
রঞ্জন | 122.162.***.*** | ১১ আগস্ট ২০২০ ২০:২৩732499@অ্যাডমিন,
আমাকে বাঁচান। গল্পের টাইটেলে টেক্সট ঢুকে গেছে, আমারই ভুলে। শুধরে দিন বা উড়িয়ে দিন। যা তা হয়েছে, প্লীজ!
lcm | 2600:1700:4540:5210:6590:9e13:18d5:***:*** | ১৪ আগস্ট ২০২০ ০০:১০732506
রঞ্জন | 122.162.***.*** | ১৪ আগস্ট ২০২০ ০০:১৯732508এটা মানে সত্যি অভিজ্ঞতা নিয়ে ভয়ে ভয়ে গল্প লেখার চেষ্টা। আরও পরিমার্জন দরকার। নাম দিয়েছি " একটি রিকশা ও ল্যাটামাছের পুর"।
lcm | 2600:1700:4540:5210:6590:9e13:18d5:***:*** | ১৪ আগস্ট ২০২০ ০০:২০732509
মদন দাস | 42.***.*** | ১৭ আগস্ট ২০২০ ১২:০৩732518কঠিন রুক্ষ এই বাস্তবের কথা এভাবে লেখার দক্ষতা বিরল,
সম্বিৎ | ১৭ আগস্ট ২০২০ ১২:১৮732519অসম্ভব ভাল লাগল রঞ্জনদা।
Du | 47.184.***.*** | ১৭ আগস্ট ২০২০ ১৯:৩৮732520খুব নাড়া দেওয়া লেখা!! সত্যি প্রাগৈতিহাসিককে মনে পড়ায়।
কুশান | 115.187.***.*** | ১৭ আগস্ট ২০২০ ২২:৩৪732522
রঞ্জন | 122.162.***.*** | ১৮ আগস্ট ২০২০ ১৩:১৮732524সবাইকে ধন্যবাদ। আশা করব আগামীতে লেখার শিল্পগত দিকে কোন ত্রুটি চোখে পড়লেও এমনই আন্তরিকতায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন।
Sekhar Sengupta | ১৯ আগস্ট ২০২০ ২০:০৫732526তোর অভিজ্ঞতার ঝুলি থেকে এরকম আরও কিছু কাহিনী বের কর, রঞ্জন।
রঞ্জন | 182.69.***.*** | ২০ আগস্ট ২০২০ ০০:০৩732527@শেখর,
ঠিক আছে। ক্রমশঃ আসিবে।
Anindya Thakur | 223.19.***.*** | ২১ আগস্ট ২০২০ ০০:৩৮732529Nostalgic feeling.