r2h | 172.68.***.*** | ১৭ মার্চ ২০২০ ১২:২৭436381
r2h | 172.68.***.*** | ১৭ মার্চ ২০২০ ১২:২৫436380
দেব | 162.158.***.*** | ১৭ মার্চ ২০২০ ১২:২৩436379
অর্জুন | 162.158.***.*** | ১৭ মার্চ ২০২০ ১২:১১436373একেই বলে স্পিরিট। আমাদের এক প্রতিবেশী ভদ্রলোক, ৭৮-৭৯ বছর বয়েস। বড় মেয়ের সঙ্গে থাকেন। নাতনির সি এস সি পরীক্ষার পরে ছোট মেয়ের কাছে পুনেতে যাওয়ার সব ঠিকঠাক। একদম শেষ মুহূর্তে এসে টিকিট ক্যানসেন করলেন। আমি কত বললাম ফ্লাইটে যাচ্ছেন অসুবিধে কি! চলে যান। যাবেন না। ভদ্রলোকের জন্যে মেয়ে, নাতনীও যেতে পারল না! :-(
dc | 172.69.***.*** | ১৭ মার্চ ২০২০ ১১:৪৬436370
অপু | 162.158.***.*** | ১৭ মার্চ ২০২০ ১১:৪১436369
dc | 172.69.***.*** | ১৭ মার্চ ২০২০ ১১:৩৮436368
অর্জুন | 162.158.***.*** | ১৭ মার্চ ২০২০ ১১:৩৪436367@ অরিন-দা
১৭ মার্চ ২০২০ ০১:০২ র মেসেজটা নিলাম। ল্যাপিতে সেভ করলাম।
দ | 172.69.***.*** | ১৭ মার্চ ২০২০ ১১:২৯436366
অর্জুন | 162.158.***.*** | ১৭ মার্চ ২০২০ ১১:১৬436362এখানে রাজ্য সরকার ৩১ তারিখ অবধি ছুটি ডিক্লেয়ার করেছে। গরম তো এখানেও বাড়ছে। শুনেছিলাম গরম বাড়লে (৩২ ডিগ্রি) কম্বে কিন্তু আবার শুনলাম তা নয়। সিঙ্গাপুরে আমার এক কাকা আছেন। ওখানে প্রচুর লোকের ধরা পড়ে কিন্তু সিঙ্গাপুর সরকার দুর্দান্ত ব্যবস্থার জন্যে একজনেরও মৃত্যু হয়নি।
Amit | 162.158.***.*** | ১৭ মার্চ ২০২০ ১০:৫৪436361
অর্জুন | 162.158.***.*** | ১৭ মার্চ ২০২০ ১০:৫০436360ISKCON হচ্ছে আরেকটা জায়গা, খুব ভয়ংকর!
কাল গোমূত্র এখানেও নাকি বিলি হয়েছে। শুনছি লোকটাকে অ্যারেস্ট করা হবে।
অর্জুন | 162.158.***.*** | ১৭ মার্চ ২০২০ ১০:৪৮436359Coronaর জন্যে নাকি রাস্তা ঘাট েপ্রেম বন্ধ হয়েছে। কাল একজন ফেবুতে লিখল ঢাক ুরিয়ালেক শুনশান। :-)
@অমিত বাবু, অস্ট্রেলিয়ার কি খবর?

Amit | 162.158.***.*** | ১৭ মার্চ ২০২০ ১০:৪৫436357
অর্জুন | 162.158.***.*** | ১৭ মার্চ ২০২০ ১০:৩৮436356এটা ওয়াটসঅ্যাপে ভাইরাল হয়েছে। @Icm :-))
অর্জুন | 162.158.***.*** | ১৭ মার্চ ২০২০ ১০:৩৬436355'এখন সেলফ আইসোলেশন এর কথাও বলছে ।' সেটার ওপরেও জোর দিয়েছেন।
দ | 172.69.***.*** | ১৭ মার্চ ২০২০ ১০:৩৬436354
দ | 172.69.***.*** | ১৭ মার্চ ২০২০ ১০:৩৫436353
sm | 162.158.***.*** | ১৭ মার্চ ২০২০ ১০:২৯436352