এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • শ্রীমল্লারের কবিতার রান্নাঘর 

    Srimallar লেখকের গ্রাহক হোন
    ১৭ জুন ২০২৫ | ৩৪১৬ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • উড়িছাদ
    এরই মধ্যে ঢুকে গ্যাছে,
    গোপনগন্ধকিছু।

    গোপনই আমার ভাল। গোপনেই, উড়িছাদ।
     
     
    ঘনিষ্ঠজড়াব
    সেকথা আমি ভুলতে পারব না।
    ভুলতে চাইও না।
    যখন পড়বে মনে–

    তখন একটিবার, ঘনিষ্ঠজড়াব! 
     
     
    এখন বড় হ’য়ে গেছি
    বাজারমুদিখানাসাইকেল—

    যেতে আসতে হাসিবিনিময়।

    এখন বড় হ’য়ে গেছি, পারব না ছোট হতে তাই।
     
     
    ধ্বংস, ধ্বংসই
    জলের ছাপ। কালরাতে ধ্বংস এসেছিল।

    ধ্বংস যখনই আসে,
    আমরাও ভাবি লড়ে জিতব।

    ধ্বংস একাই পারে–

    ক’রে দিতে আমাদের ধ্বংস! 
     
     
    বিপদপ্রস্তুতি
    আকাশছাদ, আকাশলোক।
    বারান্দা, পুজোর ঘর।
    মাথায় ছাদ,
                আচমকা আচমকা আচমকা!
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রীমল্লার বলছি | ১০ নভেম্বর ২০২৫ ১৪:৩৪735660
  • পর্বে পর্বে কবিতা: ২৯৩
     
    ভরসার গাছে ফুলেদের শব
    ভাল আছি জেনো
    খারাপের চেয়ে
    আমাকে তুমিও ভালইবেসেছ
    যেমন তারাকে ভালবাসে মেঘ
    ভরসার গাছে ফুলেদের শব
    ভাল আছি বেশ 
    তোমাকে ছাড়াই

    সঙ্গীত ওড়ে জোনাকির নামে
    বালির কানেও পরিশ্রমা
    লিপিকাতুলিকা 
    লিপিকাবিষাদ 
    তোমাকে ছাড়াই চলে যাচ্ছে
    সঙ্গীত ওড়ে 
    খোঁজ রাখো তার
    খোঁজ রাখো

    আমাকে তুমিও ভালইবেসেছ
    যেমন তারাকে ভালবাসে মেঘ
    দেখা হবে ফের কোনওদিন ঠিক
    তোমার শহরে তোমার সামনে
    মুখোমুখি ঠিক একদিন
    দেখা হবে ফের 
    একদিন
  • শ্রীমল্লার বলছি | ১০ নভেম্বর ২০২৫ ১৬:০৩735662
  • পর্বে পর্বে কবিতা: ২৯৪
     
    অদ্ভুত লেগে চাঁদ পরে যাই
    চাঁদ পরে যাই যতদিন আছি
    অভিযানে জানি যত্ন আসে না 
    চাঁদ তোমাকেই 
    তোমাকেই চাই
     
    চোখে জল এলে তোমাকে শেখাব
    রুমালের কাছে সহিষ্ণুতা
    চাঁদ পারলেও জানি না কীভাবে
    তোমাকে আমার গল্প শোনাব
    আমাকে ছাড়িয়ে তোমাকে হারাব
    জানি না কীভাবে
    জানি না 
     
    মুখ নীচু হলে বিতিকিচ্ছিরি
    এভাবে চলে না 
    তোমাকেই চাই
    রুমালের চেয়ে মৃত্যু সহজ
    শেখাব যদি বা সুযোগ পাই
     
    আমাকে ছাড়িয়ে তোমাকে হারাব
    তোমাকে আমার গল্প শোনাব
    সহজে সহজে খেলতে খেলতে
    তোমাকেই চাই
    কী কঠিন 
    তোমাকেই চাই
    কী কঠিন
  • শ্রীমল্লার বলছি | ১০ নভেম্বর ২০২৫ ১৯:৪৮735666
  • পর্বে পর্বে কবিতা: ২৯৫ 
     
    স্বাধীনতা পেয়ে উড়েছে বালিশ
    ঘুরে ঘিরে যায় সংকোচ
    মনে বিচিত্রতীর্থ 
    স্বাধীনতা পেয়ে উড়েছে বালিশ
    ঘুরে ঘিরে যায় সংকোচ

    ফুঁয়ে ফুঁয়ে চাই দরজাতিক্ত
    জনশ্রুতিকে ঝাঁট দিই
    সিঁদুরের পাশে চুমু বসালেও
    আদর তো কম দিইনি
    বিছানাই জানে ইতিহাস
    আমাদের ছিল চুমুভাত

    দ্বিতীয়ে ছিঁড়েছি হাতেগোনা
    সাল
    আঙুলের আলসেমি
    আমাদের ছিল চুমুভাত আর
    আদর তো কম করিনি
    চুমুরা এখনও বুকে লেগে আছে
    জলে ভিজে ধুয়ে যায়নি
    সার্থক এই সার্থক চুমু
    এমন কখনও হয়নি যেদিন
    বিছানা একটু ভেজেনি
    চাদরে তোমায় টানিনি
    স্বাধীনতা তুমি পাওনি

    সার্থক শেষে গোপনচুমু
    দুষ্টুমি খুব করেছি
    কান্না তোমায় লিখিনি
  • শ্রীমল্লার বলছি | ১০ নভেম্বর ২০২৫ ২১:৪৭735672
  • পর্বে পর্বে কবিতা: ২৯৬
     
    দৈনিকস্পৃহা বিষাক্তে ত্রুটি
    ছুটি ছুটি আজ সবার ছুটি
    অপমান খাই আয়নার চোখে
    রাগী ঠোঁটে আনি কিছু কাটাকুটি
    সবার ছুটি

    ফুচকালাজুকে অল্প ইশারা
    কোথায় যাব কোথায় যাব না
    আকাশে উঠেছে নতুন আলো
    নতুন আলোয় সক্কলে ভাল
    সক্কলে ভাল

    ডাইরিজুড়ে জনপ্রিয়তা
    ঝড় এসেছিল পেরিয়ে যমজ
    রাগী ঠোঁটে আনি কিছু কাটাকুটি
    ভুলভাল ওড়ে শখের গন্ধ

    এইশেষে দেখি সবার ছুটি
    সক্কলে ভাল
  • শ্রীমল্লার বলছি | ১১ নভেম্বর ২০২৫ ১৩:১৯735688
  • পর্বে পর্বে কবিতা: ২৯৭
     
    বিচ্ছিরি শুনি সকাল বিকেলে
    জলেধোয়া সাড়া পাচ্ছি
    মেরে ফেললেও নশো বার শোন
    তোরই চোখে প্রুফ দেখছি 
    বিচ্ছিরি শুনি সকাল বিকেলে
    জলেধোয়া সাড়া পাচ্ছি
    তোরই চোখে প্রুফ দেখছি

    বিষাক্ত বালি পাড়ার প্রমাণে
    পাহাড়কে ছেড়ে নামছি
    উৎসবে যত বন্যা পেলাম
    চুপিচুপি টুপি খুলছি
    তোরই চোখে প্রুফ দেখছি

    মুগডালে এই দুপুর শুচ্ছে
    বেড়ালেও হাসি ভাঙছে
    হপ্তা তিনেকে সমস্যা আরও
    তুষারপাতকে বুঝছে
    চোখে চোখে প্রুফ দেখছে
    দেখছে দেখছে দেখছে

    বিচ্ছিরি শুনি সকাল বিকেলে
    জলেধোয়া সাড়া পাচ্ছি
    তোরই চোখে প্রুফ দেখছি
    এই দেখছি
  • শ্রীমল্লার বলছি | ১১ নভেম্বর ২০২৫ ১৯:১৯735697
  • পর্বে পর্বে কবিতা: ২৯৮ 
     
    আমার সঙ্গে থাকতে চাইলে
    পড়াশোনাটাও করতে হবে
    গানও আবার শুনতে হবে
    আমার সঙ্গে থাকতে চাইলে 
    লক্ষ্মী মেয়ে হয়ে থাকতে হবে
    কথায় কথায় রাগ করলেই 
    খাওয়া দাওয়া দেব বন্ধ কোরে
    বিছানায় ফেলে শাস্তি ছড়াব
    অরণ্য থেকে অরণ্যে
    আমার সঙ্গে থাকতে চাইলে
    লক্ষ্মী মেয়ে হয়ে উঠতে হবে
    নইলে তোমাকে রাখা বড় দায়
    রাখা বড় দায়
    রাখা বড় দায় 

    রুটি তরকারি মাছভাত সঅব
    আমিই করব 
    আমিই খাওয়াব 
    আমিই তোমায় টাইমে টাইমে 
    চান করাব সাবান মাখিয়ে
    লজ্জার কিছু নেই এখানে
    কেননা তোমার গোপন আদরে
    আমিও কিছুটা মত্ত
    আমিও কিছুটা মত্ত

    লক্ষ্মী মেয়ে তুমি হবে কি না হবে
    সেটা তোমাকেই ভাবতে হবে
    আমি তো কেবল তোমাকে পারি
    ভালবাসা দিয়ে সারাতে
  • শ্রীমল্লার বলছি | ১২ নভেম্বর ২০২৫ ০০:৫৭735701
  • পর্বে পর্বে কবিতা: ২৯৯
     
    জ্বালাতনে জ্বালি নচ্ছার
    কানে কানে আসে দেশভাগ 
    মাটি কামড়েও লাভ নেই
    কোমরের কাছে নামলাম
    কোমরের কাছে ঢালছি
    ভেঙে ভুলে যাওয়া দেশভাগ
    ডেকে ডেকে ছিল চন্দন
    হাওয়া প্রলোভনে নচ্ছার

    একটাই ছিল পূর্বা
    অন্যকে নেই ঘাটতি
    মাঝরাতে হয় দেশভাগ
    একটাই ছাদ সম্বল

    কোনওমতে খুলি শিশিরে
    মাতৃভাষার ডাকনাম
    উড়ে নিভে যায় চন্দন
    একটাই ছাদ সম্বল
    হাওয়া প্রলোভনে নচ্ছার
    কানে কানে আসে দেশভাগ
  • শ্রীমল্লার বলছি | ১২ নভেম্বর ২০২৫ ১০:৫৮735717
  • পর্বে পর্বে কবিতা: ৩০০
     
    বাসনে এঁটোর চরিত্রহীন
    বাজারে বাজারে চুম্বক
    আসছি আস্তে প্রস্তুতি ঢের 
    পালাচ্ছে দৌড় জিতছে
    বাসনে এঁটোর চরিত্রহীন
    বাজারে বাজারে চুম্বক

    মুঠোর মধ্যে শুকনোশিল্পী
    জলে জলে জলে জলে 
    বাসনে এঁটোর চরিত্রহীন
    বাজারে বাজারে চুম্বক
    বাজারে বাজারে তৈরি
    বেরিয়ে পড়তে প্রস্তুত

    চায়েরা কোথাও নেই আর নেই
    গল্পে গল্পে দুর্নাম
    মুঠোর মধ্যে শুকনোশিল্পী
    বাজারে বাজারে চুম্বক
    ডাকটিকিটেও জানতাম
    সবটা বলে না সত্যিই
    তাই তো ফিরতে ঝাঁপ দিই
    উষ্ণতা যদি পাওয়া যায়
  • শ্রীমল্লার বলছি | ১২ নভেম্বর ২০২৫ ১২:৩৮735721
  • পর্বে পর্বে কবিতা: ৩০১
     
    চলতি নিইনি বাদ পড়ে যায়
    বাদ পড়ে যায় প্রজাপতি কাটি
    কপালের দিকে ওই এলোচুল
    সহ্য হয় না কথাদের শুঁকি
    চলতি নিইনি বাদ পড়ে যায়
    বাদ পড়ে যায় প্রজাপতি কাটি

    জড়ানো ফোটানো দিক নির্দেশে
    ডাউনলোডেও সময় ভ্রমণ
    অনুবাদ ছিল মাছেদের গালে
    এখন সবটা অন্যরকম
    অন্যরকম
    অন্যরকম

    গানে গানে ওঠে শিক্ষার হাওয়া
    নদীতে মিলেছে সমুদ্রজ্বর
    চলতি নিইনি বাদ পড়ে যায়
    বাদ পড়ে যায় প্রজাপতি কাটি
    অন্যরকম সমুদ্রজ্বর
    সমুদ্রজ্বর
  • শ্রীমল্লার বলছি | ১২ নভেম্বর ২০২৫ ১৫:৩১735724
  • পর্বে পর্বে কবিতা: ৩০২
     
    বাসের জানলা দুর্গম
    দুর্গম শুধু দুর্গম
    শুধু দুর্গম
    শুধু দুর্গম
    শুধু দুর্গম
    শুধু 
    দুর্গম শুধু দুর্গম

    ঘুমেরও সখা সে ইচ্ছেবানানে
    ঘাসে ঘাসে কিছু শত্রু
    দুর্গমে মেলে শত্রু
    বেলা শেষে আনে ঘাতকের
    ঘাতকের 
    শুধু ঘাতকের 
    শুধু ঘাতকের 
    বাসে দুর্গম 

    শহরসন্ধে ফালতু
    আসা যাওয়াটাই সন্ধান
    ঘাতকের কাছে শোনা যাক
    ছুটি ফালতু
    সব ফালতু
    প্রেম বেমানান
  • শ্রীমল্লার বলছি | ১২ নভেম্বর ২০২৫ ১৮:৩২735726
  • পর্বে পর্বে কবিতা: ৩০৩ 
     
    নামে মুখ আর নামের বিপদে 
    যেদিকে যাচ্ছ সেদিকেই যাও
    এদিকে টলছে মৌমাছিস্রোত
    ঠাণ্ডায় থাকো হাততালি পাই
    হাততালি পাই
    হাততালি পাই
    হাততালি

    নভেম্বরেও বরফের মানে
    জোড়াতালি এসে ছাইদোষ
    হাততালি পাই হাততালি পাই 
    নামে মুখ আর নামের পাশেও
    ছাইদোষ
    সে কী ছাইদোষ
    যাব ছাইদোষ

    গাছেও কুয়াশা আরামতৈরি
    যেদিকে যাচ্ছ সেদিকেই যাও
    এদিকে টলছে মৌমাছিস্রোত
    ছাইদোষ
    যাব ছাইদোষ
  • শ্রীমল্লার বলছি | ১২ নভেম্বর ২০২৫ ২১:১৫735727
  • পর্বে পর্বে কবিতা: ৩০৪
     
    খালি উপকারে শীতের আলাপ
    আলাপ তবুও রাতেরা বাড়ছে
    এই মুহূর্তে কোমর অব্দি
    চুল ভেসে যায় রিসার্চ চলছে
    রাতেরা বাড়ছে

    ভুলে যাওয়া দেখে বালি গুছোচ্ছি
    কোনও একদিন আলাপে বসবে
    রাতেরা বাড়ছে
    সঙ্গ চাইছি
    বিষ পোহাচ্ছি

    এই মুহূর্তে কোমর অব্দি
    চুল ভেসে যায় রিসার্চ চলছে
    অপেক্ষা চলে আড়ালে আড়ালে
    কোনও একদিন আলাপে বসবে

    জানি মুখচোরা
     
     
     
     
    একটি অনুরোধ: যাঁরা আমার লেখা পড়ছেন তাঁরা যদি একটু বলেন যে, আমার কবিতায় কোথায় কোথায় আরও একটু উন্নতির প্রয়োজন আছে, তাহলে আমার বড় উপকার হয়। হয়তো খুঁতগুলো আমার চোখ এড়িয়ে যাচ্ছে। কিন্তু আপনাদের চোখে নিশ্চই ধরা পড়ছে? আগেও বলেছি আপনাদের, কিন্তু তেমন কোনও সাড়া পাইনি। বদলে প্রশংসা পেয়েছি। আমার প্রশংসার প্রয়োজন নেই। প্রয়োজন উন্নতির রাস্তাগুলোকে দেখিয়ে দেওয়ার, ধরিয়ে দেওয়ার...  
  • শ্রীমল্লার বলছি | ১৩ নভেম্বর ২০২৫ ০১:২৯735730
  • পর্বে পর্বে কবিতা: ৩০৫
     
    স্বপ্নের গায়ে আঁশটে গন্ধ
    যাব না ছোঁব না নেব না স্বাদ 
    তর্কের নুনে মেঘেরা চেয়েছে
    নাগরিকশ্রোতা মধ্যডুব
    স্বপ্নের গায়ে আঁশটে গন্ধ
    মধ্যডুব
     
    বিপদসীমার ডানায় চিংড়ি
    সাদাভাতে এসে গ্রেফতার
    আঙুলের কোনও ধর্ম হয়নি
    ছায়ারা রঙিন আজকাল
    স্বপ্নের গায়ে 
           আঁশটে গন্ধ
    সাদাভাতে এসে 
                   গ্রেফতার
     
    আঁশটে গন্ধ গ্রেফতার
    স্বপ্নের আজ মুখেভাত
    পেঁয়াজ কাটলে কাঁদতাম 
     
  • শ্রীমল্লার বলছি | ১৩ নভেম্বর ২০২৫ ১৬:১১735739
  • পর্বে পর্বে কবিতা: ৩০৬
     
    “সারা জনম খেটে যাবা
    মন পাবা না কারুর”

    মন পাবা না মন পাবা না 
    কপাল লেখে অসুখ
    কপাল লেখে অসুখ

    বাড়তি শিখা উড়ন্তমোড়
    যাচ্ছে কোনওরকম
    বাড়ির বয়েস সমকালীন
    সমকালীন জনম

    হৃদয়পিরিত আহা আহা
    তোমার আমার স্বভাব
    কপাল তোমার আমার খাতায়
    চাকায় ডানা লাগায়
    সারা জনম জেনো
    সমকালীন তোমার 
    আমিই জানি তোমায়
    তোমার ভেতর নামি
    অসুখ পেলে কপাল
     
  • শ্রীমল্লার বলছি | ১৩ নভেম্বর ২০২৫ ২১:০০735751
  • পর্বে পর্বে কবিতা: ৩০৭
     
    জখমের জাদু জিভের স্পর্ধা
    ঘুরে ঘুরে বেশ আঠালো
    এমনিতে তার ইশারা কিন্তু
    নিশ্বাসে চেনে শরীরী
    জখমের জাদু জিভের স্পর্ধা
    আঠালো কিন্তু মজাদার

    বুকে ওঠানামা 
    চাদরে পায়রা
    ঠোঁট যেন কাজুবাদাম
    চুল খুলে তাকে পোশাক সরিয়ে
    ভালবাসা আমি শেখাতাম
    ঠোঁট যেন কাজুবাদাম

    হাওয়া দেয় তবু দোলে না পদ্ম
    ফুটে থাকে আঁকি কামড়
    আঠালো কিন্তু মজাদার
    তবু ঠোঁট যেন কাজুবাদাম
    আস্তে চিবিয়ে হজম
  • শ্রীমল্লার বলছি | ১৪ নভেম্বর ২০২৫ ১৪:৫১735766
  • পর্বে পর্বে কবিতা: ৩০৮
     
    নিজের মধ্যে ভ্রমণ করেছি
    অন্যরা কেউ বাড়ি শোনায়নি
    ভ্রমণ করেছি ভ্রমণ করেছি
    ভেবেছি সবই তো বদলে গিয়েছে
    বদলে যায়নি
    ভ্রমণ করেছি
    অন্যরা কেউ ডেকে বোঝায়নি

    অভিশাপ নিজে অভিধানে নেই
    রেখেছে নিজেরই সমর্থককে
    পাঁউরুটি খেয়ে নিরুদ্দেশে 
    দূরে ঘর নিল ডিম সেদ্ধ
    ভ্রমণ করেছি ভ্রমণ করেছি
    ভেবেছি সবই তো বদলে গিয়েছে

    কত পা হেঁটেছি
    কত হাতে কালি
    নরমে গড়নে বদলে যায়নি
    বদলে গিয়েছে বদলে গিয়েছে
    রেখেছে নিজেরই সমর্থককে
    সমর্থককে
  • শ্রীমল্লার বলছি | ১৪ নভেম্বর ২০২৫ ১৮:১৩735772
  • পর্বে পর্বে কবিতা: ৩০৯
     
    হলো ফের আবদার
    শুনি নিই ভাল থাকা জয় হোক
    হাঁটাহাঁটি কাটাকাটি 
    দূর দূর 
    দূর দূর 
    দূর দূর 
    হলো ফের আবদার

    শোয়াবসা তুষারের নিয়মে
    জানাজানি জোচ্চোর এল ঝড়
    মাখি যাই পেন্নাম আবদার
    তুষারের নিয়মে 
    এল ঝড়

    হাঁটাহাঁটি কাটাকাটি 
    দূর দূর 
    শুনি নিই ভাল থাকা জয় হোক
    তুষারের নিয়মে
  • শ্রীমল্লার বলছি | ১৪ নভেম্বর ২০২৫ ২০:৫৪735773
  • পর্বে পর্বে কবিতা: ৩১০
     
    চরিত্রে সমাধি এল উলুধ্বনি দাও
    কান্না থামাও অহংকারী
    বেকারসিঁথি গাও
    উলুধ্বনি দাও

    নয়নক্ষতি আমায় বোঝাও
    হিসেব লিখে যাও
    উলুধ্বনি দাও
    বেকারসিঁথি গাও

    এককাঠি তাও অবাকতরী
    উষ্ণতাঝাল নাও
    উলুধ্বনি দাও
    বেকারসিঁথি গাও
    চরিত্রে সমাধি এল উলুধ্বনি দাও
  • শ্রীমল্লার বলছি | ১৫ নভেম্বর ২০২৫ ১২:২৩735781
  • পর্বে পর্বে কবিতা: ৩১১
     
    মাস পড়ে যাক
    আটা মাখা হোক
    বাবা এসে আজ চুমু খেয়ে যাক
    মায়ের ঠোঁটেও
    আটা মাখা হোক 

    উপেক্ষানীলে ভাসমান নখ
    সত্যিআড়ালে আটা মাখা হোক
    মাস পড়ে যাক

    মাস পড়ে যাক
    আটা মাখা হোক
    বাবা এসে আজ চুমু খেয়ে যাক
    মায়ের ঠোঁটেও
    আমি তাকাব না
  • শ্রীমল্লার বলছি | ১৫ নভেম্বর ২০২৫ ১৯:৩০735792
  • পর্বে পর্বে কবিতা: ৩১২
     
    আমি তো খারাপ 
    আমি তো খারাপ
    আমি তো খারাপ
    কী আর বলি

    এতটা খারাপ 
    এত যে খারাপ
    তোমাকে চেয়েও পাইনি আমি
    এতটা খারাপ
    এত যে আমি
    তোমারই আমি

    হেসেছি খেলেছি তোমারই খাতায়
    কিছুটা গোপনে কিছু প্রকাশ্যে
    এত যে খারাপ
    এত যে আমি
    তোমাকে চেয়েও পাইনি আমি
    আমি তো খারাপ
  • শ্রীমল্লার বলছি | ১৬ নভেম্বর ২০২৫ ১৩:১৯735824
  • পর্বে পর্বে কবিতা: ৩১৩
     
    শ্মশান নেভে চেনাছকে
    চেনাছকে ইহান ইহান 
    দীর্ঘজানি ছোঁড়ার চালাক
    ইহান ইহান নেভে শ্মশান

    বালিশজড়াই মধ্যে গভীর
    চেনাছকে দূরের নাবিক
    দীর্ঘজানি নেভে শ্মশান
    ইহান তোমার স্বভাব কোথায়
    স্বভাব কোথায়

    মতামতের উষ্ণতাভোর 
    শ্মশান নেভে চেনাছকে
    ইহান ইহান নেভে শ্মশান
    স্বভাব কোথায়
    স্বভাব কোথায়
  • শ্রীমল্লার বলছি | ১৬ নভেম্বর ২০২৫ ২২:৪২735840
  • পর্বে পর্বে কবিতা: ৩১৪
     
    ছুটি পাকামোর নিমেষে বিপদ 
    নিমেষে বিপদে আহামরি ইশ
    নেওয়া থোওয়া সবই সূচিপত্রে 
    ছুটি পাকামোয় ঢঙে অন্যথা
    ঢঙে অন্যথা আহামরি ইশ
    আহামরি ইশ

    চাকা চেটে কিছু জলজভৃত্য 
    জলজভৃত্যে চমকাই সিঁড়ি
    আহামরি ইশ আহামরি ইশ
    চাকা চেটে এসে নিমেষে বিপদ
    নিমেষে বিপদ 

    আলতুফালতু গীতিবিরক্তি
    আহাম্মকেও সাবধানী জোট
    নেওয়া থোওয়া সবই সূচিপত্রে
    জলজভৃত্যে সাবধানী জোট
    ডানপিটে ক্ষোভ 
    সাবধানী জোট
  • শ্রীমল্লার বলছি | ১৭ নভেম্বর ২০২৫ ১৩:০৫735863
  • পর্বে পর্বে কবিতা: ৩১৫
     
    নেই নেই নেই নেই নেই নেই নেই নেই নেই 
    নেই
    দেখছি না কয়েকদিন
    নেই নেই নেই নেই নেই নেই নেই নেই নেই নেই নেই 
    আছে হয়তো কোথাও
    হয়তো নেই
    নেই নেই নেই নেই নেই নেই নেই
    নেই 
    নেই 
    নেই 
    নেই 
    নেই 
    দেখছি না চোখে পড়ছে না 
    অনেকদিন 
    ভেবেছি এই সে এল
    না সে নয়
    না সে নয়

    নেই সে নেই সে নেই সে 
    জলমুছি 
    নেই আর নেই সে কোত্থাও
  • Ranjan Roy | ১৭ নভেম্বর ২০২৫ ১৮:৪৪735874
  • লড়ে যাও ভাই!
  • শ্রীমল্লার বলছি | ১৭ নভেম্বর ২০২৫ ২২:১৬735880
  • পর্বে পর্বে কবিতা: ৩১৬
     
    বিপজ্জনকে বেখেয়ালখুশি
    পাতলা বরং নীলিমাছোঁয়া
    বেখেয়ালখুশি বিপজ্জনকে
    পাতলা হয়েছে এটুকুই দেখি
    এটুকুই দেখি
    এটুকুই দেখি
    গন্ধ এখনও অনেকদূরেই

    ক্ষমতাশঙ্কা ভাঙতে ভাঙতে 
    কখন যে সেই নীলিমাউষ্ণ
    গন্ধ এটুকু বিপজ্জনকই
    বেখেয়ালখুশি পাতলা বরং
    পাতলা বরং

    নীচে চরিত্র গলিতধোঁয়া
    আমরা কোথাও আটকাব না 
    আটকাব না 
    অভিনয় হোক যতই গভীর
    কোনওভাবে ঠিক হাত ছেড়ে যাব 
    হাত ছেড়ে যাব 
    হাত ছেড়ে যাব 
    বিপজ্জনকে বেখেয়ালখুশি
    পাতলা বরং নীলিমাছোঁয়া
     
     
     
     
     
    Ranjan Roy | ১৭ নভেম্বর ২০২৫ ১৮:৪৪
    আমার অকৃত্রিম ভালবাসা জানবেন! heart
     
     
  • শ্রীমল্লার বলছি | ১৮ নভেম্বর ২০২৫ ১৩:১৫735889
  • পর্বে পর্বে কবিতা: ৩১৭
     
    সুন্দরে ভাসি ভারি
    ভাসি উঠি ওড়ে আয়
    সুন্দরে আনানেওয়া 
    উঠি আজ ভারি আয়
    ওড়ে আয়

    শূন্যতা আঙুলেয় টুকরো
    মাছির দল
    ওড়ে আয়
    ভাসি আয় 
    ভারী দল

    শোনাশিখি গতিঝড়
    সুন্দরে উঠি আজ
    ওড়ে ডাক
    ওড়ে আয়
    ভাসি আজ
    গতিঝড় গতিঝড় গতিঝড়
  • কৌতূহলী | 103.249.***.*** | ১৮ নভেম্বর ২০২৫ ১৬:৩৫735892
  • ৩১৫ নং কবিতাটা বেশ অভিনব লাগল। চলুক। অনেক শুভেচ্ছা আপনাকে।
  • শ্রীমল্লার বলছি | ১৮ নভেম্বর ২০২৫ ২০:০৪735896
  • পর্বে পর্বে কবিতা: ৩১৮ 

    ছাড়ি আর্তিবিষাদে হুজুগের গান
    গীতিচঞ্চলা আসি মিতালীআঁখিতে 
    ছাড়ি রজনীঘোরেও গতিদিশামন
    আর হুজুগের গান 
    হুজুগে

    এই গল্পসোনালি জানারিক্ত ধীর
    আরও আসন্নজিতি প্রলাপে
    গীতিচঞ্চলা আসি মিতালীআঁখিতে 
    ছাড়ি রজনীঘোরেও গতিদিশামন
    গীতিচঞ্চলা

    ঘুড়ি উঠি ছোটাস্বাদে প্রলাপে সময়ী
    ছাড়ি আর্তিবিষাদে হুজুগের গান
    যেন ঘৃণ্যশ্রেয়সী বিদায় লিখেছে
    ও সে আদিম হেরেও
    গীতিচঞ্চলা
    প্রলাপে সময়ী

    |১৮ নভেম্বর ২০২৫ ১৬:৩৫
    @কৌতূহলী,
    ভালবাসা জানবেন! ভালই হল আপনি কমেন্ট করেছেন। আপনার সঙ্গে আমার বিশেষ প্রয়োজন রয়েছে। আপনি অতি অবশ্যই আমার এই মেল আইডিতে srimallar2004@gmail.com যোগাযোগ করবেন, আপনার সময় মতো। সময় ক'রে একটা 'Hi' পাঠিয়ে রাখবেন। যদি আমি ব্যস্ত না থাকি তো সঙ্গে সঙ্গেই আপনার সঙ্গে যোগাযোগ ক'রে নেব। আর যদি ব্যস্ত থাকি, তাহলে সঙ্গে সঙ্গে না করলেও কোনও না কোনও সময়ে যোগাযোগ করবই। কেননা, আপনার সঙ্গে সত্যিই আমার বিশেষ প্রয়োজন আছে। 
  • শ্রীমল্লার বলছি | ১৮ নভেম্বর ২০২৫ ২২:৩৯735906
  • পর্বে পর্বে কবিতা: ৩১৯
     
    রুটিরা মৃত 
    আগুন জীবিত 
    অন্ধ হলেও বেমানান
    নিজেকে বেশ তো দেখাচ্ছে আজ
    বেডরুমে করি রান্না 
    আগুন জীবিত অন্ধ হলেও
    রুটিরা মৃতের ম্যানিয়া

    হিলিটিলিপিলিগিলিফিলিচিলি
    ঠিটিঠিটিঠাটা 
    ঠাটাঠি
    রুটিরা মৃতের ম্যানিয়া
    বুকে শুয়ে হেসে কেঁদে নিই
    হিলিটিলিপিলিগিলিচি

    সালাসুলুসালা
    সুলুসালাসা 
    নিজেকে বেশ তো লাগছে
    আজ সকালেও তোমাকে ভেবেছি
    ভেবেছি কেননা পুড়ছি
    সমসাময়িক সমস্ত মেয়ের চোখ লিখে 
    রেখে দিচ্ছি
    চোখ লিখে রেখে দিচ্ছি
    চোখ লিখে রেখে দিচ্ছি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন