এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অপু | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ০৯:৫৩433381
  • একলহমা , নাজুক নাজুক :))))
  • অপু | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ০৯:৫১433380
  • তদুপরি সিপিএম :)))
  • | 14.***.*** | ০৫ মার্চ ২০২০ ০৯:৪৯433379
  • কিন্তু একটু ইতরামি না করলে ভালো কবি হয় না। আমাদের বেচে যাওয়া নিয়ে বেস্ট কমপ্যাসনেট কিন্তু ক্রিটিকাল পদ্য। মনে রাখবেন বাঙ্গালী খচ্চর ঠিক ই তবে তদুপরি নিরুপায়।

  • অরিন | ০৫ মার্চ ২০২০ ০৯:৪৯433378
  • @ অরিন। পাশ্চাত্যের শ্রেষ্ঠ আর অগ্রগণ্য দেশ আবার কোনটা?

    ;-)
    দেখছেন তো কিরকম সব ব্যাপার । একটু না হয় মিষ্টি করে লিখলামই ।

    আসলে কোন একটা দেশের সাধারণ নির্বাচন, তাকে কেন্দ্র করে gender gap , representation এইগুলো নিয়ে এক এক দেশে এক এক রকমের আলোচনা হয় । আমি এখানে যে ভুল তা করছি সেটা নিউ জিল্যান্ডের মানুষের চোখ দিয়ে আমেরিকার ইলেকশনের ব্যাপারটা দেখবার চেষ্টা করছি। আমি একটা ছোট দেশে থাকি, সেখানে ভোট দেবার সময় মানুষ নানারকম অন্যান্য বিষয় ও বিবেচনা করে , যেমন একটা ভোট থাকে candidate এর জন্যে, একটা থাকে পার্টি'র জন্যে , ফার্স্ট পাস the পোস্ট উঠে গেছে এখন থেকে বহুকাল ।
    ভারত বা আমেরিকা তে সে ভাবে নিশ্চই ভাবা হয় না, এখানে পোস্ট পড়ে যা বুঝছি ।

    এবার ব্যাপারগুলো ভালো খারাপ এর তো নয়, কোন সমাজ দেশ এগিয়ে পিছিয়ে আমি সে ভাবে বিচার করিই নি । একটাবিষয় তুললে যদি সবাই রে রে করে তেড়ে আসে তাহলে আলোচনার আর কিছু অবশিষ্ট থাকে না ।
    যাকগে কাটান দেন ।
    আমি আর এখানে কোনো আলোচনাতে অংশ নেবো না ।
    বাই ।
  • aranya | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ০৯:৪৯433377
  • পুরন্দর ভাট এমতি লিখতে পারেন
  • khanu | 14.***.*** | ০৫ মার্চ ২০২০ ০৯:৪৭433376
  • "
    স্বপ্ন ছেল - কামান দাগা
    সেশমেশ সেই - পাতলা হাগা
    "

    এটা বেস্ট। :-))))))))))))
  • aranya | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ০৯:৪৬433375
  • খুবি খারাব দিন্কাল, একলহমা-র মত প্রতিভাবান কবি-র কী বোর্ড থেকে এ জিনিস প্রত্যাশিত না
  • aranya | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ০৯:৪২433374
  • অমন একটা ধর্ম নিরপেক্ষ বাহিনী বানালেন, ভারতের মাটিতে ঢুকেও পড়েছিলেন।
  • একলহমা | ০৫ মার্চ ২০২০ ০৯:৩৯433373
  • স্বপ্ন ছেল - কামান দাগা
    সেশমেশ সেই - পাতলা হাগা

    এইটা আমি লিখলাম? কি দিনকাল পড়ল!!!!
  • aranya | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ০৯:৩৮433372
  • সুভাষ নাৎসি কোলাবরেটর হয়েছে বুঝি, কি মারাত্মক।
  • Ishan | ০৫ মার্চ ২০২০ ০৯:৩৫433371
  • ন্যাড়াদাকে সত্য প্রমাণ করে সৈকত চক্রবর্তীকে একদিন সেনেটা পাঠানো হবেই। উনি নেতাজি আঁকা টিশার্ট পরেই যাবেন। :-)

