
r2h | 49.206.***.*** | ১৬ মার্চ ২০২১ ২০:১৬103794পড়ছি এই লেখাটা।
anandaB | 50.125.***.*** | ১৬ মার্চ ২০২১ ২২:৩৯103801লেখাটি ভালো লাগল
তবে গানের মাধ্যমে চালচিত্র বোনার এপিটোম হলো সুমনের বিভূতিভূষণ গান টি , এর চেয়ে ভালো সুর ও কথা র সমন্বয়ে আক্ষরিক অর্থে একটা ছবি আঁকার উদাহরণ আমি অন্তত আর পাই নি।.. কাছাকাছি কিছু আছে কিনা তাও হয়তো ভেবে বার করতে হবে
কিন্তু এহেন গানেও শেষের দিকে কাব্যময়তার বিঘ্ন ঘটেছে এবং আমার ধারণা তা কতকটা ইচ্ছাকৃত
অবশ্যই ব্যক্তিগত মতামত
@anandaB একদমই। বিভূতিভূষণ গানটি আরেকটি জলজ্যান্ত উদাহরণ :D
থ্যাংকিউ। সময়টাকে মনে রেখে এরকম একটা ভাবনা উপস্থাপন করার জন্য।
সময়টাকে কামড়ে ধরো বাঘ যেভাবে শিকার ধরে
সম্বিৎ | ১৭ মার্চ ২০২১ ০১:১৬103810মনে পড়ে গেল, সুমনের গানে সিনেম্যাটিক টেকনিকের ব্যবহার নিয়ে অনেকদিন আগে লিখেছিলাম (বড় একটা লেখার অংশ) -
b | 14.139.***.*** | ১৭ মার্চ ২০২১ ১৩:১০103826সেই বড় লেখাটা কোথাও পাওয়া যাবে?
বাইরে দূরে | ১৭ মার্চ ২০২১ ১৩:২০103829অসাধারণ বিশ্লেষণ করেছেন ভাই। অনন্য লেখা । সলিল চৌধুরীর পরে শ্রেষ্ঠ কবি/ গীতিকার সুমন। বাংলা ও বাঙ্গালী ধন্য ।
ধন্যবাদ সবাইকে :D
@সম্বিৎ আপনার বড়ো লেখাটি পড়ার কোন উপায় আছে ? :p
সম্বিৎ | ১৭ মার্চ ২০২১ ২২:২৬103846এইখানে পুরোটা আছে, কিন্তু ভেঙে ভেঙে -
b | 14.139.***.*** | ১৮ মার্চ ২০২১ ০৭:৫৯103848আহ। মনে পড়েছে। তে হি নো দিবসা ইত্যাদি।
রমা | 113.2.***.*** | ২৩ এপ্রিল ২০২১ ০৭:০৫105034চমৎকার
বাহ!! খুব ভাল লাগল..