
কুকুর সম্পর্কে দুটো একটা কথা যা পাই জানে না
Tim | 174.102.***.*** | ২০ সেপ্টেম্বর ২০২০ ২২:৪৭732751ছবিটা খুবই ভালো হয়েছে। শুধু ঢেউখেলানো ওড়না বা মাফলারটা শুকনো ডাঙায় দেখানোটা কি সত্যের পথ থেকে বিচ্যুতি নয়? আর একটা মশাও নেই। এইসব দেখে আমার দিল দুখলো
avi | 2409:4061:2d1a:60ee:272d:150a:9f8:***:*** | ২০ সেপ্টেম্বর ২০২০ ২৩:০০732752ডিসি ২২ ০০ এর কথাটা অবিশ্যি ভুল নয়। যদিও স্যাম্পল সাইজ ছোট, কিন্তু আমার মনে হয় এভাবেই ধীরে ধীরে স্যাম্পল সাইজ বড় হবে।
avi | 2409:4061:2d1a:60ee:272d:150a:9f8:***:*** | ২০ সেপ্টেম্বর ২০২০ ২৩:০৫732753আজ কার্শিয়াং থেকে সাইকেল চালিয়ে আমরা চারজন নেমে আসছি, তিনধরিয়ার একটু আগে দুটো কুকুর রাস্তার ধারে শান্ত ভাবে বসে ছিল। প্রথম সাইকেল আসতেই দুজনে চোখের কোণে তাকিয়ে ঘেউ ঘেউ করে তাড়া করল। সাইকেলের গতি বেশি, বেরিয়ে গেল। এবার বড় আকারের কুকুরটি শান্ত হয়ে গেল। দ্বিতীয় সাইকেল তাদের এলাকায় ঢুকে গেছে ততক্ষণে। ছোট আকারের বেশ ঝাপুর ঝুপুর কুকুরটি তাকে আর একবার কিছুটা তাড়া করে গেল। তৃতীয় সাইকেলে আমি যখন এসেছি, দুজনেই বেশ নির্বিবাদে বসে আছে, আমাকে শান্তভাবে স্রেফ দেখে নিল।
এটার কী সারমেয়লজি?
খেরোর খাতা | 47.39.***.*** | ২১ সেপ্টেম্বর ২০২০ ০৭:১৬732756