    বাঙালির কী দুর্গতি তাই ভাবি। চের ছবি ফ্যাশান আর সুভীষ বোস নাৎসি কোলাবরেটর। হায়।

  • aranya | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ০৯:৩৪433370
  • টই ব্নাম ভাট সম্পর্কে মদীয় মত -
    ভাটে আমি একই সাথে আম্রিগান নির্বাচন, রঞ্জিতে বাংলার তুখোড় পারফরম্যান্স, দিল্লীর দাঙ্গা ইঃ বিবিধ বিষয়ে আলোচনা চালাতে পারি। অন্যথা প্রত্যেকটির জন্য আলাদা টইতে যেতে হয়

    অতেব, ভাটে যদৃচ্ছা আলোচনার পক্ষে ভোট দিলেম, মাজরা পোকার অত্যাচার সত্বেও
  • b | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ০৯:২৯433369
  • বাইডেন জিতেছে? সোশ্যালিস্ট ডেমোক্র‌্যাটরা (গুরুর বাগ**) দলে দলে ঘরে বসে থাকুন কিম্বা রস পেরো কিম্বা ট্রাম্পকে ভোট দিন। কিছুতেই বাইডেনকে হতে দেবেন না।

    কাট ইওর নোজ। ব্রেক সামবডি এলসে'জ জার্নি ।

    @ অরিন। পাশ্চাত্যের শ্রেষ্ঠ আর অগ্রগণ্য দেশ আবার কোনটা?
    --------------------------------------------------------

    ** সোশ্যালিস্ট ডেমো রা গুরুর বাগ নন, Democrat (য ফলা শুদ্ধু) বাংলায় লেখা যাচ্ছে না গুরুর লে আউট ব্যবহার করে।
  • ন্যাড়া | ০৫ মার্চ ২০২০ ০৯:২৯433368
  • যে "আফিমে আরও তেজ চাই / সেনেটে আরও বাঙালি চাই" প্ল্যাটফর্মে দাঁড়াবে তার জন্যে আমার ভোট ও ব্যাখ্যা বাঁধা। 

  • aranya | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ০৯:২৫433367
  • পলিসি, যোগ্যতা, অতীতে কেমন কাজ করেছেন - এসবই বিচার্য্য হওয়া উচিত ভোটের ক্ষেত্রে, জেন্ডার নয়
  • o | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ০৯:২৫433366
  • আরে আমি ব্যাখ্যা করতে যাব কেন, আমি তো প্রেসিডেন্টের রেস জেন্ডার রিলিজিয়ন ইত্যাদি নিয়ে মাথাই ঘামাই না। দেশটা যাদের সেই ইন্ডিয়ানদের কেউ কোনদিন প্রেসিডেন্ট হবে বলে তো মনে হয় না। তো তা নিয়ে কি হাহুতাশ করব? এই গ্রুপগুলোর জন্য গভর্মেন্ট কি পলিসি নিচ্ছে সেটা দেখব। সোশালি এই গ্রুপগুলো এগিয়ে আছে না পিছিয়ে আছে সেটাই মূল বিচার্য বিষয়। আর আগেই বলেছি প্রেসিডেন্ট হওয়াটাকে কোনো গ্রুপের এগিয়ে বা পিছিয়ে থাকার মেজার হিসেবে দেখিনা। ব্যাস! :-)
  • Ishan | ০৫ মার্চ ২০২০ ০৯:২০433365
  • যুক্তির কিছু নেই। জেন্ডার জাস্টিস খুবই দরকার। কিন্তু ভোট জেন্ডার দেখে নয়, পলিসি দেখে দেওয়া উচিত। এইটাই বেসিক।

    হিলারি পলিটিকাল সিস্টেমের থেকে যথেষ্ট বেশি পক্ষপাত পেয়েছেন। এবার ওয়ারেন, এমনকি এমিও। নিজেরা জালি হওয়ায় আমার সমর্থন পাননি। পাবেনও না। কিন্তু কাজনীতিতে আসতে মেয়েদের কোনো বাধা নেই, এমনকি পলিটিকাল সিস্টেমও এঁদের ফেভার করেছে। কাজেই ২০০-১০০-৫০ বছর আগের সমস্যা নিয়ে এখন মাথা ঘামানোর কোনো মানে নেই।

    হ্যাঁ, যদি বলেন, মেয়েরা আরও বেশি করে কেন রাজনীতিতে আসছেননা, তো সেটা একটা সমস্যা। সেটা নিয়ে অন্য প্রেক্ষিতে কথা হতেই পারে।
  • aranya | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ০৯:২০433364
  • রক্তে পদ্য আর হুস্কি - দুঃখে, আনন্দে সদা বহমান
    আর বহিরঙ্গে লুঙ্গি
    @ বোতিন
  • অরিন | ০৫ মার্চ ২০২০ ০৯:১৬433363
  • "যতক্ষণ ঠিকঠাক পলিসি নিয়ে একটা লোক ভোটে দাঁড়াচ্ছে, তাকে ভোট দেওয়া নিয়ে সমস্যা দেখি না।"

    একশোবার !

    সেক্ষেত্রে পাশ্চাত্যের অন্যতম শ্রেষ্ঠ ও অগ্রগণ্য একটি দেশে নারী পুরুষের representation এর এতটা তারতম্য কিভাবে ব্যাখ্যা করবেন (যদি তারতম্য আছে বলে মানেন ) ?
  • o | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ০৯:১১433362
  • আইডেন্টিটি পলিটিক্স বাজে জিনিস। ক্যান্ডিডেটদের পলিসি দেখে ভোট দেওয়াটাই ঠিক। আগেরবার গ্লোরিয়া স্টাইনেম হিলারির হয়ে ভোট চাইতে গিয়ে 'যে মেয়েরা মেয়েদের সাহায্য করে না, তাদের নরকে জায়গা হবে' বলে মেয়েদের 'প্রীচ' করার জন্য প্রচুর ফেমিনিস্টের সমালোচনার মুখে পড়েছিলেন। যতক্ষণ ঠিকঠাক পলিসি নিয়ে একটা লোক ভোটে দাঁড়াচ্ছে, তাকে ভোট দেওয়া নিয়ে সমস্যা দেখি না। মেয়েরা মেয়েদের ভোট দেবে, কেউ ওবামা-ঘেঁষা হলে কালোরা তাকে ভোট দেবে, এটা পুরো অপমানজনক এবং ভুলভাল জিনিস। অবশ্য সোশালিজমের এগেনস্টে আইডেন্টিটি পলিটিক্স পৃথিবীর সব জায়গাতেই ব্যবহার করা হয়েছে।
  • অরিন | ০৫ মার্চ ২০২০ ০৯:০৭433361
  • "স্রেফ জেন্ডার দেখিয়ে কী ভাগ্যিস এখনও ভোট পাওয়া যায়না।"

    সে কি? ২৩০ বছর ধরে যে দেশে শুধু পুরুষরা প্রেসিডেন্ট হচ্ছে, নারী পুরুষ ratio যেখানে ০:100, সেখানে এই কথাটা বলছেন কোন যুক্তিতে?
  • ন্যাড়া | ০৫ মার্চ ২০২০ ০৯:০২433360
  • সে বললে, কোন উত্তর কলকাতার বাঙালিই বা কবে প্রেসিডেন্ট হল? 
  • অরিন | ০৫ মার্চ ২০২০ ০৮:৫৭433359
  • এবঙ্গ কোনো জিউও প্রেসিডেন্ট হয় নি। খুড়ো একজন জিউ।

    এবং কোনো এথিস্ট ও প্রেসিডেন্ট হন নি ।
  • Ishan | ০৫ মার্চ ২০২০ ০৮:৫৪433358
  • লিবারাল এলিটরা মাঝে মাঝেই মেয়েদের প্রেসিডেন্ট না হওয়া নিয়ে চিন্তায় পড়ে যান। কিন্তু গতবার হিলারি, এবার ওয়ারেন এমনকি এমিও, বিশ্বাস করুন, প্রেসিডেন্ট হিসেবে বার্নির চেয়ে এস্টাবলিমনেন্টের অনেক বেশি ডার্লিং ছিলেন। স্রেফ জেন্ডার দেখিয়ে কী ভাগ্যিস এখনও ভোট পাওয়া যায়না।

  • অপু | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ০৮:৪৮433357
  • আচ্ছা আমেরিকা বাসী কি শেষ অবধি মনের দুখে পদ্য লিখতে শুরু করলো? নাকি আনন্দে? :))
  • aka | 108.162.***.*** | ০৫ মার্চ ২০২০ ০৮:৪৩433356
  • ভুলে যাবেন না কিউবানদের খচিয়ে বার্ণি ফ্লোরিডা খুইয়েছেন।
  • অরিন | ০৫ মার্চ ২০২০ ০৮:৪০433355
  • ভালো হয়েছে অরণ্য !
  • অরিন | ০৫ মার্চ ২০২০ ০৮:৩৯433354
  • শেখ হাসিনা আর ইন্দিরা গান্ধী তে আটকে গেলেন?
    Jacinda Ardern , Angela Merkel , Golda Meir দের দিকেও একটু তাকান । ২৩১ বছরেও একটা দেশ একজন নারী কে খুঁজে পায়নি দেশের রাষ্ট্রনায়িকার আসনে বসানোর, কোন দেশ কোন সমাজ কতটা socially এগিয়ে পিছিয়ে তার বিচার না হয় পরে হবে ।
  • o | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ০৮:৩৮433353
  • এইটা পিটিবাবুর ভাল লাগবে ঃ-)))

    স্বপ্ন ছেল পরিবর্তন
    সেশমেশ সেই ঢপের কেত্তন।
  • | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ০৮:৩৭433352
  • আমাদের নিজেদের লোক পাই মাইরি ন্যানসি পেলোসি হয়ে গেল, রাডিকাল অপিনিয়ন কে কে ই তে সরিয়ে দিচ্ছে।
    জানিনা রে। খুব দূঃখ পেয়ে গেছি, বার্নি র পপূলার ফল আশানূরূপ না হ ওয়ায়। যদিও ডেলিগেট গ্যাপ কম। ওয়ারেন এর ৬৭ টা ডেলিগেট বার্নি কে দেবে না বা দিলে প্রচন্ড আশ্চর্য হব। বয়স, রেস , ইনকাম ডেমোগ্রাফিক এর ভাগ এরকম - ১। কালো বয়স্ক রা বিপুল সংখ্যক ভাবে বাইডেন কে ভোট দিয়েছেন। কালো কম বয়সী রা কম সংখ্যা য় বেরিয়েছে সাউথে, কিন্তু এই স্টেট গুলো য় ট্রাম্প হারা মুশকিল। ২, ল্যাটিনো রা বারনিকে দিয়েছে, নালে নেভাডা, ক্যালি আসতো না, টেক্শাসে এত ক্লোজ রেস হত না। মূলতঃ ইমিগ্রেশন ইসূতে, ফ্লোরিডায় অবশ্য কিউবান এমিগ্রে রাত লেফ্ট বিরোধী। ৩ মেন,‌‌‌ম্যাসাচুসেটস এ বাইডেনের জেতা হিউজ, যদিও মেন এ খুব কম মার্জিন। আর ম্যাসাচুসেটস এ ওয়ারেন ১০% টেনে দিয়েছে। কিন্তু জেনেরালি ওয়েসট কোস্টে যেমন সাদা লিবেরাল রা বার্নি র ট্যাকস আর মেডিকেয়ার কে ভয় পায়নি , নিউ ই
    ংলান্ডে ভয় পেয়েছে। অথবা পোস্ট ইনডাস্ট্রিয়াল এজ এর জন্য বেশি প্রিপেয়ার্ড মনে করছে নিজেদের।

    এগুলো কাগচে বেরোচ্ছে, প্রচুর পডকাস্ট, টেলি স্টেশন, চ্যানেল এ পাবি। কিন্তু আমার আউটসাইডার হিসেব মনে হচ্ছে কালো অল্পবয়সীরা হয় এতটাই ডিস এষফ্রানচাইজড তারা কালেকটিভ মুভমেন্টে এ আসে না করত ইউনি এডুকেটেড রা সংখ্যা য় ভীষন কম, মানে রাজনৈতিক, পরিবর্তন আনার জন্য, অথবা যা আছে এস্টাবলিশমেন্ট এর মধ্যে আছে, এতে অবাক হবার কিছু নেই, কালো শিক্ষিতের পক্ষে মুসলমান ছাত্রদের মত ই রাডিকাল হবার চাপের । ব্ল্যখক লাইভস বার্নির হয়ে না নামলে কপালে দু:খ আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত