
santosh banerjee লেখকের গ্রাহক হোনবাৎসরিক ক্রিয়া কর্ম !!ওটা না হলে তো গয়া র পিন্ডি টা চটকানো যাবে না !! শত্রূ শক্তিমান ।..রাষ্ট্র ক্ষমতা তার নিপীড়ন ।..কলাকৌশল ।।.ছল চাতুরী এসব দিয়ে প্রতিবার এই ধরনের বন্ধ কে দমন করেছে ।..করবে ।..ঐতিহাসিক সত্য ।..তবুও ওই ভোঁতা অস্ত্র প্রয়োগ ??কিসসু হবে না চাঁদু ।..বুকটা চিতিয়ে রাস্তায় নামো দাদারা ।..সঙ্গে নাও আমাদের ।..বুড়ো ।..জওয়ান ।..বৌ ।..বাচ্চা ।..রুগী ।..সুস্থ ।..সবাইকে ।..গুলি টা ধেয়ে আসুক বুকে ।..সেভাবেই নামা যাক না ।..মিছিলে জনসংখ্যা বাড়িয়ে ।..আর দোকান ।..অফিস ।..কারখানা বছরে একদিন বন্ধ করে কিস্সু হবে না গো !!!
২৬ নভেম্বর ভারত বনধের সমর্থনে হাওড়ায় মিছিল বামেদের, পাল্টা সরব তৃণমূল, বিজেপি
আগামী ২৬ নভেম্বর দেশজুড়ে সাধারণ ধর্মঘটের সমর্থনে রবিবার হাওড়ায় মিছিল করল সিপিএম-সহ বাম ও সহযোগী দলগুলি। কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ডাকা এই ভারত বনধ রাজ্যের শাসক দল তৃণমূল বিরোধিতা করায় তার সমালোচনাও করা হয়েছে সিপিএমের তরফে।অতিমারির জন্য সব গরিব পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদান, করোনার বিনামূল্যে চিকিৎসা, বেকারদের চাকরি, পুরোটা পড়ুন