এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | 135.19.***.*** | ২৭ আগস্ট ২০১৪ ১০:৫০648775
  • পারলে শ্রাবণীরটাও খুঁজে দিও তো। ওটা খুঁজে পেলাম না।
  • dd | 111.63.***.*** | ২৭ আগস্ট ২০১৪ ১১:৩৪648776
  • এসো গ্যালো বুঝি? আবার?

    উফ।
  • kiki | 127.194.***.*** | ২৭ আগস্ট ২০১৪ ২০:২৭648777
  • হ্যাঁ, আবার এসে গেলো আর এবারো পালানোর উপায় নেই, সত্যি উফ!!!

    আর শুরু হলো বোধায় গনেশ পুজো দিয়ে। মা মাগো!! কান ঝালাপালা করে দিলো। এত উৎসবের উৎসাহ কোদ্দিয়ে আসে?
  • aka | 76.168.***.*** | ২৭ আগস্ট ২০১৪ ২১:০৮648778
  • উৎসব তো ভালো ব্যাপার। জনগণের মুড ভালো হয়। আম্রিগা একটা ছন্নছাড়া দেশ, বছরে একটা মাত্র উৎসব ৪থ জুলাই, এক্কেবারে পোষায় না। বিশ্বকর্মা পুজো, পুজো, কালীপুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, পয়লা জানুয়ারী, সরস্বতী পুজো, দোল, পয়লা বৈশাখ। এইরকম চাই, মাঝে দু একটা গণেশ, লক্ষ্মী, কার্তিক পুজো হলেও মন্দ হয় না। দাও ফিরে সেই উৎসব নাও ফিরে এই দৌড়নো।
  • কল্লোল | 125.24.***.*** | ২৮ আগস্ট ২০১৪ ১৫:৪৫648779
  • এবার ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী কোন কোন তারিখে? কেউ বলবে?
  • ঐশিক | 24.14.***.*** | ২৮ আগস্ট ২০১৪ ১৬:১৬648780
  • মহালয়া 23rd September 2014
    ষষ্ঠী 29th September 2014
    সপ্তমী 30th September 2014
    Mahaa-Ashtami01st October 2014
    Mahaa-নবমী 02nd October 2014
    Dashami - Vijya03rd October 2014
    Lakshmi Puja07th October 2014
    Kali Puja23rd October 2014
  • সিকি | 135.19.***.*** | ২৮ আগস্ট ২০১৪ ১৬:১৯648781
  • পাল্লিন পিপির লেখাদুটো এত বছর বাদে ফিরে পড়লাম, আবার চোখে জল চলে এল।
  • | ২৯ আগস্ট ২০১৪ ২০:৫৬648757
  • ধুস সপ্তমী তো এক তারিখ।
    এবারে অষ্টমী নবমী নাকি একইদিনে পড়েছে দুই তারিখ।

    শ্রাবনীর লেখাটার নাম মনে করতে পারছি না। :-( খুঁজতে গিয়ে খালি গল্পগুলো পাচ্ছি।
  • kumu | 52.104.***.*** | ০৯ সেপ্টেম্বর ২০১৪ ১৯:৫৬648758
  • শ্রাবণী কই?লিখবে না?
  • ish | 127.2.***.*** | ১০ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৫৮648759
  • ১ তারিখ সপ্তমী
    ২ তারিখ অস্টমী
    ৩ তারিখ নবমী আর দশমী
  • নে | 172.136.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ০২:০৯648760
  • *
  • Ishani | 24.99.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ১১:০৩648761
  • কবে যেন পুজো ? এসে গেল ? হাওয়ায় কি কুসুমগন্ধ ? আজ আর শিউলি বলতে ইচ্ছে করছে না | কোথায় যেন পড়েছিলাম ..হরশৃঙ্গার | ডাকনাম বুঝি শিউলি ? এখানে শিউলি ফোটে না | এখানে পুজোর গন্ধ ভাসে না | যদিও এখানে অনেকগুলো পুজো হয় | পুজোর সময়ে বুঝতে পারি .. আমি কী ভয়ঙ্কর ধরনের অসামাজিক | কারণ যে মণ্ডপেই যাই ..অজস্র বাঙালি , অবাঙালিও কিছু ..আমি একজনকেও চিনি না | নিজের মনে যাই , ইতিউতি ঘুরি , প্রতিমার সামনে একটু দাঁড়াই ... ভাবি অনেক কিছু এই ফাঁকে চেয়ে নেব | কিন্তু কাজের সময়ে কিছু মনে না পড়া আমার চিরকেলে ব্যামো , তাই ফিরে যাই | চাওয়া আর হয়ে ওঠে না | টুকিটাকি খাবার ..সেই এক... লুচি-আলুর দম- মাংস-ফ্রাই -মিষ্টি-রোল- চাউমিন ...অসহ্য লাগে ! চাই নতুন কিছু ! আচার -বড়ি -পাঁপড় খুঁজি ..একটু অন্যরকম স্বাদের | বাংলা বই , পত্র-পত্রিকা ..দেখি কী কী পাই ! মঞ্চ একদিকে ..সেখানে কলকাতা থেকে চেনা-আধচেনা-অচেনা নামের কিছু শিল্পী , কিছু স্থানীয় প্রতিভা ...সেই এক নাচ , গান ! প্রথম প্রথম ভালোই লাগত | এখন আর বৈচিত্র্য নেই | একটু থেকেই বেরিয়ে আসার ফিকির খুঁজি | নতুন শাড়ি ? পরি না | সে অনেককাল হয়ে গেল | এক সময় ছিল বটে ! হাতের কর গুনে ফ্রকের হিসেব, তারপর ফ্রক পেরিয়ে শাড়ি .| সকাল বিকেল | রঙিন প্রজাপতির মতো ফুরফুরে পাখা | এখন ওসব আর নয় | এখন এখানে পুজোর সময়ে রান্নাঘরে তেল -হলুদ -মশলার ঝাঁঝে নৈবেদ্যর আলোচাল-কলা - সন্দেশের গন্ধ কই ? বাইরে ফেরিওয়ালার ডাক ছাপিয়ে শোনার চেষ্টা করি ঢাকের বাদ্যি | শুনতেই পাই না | আমার ঘরের বাইরে একটা বড় গাছের গোড়ায় জমে ওঠা শুকনো ফুলের পাহাড়ে অঞ্জলির অদৃশ্য যত ফুল-বেলপাতা চাপা পড়ে যায় | ভোগের খিচুড়ি , সন্ধের শীতলের লুচি -মোহনভোগ ..কিচ্ছু নেবার জন্য হুড়োহুড়ি নেই | আরতির আলোয় প্রতিমার মুখে চিকচিক করে না বিষণ্নতার ঘামতেল | মানে এগুলো সবই থাকে যদিও..আমি দেখতে পাই না | ইচ্ছে করলে দেখা যায় না..তা নয়..ইচ্ছেটাই মরে গেছে | পরবাসের পুজো আসে, চলে যায়, আবার আসে |

    আমি একার মনে পুজোর দিনে কেন যেন ওই কলকাতার ..ওই আমার আবাল্যের চেনা পুজোর, চেনা ঠাকুরদালানের সুবাস আর ছবি খুঁজে ফিরি |

    এখন আমার এখানে একটাই গন্ধ | দৈনন্দিনতার গন্ধ ছাপিয়ে | আসন্ন পুজোর সৌরভ আড়াল করে ......

    মন খারাপের |
  • Ishani | 116.216.***.*** | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১২:২৯648763
  • এই সময় শারদ সংখ্যা ১৪২১ ব্যাঙ্গালোরে কীভাবে পেতে পারি একটু জানাবেন |
  • Paallin | 102.233.***.*** | ০১ অক্টোবর ২০১৪ ১৭:০১648764
  • তোমরা কখোনো লক্ষ্য করেছ যে কাঁচের গেলাস ভাঙ্গার একটা প্যাটার্ন আছে ? আমি মানুষ একেই চঞ্চল , তার ওপর আধেক সময় অন্তরিন্দ্রিয়খান এদেশ-ওদেশ উড়ে উড়ে ঘুরে ঘুরে কথা কয় একা-একা-দোকা-দোকা। কাজেই কাঁচের গেলাসভাঙ্গা আমার নৈমিত্তিক সাংসারিক কম্মের মধ্যেই পড়ে। অমন ঠুনকো জিনিষ যখন আমার অন্যমনা-হরবড়ানি আর মধ্যাকর্ষনের বিষন্ন টানে মন-চল-নিজ-নিকেতনে হয় তখন আমি নিজের ঘোর ভাঙ্গিয়ে তাকিয়ে দেখি সেই ধংস ........অথবা সৃষ্টি। আর প্রতিবারেই দেখি তলার মোটা ঘষা গোলটি থেকে যায় অক্ষত আর চারিদিকের কাঁচ ভাঙ্গে সেই ছেলেবেলার আঁকা পাহাড়ের মতন। তীক্ষ্ণ তীক্ষ্ণ তুঙ্গী চূড়া আর ধারালো-মসৃন ঢালু গা। স্লেটরঙ্গা এক প্রবাসের আকাশ দেখে আজ সেই গেলাস ভাঙ্গার গপ্প জুড়লুম ক্যনো সেইটাও ন্যায্য প্রশ্চেন।
    আসলে আজকাল মাঝেমাঝেই ভাবি যে এই স্মৃতি আর নষ্ট্যালজিয়া ব্যাপট্টা আদতে ভাঙ্গা গেলাসের ন্যায়। ছেলেবেলার আসল স্মৃতিগুলো সব আমার সব কেমন বৃষ্টিভেজা জলরং। আদলটুকু আছে , কটা উজ্জ্বলরং যাব-যাব করেও থেকে গেছে। কিন্তু দু পা পিছিয়ে আর্টিস্ট যেমন করে ক্যানভাস দেখে তেমন করে দেখলে দেখি এক সার্বত্রিক ধূসরতা। আছে হয়্তো অনেক কিন্তু ডিটেইলস গুলো একসথে ধুয়ে মিশে গিয়ে হয়েছে এক আধেক-রাঙ্গা-আধেক-সাদা কুয়াশা। ঠিক ঐ ভাঙ্গা গেলাসের ঝাপসা-ঘষা তলাটুকুর মত। এদিকে ঐ ধূসর স্মৃতির খোঁচা কিন্তু কখোনো ভোঁতা কখোনো প্রবল।স্মৃতির জমিনের ঢালু গা বেয়ে হাত সাবধানে চালিয়ে আদর করি কত করে , আর বুড়ো স্মৃতি হড়বড় করে করে কত কথা ,কত গল্প । শীতল জলের মতল ঠান্ডা গেলাসের ঢালু গা। সেই আদরের মাঝেই হঠাৎ তীক্ষ্ণ খোঁচা , হ্যান্ডক্রীম মাখা সযত্নে লালিত ম্যানিকিওর্ড এনারাই আঙ্গুলে একফোঁটা আসল রক্ত। ঘন লাল। আমি সেইটুকু দিয়ে অন্যমনস্ক কাটাকুটি খেলি হাতের তেলোয়। আর গেলাসের তলার কাঁচের উল্টোদিকে একটুকরো উজ্জ্বল রক্তরঙ্গের জলরং উজ্জ্বলতর হয়ে কথা কইতে আসে আমার শৈশব আর কৈশরের। দাদুর আমলের অশোককুমোরের গড়া মাদুগ্গার রক্তরঙ্গা হাতের তেলো। শরৎকালে ইশকুল ছুটির পর কটি পুঁটেপুটে ছেলেপুলে ধুলোধুলো রাস্তা দিয়ে দৌড়ে যেতাম বাঁশের আশেপাশের চড়ানো নরম কাদা-কাদা মাটিতে মাদুগ্গার আদল দেখতে। আর রংপড়া মানে তো পুজো এসেই গেল। তদ্দিনে ইশকুলেও ছুটি। থাবড়ে বসে অশোকজেঠুকে প্রশ্নবাণ। অ জেঠু এবার লক্ষ্মী-সরস্স্বতীর কী রঙ্গের শাড়ি এনেছ গো ? ( মাদুগ্গা শাড়ি বছর বছর ই লাল , তাই তাতে সেরকম ইন্টারেস্ট নাই) ।অ জেঠু , মাদুগ্গা-র ঠোঁটে লাল রং দাও ক্যানো ? মনে হচ্চে মাদুগ্গা লিপ্সটিক পরেচে। আর হাতের তেলো অমন লাল ক্যানো ? আলতা ? হাতেও পরে ? ঐযে ভারতনাট্যম নাচিয়েদের মতন ? ওরা বুঝি মাদুগ্গাকে দেখেই শিখেছে হাতে আলতাপরা ?
    আজ ঘষাকাঁচের ক্যালাইডোস্কোপে সেই কবেকার দেখা মদুগ্গার লালরঙ্গা হাতের তেলোটুকু চোখে পড়ে গেল। হাজার চেষ্টাতেও মুখখানি মনে করতে পারলুম না। কিন্তু সেই তেলোর খোঁচাতেই পাউন্ডলোভী এনারাই-মনখানি ধরাশায়ী। ফেসবুকে এ পাতা ও পাতা ঘুরে বেড়াই , মাদুগ্গার হাতের তেলোর সাথে বাকী পাজলএর টুকরোগুলি মেলাতে। পুজো আসে , পুজো যায়। মহা কলরব-কোন্দলের পিঠোপিঠি। আমার ফেসবুকের খোলাজমিনে মাদুগ্গার হাসিমাখা প্রশান্ত মুখ আর ছাত্র-ছাত্রীর রাগ-হতাশামাখামুখ দোঁহে সুখে বিরাজিত। আমার ভারী রাগ হয় যখন দেখি লোকজন হোককলরব পোস্টার ছেড়ে সাজুগুজু সব ছবি ছাপায় আহ্লাদে। তারপর একটু অন্দরের কোন্দরে ডুব দে বুঝি সে আসলে আমার হিংসামাত্র। হিংসে , হিংসে থেকে রাগ , রাগ থেকে মনকেমন আর সেখান থেকে গভীর মমতা ঐ বচ্ছরকার মাটির পুতুলটির উপর। ফুটবে জেনেও আমি আলতো হাতের আদর মাখাই ভাঙ্গা গেলাসের আনাচে কানাচে। ক্যালাইডোস্কোপে কখন কী রং ধরা পরে তার তুরতুর সাসপেন্সটুকু বুকে আগলে ধরে রেখে ...........
  • d | 144.159.***.*** | ০১ অক্টোবর ২০১৪ ১৭:৪২648765
  • উফ! ভিন্টেজ পাল্লিন ..........
    লেখ লেখ আরেকটু লেখ।
  • dd | 132.17.***.*** | ০২ অক্টোবর ২০১৪ ০০:১৩648766
  • সপ্তমীও শেস। মানে ৫০% সাবাড় করেছি। আর দু দিন। দাঁতে দাঁত চিপে লড়ে যাও কমরেড।
  • সিকি | ০২ অক্টোবর ২০১৪ ১১:০৬648768
  • আয় পাল্লিন আয়। বচ্ছরকার দিনে আরেকটু বসে যা প্লিজ।
  • সিকি | ০২ অক্টোবর ২০১৪ ১১:২৬648769
  • আমার একটা বিকট ভয়ঙ্কর পুজো কাটছে। শুধু কাল রাতে একজন আমায় ফেসবুকে একটা নিজের গলায় গাওয়া রবীন্দ্রসঙ্গীত পাঠালো, সেটা শুনে মনে কী যে শান্তি এল, কী বলব। শান্তিতে ঘুমোলাম। এখন আবার আজকের বিকট যুদ্ধের জন্য প্রস্তুতি।

    রবি ঠাকুর এখনও শক্তি জোগান। আজও।
  • dd | 132.172.***.*** | ০৩ অক্টোবর ২০১৪ ০১:২৮648770
  • অষ্টমীও পার দিলাম হে প্যালারাম।

    আর মাত্রো তো একটা দিন। চালিয়ে খেলো। দেখবে ওটাও ফিনিস হয়ে যাবে।
  • dd | 132.17.***.*** | ০৪ অক্টোবর ২০১৪ ০১:০০648771
  • তো নবমীও পোহাইয়ে দিলেম। এক বছোর আবার লিচ্চিন্দি।

    তবে ঠাকুরের ক্ষি কৃপা। ভাবুন তো, পুজো যদি নয়দিনের হোতো ? তাইলে ?
  • - | 109.133.***.*** | ০৪ অক্টোবর ২০১৪ ০৮:৩৫648772
  • তাও দিন কেটে যেত হে ডিডি ঃ-)
    পছন্দে অপছন্দে কেটে গেল অ্যাতগুলি বছর আর ন'টা দিন পার হত না?
    চালিয়ে খেলুক বা না খেলুক, সময় একদিন সকল প্যালারামকেই এসে বলবে, "চল প্যালারাম, নোঙর তোলো"!
    আর ঠিক তখনই নীল আলোটা জ্বলে উঠবে।
  • PT | 213.***.*** | ০৪ অক্টোবর ২০১৪ ১২:৩২648773
  • সবই যায়-নবমীর নিশিও। তবে এত উতলা কেন?

    সবাইকে বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা!!
  • সিকি | ০৪ অক্টোবর ২০১৪ ১৫:১২648774
  • আমাদের সোসাইটির ঠাকুর বেরিয়ে গেল বিসর্জনের জন্য। তাই দেখে করুণ মুখে মেয়ের জিজ্ঞাসা, মা, ঠাকুরকে নদীতে কেন ফেলে দেয়? ঠাকুর কি সুইমিং জানে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন