এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • শিক্ষার কী শিক্ষা

    upal mukhopadhyay লেখকের গ্রাহক হোন
    ০৮ এপ্রিল ২০২৫ | ৩৮১ বার পঠিত
  • আমি কিছুদিন স্কুল শিক্ষা বিভাগের ওএসডি ডিডিও ছিলাম। একদিন দেখলাম কলকাতার কিছু প্রাথমিক শিক্ষিকা এসে মরিয়া হয়ে একে ওকে বলছেন তাঁদের অন্যত্র ট্রান্সফার করে দিতে। একজনকে জিজ্ঞেস করে জানলাম তিনি দশ বছরে কোন ছাত্রের মুখ দেখেননি। সেটা ২০১৭। তার মানে বামফ্রন্টের শেষ টার্ম বা তারও আগে থেকে এরকম চলছে। কয়েক বছর পরে দেখা গেল এরকম কয়েক হাজার স্কুল উঠে গেছে। কলকাতার ভেতর কর্পোরেশনের বেশ কিছু স্কুল ছিল। তার কটা আছে কে জানে। দীর্ঘদিন ধরে প্রথমে শহরে আর এখন গ্রামেও সরকারী স্কুলের ছাত্র সংখ্যা কমছে। কাজ চালাতে, টিঁকে থাকতে ভুয়ো নাম ঢোকানোর কথাও শোনা যায়। এদিকে স্কুলের চেনগুলোর ব্যবসা বাড়ছে আর তারা সব দিল্লী বোর্ড। তাও এখনও বেশির ভাগ গ্রামের স্কুল সরকারী। সেখানে সব প্রথম প্রজন্মের পড়ুয়ার দলই বেশি কিনা জানিনা। এরকম হলে ভালো। একটা শ্রেণী বিভাজন স্পষ্ট হচ্ছে। সেক্ষেত্রে একটা স্বেচ্ছাব্রতের জায়গাও তৈরি হবার খবরও আছে। কিছুদিন আগে স্বাতী ভট্টাচার্যের লেখায় এরকম কিছু উদ্যোগ সংক্রান্ত তথ্য দেখা গেল আনন্দবাজারে। এই মুহূর্তে সরকারী উদ্যোগে বিশেষ কিছু হবে কি ? একটা ক্রমশ ক্রেডিবিলিট হারানো ব্যবস্থাকে টিঁকিয়ে রাখতেই ল্যাজগোবরে হয়ে যাচ্ছে সরকার। তাও এখন মাসের পয়লা মাইনে ঢোকে। আশির দশকের প্রথমে ইয়ার এ্যান্ডিংয়ে আমার হাই স্কুল হেড মাস্টার বাবা তিন মাস মাইনে পেত না। আমাদের বাড়িতে খাওয়া জুটতো না তখন। বাবা আর কাকা দুই শিক্ষকের পেনশন পেতে লেগেছিল তিন বছর। কাকা তো পেনশন চালুর আগেই মারা গেল। কালকের মিটিং কেন, শিক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী অদূর ভবিষ্যতে কী আর আশার আলো দেখাবেন ? তিনি গত দশ বছরে ক্রাইসিস ম্যানেজ করতেই ব্যস্ত। অনেক দিনের জমে ওঠা সংকট। হয়ত এখন সরকারী হস্তক্ষেপের থেকে নিচুতলার উদ্যোগই ভরসা। স্বেচ্ছাব্রতীদের স্বেচ্ছাশ্রমের ভরসায় রয়েছে প্রথম প্রজন্মের কোটি পড়ুয়া। এই অবস্থার কথা শহুরে ভদ্দরলোকের দুঃস্বপ্ন। সে অনেক আগেই সিন থেকে কেটে পড়ে বেওসার চেন স্কুলে ছেলেপিলেকে ভর্তি করেছে।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বাত্তো | 2405:8100:8000:5ca1::121:***:*** | ০৮ এপ্রিল ২০২৫ ০৭:১৩542185
  • কাটমানির ইংরেজি ক্রাইসিস!
    সরকারি শিক্ষার হাল খুবই খারাপ দেখছি।
  • দীপ | 2402:3a80:198f:68eb:878:5634:1232:***:*** | ০৮ এপ্রিল ২০২৫ ১০:১৬542187
  • হুম, বুঝতে পেরেছি। 
    মোদীও ঠিক এই কথাই বলে। সব কিছুর জন্য নেহেরু দায়ী!
  • দীপ | 2402:3a80:198f:c9d4:878:5634:1232:***:*** | ০৮ এপ্রিল ২০২৫ ১১:১১542189
  • এখনও পর্যন্ত tainted যারা ধরা পড়েছেন, সংখ্যাটা ৮৩২৪…(যদিও সংখ্যাটা আরো বেশী বলে আমার বিশ্বাস)
    গড়ে ১৫ লাখ করে ধরে হিসেব করুন।
    ৮,৩২৪ X ১৫,০০,০০০ = ১২৪৮,৬০,০০,০০০
    অর্থাৎ, দুর্নীতির পরিমাণ, ১২৪৮ কোটি টাকারও বেশি। বান্ধবীর খাটের তলায় তো পাওয়া গেছিল ৫০ কোটি।
    বাকি ১২০০ কোটি কোথায়, আজকের ভাষনের পর যদি বুঝতে না পেরে থাকেন, তাহলে এই সরকার‌ই আপনাদের প্রাপ্য এবং আপনারাও এই কোরাপ্ট সিস্টেমের অংশ। 

    Collected & Shared as received
  • দীপ | 2402:3a80:198c:f53e:778:5634:1232:***:*** | ০৯ এপ্রিল ২০২৫ ০০:২৩542216
  • এস এস সি, পি এস সি এসব নাকি অটোনোমাস সংস্থা। ঘোড়ায় হাসবে নাকি গাধায় মাথা নাড়াবে জানিনা বাপু। সহজ কথা সহজে বলা ভালো। সব আমলেই উঠতে বললে কান ধরে বেঞ্চের ওপর দাঁড়িয়ে পরা লোকজন এসবের মাথা হয়। এদের ধমকানো যায়, ফোন করে চাবকে দেবো বলা যায়, তবু একটা শ্রেণী খুব পছন্দ করে এসবের মাথায় বসে শাসক দলের তাবেদারি করতে। বিনিময়ে উচ্ছিষ্ট পায়, লোকে শ্রদ্ধেয় বাল বলে কিন্তু পাড়ার লোক দেখে লীল বাতি (!)  লাগানো গাড়িতে গ্রীষ্মকালে কোট পরে চলেছে। এরা গিয়াসুদ্দিন বলবন প্রজাতির। আশে পাশের লোকের সাথে কম কথা বলে, মুখে একটা কপট গাম্ভীর্য রাখে। যদিও পার্টি অফিসে প্যান্ট খুলে নাকে খত দিতে বললে দিয়ে দেয় চুপিচুপি। এসব পদ কে কবে থেকে যে সাধারণ মানুষ অত্যন্ত ঘৃণার চোখে দেখে, এরা বোঝেও না, বুঝলেও মানতে চায়না মেকি ক্ষমতা হাতে পেয়ে।  সে যাই হোক, এসবে চান্স পাবার জন্য এক শ্রেণীর মুখ থেকে দিনরাত লালা ঝরে। আপনি বিশ্বাস করেন এরা গিয়ে এখন বলবে, হুজুর ভুল বলেছিলাম, যোগ্য অযোগ্য লিস্ট আছে। এই নিন। যেখানে সুপ্রিম কোর্ট কে বলছে আপনারা বলুন, সেখানে এদের ঘাড়ে কটা মাথা আছে? তাহলে এই প্রাক্তন বিচারপতি এগুলো কী করছেন? নাটক ছাড়া এগুলো আর কিছু ভাবতে পারছি না। শুভ বুদ্ধির উদয় হবে? হা হা হা! সদ্য চাকরি হারাদের নিয়ে স্রেফ গাঁড় মাজাকি চলছে। ভাই যেদিন থেকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে চাকরি নেই সত্যি আর কিছু করার নেই। এখন ওই পর্ষদ যে ভাবে সব ভেঙে পরেছে হুজুর, বাঁচান, আপাতত কাজ চালাতে দিন বলেছে সেটাই আসল। এতে যদি সাময়িক বাঁচে তো বাঁচবে। সব হারামি। আরেক বড় উকিল জানতো না, সুপার নিয়ামেরিক পোস্ট রাজ্যপালের থেকে অনুমোদন পাওয়া সাথে বলা আছে কোর্টের রায় ফাইনাল ধরা হবে? তাহলে কি চুলকাতে এটা নিয়ে রাজনীতি করছিস কর কিন্তু সুপ্রিম কোর্টে গেছিলিস কেনো? চোর দের বাঁচাতে সুপার নিউমারিক তাই নিয়ে রাজ্যে আন্দোলন কর, কিন্তু সব জেনেও সুপ্রিম কোর্টে কিসের চুলকাতে যাওয়া? গোটা ক্যাবিনেট জেলে যাবে এরকম একটা হাইপ তৈরি করতে? ভাই কেউ ভালো না। যে যার মতো  নাটক করছে, ভালোমানুষ সাজছে, মরছে চাকরি হারারা। আরে বাপ আমার বাড়িতে যখন কেউ মরে, অন্য বাড়ি বড়জোর দুঃখ পেতে পারে কিন্ত সেটা কি আমার দুঃখের সাথে সমান? ঠিক সেরকম যার চাকরি গেছে তার দুঃখের সাথে কেউ সমান দুঃখ পেতে পারে নাকি? যত্তসব উজবুকের নাটক চলছে রোজ। 
    #ভেনোচরিতকতা
     
  • দীপ | 42.***.*** | ০৯ এপ্রিল ২০২৫ ১৪:২২542228
  • মানবিকতার মুখ আমি দেখেছি! সদ্য চাকরি হারা শিক্ষকদের লাঠিপেটা সাথে মানবিক লাথি? পুলিশ লাথি চালাতে পারে? এটা মানবিক মুখ?
     
    এই শয়তান, ধান্দাবাজ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।
  • দীপ | 2402:3a80:198b:b263:678:5634:1232:***:*** | ১০ এপ্রিল ২০২৫ ০২:১৫542235
  • ডিয়ার কলকাতা পুলিশ, অতিরিক্ত স্মার্ট সাজবার চেষ্টা করবেন না। এর আগে উড়ন্ত লাথি খেয়েছেন, ফাইল দিয়ে মাথা বাঁচিয়ে টেবিলের তলায় ঢুকেছেন। আর জি করের সমাজ বিরোধী আক্রমণের সময় লেডিস হোস্টেলে পালিয়ে প্রাণ বাঁচিয়েছেন। আপনাদের সহোদর ভাইরা জঙ্গিপুরে কিভাবে পালিয়েছে এত চেষ্টা করেও লোকাতে পারেন নি। জেলায় হনু আপনাদের কটা বাজে জিজ্ঞেস করতেই বাফাদার কুত্তার মত ঘড়ি দেখেছেন। সাজা ভাইয়ের পেছন পেছন ভেসপার মত কোর্টে যাবার ছবিও কেউ ভুলিনি। সেই আপনারা বলছেন পূর্ব ঘোষণা ছাড়া একদল উন্মত্ত জনতা আজ আপনাদের আক্রমণ করেছে? প্রথমত এরা কালকেই ঘোষণা করে দিয়েছিল যে আজ ডি আই অফিস ঘেরাও হবে। সেটাও না জানলে আজ দলে দলে সেখানে সকাল থেকেই হাজির ছিলেন কী ভাবে? এরা উন্মত্ত জনতা? এরা প্ররোচিত করেছে খালি হাতে? তাতে অপনারা কিছু জন আহত হয়ে গেলেন? ছেড়ে দিন এই চাকরি তাহলে। আপনারা শারীরিক ভাবেই ফিট নন এই চাকরির জন্য। আচ্ছা তর্কের খাতিরে আপনাদের কথাই ঠিক ধরে নিলাম। তাহলে টেনে বের করে দিতে পারতেন। লাঠি চালালেন কেনো? এরা ক্রিমিনাল নাকি? তারপরে লাথি? আজকাল ট্রেনিং এ এসব শেখানো হয় জানতাম না তো! রাজনৈতিক নেতাদের পেছন পেছন বকলেস বাঁধা চার পেয়ের মতন যখন হাঁটেন বোঝা যায়না তো! নিরীহ শিক্ষক পেটাচ্ছেন? তারপরে বলছেন মৃদু লাঠি চার্জ করেছে? লাঠি ভেঙে গেছে আপনাদের মারে। গায়ের জায়গায় জায়গায় কালশিটে দাগ। আপনারা কি বোঝাতে চাইছেন, এই যদি আপনাদের মৃদু হয়, তাহলে জোরদার আন্দোলন হলে পেটোও চার্জ করতে পারেন। যারা শিক্ষকের পেটে লাথি চালাতে পারে তাদের বিশ্বাস করিনা। দুই মাস সমস্ত ইনকাম বন্ধ হয়ে গেলে আপনাদের মাথার ঠিক থাকবে তো? তখন তো গুলিও চালিয়ে দিতে পারেন! এদের চাকরি গেছে মশাই, চাকরি। কাল জানে না, সংসারটা কী ভাবে চলবে। সেই অবস্থায় নিজেদের হাত এভাবে আরও নোংরা করছেন কিসের দালালি করতে? আপনাদের ছেলে মেয়েকে শিক্ষা দেয় যে শিক্ষক, আজ যে উর্দি টা গায়ে চাপিয়েছেন, সেটার জন্য আপনাদের রাজনৈতিক প্রভু না, কোন না কোন শিক্ষকের অবদান আছে। পা চাটতে চাটতে এমন অবস্থা যে সব ভুলে গেছেন? বাড়িতে ছেলে মেয়ের কাছে এরপর মুখ দেখাতে পারবেন? চোরের মায়ের মতো আবার জাস্টিফিকেশন দিচ্ছেন নিজেদের কাজের? আপনারা একটা ডিসিপ্লিন ফোর্স? কেনো কোন মানুষ আপনাদের ভালো চোখে দেখে না বোঝেন না? রোজ রোজ এরকম লোকজনের গালি গালাজ খেতে ভালো লাগে আপনাদের? নাকি নিজেদের বড় গুন্ডা মনে করেন? এক দিকে নেতারা দাদাগিরি দেখাবে, আরেক দিকে তার চ্যালারা আর মাঝখানে উর্দি পরে আপনারা, সাধারণ মানুষ যাবে কোথায়? এরপর সাধারণ মানুষ আইন নিজের হাতে তুলে নিতে শুরু করলে পার পাবেন? এমনিতেই দেখছেন কেউ পাত্তা দেয়না আপনাদের। অবস্থা আরও বিগড়ে দিতে চান? এই সব বদমাইশি বন্ধ করুন, নইলে এরপর আরোও বাজে দিন দেখার জন্য প্রস্তুত হন। আমার কি, ভালো কথা বললাম, শুনলে ভালো, না শুনলে ও ভালো। এখন আপাতত উর্দিতে পানের পিক আর হাতে রক্তের দাগ, এরপর দিকে দিকে রক্ত গঙ্গা বইলে সামাল দেবার ক্ষমতা যে নেই জানি। তাই সময় থাকতে শুধরে যান। পা চাটা বন্ধ করুন। উর্দির মান রাখুন। নইলে মরার পরেও লোকে থুতু দেবে।
    #ভেনোচরিতকতা
  • দীপ | 2402:3a80:198f:b9e7:878:5634:1232:***:*** | ১০ এপ্রিল ২০২৫ ১৩:৩০542255
  • চট জলদি
    --------------
    মৃদুল দাশগুপ্ত

    আজকে তুমি মারছো লাঠি
    আজকে তুমি মারছো লাথি
    মূর্খ হবে তোমার মেয়ে
    বনবে গাধা তোমার নাতি।

    তোমায় যিনি আদেশ দিলেন
    তিনি তো এক অশিক্ষিত
    প্রাইমারিতে ভর্তি হলে
    হেডদি তাকে গাঁট্টা দিত।
  • সৌমেন রায় | 2409:40e1:100c:37d2:8000::***:*** | ১৩ এপ্রিল ২০২৫ ১৩:৫৮542344
  • নিরপেক্ষ নয় 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন