চন্ডালদের আফ্রিকা সফর
dc, গ্রেট ব্যরিয়র রিফ অস্ট্রেলিয়ায় | আপনি কি গ্রেট ব্যরিয়ার আইল্যন্ডের কথা বলছেন?
অ্যাফ্রিকায় নেকড়ে দেখতে ভুলবেন না।
অরিন, সে তো জানি! সেইজন্যই এখনো ফাইনাল কিছু করিনি। গ্রেট ব্যারিয়ার রিফের কথাই বলছি। অস্ট্রেলিয়া থেকে যেমন হয়, সেরকম কি নিউ জিল্যান্ড থেকেও কোন তিন-চারদিনের লঞ্চ ট্রিপ হয়?
dc. অকল্যান্ড থেকে গ্রেট ব্যারিয়ার রিফের দূরত্ব ধরুন ৩৬০০ কিলোমিটার মতন । Tasman সমুদ্রের ওপর দিয়ে, সে ভয়ানক উত্তাল সমুদ্র । তিন চার দিনের লঞ্চ ট্রিপ মনে হয় না সম্ভব, তাছাড়া অস্ট্রেলিয়া আর নিউ জিল্যান্ড দুটো সম্পূর্ণ আলাদা দেশ ।
ডুবে গিয়েছিল, তুললাম।
অব্শ্যই যাব। বড়েস-্কে অনেক ধন্যবাদ, এই উদ্যোগ নেওয়ার জন্য।
১৪ বা ম্যাক্স ১৬ দিনের প্ল্যান বেটার, আমার জন্য। একা গেলে পুরো সময়টাই বিভিন্ন জঙ্গলে ঘুরতাম। জঙ্গল + ওয়াইল্ড লাইফ - মূল আকর্ষণ আমার কাছে। ভিক্টোরিয়া ফলস না দেখলেও চলে। কিন্তু এই হোক দল, হোক কলরব ব্যাপারটা ভাল লাগছে, ভিক্টোরিয়া ফলসএ সময় দিতে আপত্তি নেই।
ভিক্টোরিয়া ফল্সটা অনেকটা লেকের কালমিনেশান মতন।
হূতো -কে অবশ্যই চাই। প্রথমত, দ্বিতীয়ত ,, সেশ পর্যন্ত। তিমি-কেও চাই, রেফারীর কোন জায়গা নাই, সবাই খেলুড়ে ।
গবু কোথায়? ভারত থেকে কারা আসছে? অন্যান্য দেশ থেকে (অস্ট্রেলিয়া -ছোটাই, অমিত , নিউজিল্যান্ড - অরিন ? -
আফ্রিকা ঘুরেছে এমন কিছু বন্ধুবান্ধব আছে। তাদের সাথে কথা বলে এখানে শেয়ার করব , তাদের ভ্রমণসূচী, অভিজ্ঞতা
একটা গন্ডগোল হয়ে গেছে। মানে আফ্রিকার যে জায়্গাটাতে যাবো সেখানে ট্রাপিকাল ক্লাইমেট। ফলে ২০২২এর সময়কাল পরিবর্তন হতে পারে। উইকি থেকেঃ
কেনিয়াঃ মার্চ-এপ্রিল থেকে মে-জুনে বর্ষা। আবার অক্টোবর থেকে নভেম্বর-ডিসেম্বর ছোট বর্ষা। ফেব্রুয়ারি-মার্চ সবথেকে গরম (নাইরোবিতে ২৫-২৬) আর জুলাই আগস্টে সবথেকে ঠান্ডা (১০-১১)।
তানজানিয়াঃ সবথেকে গরম নভেম্বর থেকে ফেব্রুয়ারি (২৫-৩১), সবথেকে ঠান্ডা মে থেকে আগস্ট (১৫-২০)। বড় বর্ষা হয় মার্চ থেকে মে মাসে, আর ছোট বর্ষা হয় অক্টোবর থেকে ডিসেম্বরে।
ভিক্টোরিয়া ফলস দেখার সেরা সময়ঃ ফেব্রুয়ারি থেকে মে।
এবারে বলুন কোনটা প্রায়োরিটি। মশা পোকা যখন কম থাকবে। মন্দার বোসকে জিগ্যেস করুন যে নেকড়েরা কখন বেড়োয়। আবার বৃষ্টির মধ্যে জঙ্গল দেখার মজাই আলাদা। তবে বৃষ্টির মধ্যে গোরিলা দেখার ট্রেক হবে কিনা জানিনা। কিলিমান্জারো কখন দেখা যাবে।
মতামত দিন।