আমার এসব ব্যাপারে ভয় কম। আপনাদের মেসেজ গুলো পড়ে ভাবনা হচ্ছে।
না। আলাদা করে কালো ভোটারের কাছে পৌঁছনোতে আমি এগ্রি করিনা। ওটার মানে দাঁড়াবে কমপ্রোমাইজ। কালো বয়স্করা এমনিতেই কনজারভেটিভ। আর কালো তরুণরা বাকিদের মতোই বার্নির পক্ষে। ফলে পৌঁছয়নি, এটা ঠিক না। এখন ওবামা নিয়ে একটা অ্যাড দিচ্ছে, পছন্দ করিনি। ওবামা এক্সাক্টলি ভাল টা কী করেছে?
আচ্ছা, কনিস্ক এয়ার ক্র্যাশের জন্যে ফাইনাকি কারা ধরা পড়েছিল ?
Peck !
পাবলিক গ্যাদারিং বন্ধ করতে হলে, সিনেমা থিয়েটার খেলা এসব বন্ধ করতে হয়। ইশকুল আপিস বাজার -- এসব তো বাদ দিলামই। স্রেফ জনসভা বন্ধ করে কী হবে?
সত্যিই কি বিপদ! ইলেকশন ক্যাম্পেনে 'চুমু'! ইন্টারেস্টিং !
করোনাভাইরাসের তাণ্ডবের জেরে ইলেকশন ক্যাম্পেনে আপাতত ইতি টেনে দিলে কেমন হয়? বয়স্ক মানুষদের এমনিতেই হাই রিসক, তার ওপর হ্যানডশেক, জড়িয়ে ধরা, চুমু খাওয়া, বাদ দিয়ে কি ইলেকশন ক্যাম্পেন প্র্যকটিকালি সম্ভব? যাঁরা করতে পারবেন না তাঁদের প্রসপেক্ট? ক্যালিফোরনিয়ায় ইলেকশনের পরের দিন করোনা ভাইরাসের কেস ডিকলেয়ার করা হল। ইরানে কি হল দেখলেন তো? ও কিছু না বলে ইলেকশানের র্যালি করার পর কতটা বেড়ে গেল? এইধরণের আউটব্রেকের মধ্যে প্রেসিডেনসিয়াল ইলেকশন খুব সম্ভবত প্রথম। ইলেকশনের সূত্রে বহু মানুষকে, বিশেষ করে বয়স্ক মানুষ এবং তাঁদের অন্যান্য অসুখ আছে, তাঁরা বিপদের মুখে পড়বেন, রিস্কটা কতটা নেওয়া যেতে পারে বিশেষ করে আমেরিকার মত জায়গায়, সেই প্রশ্নটা ওঠা উচিত।
ঘরের বাইরে যখন থাকা, সেই সময়ে তো লাগে। আমার অধিকাংশ সময় মনে থাকেনা।
বাড়িতে সাবান জল দিয়ে হাত ধুই।
আজকাল সিনেমায় অন্দরসজ্জার এত বাড়াবাড়ি থাকে। সিনেমার মুড নষ্ট এতে।
রীতিমত ন্যাশনল ইমারজেন্সি যাকে বলে!
এখানে তো স্যানিটাইজার পাওয়া যাচ্ছে না। আমি মাস্ক বিশেষ ব্যবহার করিনা। মুখের কাছে নিঃশ্বাস গরম হয়ে যায়। আমার খুব অল্পেই সাফোকেশন হয়।
'ইতি মৃণালিনী' দেখছি টিভি'তে।
বার্নি যেটা বলেছেন, সেটা আর কাল কষ্ট করে লিখিনি। এক্সিট পোল থেকেই দেখা যাচ্ছে। ট্রেন্ড মোটামুটি এরকম:
আপনার কাছে সবচেয়ে বড় ইসু কি?
৫০%+ : হেলথকেয়ার। মেডিকেয়ার ফর অল চাই।
ইকনমির সম্পূর্ণ বদল চান?
৫০%+: চাই।
কাকে ভোট দেবেন? যে নীতিগতভাবে আপনার সঙ্গে একমত না যে ট্রাম্পকে হারাতে পারবে?
৫০%+: যে ট্রাম্পকে হারাতে পারবে।
ক্যাচাল তো এইখানেই হয়েছে। বাইডেনই ট্রাম্পকে হারাতে পারবে, এই মেসেজটা প্রোথিত করে দেওয়া গেছে। দলে দলে লোক বার্নির সঙ্গে একমত হয়েও বাইডেনকে ভোট দিয়েছে। বাইডেনকে শুরুতেই আক্রমণ করে শুইয়ে দেওয়া উচিত ছিল। যেটা এখন করছে। যেমন ব্লুমবার্গকে করা হয়েছিল। বাইডেনের রেকর্ড নিয়ে এখন অ্যাটাক করছে, কিন্তু টু লেট।
আরেকটা ব্যাপার হল, বার্নির মেসেজ জেনেরাল ইলেকটোরেটের কাছে বেশি গ্রহণযোগ্য। কিন্তু কমিটেড ডেমোক্রাটরা আগে ট্রাম্পকে হারাব, তারপর অন্য কিছু -- এতে কমিটেড। নীতি তাদের কাছে ম্যাটার করছেনা। যাদের কাছে করছে, তাদের ভোটে টেনে আনা যায়নি।
হ্যাঁ আমরা পুঁচকে দেশ। ইতালি আমাদের দক্ষিনে।
ইতালির হাল খুবই খারাপ।
এখানেও সব বন্ধ করে দিতে হচ্ছে একে একে।
এখানে অধিকাংশ মানুষ পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করি। বাসের সামনের দরজা এখন আর খোলা হবে না। অন্য দরজা গুলো খুলবার জন্য বোতাম টেপা বারণ হয়ে গেল। ড্রাইভার সব দরজাই খুলে দেবে।
পোস্ট অফিস ফাঁকা। অধিকাংশ জায়গায় কাউন্টার/ জানলায় না গিয়ে ফোনে কথা বলতে বলছে।
ডাক্তারের কাছে যেতে হলেও ঐ নিয়ম।
অফিস প্রায় বন্ধ। শুধু পালা করে করে একজন অফিস যাবে। বাকিরা হোম অফিস।
সবসময় সাবান দিয়ে হাত ধুতে বলছে।
ক্যান্টন তিচিনো তে এমারজেন্সি অবস্থা। ওখানে গিমনাজিউম সব বন্ধ । গিমনাজিউম কে ব্রিটেনে গ্রামার স্কুল বলে। অন্য স্কুলও বন্ধ করে গেওয়া হবে।
ও। আপনার ওখানে অবস্থা খুব খারাপ বুঝি! @ সে
March 11, 2020, 12 noon:
Number of
cases tested positive: 645 people
Confirmed: 613 people
Disease reports: from the cantons of Aargau, Appenzell Ausserrhoden, Baselland, Basel-Stadt, Bern, Freiburg, Geneva, Glarus, Graubünden, Jura, Lucerne, Neuchâtel, Nidwalden, Schaffhausen, Schwyz, Solothurn, St. Gallen, Ticino, Thurgau, Vaud, Valais, Zug, Zurich and from the Principality of Liechtenstein
Total died: 4 people