউন করে দিন, বেরলেই পুলিশ প্যাদাবে।
  • b | 172.69.***.*** | ২৬ মার্চ ২০২০ ১০:৪৬439227
  • ভাইরাস মারবেন কেন? ওরা কি প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কিছু করেছে? ওদের মানবাধিকার নেই?
  • aka | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ১০:৪৫439226
  • অপু বাজার করছ কি করে? মাছ?
  • অপু | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ১০:৪৪439225
  • লকডাউন না করে অপশ্যান টা কী? আমরা সব ত্যাদোড় লোকজন । পুলিশ না কেলালে এখন ছুটি মনে করে চায়ের দোকানে চা খেতে খেতে ভাট মারবে। বা কটা লোকজন রাস্তায় বেরোলে দেখতে যাবে। ফাইন আন্ড/ অর জেল ছাড়া এই অকালকুষ্মান্ড গুলো কে আটকানো যাবে। একদম সঠিক পদক্ষেপ ।

    যে দেশে লক ডাউন করে দেরী করেছে সে দেশে বেশী ছড়িয়েছে সেই ডেটা তো চোখের সামনে আছে।
  • π | ২৬ মার্চ ২০২০ ১০:৪৩439224
  • তুমি আবারো ঠিকঠাক করে পড়নি। এতবার লিখেছি। গাইডলাইনো দেওয়া। কোনটাই পড়নি। কেউ বিদেশ থেকে ফিরে সিম্পটম থাকলে তবে। নইলে ১৪ দিন সেল্ফ কোয়ারান্টাইনের নির্দেশ। এট্য এয়ারপোর্ট থেকেই দেওয়া। আইডি হাসপাতালে গেলেও তাই বলবে। টেস্ট না করেই ফেরত পাঠাবে।
    কিন্তু এরমধ্যে সিম্পটম থাকলে বা এলেই টেস্ট। কন্ট্যাক্টদের ও তাই। প্রতিবেশীরা এক্ষেত্র্ব টেস্টের জনু যাঁ্রা জোরাজুরি করছেন, গাইডলাইন অনুযায়ী ভুল করছেন। ইনি যদি সেল্ফ কোয়ারান্টাইন থেকে বেরিয়ে বাইরে ঘোরাঘুরি করেন, সেটা গাইডলাইন বিরুদ্দজ, এসব ক্ষেত্রে প্রতিবেশীরা অভিযোগ করতে পারেন, অনেক জায়গায় করছেন
    । পুলিশ প্রশাসন এসে বা ফোনে বাড়ি থেকে বেরতে বারণ করে যাচ্ছে।

    এটার জন্যই বলেছিলাম, এদের এয়ারপাওর্ট থেকেই অন্তত ৭ দিনের বাধ্যতামূল্ক কোয়ারান্টাইন করা। কারণ স্বেচ্ছায় করার শুভবুদ্ধি সচেতনতা অনেকেরই নেই।
  • sm | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ১০:৪০439223
  • এবার আসি লক ডাউন প্রসঙ্গে।ভাইরাস স্প্রেড কমানোর মূল অস্ত্র হলো পার্সোনাল হাইজিন মেনটেইন করা,প্রচুর টেস্ট করা ও পজিটিভ কেস কে আইসলেট করা।
    লক ডাউন হলো শেষ অস্ত্র।আগেই বলেছিলাম ব্রহ্মাস্ত্র এর মতো। তুনীর থেকে বেরিয়ে গেলে তার তেজ সহ্য করার ক্ষমতা চাই।
    ভারতের মতো দেশে জনগনকে সেই রক্ষা কবচ সরকার কে দিতেই হবে। বেরোজগারির জন্য অর্থ,খাবার জন্য বিনি পয়সায় রেশন,সুলভ চিকিৎসা,শেল্টার প্রভৃতি।খালি ঘোষণায় তো পেটের জ্বালা মিটবে না!
    আপাতত বাংলা দেশ,শ্রীলঙ্কার ওপর নজর রাখছি।খুব বেশি কেস বাড়ে নি।
    এঁরা এদের দেশে লকডাউন কতোটা ইমপ্লিমেন্ট করেছে,কিরকম টেস্ট করাচ্ছে, সরকার কিরকম সাপোর্ট দিচ্ছে।
    তার পর আমাদের দেশের সঙ্গে তুলনা করা যাবে।
  • r2h | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ১০:৪০439222
  • "পেতে রাখা তালুর উপর একটা একটা করে আলু অর্পণ কি নতজানু ভিক্ষুকে আঁচল উজাড় করে চাল ডাল দিচ্ছেন শিক্ষিকা" এইটা পড়ে তথাগত আর সুজাতার প্রাচীন ছবি খুঁজতে খুঁজতে ভার্জিনিয়ার নেটিভ আমেরিকানদের আদব কায়দা হয়ে মানব সভ্যতায় মাংস কেটে খাওয়ার প্রভাব বিষয়ক প্রবন্ধে এসে পড়েছি, ওদিকে গুচ্ছ কাজ।
  • Ishan | ২৬ মার্চ ২০২০ ১০:৩৯439221
  • "ভয় ছড়ানোর আগে লোকে কিন্তু এন্তার হেঁচেছে কেশেছে। কাছাকাছি এসেছে। এত স্ট্রিক্ট টেস্ট করেও তিন হপ্তায় ৭০০০০ পজিটিভ, হাস্পাতালে ১অ-১৫০০০ না? আর দু'দিনে লাখ ক্রস করবে। এতকিছুর পরেও। নইলে কী হত!"

    ও এটার মানে আমি ভুল বুঝেছি? এর মানে বুঝেছি "এতো স্ট্রিক্ট টেস্ট করেও, তার পরেও এই হাল। নইলে কী যে হতো। " আসলে কী বুঝতে হতো? বাক্য ধরে একটু বলে দিলে ভালো হয়।
  • Ishan | ২৬ মার্চ ২০২০ ১০:৩৫439220
  • সিঙ্গুরে একটা মালয়েশিয়া থেকে ছেলে এসেছিল। তার টেস্ট ফেস্ট হয়নি। পাড়ার লোক প্রচুর চেষ্টা করে করিয়েছে। তারাও সবাই কনট্যাক্টে এসেছে। কিন্তু তাদের কারো টেস্ট হয়নি।

    ভারতের অবস্থা সম্পর্কে একটি অ্যানেকডোট। মায়ের কাছ থেকে শুনলাম।
  • aka | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ১০:৩৫439219
  • “ কেন ভাইরাস নেতিয়ে পড়ে?কোন উত্তর জানা আছে?
    সম্ভাব্য উত্তর হলো,ভাইরাস সর্বদা মিউটেট করতে করতে বেশি ভয়ংকর হয়ে ওঠে।
    কিন্তু সব কিছুই অতিরিক্ত ভালো নয়। একসময় হয়তো বেনাইন মিউটেশন হয়।মনে অক্ষতিকারক মিউটেশন।কার্য ক্ষমতা হারায়।”

    শুনেছি ভাইরাস নিজের ভালোর জন্যই নাকি রোগীকে বাচতে দিতে চায়, কারণ রোগী মারা গেলে তো ভাইরাসেরও মৃত্যু, তাই বেশি মৃত্যু হচ্ছে বুঝতে পারলে ভাইরাস মিউটেট করে বিনাইন হয়ে যায়।
    (উফফ কি দিলাম)
  • π | ২৬ মার্চ ২০২০ ১০:৩৪439218
  • না, আমি তো স্ট্রিক্ট টেস্টিং মিন করে তর্ক করিনি। ওখানে স্ট্রিক্ট কথাটার মানেই দাঁায় না, মানে অনুযায়ী উল্টোটাই হয়।
    তুমি ১% ধরে তর্ক করেছিলে।
    দুটো পুরো আলাদা।
  • π | ২৬ মার্চ ২০২০ ১০:৩৩439217
  • আর এই লোকজনের বাইরে আসা, এতজনের মধ্যে বসে থাকা আরো বাজে ব্যাপার।

    ইন্ডিয়ার টেস্ট কম। কিন্তু বিদেশ থেকে এসে বা আসা কারুর কন্ট্যাক্টে এসে সিম্পটম এলে, তা যতই মাইল্ড হোক, ম্যান্ডেটরি টেস্ট। এভাবেই বেশিরভাগ কেস পেয়েছে।
  • Ishan | ২৬ মার্চ ২০২০ ১০:৩২439216
  • ও উল্টো হবে। আচ্ছা। আমি ভাবলাম আমার একারই এক আধটা ভুল হয়। তা নয়। ঠিক আছে। বুঝেছি।
  • π | ২৬ মার্চ ২০২০ ১০:৩০439215
  • এই যে লিখেছিলাম। আজই।
    আন্ডারটেস্টিং এ আন্ডারলাইন।

    "আর তার থেকেও বড় কথা, এই পরিমাণে কেদ আসছে, এত সাবধানতা ও এত আন্ডারটেস্টিং এর পর। এই পরিমাণে প্রিভেনশন ফ্লুতে নেওয়া হয়? এই পরিমাণে হাইজিন, সোশ্যল ডিসটান্সিং?
    তারপরেও এই দশা। আমেরিকায় ৭০০০০ কনফার্মড কেস হয়ে গেল, এক মাসেই, এত কিছুর পরেও। না হলে কত হত, সেই এস্টিমেট ধরে তো তুলনা হোয়া উচিত।"
  • দীপাঞ্জন | 172.68.***.*** | ২৬ মার্চ ২০২০ ১০:৩০439214
  • "ওদিকে টেস্টিংয়ে তত জোর দেওয়া হচ্ছে না। কেন?"
    এটা আমিও বুঝছি না । আজকেই একজনের কাছে শুনলাম দু ঘন্টা বসিয়ে রেখে টেস্ট না করে ফেরত পাঠিয়ে দিয়েছে । সিম্পটম আছে, ছেলে সবে নিউ ইয়র্ক থেকে ফিরেছে, তাও, বলছে প্রায়োরিটি কেস নয় কারণে হাসপাতালে ভর্তির মতো অবস্থা নয় । আইসল্যান্ড, কোরিয়া, জার্মানি এতো টেস্ট করছে, আমেরিকার সমস্যাটা কি কে জানে ? মনে হচ্ছে planned, হয় কেস কাউন্ট কম রাখতে চায়, নাহলে মর্টালিটি রেট বেশি রাখতে চায়, অথবা দুটোই ।
  • Ishan | ২৬ মার্চ ২০২০ ১০:২৯439213
  • আর পজিটিভ এলে বাধ্যতামূলক কোয়ারান্টাইনে কোনো আপত্তিই নেই। তবে ওটা বাধ্যতামূলক করার দরকারই নেই। "আপনার করোনা ভাইরাস হয়েছে" শুনলে, এমন কোন বাপের ব্যাটা আছে, যে হাসপাতালে না ঢুকে শপিং মলে খেতে যাবে? তারও তো প্রাণের ভাইরাস আছে নাকি।
  • sm | 172.69.***.*** | ২৬ মার্চ ২০২০ ১০:২৯439212
  • মূল প্রশ্নে ফিরে যাই।করোনা কি এন্ডেমিক ডিজিজের দিকে যাবে?অর্থাৎ পৃথিবীর বুকে ধিকি ধিকি তুষের আগুনের মতো রয়ে যাবে না কি গুড বাই বলবে?সম্ভবত দ্বিতীয় টি সত্যি।
    কারণ এর প্রাইমারি হোস্ট সারা পৃথিবী জুড়ে প্রচুর নেই।
    দুই, সার্স ও মার্স এর পদাঙ্ক অনুসরনকরবে।
    তিন,ভাইরাস নেতিয়ে পড়বে।
    কেন ভাইরাস নেতিয়ে পড়ে?কোন উত্তর জানা আছে?
    সম্ভাব্য উত্তর হলো,ভাইরাস সর্বদা মিউটেট করতে করতে বেশি ভয়ংকর হয়ে ওঠে।
    কিন্তু সব কিছুই অতিরিক্ত ভালো নয়। একসময় হয়তো বেনাইন মিউটেশন হয়।মনে অক্ষতিকারক মিউটেশন।কার্য ক্ষমতা হারায়।
    Covid 19 এর ও সেই পরিণতি হবে সম্ভবত।
    https://www.en24.news/c/2020/03/an-infectologist-ensures-that-the-covid-19-could-disappear-on-its-own.html
  • π | ২৬ মার্চ ২০২০ ১০:২৮439211
  • আরে ওটা উল্টো হবে। তার আগের পোস্টেই আছে। এত কম টেস্ট করেও।
  • Ishan | ২৬ মার্চ ২০২০ ১০:২৭439210
  • রিপিট করতে হবেনা। কিন্তু এমন কোনো লংগরখানা হওয়া সম্ভব, যেখানে লোকে মাস্ক পরে খায়, এটা ঠিক ভাবতে পারা যাচ্ছেনা। :-)
  • Ishan | ২৬ মার্চ ২০২০ ১০:২৬439209
  • স্ট্রিক্ট টেস্টের ব্যাপারটা কোট করে দিয়েছি কিন্তু।
  • π | ২৬ মার্চ ২০২০ ১০:২৫439208
  • এই মাস্ক নিয়ে বিস্তর কথ্য হয়ে গেছে, এক্সপার্টদের বক্তব্য, তাই নিয়ে সমস্যা নিয়ে, আর রিপিট করতে পারব না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত