দেশজুড়ে চলছে উৎসব। উৎসব হবে নাই বা কেন! ৭৫ বছর পেরিয়ে এলাম যে। তবে কিসের ৭৫ বছর? শুধুমাত্র দেশ থেকে ব্রিটিশ মুক্তির? দেশভাগের নয়? এত উল্লাস, এতো উন্মাদনার মাঝে অতি সহজেই যেন আমরা ভুলে যাচ্ছি দেশভাগের মর্মান্তিক ইতিহাসকে।কিছু ব্রিটিশের পা চাটা দালাল আর কিছু সাম্প্রদায়িক শকুনেরা শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ব্রিটিশ সরকারের সাথে চক্রান্তে লিপ্ত হয়ে ভারতভূমিকে দ্বিখণ্ডিত করল। সাথেই সাম্প্রদায়িকতার তলোয়ারের আঘাতে ক্ষতবিক্ষত হল ভারতবাসীর ঐক্য। দেশের একাংশ মানুষ যখন স্বাধীনতা অর্জনের আনন্দে ও উল্লাসে ব্যাস্ত, তখন অন্যদিকে দেশের এক বিরাট অংশের ভিটে হারা মানুষেদের জীবনে নেমে এল দুর্যোগের কালো মেঘ। অচিরেই দুর্যোগ যে কতটা ভয়ানক বিপর্যয়ে পরিণত হয়েছিল ... ...
সম্প্রতি নয়া সংসদ ভবনের মাথায় নির্মিত অশোক স্তম্ভকে কেন্দ্র করে উত্তাল হয়েছে ভারতীয় রাজনীতি। অনেকের অভিযোগ অশোক স্তম্ভে উপস্থিত সিংহ মূর্তিতে হিংস্রতা আনবার ফলে সম্রাট অশোক ও দেশের শান্তিপ্রিয় সহিষ্ণু ভাবমূর্তিতে স্পষ্ট ক্ষতের সৃষ্টি হয়েছে। আবার অনেকেই অশোক স্তম্ভে উপস্থিত সিংহ মূর্তিতে হিংস্রতা আনবার বিষয়টিকে সমর্থন জানাচ্ছে। তৈরি হয়েছে বিতর্ক। এই বিতর্কের অবসান করতে হলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের পাতায়। প্রথমেই মাথায় রাখতে হবে ভারতবর্ষের জাতীয় প্রতীক অর্থাৎ অশোক স্তম্ভের সাথে মহান সম্রাট 'অশোকের' নাম জড়িয়ে এবং সম্রাট অশোকের আদর্শের বার্তাবাহক এই স্তম্ভ। বহু ঐতিহাসিকের মতে সম্রাট অশোক ছিলেন সমগ্র বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ নরপতিদের মধ্যে একজন। ইতিহাস এমন বহু শাসকের ... ...