এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিএস | 162.158.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৪৩430409
  • এই লেখাটা পড়ে দেখবেন। বিজেপি ক্যা-এন আর সি নিয়ে ঠিকই করছে, হিন্দু হলে ভয় কী; গরীব - নীচুতলার মানুষদের মধ্যেও।

    https://indianexpress.com/article/india/nrc-fears-dont-cross-the-divide-among-poor-hindus-a-confidence-assured-sense-of-place-6261416/

    এইরকম যুক্তি যদিও ডিমনির সময়ে টাকার লাইনে দাঁড়িয়ে শুনতাম - "ইয়ে তো মোদী বহুত আচ্ছা কিয়া"। ওদিকে ওমর-্মেহবুবার ওপর পি এস এ চাপানোর অ্যাবসার্ড যুক্তি, কোর্ট আদৌ কিছু করবে বলে মনে হয়না, কিন্তু শাহীনবাগের মামলার তাড়াতাড়ি শুনানি হয়; সবারই 'শক্তিশালী' রাষ্ট্রের প্রতি ভরসা। দিল্লী আপ জিতলেও, এইগুলো থেকেই যাবে।
  • অর্জুন | 162.158.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৩৯430408
  • অনেকের কাছে এটা হঠাৎ 'মমতা হটাও' আন্দোলন হতে চলেছে। এটা একেবারেই তা নয়। সবার আগে এন আর সি, সি এ এ, ক্যাব হটুক, তারপর অন্যেরা।
  • অর্জুন | 172.68.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৩৬430407
  • গত দু মাসে আন্দোলনের অনেকগুলো অনুষ্ঠানে ছিলাম বলে বেশ কিছু ব্যাপার নজরে পড়ল।

    কিছু সমস্যা দেখলাম । এক ইস্যুতে বিভিন্ন সংগঠন পথে নামছে কিন্তু তাদের কর্মসূচির কথা শুধু তারা বাদে বাকীরা জানতে পারছেনা। আর এই সঠিক যোগাযোগের অভাবে লোক সমাগমও বেশ কম।

    তাদের কর্মসূচি ঠিক কি সেটাও পরিষ্কার নয়।

    বিভিন্ন সংগঠনের ইস্যু যখন এক তখন নিজেদের মধ্যে কোয়োর্ডিনেশন থাকলে পথে নামার আগে ইস্যুগুলো নিয়েও আলোচনা করা যায়।

    এই ছাড়া ছাড়া ভাবে প্রতিবাদ অনেক সময়েই খুব কাজে দিচ্ছেনা।

    কেরালার মত একটি হিউমেন চেনের যে পরিকল্পনা ছিল তাও এই কোয়োর্ডিনেশনের অভাবে দেড়, দু কিমি'র বেশী এগোয়নি।

    এসবে যে হিউমেন সাপোর্ট আছে তা বুঝলাম যখন গোলপার্কের মোড়ে দাঁড়িয়ে তখন পথ চলতি গাড়ি থেকে লোকজন জানালার কাঁচ নামিয়ে শুধু ছবি তোলাই নয়, কয়েকজন এসে স্বল্প সময়ের জন্যে হাতে হাত মেলালেন এবং জানতে চাইলেন এসব কর্মসূচির খবর তারা কি ভাবে পেতে পারেন!! শনি- রবি দেখে করলে বিশেষ সুবিধে সকলের। উইকডেজে আমারই যাওয়া প্রায় অসম্ভব।

    এছারা ফেসবুকে যেসব গ্রুপ আছে সেগুলো সব কিছু দলের তৈরি গ্রুপ। সেখানে কেউ এড না করলে বাকীরা জানতে পারেনা। তাই ওয়াটসঅ্যাপ এবং এস এম এস এ ক্ষেত্রে অনেক বেশী কাজে দেয়।

    কিছু দল আছে তাদের হাইয়ার্কি বেশ হাই দেখলাম। তারা নিজেদের দলের বাইরে কারো সঙ্গে কথা বলা তো দূর অস্ত, তাদের উপস্থিতিই গ্রাহ্য করে না।

    Go Back Modi র দিন দেখলাম একটি বামপন্থী দল এসপ্ল্যানেড মোড়ে মিছিল করে জমায়েত হবার পরেও নিজেদের কর্মসূচি আলাদা করে নিল।

    বইমেলায় নিজেদের মধ্যে বসার জায়গা নিয়েও মারপিট হতে দেখলাম।
  • মানিজ | 108.162.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৩৬430406
  • সাজেশন মন্দ নয়। এখন থেকে আবাপর নেতৃত্বে গণ আন্দোলন হোক।

