এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হখগ | 162.158.***.*** | ২৩ মার্চ ২০২০ ০৮:৩৪437913
  • I appreciate the decision of Mr @Rajinder_Gupta, Chairman @TridentGroupInd, to close down their unit and offer full wages, housing and food to his employees during closure. I would urge other Industrialists in the State to do the same and set an example for the Nation.

    ক্যাপ্টেন অমরিন্দর সিং এর টুইট থেকে নেওয়া।
    এরকম কিছু এখানে শোনা যায়নি এখনো।
  • aka | 108.162.***.*** | ২৩ মার্চ ২০২০ ০৮:১৯437912
  • নীচের ভিডিওটা শুনুন অনেক ডুজ অ্যান্ড ডোন্ট্স বলা আছে। মাস্ক, বাড়িতে কারুর হলে কিভাবে, কতটা সোশ্যাল ডিস্ট্যান্সিঙ্গ করবেন, ইত্যাদি। অত্যন্ত ইনফরমেটিভ, শেন ভয়েস।

    আর বুইলেন কিনা গ্রেট মাইন্ডস থিন্ক অ্যালাইক, ইনিও স্টেডিয়ামকে হেলথ কেয়ার ফেসিলিটি বানাতে বলেছেন। (কলার তোলা ইমো)
  • aka | 108.162.***.*** | ২৩ মার্চ ২০২০ ০৮:১৫437911
  • পিটির মতন এখনও যারা ভাবছেন ঐ তো ইন্ডিয়ায় ৩৫০ জন, ভালো করে শুনুন। ইন্ডিয়াতে কমিউনিটি স্প্রেডিঙ্গ শুরু হয়ে গেছে।

    এই ভদ্রলোক যা বলছেন হাওয়া থেকে বলছেন না।

  • হখগ | 162.158.***.*** | ২৩ মার্চ ২০২০ ০৮:১১437910
  • অজি রা তো বিশাল স্টিমুলাস ঘোষনা করল
  • PT | 14.***.*** | ২৩ মার্চ ২০২০ ০৭:৩৪437909
  • এক সময়ে ভাবা হয়েছিল যে HIV মহামারীর মত ছড়াবে এদেশে। তা হয়নি কিন্তু....
    "India has the third largest HIV epidemic in the world. In 2017, HIV prevalence among adults (aged 15-49) was an estimated 0.2%. This figure is small compared to most other middle-income countries but because of India's huge population (1.3 billion people) this equates to 2.1 million people living with HIV."
  • অরিন | ২৩ মার্চ ২০২০ ০৭:২৫437908
  • “একটা রুমাল তিনকোণা করে বেঁধে দেবানন্দ স্টাইলে গলায় ঝুলিয়ে রেখেছি, ভীড়ের মধ্যে সেটা গব্বর সিঙ্গ স্টাইলে নাকে তুলে দেই।”

    একদম ঠিক স্টেপ। যথেষ্ট কার্যকরী ভালো ওয়াশেবল মাস্ক!
  • b | 172.69.***.*** | ২৩ মার্চ ২০২০ ০৭:২২437906
  • মাস্ক নিয়ে একটা প্রশ্ন ছিলোঃ অনেক রি ইউসবল মাস্ক রি ওয়াশবেঅল মাস্কের বিজ্ঞাপন দেখছি। সেগুলো কি ভালো?
    আর অরিন আমারা যেখানে থাকি সেখানে এন ৯৫ কেন, এমনকি বাচ্চাদের মুখোশও হাওয়া। আমি একটা রুমাল তিনকোণা করে বেঁধে দেবানন্দ স্টাইলে গলায় ঝুলিয়ে রেখেছি, ভীড়ের মধ্যে সেটা গব্বর সিঙ্গ স্টাইলে নাকে তুলে দেই। আর কিছু করার নেই।
  • S | 162.158.***.*** | ২৩ মার্চ ২০২০ ০৭:০৮437905
  • এই স্টিমুলাস প্যাকেজে বড় কোম্পানিদের জন্য বরাদ্দ বেশি ছিল। তাই আটকে গেছে।
  • Amit | 162.158.***.*** | ২৩ মার্চ ২০২০ ০৬:৫১437904
  • এখনো যদি স্টিমুলাস প্যাকেজ না দে, আর কখন দেবে ? অদ্ভুত। বড়ো কোম্পানি গুলো ডুবতে বসলে তখন taxpayer মানি নিয়ে ঝাঁপিয়ে পড়ে স্টিমুলাস দেয় -যেমন ২০০৮ এ, , আর এখন যেখানে সাধারণ লোকের বিপদ টা অনেক বেশি, সেখানে আমড়াগাছি চলছে।
  • S | 108.162.***.*** | ২৩ মার্চ ২০২০ ০৬:৪০437903
  • স্টিমুলাস প্যাকেজ তো সেনেটেই আটকে গেল। ৪৭-৪৭। ৬০ ভোট দরকার ছিল। ৫ জন জিওপি সেনেটার কোয়ারান্টিনে।
  • aka | 108.162.***.*** | ২৩ মার্চ ২০২০ ০৬:২৯437902
  • ট্রাম্পের আজকের সম্মেলন আমার ভালো লেগেছে। মোর প্রিসাইস, অ্যাসিওরিঙ্গ, নিউয়র্কে অনেক ওষুধ পাঠানো হয়েছে যা মঙ্গলবার থেকে রোগীদের দেওয়া হবে, ট্রাম্প অ্যাডমিন আশাবাদী যে সেসব ওষুধে কাজ দেবে। যদি দেয় তাহলে সত্যিই ভালো।
  • aka | 162.158.***.*** | ২৩ মার্চ ২০২০ ০৫:৪১437901


  • ইনি যা বলছেন শুনুন। ইন্ডিয়া ইজ এক্সপেক্টিঙ্গ ১.৫ মিলিয়ন টু ২ মিলিয়ন ডেথ ইন ভেরি শর্ট অ্যামাউন্ট অফ টাইম।

    প্যানিক করা উদ্দেশ্য নয়, কিন্তু এসব করলে লোকে যদি থালা বাসন না বাজিয়ে একটু অন্যরকম ভাবে।
  • অরিন | ২৩ মার্চ ২০২০ ০৫:৩৭437900
  • "আরও একটা ফ্যাক্টর বোধহয় আছে, পপুলেশন ডেন্সিটি। ১০০ জন থেকে আরও কতজনের হচ্ছে, মানে এক্সপোনেন্শিয়াল কো-এফিশিয়েন্ট ভারতের ক্ষেত্রে অনেক বেশি।"

    সর্বনাশ! তার মানে Doubling Time আরো অনেক কম!
    ও বাবা!
  • aka | 108.162.***.*** | ২৩ মার্চ ২০২০ ০৫:৩৪437899
  • অরিন, ভারতে সব মৃত্যু রিপোর্টেড হয় নাতো।

    আরও একটা ফ্যাক্টর বোধহয় আছে, পপুলেশন ডেন্সিটি। ১০০ জন থেকে আরও কতজনের হচ্ছে, মানে এক্সপোনেন্শিয়াল কো-এফিশিয়েন্ট ভারতের ক্ষেত্রে অনেক বেশি।
  • অরিন | ২৩ মার্চ ২০২০ ০৫:২৪437898
  • "সার্জিক্যাল মাস্ক আদৌ খুব একটা প্রটেকশন দিতে পারে না। আক্রান্তের মুখে পরালে droplet আটকাতে পারে। evaporate করে গেলে আর আটকাবে না। 5 micronএর ফুটো দিয়ে আরামসে 100 nanometer এর ভাইরাস গলে যাবে। আরো সমস্যা বার বার মুখে হাত দিয়ে adjust করার। তাতে আরো ভয়। এমনকি N95 ও সঠিক ভাবে না পড়লে প্রটেকশন পাওয়া যাবে না।"

    একদম ঠিক ।

    কিন্তু N95 এর একটা অ্যাডভান্টেজ আছে, ছোট ছিদ্র, তাতে বড়োজোর তিনটে ভাইরাস এর সাইজ। এবার তিনটে ভাইরাস গাদাগাদি করে ঢোকবার চেষ্টা করলে একটাও ঢুকতে পারবে না, অনেকটা ভিড়ের বাস এ ঠেলাঠেলি করে ওঠার মতো ।
  • অরিন | ২৩ মার্চ ২০২০ ০৫:২১437897
  • "ভারতে এখনও সিচুয়েশনটা অনেকটা ডিস্ট্যান্স থাণ্ডারের মতন। মেঘ করেছে, বিদ্যুত চমকও দেখতে পাচ্ছে কিন্তু এখনও মনে হচ্ছে দুরে। বন্ধ হচ্ছে, সেতো বনধও হয়, লোকের অসুখের কথা শোনা যাচ্ছে কিন্তু কোন পাড়া প্রতিবেশির বা আত্মীয়ের এখনও হয় নি।"

    একটা অঙ্ক নিয়ে একটু ভাববেন?

    ধরুন আজ কোরোনাভাইরাস এর কারণে একজন মানুষ মারা গেলেন, তাহলে এই একটি তথ্য থেকে আরো অন্য তথ্য মিলিয়ে বলতে পারবেন কতজন মানুষ এই মুহূর্তে এসিম্পটোমেটিক বা সিম্পটোমেটিক কিন্তু চারপাশে রয়েছেন?

    বলা সম্ভব কারণ আমাদের হাতে এখন এই কয়েকটা তথ্য আছে:

    ১) আমরা জানি যে মৃত্যুহার মোটামুটি ১%, তার মানে আজকে একটি মৃত্যুর জন্যে ১০০ জন মানুষের সংক্রমণ হয়েছিল কয়েকদিন আগে ।

    ২) আমরা ও জানি যে গড়ে ১৭ দিন লাগে প্রথম ইনফেকশন থেকে মৃত্যু হতে। ধরা যাক এই মানুষটির ১৭ লেগেছে প্রথম ইনফেকশন থেকে মৃত্যু পর্যন্ত । তাই যদি হবে, তাহলে যেদিন এই একজন মানুষ যিনি ইনফেক্টেড হয়েছিলেন, সেদিন মোটামুটি ১০০ জন লোকের ইনফেকশন হয়েছিল, ও সেই দিন মোটামুটি আজ থেকে ১৭ দিন আগে?

    ৩) এই ইনফেকশন আপাতত exponential , এবং exponential গ্রোথ এর সূত্র অনুযায়ী, এ ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতি ৬ দিন অন্তর ডবল হয় (অতএব, ডাবলিং টাইম: ৬ দিন) ।

    ৪) অঙ্ক কোষে দেখছি, এক্সপোনেনশিয়াল গ্রোথ হলে আজ যে লোকটি মারা গেলেন, আজ থেকে ১৭ দিন আগে, সেদিন, যদি আরো ৯৯ জন অর্থাৎ মোট ১০০ জন আক্রান্ত হয়ে থাকেন, তাহলে আজ [100 * exp(17 / 6 )] = ১৭০০ লোকের আক্রান্ত হবার কথা

    এর অর্থ, আজকে প্রতি একজন মানুষের মৃত্যুর খবর জানাচ্ছে যে জনপ্রতি গড়ে প্রায় ১৭০০ সংক্রমিত মানুষ ঘোরাফেরা করছেন, তাদের কেউ কেউ আজকে টেস্ট এ পজিটিভ হবেন ।

    আমরা একটি হিমশৈলের ওপর বসে আছি, যার শুধু ওপরের দিকটা আমরা দেখতে পাচ্ছি, ভেতরটা যে কত, কে জানে ।

    তবে আসার কথা এই যে, একবার লক ডাউন কাজ করতে শুরু করলে এই সংখ্যাগুলো ও কমে আসবে, তবে সঙ্গে সঙ্গে ধরা পড়বে না ।
  • S | 162.158.***.*** | ২৩ মার্চ ২০২০ ০৫:০৪437896
  • ভারতে ফুড প্রোডাকশান প্রয়োজন মতনই হয়। কিন্তু একটা বিশাল অংশ নষ্ট করা হয় যাতে ফুড প্রাইস না কমে। এখন সেগুলোকে কাজে লাগানোর সময় এসেছে।

    As the World Economic Forum has highlighted, food production is clearly not the main issue as India needs 225-230 million tonnes of food per year to feed its population - and farm output in 2015-2016 hit more than 270 million tonnes.

    Sharad Pawar, a former agriculture minister, once told parliament that nearly 40 percent of the value of annual production was wasted, with crops left to rot in the sun without storage or transportation, or eaten by insects and rats.
  • Amit | 162.158.***.*** | ২৩ মার্চ ২০২০ ০৫:০০437895
  • একটা মিনিমাম সোশ্যাল সাপোর্ট সিস্টেম ছাড়া এ রকম হটাৎ করে সব কিছু ট্রেন, বাস বন্ধ করে হার্ড লক ডাউন মানে জাস্ট একটা বড়ো অংশের লোকজনকে সোজা দুর্ভিক্ষের মুখে ঠেলে দেওয়া। তার মধ্যে গ্রামের লোকজন থেকে গরিব বস্তি বাসী থেকে শুরু করে, প্রতিবন্ধী, বৃদ্ধ বৃদ্ধা যারা অনেকটাই অন্যের ওপর নির্ভরশীল, তারা সবাই চরম বিপদে পড়তে চলেছেন।

    আলোকিত ক্লাস যারা ভাবছেন নিজেরা বাড়ি থেকে কাজ করবেন আর অনলাইন সব জিনিস পত্তর অর্ডার করে আনিয়ে নেবেন, সে গুড়ে বালি পড়তে বেশি সময় লাগবে না। অলরেডি দেখছি বিগ বাস্কেট বা এই সব অনলাইন সাপ্লাই তে অর্ধেকের বেশি জিনিস আউট অফ স্টক হয়ে যাচ্ছে। লোকজন বিশাল রেট এ হোর্ডিং শুরু করে দিয়েছে অলরেডি, এর পরের স্টেজ এ যা তা লেভেল এ ব্ল্যাক মার্কেট শুরু হয়ে যাবে। আর এসব ঠেকাতে সরকার কতটা দক্ষ, সবার দেখা। তখন ওই মোদী র থালা বাজানোই ভরসা।
  • π | ২৩ মার্চ ২০২০ ০৪:৫০437894
  • এটা কি ঠিক?

    সার্জিক্যাল মাস্ক আদৌ খুব একটা প্রটেকশন দিতে পারে না। আক্রান্তের মুখে পরালে droplet আটকাতে পারে। evaporate করে গেলে আর আটকাবে না। 5 micronএর ফুটো দিয়ে আরামসে 100 nanometer এর ভাইরাস গলে যাবে। আরো সমস্যা বার বার মুখে হাত দিয়ে adjust করার। তাতে আরো ভয়। এমনকি N95 ও সঠিক ভাবে না পড়লে প্রটেকশন পাওয়া যাবে না।
    এই মুহূর্তে সাধারণ মানুষের একমাত্র উপায় ঘরে বসে থাকা।
  • শালিখ | 172.69.***.*** | ২৩ মার্চ ২০২০ ০৪:৪৮437893
  • তাই দেখছি। সব শালাই বিপদে পড়লে কেঁউ কেঁউ করে আর কেনিশিয়ান হয়ে যায়।
  • S | 108.162.***.*** | ২৩ মার্চ ২০২০ ০৪:৪৬437892
  • বলেছিলাম তো আছোলা বাঁশই একমাত্র সলিউশান।
  • শালিখ | 172.69.***.*** | ২৩ মার্চ ২০২০ ০৪:৪৪437891
  • ট্রাম্প বলছে রিপাবলিকান হলেও স্টক বাই ব্যাক নাপসন্দ।

    রোজ কেয়ামৎ কি এসে গেল?
  • π | ২৩ মার্চ ২০২০ ০৪:৩৭437889
  • যতক্ষণ না গাইডলাইনে এই কথাগুলো আসছে, লোকের কনফিউশন থাকবেই।
  • π | ২৩ মার্চ ২০২০ ০৪:৩৬437888
  • দ্বিধা তো থাকবেই কারণ গাইডলাইন উল্টো।
    সেজন্যই এনিয়ে শুরু থেকেই জিগেশ করছি। টইয়ে ডা: অর্চন মুখার্জির লেখাটা দেখুন।
  • শালিখ | 172.69.***.*** | ২৩ মার্চ ২০২০ ০৪:৩২437887
  • ট্রাম্প বলল মেডিক্যাল সাপ্লাই বানানোর জন্য করপোরেশনগুলোকে লাগানো হচ্ছে, এফেক্টিভলি ড্রাফট করে। সাপ্লাই লাইন আর ডিস্ট্রিবিউশন লাইন, দুটোই সরকারের।

    বিপদে পড়লে বোঝা যায় ক্রেজি বার্নি কতটা রেলিভ্যান্ট।
  • অরিন | ২৩ মার্চ ২০২০ ০৪:৩০437886
  • পাই: "লকডাউন না হলে তো তাইই। বা, ধরুন হাস্পাতালের লাইনে, অপেক্ষারত অবস্থায়। যে কেউ হতেই পারে আক্রান্ত। সেখানে থাকা, এই ফ্লু সিম্পটম না থাকা লোকজনের রিস্ক স্বাস্থ্যকর্মীদের কাছাকাছিই কিন্তু প্রায়!"

    পাই, এটা নিয়ে আর কারো মনে দ্বিধা বা confusion থাকার কোনো মানে নেই যে পাবলিক প্লেস এ গেলে মাস্ক পরে যাওয়াই উচিত, অন্তত ভারতের মতো দেশে, বা যখন পাবলিক ট্রান্সপোর্ট এ যাওয়া হচ্ছে ।

    সাবধানের মার নেই!

    বাড়ির মধ্যে থাকলেও, যদি ফাঁকা বাড়িতে থাকা হয়, তাহলে মাস্ক পরার প্রয়োজনীয়তা নেই, কিন্তু একই ছাদের তলায় যখন অনেকে রয়েছে, যাদের কারো কারো ছোয়াঁচে লেগেছে, তাদের খাতিরে অন্তত বিশেষ ক্ষেত্রে মাস্ক পরে থাকলে কোনো ক্ষতি নেই, খাবার সময় তো মাস্ক খুলতেই হবে ।

    এই কথাগুলো এখানে অনেকবার লেখা হয়েছে ।
  • π | ২৩ মার্চ ২০২০ ০৪:১৯437885
  • Dozens of coronavirus patients were moved Sunday to a makeshift field hospital set up at a Madrid conference centre to be fitted with 5,500 hospital beds, which would make it the biggest such facility in Europe.
  • হখগ | 172.69.***.*** | ২৩ মার্চ ২০২০ ০৪:১৩437884
  • **অনেক স্টাফের মতন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত