এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • রাণা প্রতাপ ও হলদিঘাটি বিষয়ক একটি আলোচনা

    বেঙ্গলী
    অন্যান্য | ০৩ আগস্ট ২০১৯ | ১৫৭৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • আগে যা হয়েছে | ***:*** | ০৩ আগস্ট ২০১৯ ১২:২৫384562
  • name:  Atoz               mail:                 country:                

    IP Address : 237812.69.4545.137 (*)          Date:03 Aug 2019 -- 06:35 AM

    ব্রতীন, রাণা প্রতাপ বাদে। প্রতাপ বশ্যতা স্বীকার করেন নি, চালিয়ে গিয়েছেন যুদ্ধ।

    name:  ব্রতীন               mail:                 country:                

    IP Address : 236712.158.786712.215 (*)          Date:03 Aug 2019 -- 07:05 AM

    ইয়েস রাণা প্রতাপ। ভারতের ইতিহাসে এমন বর্ণময় চরিত্র খুব বেশী আসে নি।চিতোর র মিউজিয়ামে গিয়ে দেখে এসেছি বর্শা তলেয়ার বর্ম আর মাথার মুকুট মিলিয়ে মোট ওজন ছিল ৫৬৷ কেজি। লোক টার কী অসীম শক্তি ছিল ভাবো

    name:  Atoz               mail:                 country:                

    IP Address : 237812.69.4545.137 (*)          Date:03 Aug 2019 -- 07:11 AM

    ব্রতীন, এইসব সমেত লোকটাকে পিঠে নিত চেতক ঘোড়া। কী বিশাল ঘোড়া ভাবো একবার! যুদ্ধের সময় ওর পিঠে রাণা না উঠলে খুব নাকি রেগে যেত চেতক। একবার হাতীতে চড়ে রাণা লড়ছিলেন, চেতক রেগে খাপ্পা। শিবিরে খুব অস্থির হয়ে পা ঠোকে। চিৎকার করে। মাঝপথে হাতী ঘুরিয়ে শিবিরে নিয়ে যান রাণা। তারপর চেতকে চড়ে আসেন।

    name:  বেঙ্গলী               mail:                 country:                

    IP Address : 237812.69.453412.44 (*)          Date:03 Aug 2019 -- 07:12 AM

    মধ্যযুগে সারা পৃথিবী জুড়েই সেরিমনিয়াল অস্ত্র আর যুদ্ধের অস্ত্র আলাদা থাকত। রাজপুতানার মিউজিয়ামে যেসব অতিকায় অস্ত্রশস্ত্র থাকে, সেসব নিয়ে কেউ কোনোদিন ময়দানে লড়ে নি, ওগুলো মেলিতে অসুবিধাজনক।

    name:  !               mail:                 country:                

    IP Address : 236712.158.8989.205 (*)          Date:03 Aug 2019 -- 07:14 AM

    চেতক তো মোটরসাইকেল!

    name:  ব্রতীন               mail:                 country:                

    IP Address : 237812.69.453412.44 (*)          Date:03 Aug 2019 -- 07:15 AM

    বেঙ্গলী, প্রতাপ বোধহয় ব্যতিক্রম

    name:  ব্রতীন               mail:                 country:                

    IP Address : 237812.69.453412.44 (*)          Date:03 Aug 2019 -- 07:16 AM

    এ চেতক নয় চৈতক
  • dc | ***:*** | ০৩ আগস্ট ২০১৯ ১২:৫১384573
  • কিন্তু রানা প্রতাপ কোমরের একই দিকে দুটো তরোয়াল বাঁধতেন কেন?
  • বেঙ্গলী | ***:*** | ০৩ আগস্ট ২০১৯ ১২:৫৬384579
  • আর্থার ডেইন দুদিকে বাঁধতেন। তবে দুটো সাইডআর্ম নেওয়ার মানে হয় না। পোলআর্মই মূল অস্ত্র, প্রতাপেরও তাই ছিল। বর্শা হাতেই তো মানসিংহকে আক্রমণ করেছিলেন। ক্লোজ কোয়ার্টার যুদ্ধ আর ডুয়েল ছাড়া তরোয়ালের তেমন ভূমিকা থাকত বলে মনে হয় না।
  • বেঙ্গলী | ***:*** | ০৩ আগস্ট ২০১৯ ১২:৫৯384580
  • এই হলদিঘাটি আর রাণা প্রতাপ বাংলার প্রবল আবেগের এক জায়গা ছিল, এখন তা জাতীয় আবেগ হয়েছে। ছোটবেলা থেকে 'হো নীল ঘোড়ে কা সওয়ার' পড়ে, কথা কাহিনী আর রাজকাহিনীর প্রেমে পড়ে যা আবেগ তৈরি হয়েছে, তা বনশালীবাবুদের ভয়ানক সব সিনেমার অভিঘাত সত্ত্বেও এখনও পুরো যায় নি।
  • কল্লোল | ***:*** | ০৩ আগস্ট ২০১৯ ১৭:০৫384581
  • উদয়পুর প্যালেসে ঢুকতেই ছবিটা আছে। হাতির পিঠে মানসিঙ্গি বর্শা এড়াতে মাথা বেলিএভে আছে। চেতক হাতিটার শুড়ের দিকে মাথার কাছে সামনের পা রুলে দিয়েচে। প্রতাপ চেতকের পিঠে বর্শা তস্ক করেছে। হাতির শুড়ের একটা শিখদের কৃপানের মতো অস্ত্র দিয়ে চেতকের পিছনের পায়ে মেরেছে। রক্ত পড়ছে।
    চেতক বেশ বড় হাতির আরবি ঘোড়া।
  • কল্লোল | ***:*** | ০৩ আগস্ট ২০১৯ ১৭:০৯384582
  • *মাথা এলিয়ে
    *পা তুলে
    *বর্শা তাক
  • বেঙ্গলী | ***:*** | ০৩ আগস্ট ২০১৯ ১৭:১৯384584
  • বাহ। প্রতাপবাবু বসেই আছেন দেখছি। উনিও উঠে বর্শা ধরেছেন এটা ভিজুয়ালাইজ করতে সমস্যা হচ্ছিল। প্লাস অসমতল টেরেনেরও ব্যাপার দেখছি। এবং মুঘল আমলের পারস্পেক্টিভ।
  • আর যা হয়েছে | ***:*** | ০৪ আগস্ট ২০১৯ ০৪:০৬384585
  • name:  ব্রতীন               mail:                 country:                

    IP Address : 236712.158.786712.53 (*)          Date:03 Aug 2019 -- 01:16 PM

    দমু, শেয়ারড রিসোর্স কেন হব? প্রতাপ চৈতক র পিঠে মানসিংহ হাতির পিঠে।

    name:  ব্রতীন               mail:                 country:                

    IP Address : 237812.69.453412.26 (*)          Date:03 Aug 2019 -- 01:35 PM

    বেঙ্গলী সিচুয়েশন টা ভিচিওলাইজ করার চেষ্টা করুন।রাণা ঘোড়াতে।মানসিংহ হাতি তে।অতদূর থেকে বর্ষা ছুড়ে রাণা মানসিংহ নুক ভেদ করতে পারবেন না।তাই চৈতক অলমোস্ট হাতির ওপর উঠে পড়ে।সেই নোক্ষম সময় রাণা বর্ষা টা মারেন।

    name:  বেঙ্গলী               mail:                 country:                

    IP Address : 237812.69.453412.170 (*)          Date:03 Aug 2019 -- 01:57 PM

    চেষ্টা করছি।

    name:  dc               mail:                 country:                

    IP Address : 237812.68.454512.192 (*)          Date:03 Aug 2019 -- 02:49 PM

    মানসিংহর নুক ভেদ করতে চৈতক অলমোস্ট হাতির ওপর উঠে পড়েছে, এটা আমিও ভিচিওলাইজ করার চেষ্টা করছি বটে, কিন্তু বারবার সেন্সর বোর্ডের বাধা আসছে।

    name:  ব্রতীন               mail:                 country:                

    IP Address : 237812.68.454512.192 (*)          Date:03 Aug 2019 -- 03:17 PM

    ডিসি
  • বৃরতীন | ***:*** | ০৪ আগস্ট ২০১৯ ০৫:১৩384563
  • কল্লোল দা ধন্যযোগ
  • একক | ***:*** | ০৪ আগস্ট ২০১৯ ০৫:৫১384564
  • মূর্তিটার প্রপোরশন একটু রিভিউ করা যাক । ঘোড়া যদি পেছনের পায়ে দাঁড়ায় যাকে বলে রিয়ারিং করানো ,তাহলে দৈর্ঘ্য আসে ফুট পাঁচেক । মাথা অবধি দৈর্ঘ মাপবেন না অনাবশ্যক লম্বা মনে হবে , পেছনের পায়ের হুভস থেকে ঘোড়ার ওই যেখানে আরোহী এগিয়ে বসে, উইদার্স , ওই অবধি হাইট মাপুন । ওটাই রিয়ারিং হাইট ।

    ওদিকে এশিয়ান এলিফ্যান্টের কাঁধ অবধি গড়পড়তা হাইট সাড়ে আট থেকে ন ফিট হামেশা হয়ে থাকে । ওভাবে বেঁকে থাকলে হাতির কাঁধ অবধি রিচ করা বা কাঁধ ছাড়িয়ে যাওয়া ঘোড়ার পক্ষে সম্ভব কি ?? কারণ সেক্ষেত্রে তো আরোহীর টোরসো লেন্থ হতে হবে মিনিমাম চার ফুট । চার ফুট টোরসো হলে সে লোকের পা কত লম্বা ? টোটাল লোকটা কত লম্বা ??

    একটু ভাবনা চিন্তা করা হোক :)
  • একক | ***:*** | ০৪ আগস্ট ২০১৯ ০৬:০৫384565
  • আমার মনে হচ্ছে , রানা ভদ্রলোক ভালো জ্যাভেলিন থ্রোয়ার ছিলেন । বেশ খানিকটা ডিসট্যান্স থেকে , মাথা ভারী কিন্তু বডি ওয়েট কম এরকম বর্শা হাতে , চেতক কে রিয়ারিং পজিশনে নিয়ে গিয়ে , জ্যাভেলিন থ্রো স্টাইলে ছুঁড়েছিলেন । ভালো থ্রোয়ারের পক্ষে ওভাবে বর্শা বেঁধানো হাইলি সম্ভব ।

    এবার আর্টিস্ট ব্যাটা মূর্তি বানানোর সময় ছোট ক্যানভাসে কুলোতে গিয়ে এটা দাঁড় করিয়েছে । হুইচ ইজ কাইন্ড অফ আর্টিস্টিক্যালি পারমিসিবল , অনেক পুরোনো পাথরের দেয়ালচিত্রতেই এরকম পার্শিয়াল ডিস্প্রোপোর্শন করে কম্পোজিশন দাঁড় করানো হয় । এটা কনশাশলি করার আরেকটা কারণ হচ্ছে আক্রমণকারীকে একটু হাইটেনিং করে দেখানো, যেভাবে সিনেমায় লো এঙ্গেল ইত্যাদি ধারণা এসেছে ......

    তবে সেটা করতে গিয়ে , কাছ থেকে ঘাড়ের ওপরের হাইটে উঠে বর্শা ছুঁড়ছেন এরকম পাবলিক ইমেজ চলে এসেছে । হিরোইজমের একটা পপুলিস্ট মাত্রা এড হয়েছে :))
  • বেঙ্গলী | ***:*** | ০৪ আগস্ট ২০১৯ ০৭:৪১384566
  • অর্থাৎ রাণা প্রতাপ নাইট কিংয়ের মতো জ্যাভেলিন থ্রোও করতেন। দারুণ ব্যাপার।
    আচ্ছা, রাজপুতদের ভালো সময় কোনটা? মানে দারুণ ভাবে যুদ্ধ করে হেরে না গিয়ে জিতে আসছে, নিজেরা সুখে স্বাচ্ছন্দ্যের সাথে রাজত্ব করছে, এই সময়টা কোন টাইমফ্রেম? রাজপুত জাত যদি হানদের থেকে উদ্ভব হয়ে থাকে তাহলে তো অন্তত পঞ্চম শতকের আগে রাজপুত বলে কিছু নেই। ওই পাল, হর্ষ, রাষ্ট্রকূট ইত্যাদি খেয়োখেয়ির মাঝেই কি রাজপুতদের বৃদ্ধি ও বিকাশ? নাকি বরাবর একটা মার্সেনারি ফোর্স হিসেবে রয়ে গেছে?
  • b | ***:*** | ০৪ আগস্ট ২০১৯ ০৭:৪৪384567
  • একটা বই রেকো করলাম। কালিকারঞ্জন কানুনগো-র "রাজস্থান কাহিনী"। মোটামুটি টড/রাজকাহিনীর নির্মোহ ব বলা যায়।খুব স্বাভাবিক কারণেই জনপ্রিয় হয় নি।
  • | ***:*** | ০৪ আগস্ট ২০১৯ ০৭:৫১384568
  • আপনারা HOH (Humans of Hindutwa) ফলো করেন না? একবার সেই কর্নিসেনাদের ঝামেলার সময় ব্যপক চেটেছিল প্রতাপসহ রাজপুতদের।
  • বেঙ্গলী | ***:*** | ০৪ আগস্ট ২০১৯ ০৯:১০384569
  • থ্যাঙ্কু বি।
    হ্যাঁ, এই বইতে দেখছি গোড়াতেই এই নিয়ে আলোচনা হয়েছে। একটু উদ্ধৃতি দিই,
    "মহারাণা প্রতাপের সমসাময়িক মোগল দরবারের একাধিক ইতিহাস আছে; কিন্তু মেবারের কোন ইতিহাস নাই - আছে শুধু ভাটের কাহিনী ও কবিতা। কাব্যকে যদি ইতিহাসরূপে গ্রহণ করা যায়, তবে মহারাণা প্রতাপের সর্বাপেক্ষা প্রামাণ্য ইতিহাস প্রতাপের পুত্র অমরসিংহের সময় রচিত অমর-কাব্য। দুঃখের বিষয়, উহার সম্পূর্ণ পাণ্ডুলিপি এখনও আবিষ্কৃত হয় নাই। এক্ষেত্রে মুসলমান লেখকেরা যাহা লিখিয়াছেন, তাহা খণ্ডন করার মতো উপযুক্ত প্রমাণ না থাকলে উহাই গ্রহণ করা বিচারসম্মত; যেমন, আমরা বহুদিন ধরিয়া টডের রাজস্থানে পড়িয়া আসিতেছি যে, হলদীঘাটের যুদ্ধে মহারাণা প্রতাপের ঘোড়া চৈতক মানসিংহের হাতির মাথায় পা তুলিয়া দিয়াছিল। অথচ ইহা টড সাহেব চাক্ষুষ দেখেন নাই, কিংবা কোনো প্রত্যক্ষদর্শীর লিখিত বিবরণও সম্ভবতঃ তিনি দেখেন নাই। আকবরের দরবারী ইমাম-মোল্লা আব্দুল কাদের বদায়ুনি হলদীঘাটে প্রতাপের প্রতিপক্ষে যুদ্ধ করিয়াছিলেন। তাঁহার পুস্তকপাঠে মনে হয় হলদীঘাটে রাণা প্রতাপ ও মানসিংহ উভয়ের মধ্যে আদৌ দেখা-সাক্ষাৎ হয় নাই; প্রতাপ যুদ্ধ করিয়াছিলেন মানসিংহের বড় ভাই মাধোসিংহের সঙ্গে। এস্থলে কোনটি গ্রহণযোগ্য তাহা পাঠক বিচার করিবেন।"
  • ব্রতীন | ***:*** | ০৫ আগস্ট ২০১৯ ২২:০৭384570
  • বোঝো!!!
  • ব্রতীন | ***:*** | ০৫ আগস্ট ২০১৯ ২২:০৯384571
  • একক ব্যাপারটাকে ঘেঁটে দিচ্ছো তো??
  • বেঙ্গলী | ***:*** | ১৩ আগস্ট ২০১৯ ২৩:০৪384572
  • ওহো, বি-দাকে আরেকবার ধন্যবাদ দিয়ে যাই। বইটা শেষ হয়ে গেছে কদিন হলো। বড় ভালো লেখা। দুই প্রতাপকেই নির্মোহ ব করেছেন। বিশেষ করে যশোরের প্রতাপকে তো বেশ সূক্ষ্মভাবেই কেটেছেন। এই সুবাদে মুঘল আমলে বর্ধমান-মেদিনীপুর-জলেশ্বর-বিষ্ণুপুর অঞ্চলের মানচিত্র বেশ ভালোভাবে ভিজুয়ালাইজ করা হলো। আরামবাগ, মোঘলমারী, গড় মান্দারণ সম্বন্ধে ধারণা আর একটু পরিষ্কার হলো।
  • | ***:*** | ১৪ আগস্ট ২০১৯ ০৮:২৪384574
  • বাড়িতে তিন খন্ডে টড আছে কিন্তু চাপ নিয়ে পড়া হয়নি।

    আর আমি পুরনোপন্হী। বই র সুঘ্রাণ চাই। বইটা বিছানা রেখপ কোলে বালিস দিয়ে বসে আরাম করে বই পড়া।

    আজ অবধি এক টাও ইবুক ও আমি পড়ি নি।
  • বেঙ্গলী | ***:*** | ১৪ আগস্ট ২০১৯ ১৫:৩৩384575
  • টড তো যা বুঝছি খুব একটা সুবিধের হবে না। এজেন্ডার পালে হাওয়া দিয়ে মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু থাকার সম্ভাবনা। আর বই সম্বন্ধে যা বলেছেন একদম খাঁটি কথা। কিন্তু এক তো অনেক বইয়ের এমনিতে নামও জানতে পারতাম না, যা ইবুকের কল্যাণে রাতারাতি পড়ে উঠতে পারছি। দুই, যাযাবর মানুষের পক্ষে লাইব্রেরি টিকিয়ে রাখা অসম্ভব হতো, ইবুক থাকায় বেঁচে গেছি। তিন, পকেট সম্বন্ধে চিন্তামুক্ত হয়ে এন্তার বই পড়া এ ছাড়া হতো না। চার, এই এক ফরম্যাট, যা থেকে বন্ধুদের যতই সাপ্লাই দিই, মনোমালিন্য হওয়া অসম্ভব।
  • অর্জুন | ***:*** | ১৫ আগস্ট ২০১৯ ১০:১৩384576
  • এই লেখাটা summarise করে আরো কিছু পয়েন্ট এড করে একটা ভাল লেখা হয়ে যায়।

    @বেঙ্গলী পারবেন এটা ভাল করতে।
  • বেঙ্গলী | ***:*** | ১৫ আগস্ট ২০১৯ ১২:২২384577
  • ঠিক বলেছেন অর্জুন। মুশকিল হলো ইতিহাস আমার বিষয় না। ওই কালিকাবাবুর লেখাটা পড়তে গিয়ে বুঝলাম এই বিষয়ে কত সতর্কভাবে এগোতে হয়। আর পুরোটাই সযত্ননির্মিত একাধিক ঐতিহাসিক উপন্যাসের বিষয় হওয়ায় অজস্র সহস্রবিধ অনুভূতি ও বায়াস বাস্টিংয়ের প্রয়োজন রয়েছে।
  • অর্জুন | ***:*** | ১৬ আগস্ট ২০১৯ ০১:১৮384578
  • ডিমিথিফাই করা খুবই কঠিন কাজ।
  • . | 162.158.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৫৮729695
  • একলহমা | ২৩ ফেব্রুয়ারি ২০২০ ০৬:৪১729709
  • বেঙ্গলী | 236712.158.786712.67 | ১৪ আগস্ট ২০১৯ ১৫:৩৩
    মন্ত‍ব‍্যে ক্ক
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন