
এখানে মাঝে মাঝে গান পোস্ট করবো।
যেকোনো রকম। এমনিই।
কাল রাতে কয়েকটা গানের কথা মনে পড়লো বলে ইউটুবে শুনে নিলাম । Mission Impossible সিনেমার সাউন্ডট্রাকের অডিও ক্যাসেট কিনেছিলাম। এই সময়ে মাগাদের অ্যানথেম হতে পারতো No Government। কিন্তু ওরা বোঝে :)।
আমার মনে পড়ছিলো পাল্পের আই স্পাই গানটা whicch has not aged well at all. টেলিগ্রাফ আর ল্যান্ডলাইন ফোনের মত। যেহেতু বিশ্লেষণ সব এআই করবে। you me world war 3 গানটাও শুনলাম lets talk deep and meaningful things বলে :D ।
আরো মনে পড়লো white town এর ইওর ওম্যান। কিন্তু তখন শোনা হয়নি , নাম শিল্পী কিছুই মনে পড়ছিলো না। শুধু হয়তো ভুল শোনা কোনো অংশ...

আজ তাহলে শুরু করি কোন গান দিয়ে ?
Rango সিনেমায় বেশ ক'টা ভালো গান আছে। sound track এর বাংলা .. (?) যদি শুনতে গিয়ে কখনো মন খারাপ লাগে, সেটা কি পাইরেটস অব দি ক্যারিবিয়ান দেখে ব্যালান্স হবে না?
প্রথমেই নিজেই নিয়ম ভঙ্গ করার দরকার।
প্রথমে ভাবছি জন স্টুয়ার্ট ফ্লাইট৩৭০ নিয়ে সি এন এন কে পঁচানো
"লিবারেল মিডিয়া" র অদক্ষতা মানুষকে সেন্ডস পিপল ওয়ান্ডারিং ইন দি উডস
গ্যারি ওয়েব এর লেকচার শুনছিলাম ,বলে রিয়েল কম্পিটিশান না থাকায় এই সব ঘটছে
এখন যদি ভাবি রিয়েল পলিটিশিয়ান রা এটা হতে দিয়েছে ও দিচ্ছে কেনো (এন্টি -ট্রাস্ট ল ইত্যাদি ) - ..- বেশি ভাবা হয়ে যায়
rango র প্লে লিস্টে কি ওয়েডনেস ডে ওয়াটারস টা নেই?
সব লেখকের প্রাইমাল ফিয়ার - লেখার স্বীকৃতি না পাওয়া , টাকা না পাওয়া , লেখা চুরি হওয়া ইত্যদি ইত্যাদি
সবচে ভালো হয়তো চুরি হবার মত কিছু না লেখা - সব অন্যের কথা আউড়ে যাওয়া
ওহ! প্রথম কমেন্টে লিখতে ভুলে গেছি বিল বার এর
কে জানে এই ভিডিও স্লো নাকি আমার মুখস্থ বেশি ১.৫ স্পিডে দেয়ার আগে অস্থির লাগছিলো
দূরদর্শনে যে কয়টা জিনিস দেখেছি এটা তার একটা - ঝির ঝির ছবি আসতো। ভোট দেয়ার বয়স আসার আগে শিশু নাগরিক এটা ফুল সেট এক কোর্স খাওয়ানো উচিত - অন্তত ভালো গণতন্ত্রে।
তেনালিরামা নামে একটা নাটক হতো , ওটার শুরুর সুর ভালো লাগতো আর কার্টুন
তানানা তানা নানা না - কিন্তু দেখতাম না , গভীর রাতে দেখেছিলাম নাম্বার ফাইভ রোবটের সিনেমা
এই গানের পিছে ঘুরে লায়ন কিং এর ইতিহাস O জানা হয়ে গেলো
মার্কিন চালাকি
আমি শুনলাম পিঙ্ক মার্টিনি হয়ে
সুর চেনা লাগায় খুঁজে পেলুম
এবং আরো আরো বেশি বিস্তারিত হয়তো - পড়ে দেখিনি
লায়ন কিং ইতিহাস পরের কমেন্টে দেই .
লায়ন কিং অরিজিনাল recorded
দেখাইযাচ্ছে মূল সব কিছু এখানেই আছে
সলোমন লিন্ডা এন্ড দি ইভিনিং - আজ রাতে সিংহ ...
সন্ধ্যা বেলার জন্য
হিলিবিলি | 37.***.*** | ০৪ ডিসেম্বর ২০২০ ২২:৫০100938এই লেকচার সিরিজটা খুব ভালো লাগে।
এধরনের জিনিস ফ্রি শুনতে পাওয়া কত আনন্দের।
আমি এখন এগ্রেশনের অংশটা শুনছি।
আরো অনেক বছর আগেই এই কোর্সটা শুনে ফেলা উচিত ছিলো।
হিলিবিলি | 37.***.*** | ০৪ ডিসেম্বর ২০২০ ২২:৫০100939এই লেকচার সিরিজটা খুব ভালো লাগে।
এধরনের জিনিস ফ্রি শুনতে পাওয়া কত আনন্দের।
আমি এখন এগ্রেশনের অংশটা শুনছি।
আরো অনেক বছর আগেই এই কোর্সটা শুনে ফেলা উচিত ছিলো।
ধুর ধুর mri fmri নিয়ে সুপার কনফিডেন্স তাও ৫ বছর আগে?! বোরিং
6:10-7:05