
আলাপ আলোচনা ইত্যাদি।
dc | 122.174.***.*** | ১৭ নভেম্বর ২০২০ ১০:৪৬733183বন্ধুগন, এতদ্বারা জানানো যাইতেছে যে শীঘ্রই একটি মিটিং এর প্রয়াস নেওয়া হইবে। করতৃপক্ষের অনড় মনোভাব আর মেনে নেওয়া যায় না, কালো হাত ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও ইত্যাদি ইত্যাদি।
দুনিয়াজোড়া গুরু ফ্যামিলি এক হও, একাকীত্ব ছাড়া তোমাদের হারানোর কিছুই নেই।
কোন এক রোববার সবাই মিলে জুম মিটিং করা যাক। আগামী বাইশ তারিখ বা ২৯ তারিখ, সবাই মিলে সুবিধে মতো একটা দিন ঠিক করুন / করো। সময়ও মোটামুটি জিএমটি ধরে ঠিক করা হোক। সবাই নিজের নিজের সুবিধে মতো সময় বলুন, তারপর লোয়েস্ট কমন ডিনোমিনেটর তো আছেই।
dc | 122.174.***.*** | ১৭ নভেম্বর ২০২০ ১০:৪৯733184আমার সুবিধে হয় ভারতীয় সময় দুপুর তিনটে থেকে রাত্তির অবধি যে কোন স্লট। মানে জিএমটি সকাল সাড়ে নটা। সবাই নিজের মতো সময় পোস্ট করুন, তারপর একটা কমন সময় বের করে নেওয়া যাবে।
আর এই মিটিংএ ডিডিদাকে অবশ্য করে চাই।
সম্বিৎ | ১৭ নভেম্বর ২০২০ ১০:৫৬733185যাক্কলা, আইএসটি রাত মানে তো পিএসটি সকাল। সিঙ্গিল মল্টের কী হবে? সক্কাল সক্কাল মদ গেলা যায় নাকি! কী গেরো!
জিএমটি সাড়ে নটা মানে আমাদের শনিবার রাত সাড়ে নটা।
একটা ডুডল পোল করে দেখলে কেমন হয়?
kc | 188.236.***.*** | ১৭ নভেম্বর ২০২০ ১১:০৬733187আমার সময়, শুক্কুর শনি ২৪ ঘন্টাই, অন্যদিন হলে ভারতীয় সময় দুপুর চারটে থেকে রাত্রি আড়াইটে। ভিজে ছোলা নুন দিয়ে সক্কাল সক্কাল সিঙ্গিল মল্টের সঙ্গে ভালো যায়। অন দ্য রকস।
Amit | 121.2.***.*** | ১৭ নভেম্বর ২০২০ ১১:১২733189এইটা একখান জব্বর ভালো আইডিয়া। এখানে এতো মারামারি , কুস্তোকুস্তি করি , একবার সক্কলের চেহারাটা দেখতে পেলে মন্দ হয়না। আমাকে অবশ্য এখানে যেরকম ঝগড়া করতে দ্যাখেন সেরকমই দেখতে।
আমাদের সময় ইন্ডিয়া থেকে ০৪:৩০ ঘন্টা এগিয়ে। অরিনের আরো তিন ঘন্টা এগিয়ে। সবার কমন স্লট পাওয়া একটু চাপের মনে হয়। উইকেন্ড হলে আমার একটু সুবিধা। তবে দ্যাখেন মেজরিটির যেদিন সুবিধা হয় এডজাস্ট করে নেবো।
dc | 122.174.***.*** | ১৭ নভেম্বর ২০২০ ১১:১২733190সবাই জিএমটি জানান, মোটামুটি কমন সময় একটা বের করা যাবে। শুক্কুর শনিতেও আমার অসুবিধে নেই।
Amit | 121.2.***.*** | ১৭ নভেম্বর ২০২০ ১১:১৫733191আমার টাইম জোন : GMT+10:00
dc | 122.174.***.*** | ১৭ নভেম্বর ২০২০ ১১:১৮733192অরিন, পোল খুলে ফেলুন। সুবিধেই হবে।
সম্বিৎ | ১৭ নভেম্বর ২০২০ ১১:১৯733193GMT -8:00
S | 2405:8100:8000:5ca1::5d9:***:*** | ১৭ নভেম্বর ২০২০ ১১:২৮733194২৯ তারিখ হলে সুবিধা বেশি।
kc | 34.65.***.*** | ১৭ নভেম্বর ২০২০ ১১:৪১733195GMT +3.00
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ১৭ নভেম্বর ২০২০ ১২:০৭733196ডিসি, আমার এটাতে কোন উৎসাহ নেই :-(
বোধিসত্ত্ব দাশগুপ্ত
S | 2405:8100:8000:5ca1::4f:***:*** | ১৭ নভেম্বর ২০২০ ১২:১৪733197সকালবেলা হওয়া চাপ আছে। খুব সকালে ঘুমও ভাঙে না, মাথাও কাজ করেনা।
dc | 122.174.***.*** | ১৭ নভেম্বর ২০২০ ১২:৫৪733198কিন্তু আমার কাছে তো গুরু শুধুই আড্ডা মারার জায়গা! :-( গুরু শুধু সমোস্কিতি চর্চা করার জায়গা হয়ে গেলে আমি কাটবো
dc | 122.174.***.*** | ১৭ নভেম্বর ২০২০ ১২:৫৪733199এই যাঃ ভুল টইতে পোস্ট করেছি
গুরু মুখোমুখি জুম মিটিং এর দিন পরিকল্পনা
এই নিন, পোল।
এলেবেলে | 202.142.***.*** | ১৭ নভেম্বর ২০২০ ১৩:৫০733201ইয়ে আমি মানে গুগল মিট বা জুম সম্পর্কে নিরেট অজ্ঞ। মানে কী কী যন্ত্রপাতি লাগে বা কী করে কী করতে হয় তার বিন্দুবিসর্গ জানি না। প্রথমে আমাকে সেই বিষয়ে যত্ন করে হাতেখড়ি দেওয়ার দায়িত্ব নিতে হবে। যে কেউ নিতে পারেন। আর ২৯ হবে না। নবদ্বীপে রাস আছে। বাজনা এবং মাইক আছে। ভারতীয় সময় সকাল এগারোটা থেকে রাত দেড়টা অবধি যে কোনও সময়ে আমি আছি। আর এখানে যে ভাষায় ও ভঙ্গিতে ঝগড়া করে থাকি, আসলে তার থেকেও হাজার গুণ ঝগড়ুটে। এবারে আমাকে তালিকাভুক্ত করা বা না করা আপনাদের মর্জি।
S | 2405:8100:8000:5ca1::69:***:*** | ১৭ নভেম্বর ২০২০ ১৪:০৯733202লিন্কে ক্লিক করতে জানলেই হবে। তার থেকে বেশি আমিও খাটবো না।
dc | 122.174.***.*** | ১৭ নভেম্বর ২০২০ ১৪:৫০733203এলেবেলেকে জুমে আনার দায়িত্ব আমার। আপনি শুধু পছন্দের ডেট আর সময় জানান।
এলেবেলে | 202.142.***.*** | ১৭ নভেম্বর ২০২০ ১৫:০২733204২২-২২ ও ২৮-২৯ ছাড়া যে কোনও দিন ভারতীয় সময় সকাল এগারোটা থেকে রাত দেড়টা পর্যন্ত।
এলেবেলে | 202.142.***.*** | ১৭ নভেম্বর ২০২০ ১৫:০২733205অ্যাঃ ২১-২২