
নিরাপদ পাখিরা | 108.162.***.*** | ১৪ জানুয়ারি ২০২০ ০৫:৩১364704
নিরাপদ পাখিরা | 108.162.***.*** | ১৪ জানুয়ারি ২০২০ ০৫:৩২364705
নিরাপদ পাখিরা | 108.162.***.*** | ১৪ জানুয়ারি ২০২০ ০৫:৩২364706মোদি শা আসবে যাবে
মনে মনে বিষ ঢোকাবে
পড়শিরে ফুসলে কবে পড়শি তোমার আনজনা
ও সাহেব ধান্দা রাখো বাংলায় ওসব হবে না
কাগজ তো কিছুতে দেখাবো না।
ওরা বলে মানুষ তাড়াও
মারো গুলি কামান চালাও
বানিয়েছে দেওয়াল উঁচু মানুষ ধরার জেলখানা
(তবু) কাগজ তো কিছুতে দেখাবো না।
আমার বসত কাড়তে আসে দলিল কাগজ চায়
বাপ দাদারার কাগজ খোঁজে ধৰ্ম কি জিগায়
মানুষেরে মান দেয় না পিপীলিকার প্রায়
হুশ রাখে না বিভেদ করে দেশের এমন দায়
ওরা সব দাঙ্গাবাজের গোষ্ঠী জ্ঞাতি
মতলব ধান্দা পেটে মারবে লাথি
দেখাবে হাতসাফাইয়ের ভানুমতীর খেল
এ চোরা ধর্ম বলে সিঁদ কাটে বাংলায়।
চোরারা দল বেঁধেছে স্যাঙাত খুঁজে
বিভীশন তোমার আমার পড়শি সেজে
খোঁজ দেয় আমার ঘরে কেমন আছে ভাই বিরাদর ধন
আমাদের উঠান থেকে দাঙ্গাজীবি ল্যাজ গুটিয়ে যায়
যেমন গোয়াল ঘরে ধুনো দিলে ডাঁশমাছি পালায়।
কে কাগজ দেখতে আসে কার কলিজায় জোর
কাগজ তো কখনো দেখাবো না।
ওরা জাত ধৰ্ম ধরে, মানুষ্যে বিভেদ করে
ও সাহেব যতই মারো বাংলার নাম তো ডোবাবো না
কাগজ তো কিছুতে দেখাবো না।
নিরাপদ পাখিরা | 108.162.***.*** | ১৪ জানুয়ারি ২০২০ ০৫:৩৩364707
Damayanti Talukdar | 172.68.***.*** | ১৪ জানুয়ারি ২০২০ ১৬:৩৩364712
Damayanti Talukdar | 172.68.***.*** | ১৪ জানুয়ারি ২০২০ ১৬:৩৩364711