নীল সাদা আকাশি আর গোলাপি রঙের মিশ্রণ মেঘে দের সে গভীরতা যার দুদিকের সমান উচ্চতা পাহাড়ি নদী র মতো স্বচ্ছ যার স্পর্শে সেই সামাজিক একঘেমেয়িরা ঘুমিয়ে থাকে নেমে আসে জল হয়ে মাঝেমাঝে কবিতার মতো দেখতে লাগে আর তাই এখনো নিস্বব্ধতা মাঝরাতের আবেগে নিস্তরঙ্গ ভাবে জাগে আজও বেহিসাবি বৃষ্টি অবিরাম কোনো আবেগ ছোঁবে আর ভাষাদের সাথে ভাসবে আর শব্দ হয়ে ভাসাবে বৃষ্টির শীতলতা আর গভীরতা ধূসরতা কাটাতে পারেনি শান্তি নিবিড় এক কালবৈশাখী ঝড় আর ওই এক পশলা বৃষ্টির কাছেই যত অবাধ্যতা আর অবৈধতা জমা পড়ছে তাই বৃষ্টি কখনো নিসিদ্ধ হয়নি । ... ...
আমার প্রতিবাদী কণ্ঠস্বর নিজেকে দেখতে শেখায় দেখি, বুঝি উপলব্ধি করি।আদিম জনজাতির জঙ্গলে থাকা সময়ে বেঁচে থাকাটা একটা লড়াই ছিল খাদ্যের লড়াই বাসস্থানের লড়াই হিংস্র জীবজন্তুর সাথে লড়াই টিকে থাকার লড়াই ।আমাদের কংক্রিট শহরে জঙ্গল এর চিন্হ নেই কিন্তু লড়াই এখানেও অবসম্ভাবী ।জায়গা দখলের লড়াই জায়গা বজায় রাখার লড়াই নিজের প্রচারের লড়াই নিজেকে বাচিয়ে রাখার লড়াই টিকে থাকার লড়াই । সভ্যতা ও একটা লড়াই হয়ে দাড়াচ্ছে । কোথায় যেন মাঝে মাঝেই সেই আর্তনাদে শোনা যায় জঙ্গলের জীবন । নিওন আলোর মধ্যেও সে এক অদ্ভুত অন্ধকার জমাট বেঁধে থাকে ।আমরা আজকাল অনেক কিছুতে পারদর্শী ।শুধু নিজেদের মুখোমুখি হতে বড় ভয় লাগে ।আমাদের জীবন মুখোশের ... ...