এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হখগ | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৮:২৫436111
  • ও, রাইট, ওকে। আসলে আমি জিজেক ভীষণ অল্প পড়েছি। বই পড়িনি, শুধু প্রবন্ধ পড়েছি। তাই কনফার্ম করছিলাম।

    হখগ
  • o | 173.245.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৮:১২436110
  • @হখগ জিজেক তো ইউরোসেন্ট্রিক। 'এ লেফটিস্ট প্লি ফর ইউরোসেন্ট্রিজম' প্রবন্ধটা দেখা যেতে পারে। এ নিয়ে বেশ সমালোচিতও হয়েছেন। হি ইজ নো ফ্রাঞ্জ ফানো। জিজেকের স্ট্যান্ড অনেকটা এরকম যে কলোনাইজেশনকে ক্ষত হিসেবে না দেখে একটা বেটার এগালিটারিয়ান সোশ্যাল ডেমোক্রেসির রাস্তা হিসেবে দেখাই ভাল। হিজ পজিশন ইজ প্রেটি উইক।
  • হখগ | 172.69.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৮:০১436109
  • অপু, :-)))))))

    হখগ
  • aka | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৮:০০436108
  • আমি এসে অবধি শুনছি গুরুতে নাকি বেনোজল ঢুকে পড়েছে। তো আজ বছর দশ এগারো হয়ে গেল। না আমি, না তারা গুরু ছেড়েছে।

    কেউ কেউ রাগ টাগ করে টেম্পোরারি ছাড়ে, আবার আসে ইত্যাদি।
  • π | ১৬ মার্চ ২০২০ ১৭:৫৪436107
  • বড়েস, পেয়েছি, অনেক অনেক ধন্যবাদ!
  • অপু | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৭:৫৪436106
  • এই ভাবে গোল পোস্ট সরানো কি ঠিক বোধি দা? :)))
  • S | 108.162.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৭:৫০436105
  • "আমেরিকা সারাজীবন ই ইউরোপের সঙ্গে রিলেটেড।"

    আমিও সেটাই বললাম। কিন্তু সেটা নাও হতে পারত। এখন যেমন অনেকটাই ডিকাপলিং হয়েছে।
  • r2h | 172.69.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৭:৪৮436104
  • সেই তো। মোটেই ভালো কাজ হয়নি। ভালো করে না ভেবেচিন্তে দুম করে করে এত বড় একটা কান্ড, কোন আলাপ আলোচনা না কিছু না।
    মানবজাতি আদৌ সৃষ্টি হতে চায় কিনা সেটাও কেউ জিজ্ঞেস করলো না একবার।
  • হখগ | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৭:৪৮436103
  • এস, এটা ভুল ধারণা। আমেরিকা সারাজীবন ই ইউরোপের সঙ্গে রিলেটেড। দক্ষিণ উত্তর সব ই, কিন্তু আপপাততো আমি বীরভূমে, আসাম আর বাংলাদেশ এ শিফটে করলাম। :-)))))))))))))

    হখগ
  • হখগ | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৭:৪৬436102
  • এলেবেলে ঠিকাছে, আমি হয়তো বুঝিনি, নো হার্ড ফিলিংস।

    তিতাস মার খাবি, খালি পেছনে লাগা। :-))))))))))))))))))))))))))))))))

    হখগ
  • S | 108.162.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৭:৪৬436101
  • আমার ধারণা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর আমেরিকার সঙ্গে ইয়োরোপের কানেকশান বাড়ে। যেটা নাও হতে পারতো। যদিও আলাদা আমেরিকান আইডেন্টিটি তৈরী হতে শুরু করে, কিন্তু খুব অদ্ভুত ভাবে বিভিন্ন কারণে আমেরিকা মোটামুটি ওয়েস্ট ইয়োরোপকে রিপ্রেজেন্ট করতে শুরু করে। ফলে ইয়োরোপ থেকে অনেক কিছুই হয়তো আমেরিকাতে ট্রান্সফার হয়েছে। এটা শেষ হয় বার্লিন ওয়ালের পতনের পর। ছোটোবেলা থেকেই দেখেছি যে ন্যাটো, জি-৭ কে দুনিয়ার সর্বেসর্বা। সমস্ত স্ট্র‌্যাটেজিক এবং ইকনমিক পলিসি এরাই তৈরী করে। সেই হেজেমনিটা ভেঙেছে। এটা আরো আগে হলে ইয়োরোপ নিয়ে আরো কম শব্দ ব্যায় হত।
  • b | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৭:৩৯436100
  • @r2h
    In the beginning the Universe was created. This has made a lot of people very angry and been widely regarded as a bad move.
    ডগলাস অ্যাডামস
  • হখগ | 172.69.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৭:৩৫436099
  • ট :-)))))))))))))))))))))

    স - ইউরোপ নিয়ে লোকে কথা বলে কারণ আধুনিক রাষ্ট্রের অনেক ধারণা সেখানে বেশি ডকুমেন্টেড ভাবে শুরু , হ্যাঁ ইউরো সেন্ট্রিসিটি কে প্রশ্ন খুব স্বাভাবিক ভাবেই আমেরিকা সহ অন্যান্য কলোনি থেকে এসেছে, পরে ইউরোপেও এসেছে। সেটা তার গভর্নিং মডেলের কারেকশান যখন হয়েছে, তখন সে প্রোগ্রেসিভ হয়েছে, অন্য খানে হয় নি।

    আমেরিকা সম্পর্কে মার্ক্স এর নিজের প্রচণ্ড আশা ছিল, (আমার এবং বার্ণির এখনো আছে) ;-) কারণটা মোটামুটি এই যে ইউরোপের মধ্যযুগীয় সোশাল হায়ারার্কির কোনো তোয়াক্কা নিউ ওয়ার্ল্ড করবে না। সেখানে নতুন নন ডিস্ক্রিমিনেটরি সমাজ গড়ে ওঠার সম্ভাবনা বেশি। ক্যাপিটালিজম যখন এন্টারপ্রাইজ তৈরীর কাজে সোশাল মোবিলিটি কে যতটা সমর্থন করেছে করেছে, কিন্তু আমেরিকার ধানতন্ত্রে বরাবরই একটা 'লুটেলে' গোছের অযাপ্রোপ্রিয়েশান (রেল এর বদলে কার, প্রাইভেট হেলথ keyaar) ধরো কাজ করেছে। সেটা র ক্রিটিক না করলে মুশকিল।

    আমি যে আলোচনার পদ্ধতিতে বিশ্বাস করি, তাতে নিজে থেকে শুরু করে, সমস্ত বিষহয় নিয়ে ক্রিটিয়াল ত্যাপ্রচে আলোচনা করা। সেটা র উদ্দেশ্য আলোচনা, আমি কত জানি সেটা প্রমাণ না, সত্যি ই না। আমি যে যে কোটা বিষহয়ে কথা গত পনেরো বছরে গুরুতে বলেছি, তার কোনো তাতেই শেষঃ কথা বলার যোগ্যতা রাখি না সেটা জানি, আর কয়েকটা হয়তো ইন্টারেষ্টিড জিনিস এর খাবার রাখি। ডিড ইউ সি দ্যাট?

    এবার ওই আর কি, আগ্রহ জিনিসটা ব্যক্তিগত। আর হেজেমনির সঙ্গে জড়িত, দুয়ে মাইল সংসার।

    যায় হোক বিষয়ে ফেরা যাক, হখগ
  • T | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৭:৩২436098
  • এদিকে,

    ট্রেন আসছে চেন্নাই থেকে। প্ল্যাটফর্মে তা ঢোকার আগেই দুদ্দাড় ছুটে স্টেশন ছেড়ে পালালেন সব যাত্রী ও জনতা। রেলই দায়িত্ব নিয়ে খালি করে দিল গোটা স্টেশন। চেন্নাই এক্সপ্রেসও দাঁড় করিয়ে দেওয়া হল প্ল্যাটফর্মে ঢোকার আগেই। বোমাতঙ্কে এমনটা হতে দেখা গিয়েছে অতীতে। অসমের যোরহাট জেলায় মরিয়নি-তে আজ অনুরূপ পরিস্থিতি তৈরি হল করোনা-আতঙ্কে!
  • এলেবেলে | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৭:৩১436097
  • এই ফাঁকে জানিয়ে রাখি খ-কে ভাষাকাঠিন্য নিয়ে আমি অন্তত কিছুই বলিনি। কাজেই এ ব্যাপারে আমাকে ছাড় দিলে ভালো হয়।

    যদিও খ-কে ন্যাড়া যে ভাষায় আক্রমণ করেছেন সেটা ব্যক্তিগতভাবে আমার ভালো লাগেনি। আমি এই দু'জনের কাউকেই চিনি না কাজেই এটা যদি দুই বন্ধুর কথোপকথন হয়ে থাকে, তাহলে পরবর্তীতে এ ব্যাপারে আমি মন্তব্য করা থেকে বিরত থাকব।

    বড়েসের সঙ্গে আমি একমত অন্তত লেখালেখির ব্যাপারে। আমি এমনিতেই মূর্খ মানুষ, কাজেই কোনও বিষয়েই সামান্য লিখতে গেলে আমি সবার আগে অদীক্ষিত পাঠকের কথা ভেবে নিই এবং যথাসাধ্য সহজ করে লেখার চেষ্টা করি। তাতে অনেক সময় দু'লাইনে বিষয়টা সারতে চাইলেও অতিরিক্ত পাঁচটা লাইন লিখতেই হয়।

    যে লেখার বিষয়বস্তু সম্পর্কে প্রায় কিছুই জানে না সে যদি আমার লেখা পড়ে দশ শতাংশ হলেও বিষয়টা বুঝতে পারে, সে চেষ্টাটা করা ভালো। এবং এ ব্যাপারে আমি এসোটেরিক হতে পছন্দ করি না

  • অপু | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৭:২৭436096
  • পুরো জমে ক্ষীর । :)))
  • sm | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৭:২৪436095
  • হাফপ্যান্ট, আবার কি বলতে চাইছে?তিড়িং বিড়িং করছে দেখছি।এখানে তো বড়দের আলোচনা চলছে।
  • সিএস | 14.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৭:২৩436094
  • জমাবো বলছ ? দেখি । ঃ-)
  • S | 108.162.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৭:২৩436093
  • https://lgdirectory.gov.in/

    নীচে একটা ডাউনলোড লিন্ক আছে। দেখুন তো কাজে দেয় কিনা।
  • T | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৭:২৩436092
  • রাস্তায় দাঁড়িয়ে ডিফো আর সুইফট নিয়ে আলোচনা! হায় খোদা, হাতের কাছে নিতান্ত ভদ্রজনোচিত কফি হাউশ ও ধূমায়িত কেতলি না পাওয়া গেলেও অদ্দুর কী মরিয়া হয়ে যাওয়া যেত না! ছি ছি ছি।
  • T | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৭:১৯436091
  • অ্যানথ্রোপিক, অ্যানথ্রোপিক। ইশশ।
  • হখগ | 172.69.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৭:১৮436090
  • ও তাহলে ভুলে গেছো। হয়েছিল। বি আই পি এল এর সামনে দাড়িয়ে। :-)))) যাক যে, এগুলো ওই টই যায় লিখবা না? আমি এখন অপমানিত হতে ব্যস্ত আছি , তাই খুঁজে পাচ্ছি না :-))))))))))))))))))))))))))))))))))))))))))))))

    হখগ
  • S | 108.162.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৭:১৬436089
  • ইয়োরোপ নিয়ে আমার উৎসাহ বড্ড কম। কেন জানি না। খেলাধুলার বাইরে ইয়োরোপ আমার কাছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারেই শেষ। তারপর কলোনিগুলো হাতছাড়া হওয়া আর শেষে বার্লিন ওয়াল ভেঙে যাওয়া। সেও আমেরিকার অবদান। এর মাঝে বা পরে সিগনিফিক্যান্ট আর কিছু হয়েছে ওখানে?

    পুরো ইউতে ৫০ কোটির বেশি লোক থাকে। মানে ভারতের ৪০%। এদিকে পিপিপি জিডিপি ইন্ডিয়ার দুইগুন। এই নিয়ে এত লাফালাফি করার কি আছে বুঝিনা। কবে জমিদারি ছিল, লেঠেল দিয়ে প্রজাদের অত্যাচার করত। এখন সেই জমিদারির গব্বকথা শুনে আর কি লাভ।
  • π | ১৬ মার্চ ২০২০ ১৭:১৬436088
  • India এ সব ব্লক এর তালিকা কোথায় পেতে পারি, অনলাইনে?
  • T | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৭:১৬436087
  • ইতিহাস ক্যানো ঘটচে বা সকালে বাজারে গিয়ে সেরা ফুলকপিই যদি না তুলতে পারি তো বিগব্যাং ঘটল ক্যানো এ বিষয়ে আমি জ্ঞানদান কত্তে পারতাম, কিন্তু এডিটবক্সটা তার পক্ষে ছোট।

    রেফারেন্সঃ ডেভিড হেয়ারবার্নার, অ্যানথ্রোমর্ফিক প্রিন্সিপল এন্ড দি নেগেটিভ জিরো, সিলাকান্থ প্রকাশনী, এডিনবরা
  • সিএস | 14.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৭:১৪436086
  • বয়সকালে এসে বুঝতে পেরেছি যে ডিফো, সুইফট বা সার্ভান্তেস, এই তিনজনের লেখা আর আর যাই হোক, শিশুতোষ লেখা নয় বা এরা ছোটদের লেখক নয়। ধারণাটা তৈরী হয়েছিল অতি অবশ্যই ছোটবেলায় কাহিনিগুলো পড়ে বা লেখাগুলোর সংক্ষিপ্ত ভার্শন, কিন্তু এখন বুঝেছি, এই তিনজনেই একদিকে যেমন অতিপ্রজ (সার্ভান্তেস সংখ্যার দিক দিয়ে না হলেও, আকারের দিক দিয়ে তো বটেও) তেমনি এমন কোন বিষয় নেই যা লেখায় নিয়ে আসতে সচেষ্ট নন। ডিফো আর সুইফট তো একই সাথে গপ্প লিখছেন (সেইজন্যই বাচ্চাদের জন্যই তাঁদের লেখাকে হাজির করা গেছে) আবার ঘোরতরভাবে চারপাশের ক্রিটিক। ডিফো তো প্যামফ্লেট লিখছেন, রাজনীতি নিয়ে, ধর্ম নিয়ে পজিশন নিচ্ছেন, রবিনসন ক্রুসো বইটাও যে কী নিয়ে - ব্যক্তির জীবনী, ইকোনমিক ম্যানের প্রতিভূ, কলোনির কাহিনি, সভ্যতার বেড়ে ওঠা, আধ্যাত্মিক যাত্রা - সে নিয়ে তক্ক আছেই, আবার কয়েক বছরের মধ্যেই সুইফ্ট যখন গালিভারের গপ্প লিখবেন, তখন একটা লক্ষ্য ছিল রবিনসনের গপ্পের সমালোচনা করা (একটা খন্ডের চরিত্রর নামই ছিল রবিনসন)। আর দু'জনেই কমবেশী স্যাটায়ারিস্ট, যেটা সার্ভান্তেসের লেখাতেও এসে পড়ে, প্রচলিত শিভালরির কাহিনিগুলোকে নিয়ে মজা করা; কিন্তু তারই মধ্যে দিয়ে আবার সেইসব যুগ হারিয়ে গেছে সেই নিয়েও খানিক বিষাদ, ইলুশনের মধ্যে বুড়ো কিহোতের ঢুকে পড়া, হাওয়ার সাথে কুস্তি করা !

    আর এটাও যে তিনজনেই - অন্তত ডিফো আর সার্ভান্তেস তো বটেই - নির্লজ্জভাবে যেন বাক্য আর লেখার মোহে পড়ে যাওয়া লেখক। বিরামহীন বাক্যস্রোত আর কাহিনি থেকে কাহিনি, ডাইগ্রেশনের চূড়ান্ত, পাঠককে সেসবের মধ্যে ডুবিয়ে দেওয়া, এখনকার পাঠকের কাছে যা দুর্বোধ্য হয়ে দাঁড়ায়; না ব্রেভিটি এনাদের লেখায় বিশেষ নেই, ছোট, চৌকো লেখা এদের কাজে দেখা যায়না। হয়ত সংবাদপত্র আর খবরের যুগ তখনও চেপে বসেনি, সরকারি আর আইনের কাজে ভাষা যেভাবে ব্যবহৃত হত, হয়ত বা বাইবেলেও বা সারমনে, তার প্রভাব হয়ত এনাদের লেখায়, শিওর নই। কিন্তু এরা অতীব পপুলার, অর্থাৎ তৎকালীন পাঠকদের এইসব লেখা পড়তে বিশেষ অসুবিধে হয়নি বলেই মনে হয়, পাঠাভ্যাস তো যুগের হাওয়াতেই গড়ে ওঠে। আর ইংরেজী ভাষায় ডাইগ্রেশনের চূড়ামনি তো ডিফো-সুইফটের কয়েক বছর পরে আসবেন, লরেন্স স্টার্ন, ট্রিস্টাম শ্যান্ডি উপন্যাসখানি নিয়ে, একমুখী কাহিনিকে তুড়ি মেরে দেওয়া, চরিত্রটির জন্ম নিতেই কম করে পঞ্চাশটি পাতা পেরিয়ে যাবে, তো সেই লেখাও জনপ্রিয়তা পাবে খুবই আর সাগর পেরিয়ে ফ্রান্সে দিদেরোকে (প্রায় সমসময়ে) বা আরো পরে ব্রাজিলে মাচাদো দ্য আসিসকে। মানে বিন্দুগুলোকে যোগ করলে,মোটামুটি দুশো-তিনশো বছরের ব্যবধানে, সার্ভান্তেস-্ডিফো-সুইফট-্স্টার্ণ-্দিদেরো-মাচাদো দ্য আসিস, পশ্চিমী সাহিত্যের শিখরশৃঙ্গগুলি, কমবেশী ক্রমান্বয়ে প্রভাবিত।

    (বোধিকে বলার যে না, তোমার সাথে মনে হয়না আমার ডিফো-সুইফট নিয়ে কোন আলোচনা হয়েছিল বা হলেও মনে নাই, কিন্তু কমেন্টটা পড়ে এই কথা কটা মনে হল)।
  • হখগ | 162.158.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৭:১০436085
  • ডিসি :-)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))) ইতিহাস পলিটিকাল কারণে ব্যবহার করা হয় বেশি, তাই কথা তা বলা :-)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
    ব্যাপক দিলে ভাই :-)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

    হখগ
  • r2h | 172.69.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৭:০৯436084
  • এইটাই তো অবিচার। কোন কিছুই মানুষের সুবিধার জন্যে ঘটে না।

    কিন্তু ঘটা উচিত ছিল। সুবিধাই যদি না হবে তাহলে মিছিমিছি এত কান্ড ঘটারই বা কী দরকার ছিল। মানে একেবারে ঐ বিগ ব্যাং টাইপের সময় থেকে বলছি।
  • হখগ | 172.68.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৭:০৬436083
  • এস , আমি বাল ( এ ব্যাপারে আমি নেরু খোকনের সঙ্গে একমত-:-))))))))))))))))))। কিন্তু কে বাল আর কে মহা জ্ঞাণী সেটা কথা বলা, আর প্রতি মুহূর্ত সে সম্পর্কে সচেতন থেকে , বা প্রতিযোগিতায় নেমে কথা বলার জন্য কেউ আড্ডা মারে না। হয় বিষয়ে একটা তথ্য তত্ত্ব দে বা নতুন প্রশ্ন করে, এই অর্থে সকলেই আডাল্ট না কেউ কেউ আডাল্ট , এই আর কি :-)))))))))) এবার বিচার আপনার।

    আসলে যেটা হয়েছে, আমি দু তিনটে বিষহয়ে কম্প্রোমাইজ করি না। এক হলো সোশাল সাইন্স সম্পর্কে বলতে হলে, ছোট বেলায় সাইন্স পড়েছি বলে যা খুশি বল তে পারি না, বিষহয় গুলো সম্পর্কে রেসপেক্ট লাগে। দ্বিতীয়ত হলো এক তা বিষহয় সম্পর্কে বলতে গেলে সেই বিষয়ের অন্তত পপুলার রিসার্চের খবর তা সোর্স টা জানানো মিনিমাম ভদ্রতা, আলোচ্য সব কিছুই যখন নিজস্ব মস্তিশক প্রসূত না। কিন্তু এখানে কিছু লোকের কারণে আপদ হলো , একটা রেফারেন্স দিলে লোকে মনে করে তাকে অপমান করা হচ্ছে, কারণ হয়ত দশটার মধ্যে একটা রেফারেন্স তার দেখা নেই:-)))) এই নীতিতে, রেফারেন্সিং উঠে গেছে প্রায় :-)))))
    এছাড়া আরেকটা জিনিস হলো, আগ্রহের বিষহয়। লোকে মাইরি তার পসন্দের বিষয়ে লোকে আগ্রহ না পেলে উডুম রেগে যায়, বা অভিমান করে। অথবা আগ্রহের প্রতিযোগিতা লাগিয়ে দেযা, এটা খুব ই দু:খের।

    প্রতিযোগিতা জিনিসটা, পেশাদারী সাফল্য, যে ব্যক্তি মানুষহের কি ক্ষতি করেছে ভাবা যায় না।

    এর পরের বিষয় গুলো এতো গুরুতর কিসু না, ব্যানটার ইত্যাদি। কোন আর্ট pis ভালো মন্দ, সে ব্যাপারে ঐক্যমত্য হওয়াটাই অদ্ভুত, কিন্তু যায় হোক সেটাই লোকের এক্সপেক্টেশান।

    যাই হোক এই দু:খে র দিনে আমি যথেষ্ঠতা সিনেসিয়ারলি দুঃখ ও পাচ্ছি না, রাগ ও হচ্ছে না, কারণ মানুষ এর বিচার করার আমি কেউ নোই, সময় / ঈশ্বর করবে না, এগুলো বাজে বোগাস কনসেপ্ট। সেল্ফ রেগুলেশন না হলে বিশেষঃ কিসু করার নেই। উন্মত্ত ক্রোধ কোন কাজের কথা না।

    হখগ
  • dc | 172.69.***.*** | ১৬ মার্চ ২০২০ ১৬:৫৭436082
  • ঐতিহাসিকের, আই রিপিট কোনো ঐতিহাসিকের সুবিধের জন্য ঘটে না,

    সে তো ফিজিক্সও তাই। অবজার্ভারের সুবিধের কথা ভেবে কবেই বা একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের সাথে ধাক্কা খেয়েছে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত