.. ... ...
এক সময় বীরভূম নামে এক গায়ে এক রাজা ছিল , যাঁর নাম ছিল দেবভদ্র। সে একদিন গ্রাম পর্যবেক্ষণ করার জন্য ছদ্মবেশে ঘোড়ায় চড়ে গ্রামের মাঝ পথ বরাবর চলতে শুরু করেছিল। সেই গ্রামের লোকজন খুব একটা সুবিধের ছিল ছিল না। সহজ সরল লোক দেখলে সুযোগ বুঝে বোকা বানাতো। রাজার সাথে সেদিন এমনই এক ঘটনা ঘটলো রাজা মাঝ পথ দিয়ে তার যাত্রা করছিল। হঠাৎ রাজার সামনে এক বৃদ্ধ এসে হাজির সে কাতর কণ্ঠে রাজার কাছে অনুরোধ করলো । আমি বৃদ্ধ ঠিক মতো চলতে পারিনা মানুষ দয়া করে আমাকে বাসায় পৌঁছে দেও। ভগবান তোমার মঙ্গল করুন । রাজা এসব কথা শুনে সাহায্য না করে ... ...
প্রকৃতির বিভিন্ন স্বরূপ ও সুন্দর্য চর্চার প্রভাব বা আগ্রহ মানুষের মধ্যে জাগে আর সেটাই তার অভিব্যাঞ্জনার বিষয় হয়ে দাড়ায়, তার মনে সৃজনশীল চিন্তা উৎপন্ন হয়। মানুষ প্রকৃতির নানা রূপ দেখে এর রূপ লাবণ্য প্রত্যক্ষ করে মুগ্ধ হয় এবং তার মধ্যে ভাবের উদ্রেক হয়। এই সব ভাবনা ও আবেগকে মানুষ রচনার মাধ্যমে অভিব্যক্ত করার প্রচেষ্টায় শিল্পের জন্ম দেয়।এই দৃষ্টিতে কলা এবং প্রকৃতির মধ্যে গভীর সম্পর্ক বর্তমান। প্রকৃতির কিছু দৃশ্য এর বিশেষত্ব অথবা মানবের অধিক রুচি হেতু প্রকৃতির প্রতি মানুষ আকর্ষণ বোধ করে ।মানুষ ওই প্রকৃ তির মুগ্ধকর দৃশ্য ও মুহূর্তকে তার শিল্প দ্বারা প্রকাশিত করে।আদিকাল থেকে মানুষ প্রকৃতির প্রতি আকৃষ্ট হতে আসছে ... ...