এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সত্য সন্ধানী | ১৩ জানুয়ারি ২০১৬ ২২:০৩692971
  • পুঁজিবাদ মানবসমাজের কাছে আশির্বাদ | এই লেখায় আমি দেখাবো যে পুঁজিবাদ কিভাবে আমাদের জীবন উন্নত করেছে | আমি নিজে পুঁজিবাদে বিশ্বাস করি তবে সেই বিশ্বাস কারো ওপর চাপাতে চাই না | শুধু নিজের মনের কথাটা বলতে চাই আর আশা করি যে সংবিধান আমাকে সেই অধিকারটা দিয়েছে | যাই হোক , আজকের এই শিল্প-প্রতিকুল মাওবাদী-দীর্ণ, বামপন্থী-সমাকুল পরিবেশে এই লেখা অত্যন্ত জরুরি |

    পুঁজিবাদ না থাকলে আমরা নিজেদের ট্যালেন্ট দেশকে দিতে পারতাম না | পুঁজিবাদ আমাদের প্রতিভা দেশের কাজে লাগাতে সাহায্য করে | এই ব্যবস্থায় ব্যক্তিগত উদ্যোগে শিল্প করার ব্যবস্থা আছে | এখানে একজন তার শিল্পপ্রতিভা দেশের কাজে লাগাতে পারে | পুঁজিবাদ না থাকলে আমরা হেনরি ফোর্ড কে পেতাম না, ডাইমলার ও ক্রাইসলার কে পেতাম না, বিল গেটসকে পেতাম না, রকফেলারকে পেতাম না , এন্ড্রু কার্নেগিকে পেতাম না , টাটা-বিড়লা-আম্বানিদের পেতাম না | আমরা মার্ক যুকার্বাগ আর ফেসবুককে পেয়েছিলাম পুঁজিবাদের দৌলতে | আজকের দিনে এসব ছাড়া কি আমাদের একমুহূর্ত চলে ? স্টিভ জব আর এপেল কে পেতাম না | পুঁজিবাদ আমাদের এনে দিয়েছে কম্পুটার, আই ফোন-আই প্যাড ইত্যাদি | এসব ছাড়া আমাদের একদিনও চলে না | পুঁজিবাদের দৌলতে আমরা পেয়েছি স্মার্ট ফোন যা আমাদের জীবনযাত্রা আরো সোজা করে দিয়েছে | এইসব পুঁজিবাদের মহান দান |

    বামুদের একটাই গান আছে যে পুঁজিবাদ শ্রমিক শোষণ করে | আসুন এটাকে একটু দেখা যাক | অর্থনীতির নিয়ম বলে চাহিদা কম-যোগান বেশি হলে দাম কমে যায় | পৃথিবীর যেসব অংশে মজুরের চাহিদা কম অথচ যোগান বেশি সেখানে মজুরি কমতে বাধ্য অর্থনীতির নিয়মে |এশিয়া আর আফ্রিকাতে মজুর বেশি কিন্তু কোম্পানি কম , তাই মজুরি কম অর্থাৎ শ্রমিক শোষণ হচ্ছে | তাতে মালিকের কি দোষ ? এটা তো অর্থনীতির নিয়ম | একই নিয়মে ইউরোপ আমেরিকা যেখানে শ্রমিক কম কিন্তু কোম্পানি বেশি সেখানে মজুরি বেশি হচ্ছে | এতে মালিকপক্ষের কিছু করার নেই বামুরা |

    আচ্ছা বামুরা একটা কথার জবাব দাও তো | শ্রমিকরা যখন কাজে ফাঁকি দেয় আর মজুরি বাড়াতে বলে তখন কি মালিক শোষণ হয় না ? শ্রমিকরা যখন মালিকের কারখানা থেকে জিনিস চুরি করে তখনও কি মালিক শোষণ হয় না ? শ্রমিকরা যখন বাজে কোয়ালিটির কাজ করে মালিকের কোম্পানির দুর্নাম করে তখনও কি মালিক শোষণ হয় না ? এগুলো কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম | এগুলো কি কখনো ভেবে দেখেছ বামুরা ?
    সুতরাং পুঁজিবাদের যথেষ্ট ভালো দিক আছে | পুঁজিবাদ দেশের উন্নতিতে সাহায্য করে | মূল্যবৃদ্ধি একটু হয় বটে , তবে বামুরা পৃথিবীতে কোন জিনিষটা ফ্রীতে পাওয়া যায় বলতে পার ? ভালো উন্নত জীবন কাটাতে গেলে তার মূল্য তো দিতেই হবে , নয় কি ?
  • Rupert Hentzau | 24.99.***.*** | ১৩ জানুয়ারি ২০১৬ ২২:০৭692982
  • বাঃ, ভালো হচ্ছে। আরো লিখুন।
  • T | 24.***.*** | ১৪ জানুয়ারি ২০১৬ ০৭:৫৩692986
  • আমিই আবার তুলে দিলাম। নাও সত্যবাহন, তোমার ধোপার খাতাটা বার করো।
  • bip | 81.244.***.*** | ১৪ জানুয়ারি ২০১৬ ০৯:০২692987
  • (১) মার্কেট ব্যাতীত কেওই দারিদ্র দূর করতে পারে নি, কমিনিউস্ট চীন ও মার্কেটের সাহায্যেই গরিবী হাটিয়েছে।
    কমিনিউজম দারিদ্র , দুর্ভিক্ষ এবং মারণাস্ত্র ছাড়া কিছুই দিতে পারে নি।
    (২) মার্কেট ক্রেতা ছাড়া চলে না। ক্রেতার পকেটে টাকা না থাকলে ধণতন্ত্র চলে না। ধণতন্ত্র তাই নিজের স্বার্থেই
    প্রতিটা ব্যাক্তির আপওয়ার্ড মোবিলিটি সাপোর্ট করে।
  • sm | 233.223.***.*** | ১৪ জানুয়ারি ২০১৬ ০৯:২০692988
  • পুঁজিবাদের উপকারী দিক দেখাতে গিয়ে কি দালালি করতে হবে নাকি? ইউরোপে প্রচুর ধনী ও শিল্পোন্নত দেশ আছে। আবার পূর্ব ইউরোপে অনেক গরিব দেশ আছে। গ্রিসের মত দেউলিয়া দেশ ও আছে। কিন্তু ওই তথাকথিত গরিব দেশের লোকেরা যখন ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, স্ক্যান্ডেনেভিয়ান দেশে কাজ করতে যায়; তখন কি তাদের টাকার অংকে দৈনিক ৫০০ টাকার সমতুল্য ইউরো বা পাউন্ড হাতে ধরিয়ে দেওয়া হয় নাকি? প্রত্যেক দেশের একটা মিনিমাম ওয়েজ থাকে। যেমন ধরুন ব্রিটেনে গড়ে ঘন্টা প্রতি সাড়ে ৬ পাউন্ড। টাকার অঙ্কটা দিনের শেষে কম নয়। শ্রমিক নিজেকে অপরিসীম শোষিত ভাবেনা।
    মালিক ও এর চেয়ে কম দিতে গেলে আইনি ডান্ডা খাবার ভয়ে চুপ থাকে।
    পুঁজিবাদের মূল বাজে দিক হলো অর্থের বিষম বন্টন।
    টাটা, বিরলা আম্বানি রা না থাকলে হয়ত দেশ চলত; কিন্তু থাকার জন্য যে কিছু মানুষ অধিক দরিদ্র হয়েছে সে বিষয়ে কুনো সন্দেহ নেই।
  • সত্য সন্ধানী | ১৪ জানুয়ারি ২০১৬ ০৯:২১692989
  • দুঃখের কথা এই যে সিপিএম মার খেয়েও এখনো ধনতন্ত্রের পথে হাঁটে নি | আজও তারা সেই গরিবের স্বার্থ, শ্রমিকের স্বার্থ ইত্যাদি নিয়ে বলে | সুতরাং আমার মনে হয় না যে সিপিএম ক্ষমতায় আসলে বাংলার কোনো উন্নতি হবে | এখন তো তারা খুব চেল্লাচ্ছে |

    ধনতন্ত্রকে গ্রহণ করতে হবে | মল সুপারমার্কেটের বিরোধিতা করলে চলবে না | ধনতন্ত্রের অবশ্যম্ভাবী প্রতিক্রিয়া হলো বিশ্বায়ন | একে মানতেই হবে | ভুলে গেলে চলবে না যে চীন ও জাপান এই বিশ্বায়নের মধ্যেও দাঁড়াতে পেরেছে | তাহলে ভারত কেন পারবে না ? ভারত তথা বাংলাকে পারতেই হবে | নাহলে স্রেফ মিলিয়ে যেতে হবে জগত থেকে | গরিব মানুষেরা বেঁচে থাকবে , ওরা আরশোলার জাত | যেকোনো পরিস্থিতিতে ওরা বেঁচে থাকে , ওদের কথা ভাবলে চলবে না | আমাদের নিজেদের কথা ভাবতে হবে | এই বিশ্বায়ন আমাদের স্বর্গরাজ্যে নিয়ে যাবে যদি আমরা নিজেদেরকে বদলে ফেলে একে গ্রহণ করতে পারি |
  • সত্য সন্ধানী | ১৪ জানুয়ারি ২০১৬ ০৯:২৫692990
  • sm ভাই মানুষঃ গরিব হয় নিজেদের দোষে | মালিকের জন্য নয় | মালিকের দেয়া টাকা গরিবের মদ খেয়ে উড়িয়ে দেয় , তো তাদের গরিবি ঘোচাবে এমন সাধ্য শিবেরও নেই | শুধু শুধু টাটা বিড়লা আম্বানির দোষ আর ধনতন্ত্রের দোষ দেয়া |

    আর আছে গরিব মানুষের চুরিবিদ্যে | ধনীরাও হার মেনে যাবে |
  • সত্য সন্ধানী | ১৪ জানুয়ারি ২০১৬ ০৯:২৮692991
  • অর্থের অসম বন্টনের কারণ হলো গরিবের ঘোড়া রোগ | তারা যখন মদ খেয়ে বাবু সাজতে গিয়ে টাকা উড়িয়ে দেয় তখনি অর্থের বিষম বন্টন হয় | তারা যখন গন্ডায় গন্ডায় বাচ্চা পয়দা করে নিজেদের আর্থিক অবস্থার কথা না ভেবে , তখনি অর্থের অসম বন্টন হয় | তারা যখন বাবু সাজতে গিয়ে বাচ্চাদের ইংলিশ মিডিয়ামে পড়ায় নিজেদের ট্যাকের কথা ভুলে গিয়ে, তখনি অর্থের অসম বন্টন হয় |
  • sm | 233.223.***.*** | ১৪ জানুয়ারি ২০১৬ ০৯:৩৫692992
  • ওরে পোদো , টাকা মাটি, মাটি টাকা। শ্রমিক,১০০ টাকা রোজকার করে বা চুরি করে ১১০ টাকার মদ খায়; আর শিল্প পতি কোটি টাকা রোজকার থুড়ি চুরি করে হাজার টাকা দামী মদ খেতে পারেনা। ছ্যা! কত টা মানসিক ভাবে দৈন্য ভাবুন তো!
  • aka | 80.193.***.*** | ১৪ জানুয়ারি ২০১৬ ১০:২১692972
  • খুবই উপকারী টই। মলের ইকনমি নিয়ে দুচার কথা হয়ে যাক।
  • ranjan roy | 24.96.***.*** | ১৪ জানুয়ারি ২০১৬ ১২:১৪692973
  • এটা কী হচ্ছে মাইরি! সিরিয়াস কি ট্রোলিং?
  • Debabrata Chakrabarty | ১৪ জানুয়ারি ২০১৬ ১২:৩২692974
  • খুব নাইন্সাফি ,পুঁজিবাদের আরও কত ভালো ভালো দিক আছে - এগুলো একটু ভেবে দেখবেন স্যার ,নইলে রচনা অসম্পূর্ণ রয়ে যাবে ।
    যেমন পুঁজিবাদ না থাকলে আমরা দু দুটো বিশ্বযুদ্ধ থেকে বঞ্চিত থাকতাম , গত ২০০০ বছরের সন্মিলিত হত্যার রেকর্ড মাত্র দুটো বিশ্বযুদ্ধে ভঙ্গ না হোলে জনসংখ্যা বেড়ে কোথায় যেত একবার ভাবুন !এর থেকে ভালো জনসংখ্যা নিয়ত্রন ভাবা যায় ?

    পুঁজিবাদ না থাকলে আফগান ,ইরাকী ,সিরিয়া এবং আফ্রিকার উদ্বাস্তুও থাকতোনা -সস্তার কাজের লোক কিভাবে পেতাম ? এই আজকে ওবামা আমাদের স্মরণ করিয়েছেন !

    লক্ষ বছর ধরে এইযে শালা মাটির নিচে বক্সাইট,লোহা ,ইউরেনিয়াম ,আরও কি কি সব গুঁতিয়ে রাখা ছিল পুঁজিবাদ না এলে উদ্ধার হত ? তাতে দু একটা পাহাড় টাহার উড়িয়ে দিতে হোলেও কত সুবিধা ভাবুন ।

    তারপর এই যে ধরুন বাতাসে কার্বন ৪২৫,বিশ্বের উত্তাপ বেড়ে যাওয়া ,বরফ টরফ গলে জল ,টপ সয়েল ভ্যানিস, জঙ্গল উধাও, হাঁপানি ,লাঙ্গক্যান্সার -পুঁজিবাদ না এলে হতোনা হয়ত ,কিন্তু আমরা কি জংলী নাকি -বন্যরা বনে সুন্দর কিন্তু মানুষ ?হাঁপানি ,লাঙ্গক্যান্সার না হোলে ওষুধ কোম্পানি কি দাঁতের মাজন বেচত ? কত লোক করে খায় ! কোট পড়া ডাক্তার কি বাদাম বেচত ? তার পড় ধরুন স্পেস সিপ প্রায় তৈরি -শালা এই পৃথিবী গেলো তো কি হয়েছে মঙ্গল আছে - কি অসাধারণ উন্নতি পুঁজিবাদ না এলে জানতে পারতাম ?

    লিখুন স্যার লিখুন ,উত্তেজনায় ফুটছি !
  • Ekak | 125.99.***.*** | ১৪ জানুয়ারি ২০১৬ ১২:৩৫692975
  • এই ফ্রাস্ত্রেতেদ সিপুএম টা আবার এসেছে। এদের সেই এক চিরচেনা টেম্পলেট। পুরনো প্রেম ভুলতেও পারেনা ইদিকে ডলার প্রেম টানছে। সর্বদা প্রমান করার চেষ্টা করে যাবে যে সিপুএম গরিব এর জন্যে কাজ করেছে । শালা বাংলার একটা নেড়ি কুত্তা কে জিগালেও বলবে সিপুএম কোনদিন মধ্যবিত্ত শ্রেনীর স্বার্থে আঘাত পরে এমন কিছু করেনি।শ্রমিক কে ইউস করেছে। চাষী কে ফোর্স এন্তার্প্রেনীয়র বানিয়েছে সোশ্য বন্টন ব্যবস্থা কন্ট্রোল করার জন্যে । সব শিক্ষিত মধ্যবিত্তের স্বার্থে । সেই অপরাধবোধ ঢাকতে এরা সর্বর্ত্র কেঁদে বেড়ায় ক্যাপিটালিস্ট এর ছদ্মবেশ ধরে যে আহা দেখো সন্তা মন্তা সিপুএম সোনাটা গরিব দরদ দেখাতে গিয়ে কি অবস্থা হলো । ফ্রাস্ত্রু বাম যত।
  • khik khik | 125.112.***.*** | ১৪ জানুয়ারি ২০১৬ ১৩:২৪692976
  • "যেমন পুঁজিবাদ না থাকলে আমরা দু দুটো বিশ্বযুদ্ধ থেকে বঞ্চিত থাকতাম , ,গত ২০০০ বছরের সন্মিলিত হত্যার রেকর্ড মাত্র দুটো বিশ্বযুদ্ধে ভঙ্গ না হোলে জনসংখ্যা বেড়ে কোথায় যেত একবার ভাবুন !এর থেকে ভালো জনসংখ্যা নিয়ত্রন ভাবা যায় ?" স্তালিন, পল পট এবং চীন, পূর্ব ইউরোপের মহান কমিউনিস্ট নেতাদের দের অবদান ভুলে গেলেন ?
    "লক্ষ বছর ধরে এইযে শালা মাটির নিচে বক্সাইট,লোহা ,ইউরেনিয়াম ,আরও কি কি সব গুঁতিয়ে রাখা ছিল পুঁজিবাদ না এলে উদ্ধার হত ? তাতে দু একটা পাহাড় টাহার উড়িয়ে দিতে হোলেও কত সুবিধা ভাবুন ।তারপর এই যে ধরুন বাতাসে কার্বন ৪২৫,বিশ্বের উত্তাপ বেড়ে যাওয়া ,বরফ টরফ গলে জল ,টপ সয়েল ভ্যানিস, জঙ্গল উধাও, হাঁপানি ,লাঙ্গক্যান্সার -পুঁজিবাদ না এলে হতোনা হয়ত " - আহারে সোভিয়েত , লাল চীন এসব কিচ্ছু করে নি - খোকা তোমার ভারী ছেলেমানুষ ।
    লিখুন স্যার লিখুন, তবে একপেশে নয় :-)
  • lcm | 83.162.***.*** | ১৪ জানুয়ারি ২০১৬ ১৫:০৫692977
  • না না, এক্পেশেই লিখুন, দুপেশে ভালো না।

    হয় পুঁজিবাদের পক্ষে লিখুন, বা পুঁজিবাদের বিপক্ষে লিখুন। কিন্তু, পুঁজি বাদ দিয়ে লিখবেন না। অবশ্য লিখতে পারবেনও না - এই ইন্টারনেট কানেকশন, এই ল্যাপট্প বা স্মার্টফোন বা কম্পুটার - এসব বাদ দিয়ে দিয়ে কিভাবে লিখবেন।

    ত্রেতা যুগে ছিল বার্টার ইকনমি - নো টাকাপয়্সা, নো কারেন্সি। চাষী গম দিতে মুচিকে, মুচি বদলে জুতো দিত চাষীকে। কিন্তু তা বলে ভাববেন না পুঁজিবাদ ছিল না। তখন পুঁজি ছিল শস্য, যার যত বেশি শস্য তার তত পুঁজি। তারপরে পুঁজি হল গবাদি পশু। রোমে এক সময় নিয়ম ছিল - জামিনযোগ্য অপরাধে, গরু/ভেড়া/ঘোড়া জমা দিয়ে জামিন পাওয়া যেত।

    সুতরাং, পুঁজি কি আজকের জিনিস, সেই ত্রেতা থেকে.... দ্বাপর হয়ে... এই ঘোর...
  • sswarnendu | 198.154.***.*** | ১৪ জানুয়ারি ২০১৬ ১৫:২১692978
  • ইয়ে মানে আমি এইসব একদম বুঝিনে, তবে কিনা এই যুক্তিগুলোয় শস্য কিম্বা গবাদি পশু পুঁজি হয় না বলেই তো শুনেছিলুম... money ( wealth অর্থে ) আর capital এর কিসব পার্থক্য ছেল যেন এইসব কিসব... আমি ঠিক বুঝিনে অবশ্য
  • lcm | 83.162.***.*** | ১৪ জানুয়ারি ২০১৬ ১৫:২৩692979
  • সেই তো। অ্যারিস্টটল কয়েছিলেন -- every object has two uses, the first being the original purpose for which the object was designed, and the second possibility is to conceive of the object as an item to sell or barter ---- পুঁজি, পুঁজি।
  • lcm | 83.162.***.*** | ১৪ জানুয়ারি ২০১৬ ১৫:২৯692980
  • গরু/ঘোড়া দিয়ে ক্যাপিটাল অ্যাসেট মাপা হত তো এই হালেও।
  • সত্য সন্ধানী | ১৪ জানুয়ারি ২০১৬ ২১:৩২692981
  • শ্রমিকরা ১০০ টাকার মদ খায় আর মালিকরা হাজার টাকার মদ খায় , দুজনের আর্থিক অবস্থা কি সমান ভাই ? মালিকরা হাজার টাকার মদ খেলেও সামলে নেই কিন্তু শ্রমিকরা ভিখিরি হয়ে যায় | তাদের দারিদ্রের জন্য তারাই দায়ী |

    পুঁজিবাদের জন্য বিশ্বযুদ্ধ হয়েছে কিন্তু সাম্যবাদের জন্য যে ঠান্ডা যুদ্ধ হয়েছে | সাম্যবাদ রাশিয়ায় অগণিত লোক মেরেছে | চীনে লাল ফৌজ অজস্র লোক মেরেছে | এই দুই সম্মিলিত হত্যা দুই বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে যায় | তাছাড়া ইরাক আফগানিস্তান এইসব পুঁজিবাদের জন্য হয়েছে না মুসলিম সন্ত্রাসবাদের জন্য হয়েছে তা গোটা বিশ্ব জানে শুধু গুরুচন্ডালির গুরুরা জানে না |

    গ্লোবার ওয়ার্মিং-এর জন্য পুঁজিবাদ দায়ী ? ওরে বোকা মেরু অঞ্চলে গ্লোবাল ওয়ার্মিং-এর প্রভাব দেখা যায় , সেখানে কোন শিল্পটা আছে ? এত শিল্প হলো শহরে আর বরফ গলল মেরুর : মারব এখানে আর লাশ পড়বে সম্সানের মত ব্যাপার | বামু ধরিবাজি আর কি ?

    যাক আর বকতে পারছি না | সাম্যবাদ বিশ্বের কোথাও টেকে নি , টিকবেও না | পুঁজিবাদই শেষ ভরসা |
  • aka | 80.193.***.*** | ১৪ জানুয়ারি ২০১৬ ২১:৪৪692983
  • মাক্কালি বলছি খাসা হচ্ছে কিন্তু, আর একটু লিখুন হাত খুলে।
  • Debabrata Chakrabarty | ১৫ জানুয়ারি ২০১৬ ০০:১২692984
  • এইরে স্তালিনের বা মাওয়ের দেশের চিমনি দিয়ে জুঁই ফুলের সুবাস বেড়ত কেডা বলেছে ? আর সোভিয়েত বা সিকনি ঝাড়া লালা চীন কবে থেকে পুঁজিবাদের বিরোধী হয়ে গেলো ? সেতো আরও উন্নত পুঁজিবাদ - শালা ৫২টি পরিবারের হাত থেকে দেশের সমস্ত সম্পদের ঠিকা ১৫ জন পলিতব্যুরো সদস্যের হাতে ট্রান্সফার কত বড় উন্নতি ভাবুন ! তবে বিশ্বের জনসংখ্যা নিয়ন্ত্রণে পুঁজিবাদ আর কি যেন হ্যা ইয়ে মৌলবাদ দুরন্ত স্কিম । আমি তো চাই প্রতি পাঁচ বছর অন্তর একটা ছোট খাট বিশ্বযুদ্ধ হোক -যা সব ছোটলোকে দেশ ভরে যাচ্ছে । শান্তিতে পুঁজিবাদের সুফল ভোগই করা যাচ্ছেনা ।

    কে যেন বলছিলেন 'পুঁজি' বাদ দিয়ে যেন আলোচনা না হয় -তাহার উদ্দেশ্যে ঃ- প্রথমে বার্টার (দ্বাপর যুগ ) ,তার পর মানি ( ত্রেতা ) এবং অবশেষে কলিতে এসে ক্রেডিট এই মিথ বহুকাল পূর্বেই সমাপ্ত হইয়াছে । এই তথাকথিত ইকনমিক কষ্টকল্পনাতে প্রভূত পরিমাণ জল মিশ্রিত। মহামান্য 'Aristotle was speculating along vaguely similar lines in his treatise on politics. At first, he suggested, families must have produced everything they needed for themselves. Gradually, some would presum­ably have specialized, some growing corn, others making wine, swap­ ping one for the other. Money, Aristotle assumed, must have emerged from such a process. But, like the medieval schoolmen who occasion­ ally repeated the story, Aristotle was never clear as to how.' পুঁজি, পুঁজি নয় স্যার Aristotle ,আপনি বার্টারের মিথ প্রচারের অন্যতম জনক!

    বার্টার কখনো ছিলইনা "No example of a barter economy, pure and simple, has ever been described, let alone the emergence from it of money; all available eth­nography suggests that there never has been such a thing.”( The definitive anthropological work on barter, by Caroline Hum­phrey, of Cambridge ) তাহলে কি ছিল ? Debt -ইহাকে পুঁজি বলেনা । এখন Debt কি ? কয় প্রকার ? রক্তের ঋণ ,দুধের ঋণ ,আত্মীয়তার ঋণ ,সুদ বিহীন ঋণ ,সুদ সহিত ঋণ কি ভাবে মাপব এইসব ভ্যাদরা প্যাঁচাল পারার এখন সময় নয় । ৬০০০ খ্রিস্ট পুর্বাব্দে কোন সুমেরিয়ান ট্যাবলেট এ লেখা আছে তার রেফ দেওয়াও আমাদের কাজ নয় । আমাদের কাজ পুঁজিবাদ মানুষের কত উপকারী সেই বিষয়ে আলোচনা করা , এবং লেখক কে নূতন নূতন তথ্য দিয়ে উৎসাহিত করা যাহাতে তিনি আমাদের উত্তেজিত করতে পারেন । লিখুন লিখুন ।
  • . | 105.2.***.*** | ১৫ জানুয়ারি ২০১৬ ২০:৩০692985
  • গুরু কি ছিট ম্যাগনেট? নৈলে এতোরকম বিচিত্র ছিটেল পাব্লিক এখানে কি করে জড়ো হয়েছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন