indraindrajal.blogspot.in থেকেই সমস্ত পাবেন। প্রায় শেষ হয়েই এসেছে।
Dear Sir,
আপনাদের আগের ব্লগে বেশ কিছু লিংক পেয়েছিলাম কিন্তু ঐগুলো প্রায় সবই invalid দেখাচ্ছে। আমাদের শ্রদ্ধেয় শ্রী ইন্দ্রনীল বাবুর ব্লগে যে ইন্দ্রজাল কমিকস গুলো পাচ্ছি সেগুলো সবই water marked, এতে পড়ার সময় একটু অসুবিধা হয় কিন্তু এই লিংকগুলোতে যে কমিক্স গুলো স্ক্যানের গুনগত মান অনেক ভালো। তাই একটাই অনুরোধ যদি নিচের দেওয়া লিংক গুলো আবার এক্টিভ বা validকরা যায়।
Old ওয়েবসাইট:- https://www.guruchandali.com/comment.php?topic=9715&page=1
link of Indrajal Comic:-
1) https://www.4shared.com/folder/Y8ASrp5P/Vol-21.html
2) http://www.4shared.com/folder/VuAq6Xbu/N300-N400.html
3) https://www.4shared.com/zip/pvU7yfd_/IJC_400-420_by_Pbands.html
4) https://www.4shared.com/folder/_mL1V1gx/N400-N420.html
5) https://www.4shared.com/zip/QYDyXIlw/IJC_Bengali_vol-20_by_jhargram.htm
6) https://www.4shared.com/folder/9hmDsCba/Vol-20.htm
7) https://jhargramdevil.blogspot.com/search/label/IJC%20Herowise%3A%20Mandrake88) http://www.4shared.com/folder/IqHEgXbn/vol-23.html
9)http://www.4shared.com/folder/fbVSAgfI/vol-26.html
....সুদীপ বোস
Dear pagloosndg
নমস্কার। আমিও আপনাদের মতোই একজন ইন্দ্রজাল ভক্ত। কিন্তু আমার ভাগ্য খারাপ আমি অনেক পরে এই অসাধারণ ব্লগের
সন্ধান পেয়েছি। Vol 22, 23, 26 বা অন্যান্য লিংক গুলো এখন invalid দেখাচ্ছে। একটাই অনুরোধ, যদি kindly এই awesome লিংকগুলো active করা যায়, তাহলে এই অসাধারণ হারিয়ে যাওয়া কমিক্স গুলো পেয়ে জীবন ধন্য হতে পারে।
নমস্কার। আমিও আপনাদের মতোই একজন ইন্দ্রজাল ভক্ত। কিন্তু আমার ভাগ্য খারাপ আমি অনেক পরে এই অসাধারণ ব্লগের
সন্ধান পেয়েছি। Vol 22, 23, 26 বা অন্যান্য লিংক গুলো এখন invalid দেখাচ্ছে। একটাই অনুরোধ, যদি kindly এই awesome লিংকগুলো active করা যায়, তাহলে এই অসাধারণ হারিয়ে যাওয়া কমিক্স গুলো পেয়ে জীবন ধন্য হতে পারে।
এই 4share আর mediafire অ্যাকাউন্ট দুটোই উড়ে গেছে কয়েক বছর লগিন না করায়।
ইন্দ্রজাল indraindrajal.blogspot.com থেকে পড়ুন। ওয়াটারমার্ক সামান্যই আছে। মোট ৭৮০ টা প্রায় হয়ে এসেছে। আমি রেগুলার পড়ি কোনো অসুবিধে হয় না। তবে ওয়াটার মার্ক ছাড়া অস্বাক্ষরিত কমিকস নামিয়ে তা অন্য blog এ বা ফেসবুকে শেয়ার করে আপলোডার ক্রেডিট নিতে চাইলে আর একটু খাটতে হবে।
PBands, Nirjon Sen, shinjini, Dearest Eddie এরা ঝাড়গ্রাম ডেভিল ও কল্যাণ পান্ডার থেকে বই নিয়ে এসে স্ক্যান প্রসেস করে N300-N420, Vol 21, 23, 26 ডিজিটাইজ করেছিল, যা আমার ওই 4shared / mediafire অ্যাকাউন্টে তোলা ছিল। তার কিছু এখনো http://indrajalcomicsinbengali.blogspot.in/ এ রয়েছে। ফেসবুক এ নির্জন সেন বা প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় কে রিকোয়েস্ট করে বাকি গুলো ওই ব্লগে এ তোলার ব্যবস্থা করে বা কোনো ড্রাইভে তুলে শেয়ার করার ব্যবস্থা করতে পারলে কৃতকর্ম হবেন।
এখানেও অনেকে নামিয়েছিল তারা যদি আবার কোথাও তোলে তো পাবেন।
ধন্যবাদ। হ্যাঁ ওই লিংক থেকে বেশ কিছু পেয়েছি। আর যারা অন্যের পরিশ্রমের ফসল নিজের বলে চালায় তাদের কুৎসিত মানসিকতাকে অন্তর থেকে জানাই ধিক্কার, আর এই মানসিকতা বা এইরকম ইচ্ছা কোনোটাই আমার নেই এবং ভবিষ্যতেও হবে না।
শুধু water mark ছাড়াও ঐ কমিক্সগুলো মানে যেগুলো 4shared বা mediafire এ ছিল তার স্ক্যান গুলো এত ভালো ছিলো যে বাকীগুলো পাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল আর কি।
আরেকটা কথা, আরেকটা কথা, ফেসবুক এ নির্জন সেন বা প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় কে রিকোয়েস্ট করে বাকি গুলো ওই ব্লগে এ তোলার ব্যবস্থা করবো বলছেন কিন্তু কিভাবে
ওনাদের ফেসবুক account পাবো, মানে নিজের facebook account থেকে friend সার্চ করে তো ওনাদের পাবো না। কিভাবে পাবো যদি একটু গাইড করেন।
আসলে আমি খুব expert নই এই ব্যাপারে।
এই অবার্চীনকে কি ইন্দ্রজাল কমিক্সগুলো পড়ার অনুমতি দেওয়া যাবে ? আমি পারমিশন পেলাম না । বিনীত অনুরোধ জানাচ্ছি
যদুবাবু, আপনি এই টইটার কথা মাথায় রাখবেন।
https://drive.google.com/drive/folders/1OMRn3g_pw3z4PBK7wRikiNASCurWvVtN?usp=sharing