    মমতার থেকে কিছু শিক্ষা যদি নেওয়ার থাকে, সেটা হল আবাপর কথায় ঘাবড়ে যাবার কিছু নেই।
  • সিএস | 162.158.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ০৯:২৩430405
  • বিজেপিকে এটা জিততেই হবে। নিদেন, তিরিশটা সীট পেলেও, গলার অনেক জোর বাড়বে। আপ বিশেষ কাজ করতে পারবে না।

    ইসির সাইটে ১৩-১১।
  • সে | 162.158.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ০৯:১২430404
  • ৪৪-২৬!!!
  • S | 108.162.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ০৯:০১430403
  • ৪৭-২৩। ইভিএম কাউন্টিংএ ৮-৬।
  • S | 108.162.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ০৮:৫৮430402
  • ৪৮-২২। বিজেপি জিতলে অবাক হবোনা।
  • সে | 162.158.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ০৮:৫৬430401
  • এখন ৫১-১৯ হয়ে গেল।
    এসব কী হচ্ছে?
  • :-( | 172.69.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ০৮:৫৪430400
  • অমিতের ৮টা২৮-এর প্রথম লাইনে ক। অসভ্য দেশে সকলেই শুধু অসুবিধা করার কথাই ভাবে — সে ক্ষমতা ধারীই হোন বা আন্দোলনকারী। ঘটনা। দুদলই সমান। কাউকেই কিছু বলে লাভ নাই।
  • সে | 162.158.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ০৮:৫৪430399
  • দিল্লিতে আআপ ৫২ সীটে এগিয়ে বিজেপি ১৮ সীটে এগিয়ে।
  • Amit | 162.158.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ০৮:২৮430398
  • আলোচনার যুক্তি সভ্য দেশে খাটে। যে দেশে মোদী শাহের মতো একটা অসভ্য সরকার ক্ষমতা ধখল করে আর নিজের দেশের একটা বড়ো অংশের লোক কে চূড়ান্ত ভোগাতে পারে, সেখানে আলোচনার কথা বলা অর্থহীন। রাস্তায় নামা টাই একমাত্র রাস্তা। সরকার সভ্য হলে আলোচনার পথ থাকতো।

    মধ্যবিত্ত লোকের যাতায়াতে অসুবিধা হচ্ছে বলে যারা আজকে কাঁদুনি গাইছেন, তাদের সামান্য অসুবিধা হলে হোক। যারা আজকে রাস্তায় নেমেছে, তাদের বিপদ অনেক বেশি। এতো গুলো লোক কে নাত্সি কন্সেন্ট্রেশন ক্যাম্প এ পাঠানোর হাত থেকে যদি এই আন্দোলন ঠেকাতে পারে, সেটুকু অসুবিধা কিচ্ছু নয়।
  • S | 162.158.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ০৬:৫৫430397
  • আরেকটা কথা। আপনার যদি মনে হয় যে বাসেট্রেনে মানুষ খুব বিরক্ত হচ্ছে তাহলে আপনিও এই প্রস্তাবগুলো নিয়ে গিয়ে ক্ষমতার সাথে যুক্তি দিয়ে বোঝান যে এগুলো মেনে নিলেই বাসেট্রেনে নিস্চিন্তে যাতায়াত করা যাবে।
  • S | 162.158.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ০৬:৫৪430396
  • যেকোনও ইস্যুতে প্রতিবাদ জানানো মানুষের মৌলিক অধিকার। সংবিধান স্বীকৃত। সেটা মানুষ কিভাবে করবে তারও নিয়ম আছে। আপনার যদি মনে হয় সেই সীমার বাইরে গিয়ে প্রতিবাদ করা হচ্ছে তাহলে আপনিও পুলিশ এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে নালিশ জানান।

    মোদি-শাহের ক্ষমতা তো আকাশ থেকে পড়েনি বা গুজরাতের দাঙ্গার সময় মাটি খুঁড়ে পায়নি। পেয়েছে গণতান্ত্রিক উপায়ে। যে জনগণের ভোটে তারা আজ মসনদে (আপনি যাকে ক্ষমতার পাহাড় মনে করছেন), সেই জনগণের ক্ষমতা রয়েছে এই ইস্যুগুলো নিয়ে প্রতিবাদ করার।

    তাছাড়া যুক্তি দিয়ে কথা বলার সময় যে চলে গেছে সেতো বোঝা গেছেই। এই সরকার ফ্যাসিস্ট সরকার। এরা মানুষের মত নিতে চায়্না, কোনও যুক্তি-আলোচনার ধারও ধারেনা।
  • :-? | 172.69.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ০৬:১১430395
  • বাঃ। এইবার বড়েসের এই লেখাগুলি নিয়ে আইন আদালত সহ প্রথম প্রস্তাবকদের সঙ্গে কথা বলতে পারেন, যুক্তি দিয়ে। আর সেটা তো বাসট্রেনরাস্তাঘাটে যে সাধারন মানুষেরা চলাফেরা করে তাঁদের হয়রানি করিয়ে হবে না।
    কথা বলতে হবে তাঁদের সঙ্গে যাঁরা এই ব্যাপারটা চালু করা না করার ক্ষমতা রাখেন। কোথায় কথা বল্লে ভালো হয় সেটি আন্দোলনকারীদের পক্ষে ভাবা কি খুব কঠিন?
  • S | 162.158.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৪০430394
  • Provided that any persecuted person belonging to Hindu, Sikh, Buddhist, Jain, Parsi or Christian community from any neighbouring country Afghanistan, Bangladesh or Pakistan, who entered into India on or before the 31st day of December, 20194 and who has been exempted by the Central Government by or under clause (c) of sub-section (2) of section 3 of the Passport (Entry into India) Act, 1920 or from the application of the provisions of the Foreigners Act, 1946 or any rule or order made thereunder, shall not be treated as illegal migrant for the purposes of this Act

  • S | 162.158.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৩৫430393
  • অল্টারনেটিভ ভার্শন বলে দিচ্ছিঃ

    ১) এনারসি করা চলবে না। মানুষের হয়রানি ছাড়া আর কিছু হবে না। যে সরকারের মন্ত্রীরা নিজেদের সার্টিফিকেট দেখাতে পারেনা, যে সরকারের আমলে রাফালের মতন কয়েক হাজার কোটি টাকার ডীলের কাগজ হারিয়ে যায়, তাদের কাগজ চাওয়ার কোনও অধিকার নেই।

    ২) এনপিআর করার প্রয়োজন নেই। অলরেডি রেটিনা স্ক্যান, থাম্ব প্রিন্ট দেওয়া হয়েছে আধারের নামে। এর থেকে বেশি কোনও ইনফর্মেশান নেওয়ার প্রয়োজন আছে বলে দেখছি না। আধার ফেইল করলে, এনপিআরও কাজ করবে তার গ্যারান্টি কই? তাছাড়া অলরেডি আধারের ক্ষেত্রে সিকিউরিটি ব্রিচ হয়েছে শোনা যায়।
  • :-0 | 108.162.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৫১430392
  • তার চেয়ে যে সবের বিরোধীতা করা হচ্ছে, সেই প্রস্তাবনাসমূহের অলটারনেটিভ ভার্শন দিয়ে আলোচনা করলে ভালো হয় না কি? আন্দোলনপন্থীরা কি ভেবে দেখতে পারেন্না?
  • :-( | 108.162.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৪৮430391
  • এইখানে দেখছি এই অসভ্যতাটাও কিন্তু হয়েছে তথাকথিত আন্দোলনের মিছিল থেকে লোকেদের দ্বারাইঃ
    https://www.anandabazar.com/national/protests-at-delhi-s-gargi-college-over-outsider-s-rampage-inside-campus-dgtl-1.1107237?ref=home-more-news-stry-right-vertical-4
    এই জাতীয় সমস্যায় জেরবার হয়ে, শুধু মিডিয়া বা ক্ষমতাসীন রাজনৈতিক দলেরাই নয়, ব্যক্তিগত ফায়্দা লাভের আশায় না থাকা সাধারন মানুষও অত্যন্ত বিরক্ত।
    মিডিয়া সাধারনত জনমুখী খবরই ফোকাস করে। তারাই যখন মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন এই দৈনন্দিন পথে ঘাটে খেটে খাওয়া মানুষের আরও আরও আরও হ্যারাসমেন্ট করে কি লাভ?
  • অর্জুন | 162.158.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ০০:৪৮430390
  • নীচের ছবিটা দেখছেন? একজন সাদা ইউনিফর্ম পরা মহিলা পুলিশকে চুল ধরে টেনে হিঁচড়ানো হচ্ছে। এই ছবিটা একটি বিখ্যাত টিভি নিউজ চ্যানেলে বারংবার দেখানো হয়েছে/হচ্ছে/হবে। এতে কি প্রমাণ হবে? আন্দোলনের নামে পুলিশ পেটন !! এন আর সি, সি এ এ, ক্যাব বিরোধী আন্দোলন শেষ করে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে প্রায় সব রাজনৈতিক দল। এ আন্দোলন সম্পূর্ণরূপে নাগরিক আন্দোলন। বহুকাল বাদে আমরা দেখলাম দেশের মানুষ নিজেদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারের জন্যে পথে নেমেছেন। কিন্তু আন্দোলনে বেশ কিছু সমস্যা ইতোমধ্যেই দেখা যাচ্ছে।

    পুলিশ পেটানো এ আন্দোলনের উদ্দেশ্য নয়।

    ক্ষমতায় থাকা কোনো রাজনৈতিক দলের পক্ষে এই নাগরিক প্রতিবাদ ও ক্ষমতা প্রকাশে খুশী হওয়া সম্ভব নয়। তাই এই আন্দোলনকে ভেস্তে দেওয়ার নানা প্রচেষ্টা চলবে সব রকম শাসক ও রাজনৈতিক দলের পক্ষ থেকে।

    যারা এই আন্দোলন করছেন তাদের বিভ্রান্ত করার, ইংরেজিতে যাকে বলে provoke করার আপ্রাণ চেষ্টা চলবে। তাই কোনো রাজনৈতিক দলের রঙ থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে এই আন্দোলনকে। এই আন্দোলনে কোনো রাজনৈতিক দলের রঙ থাকা মানেই এটা আর নাগরিক প্রতিবাদের মঞ্চ থাকছেনা। ক্ষমতায় থাকা রাজনৈতিক দল যেমন নিঃশেষ করবে এই আন্দোলন তেমনি বিরোধী রাজনৈতিক দল চেষ্টা চালাবে এই আন্দোলনকে তাদের ক্ষমতায় ফিরে আসার হাতীয়ার হিসেবে ব্যবহার করতে যেমন আমরা এক দশক পূর্বে পশ্চিমবঙ্গেই দেখেছি। নকশাল আন্দোলনও রাষ্ট্রীয় শক্তি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল।

    এ আন্দোলন নকশাল নয়। আমরা চাইনা নকশাল আন্দোলনের যা পরিণতি হয়েছিল এই আন্দোলনের তাই পরিণতি হোক।

    আর এটা কিন্তু একুশ শতক।

    মুশকিল হল এতে পা দিচ্ছে আন্দোলনকারীরা। এই আন্দোলনে যুক্ত যারা তাদের লক্ষ্য, আমার মতে সংবিধান রক্ষা। কেন্দ্রীয় সরকার যে কটা অ্যামেণ্ডমেন্ট আনতে চাইছে যথা NRC, CAA, CAB এবং NPR তাদের সব কটা আমাদের সংবিধানের প্রিয়েম্বলকে ভায়োলেট করেছে। আন্দোলনকারীরা নানা রাজনৈতিক মতামত ও মতবাদের হতে পারেন কিন্তু এখানে এক ছাতার তলায় আসার একটাই লক্ষ্য – যে প্রিয়েম্বলের ওপর সংবিধান দাঁড়িয়ে তা সুরক্ষা করা । আমাদের সংবিধানই আমাদের একমাত্র শক্তি।

    বইমেলায় যে ঘটনা ঘটেছে অর্থাৎ বিজেপি দলের আক্রমণ তার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বলছি মিডিয়ায় দেখানো বিধাননগর থানায় এক মহিলা পুলিশের ওপর যে শারীরিক নিগ্রহ হয় তাকেও জানাই ধিক্কার। এটা কোনোভাবেই আন্দোলনের উদ্দেশ্য হতে পারেনা। মিডিয়া মিডিয়ামটাই খুব ভোলাটাইল। তারা কখন কার পক্ষ নেবে আমরা জানিনা। অন্তত গত পরশু থেকে দেখা যাচ্ছে তারা আন্দোলনের পক্ষে বলছে না কারণ বিজেপির লোকজন ও পুলিশ যখন আন্দোলনকারীদের ওপর আক্রমণ হানছে সে চিত্র কিন্তু টেলি মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছেনা। এ থেকে ব্যাপারটা পরিষ্কার আন্দোলনকারীদের পাশে তারা নেই এ বিষয়ে । তিলকে তাল করতে তাদের মত আর কেউ পারেনা। মিডিয়ার ক্ষমতাকে শাসকদের চূড়ামণিরা পর্যন্ত ভয়ে পায়। মিডিয়ার মত জনসাধারণ যারা মূলত এ আন্দোলনের দর্শক অর্থাৎ কাছে বা দূর থেকে দেখছেন বা দেখছেন না তাদের কাছে এই আন্দোলন ইতিবাচকের চাইতে নেতিবাচক বেশী, নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি। জনগনের স্মৃতিশক্তিও দুর্বল। বইমেলায় কেন এসব সে নিয়েও অনেকে দেখছি বেশ বিরক্ত।

    কাল দেখলাম আন্দোলনকারীরা নিজেরদের মধ্যেই শুধু বচসা নয় প্রায় হাতাহাতি করছেন। তাহলে তা হবে আন্দোলনের মৃত্যু ঘণ্টা। আন্দোলনকারীদের পথভ্রষ্ট করার জন্যে অনেক ঘুঘু ফাঁদ পেতে আছেন এবং আমরাও সেই ফাঁদে পা দিচ্ছি।

    এ আন্দোলনে কি নেতৃত্ব থাকবেনা? আমি অবশ্য থিক তা জানিনা। না থাকাই হয়ত বাঞ্ছনীয় কিন্তু একদম নেতৃত্বহীন হবে তাও বলছিনা।
    নেতৃত্ব থাকলেও সে নেতৃত্ব হোক পথ নির্দেশকের। নিজের ফায়দা লোটার জন্যে নয়।

    এই আন্দোলনকে হাতিয়ার করে কেউ লিডারশিপের স্বপ্ন পূরণ করবেন তাহলে বলে দেওয়া ভাল এটা তাদের প্লাটফর্ম নয় একেবারেই।

    এই আন্দোলন হোক সম মনস্ক নাগরিকের সংবিধগান রক্ষার অঙ্গীকারের মঞ্চ।

    আমাদের মত অনেকেই এই আন্দোলন অনেক আশা নিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই।

  • Atoz | 162.158.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ০০:১২430389
  • টইপত্তরে কিছু ট্রোল এসেছে, মার মার করছে।
  • lcm | ১০ ফেব্রুয়ারি ২০২০ ২২:২৭430388
  • ও, বিজেপি মোটে তিনটে সিট পেয়েছিল গতবার - এবার দেখা যাক
  • S | 162.158.***.*** | ১০ ফেব্রুয়ারি ২০২০ ২২:২১430387
  • বিজেপি ৩
  • lcm | ১০ ফেব্রুয়ারি ২০২০ ২২:১৬430386
  • দিল্লির ইলেকশন রেজাল্ট , ২০১৫ তে ছিল AAP 67, BJP 4
  • Du | 172.69.***.*** | ১০ ফেব্রুয়ারি ২০২০ ২১:৫২430385
  • ওপিনিয়ন পোলটা হয়তো ইম্প্যাক্ট ফেলতো যেমন বেটো এগিয়ে যাওয়াতে টেহাসে রিপাব্লিকান বেস উঠে গিয়ে ভোট দিয়েছিলো।
  • Du | 172.69.***.*** | ১০ ফেব্রুয়ারি ২০২০ ২১:৪১430384
  • না মনে হয়, একটা টাইমে সেফোরা প্রায় মিলিয়ে দিচ্ছিলো - ম্যাক্স ১০ -আপ এর জেতা দিয়ে সেটা ভাঙ্গে যদ্দুর মনে আছে।
  • অপু | 162.158.***.*** | ১০ ফেব্রুয়ারি ২০২০ ১৫:১৯430383
  • যা শালা । বিক্ষুদ্ধ বলে কি বাম নয়?
  • PM | 172.69.***.*** | ১০ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৫৯430382
  • সে তোমার বিছুটি লাগানোর ধরনেই বুঝতে পারছি :)

    আমি , পিটি , অমিত , অরিজিৎ নেই মানে কোনো বাম রিপ্রেসেন্টেশানই ছেলো না গুরুর বইমেলায় . ছাই বইমেলা :)
  • অপু | 162.158.***.*** | ১০ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৪৫430381
  • বইমেলায় ক দিন দারুন কাটলো বুঝলে পিএম। কল্লোল দা, দ, ডিডি, কুমু দি, দুখে দা, স্যান এদের সাথে দেখা । দেদার আড্ডা হল। ঈশেন, পাই, পিনাকী, রৌহিন এরা তো ছিল ই।

    তোমাকে আর পিটি দা কে খুব মিস করলাম
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত