এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ikri-mikri

    nb
    অন্যান্য | ১৮ জানুয়ারি ২০১২ | ৭৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • nb | 14.96.***.*** | ১৮ জানুয়ারি ২০১২ ১৪:৪৩514662
  • ,

    / ,, , , ,

    , , , : , , , , ! - , , , , , , , , শে য় , , ।

    ! !! , , , , ? , ; , , , , , , , ' , , ?'

    ' , '

    ' ! ' ! ? , - , , , ! ,

    // //

    , , , , ! ! , , , , ! , , , , , ? , -- , , , ! , ! ! ! , , !

    ? , , - !

    , , , , ! ! !

    ! !

    , , , ," ,, ' ,' , ' '

    , , , , ,

    , , , ,

    , -

    ,

    , , , , , , , , , , ,

    ,

    ,

    ,

    , !! ' ' ? , ! !!!

    ? !! -?

    ?

    - , , ।।। ,

    ? -

    - - ," "

    ,- - -

    , , ,

    , , , , - -- !!
  • nb | 14.96.***.*** | ১৮ জানুয়ারি ২০১২ ১৫:৫৫514664
  • ছেলেবেলা~~কোথায় গেলা?

    আমাদের ছিল কাপড়ের পুতুল -নিজে বানাতাম। পুতুল বানানোর কায়দাটিও ছিল মজার।অচারকোনা পুরণো নরম ধুতির টুকরো ,মাথাটি তুলো দিয়ে সুতো দিয়ে বেঁধে গোল করে নেয়া হতো। ঝ্যাটার কাঠি ভেঙ্গে কাপড় পেঁচিয়ে তৈরী হত হাত। এরপর সেই কাঠি হাত গলার সঙ্গে সুতো দিয়ে জোর জুড়ে দেয়া। এবার চুল। কাল ক্রসেটের এক গুচ্ছ সুতো কেটে অথবা মায়ের ট্যাসেল কেটে তার থেকে যতটা প্রয়োজন সেলাই করে জুড়ে দিতাম। এলো চোখ মুখের পালা । কাল সুতো দিয়ে চোখ ভুরু নাক,ঠোঁট ও টিপ লাল সুতো দিয়ে । হাতে ও গলায় ছোট ছোট পুঁতি দিয়ে মালার ও চুড়ি। কত চারুকলা। তারপর পাশের বাড়ীর বড়পিসীর কা...ছে ছুট্টে গিয়ে শাড়ী জামা বানাবার জন্যে টুকরো কাপড় চেয়ে আনতাম।অবড়পিসী সেলাইয়ের কাজ করতেন তাই তার কাছে অনেক ছিট কাপড় থাকত।অখুব সংগ্রামী জীবন ছিল তার।অআমরা কোন কিছু চাইলে খুব খুশী হতেন।অবড়পিসীর মেয়ে খুকুদির খুব অসুখ করেছিল,হাসপতালে ভর্তি। পাড়ার সবাই ঝাঁপিয়ে পড়ল। মা গিয়ে রাতে থাকতেন হাসপাতালে। স্বামী পরিত্যক্তা বড়পিসীর গায়ে আঁচ লাগতে দিল না কেউ। খুকুদি সুস্থ হয়ে বাড়ী ফিরল।অএমনই ছিল মধুর সম্পর্ক।

    এল শীতের দিনে উল কাটা নিয়ে বসে যেতাম পুতুলের সুয়েটার বানাতে।অতারপর মেলা থেকে ছোট খাট কিনে এনে বালিস তোষক সব নিজের হাতে বানানো চলত।অসব সুঁচ সুতো নিয়ে হাতে সেলাই ।অতরপর এল সেই পরম লগন পুতুলের বিয়ে।অবন্ধু মালার ছেলে আমার মেয়ে।অবড়পিসীর কাছ থেকে বায়না করে বেনারসীর টুকরো যোগাড় করে ফেল্লাম।অচুমকী দিয়ে ব্লাউস ওড়না তৈরী হল। পাতাবাহারের পাতা দিয়ে কুঞ্জ তৈরী হল।অমা জ্যেঠিমারা লুচি বানালেন।অকি সমারোহ।১০ মত বন্ধুর নেমতন্ন।অতারপর তো চোখের জলে কনে বিদায়।অতখন হঠাৎ মনে হল আরে এ সব ই তো বন্ধুর বাড়ী চলে যাবে।অপরদিন গিয়ে কোন এক ফাঁকে পাত্র পাত্রী দুজনকে চুরি করে নিয়ে পালিয়ে আসা।অবন্ধু মালা কি আর ছেড়ে দেয়?পনসামগ্রী ওপাত্র পাত্রীর দাবী নিয়ে কদিন চলে রাম রাবনের যুদ্ধ-তারপর আবার বর ও কনে যার যার মা বাবার কাছে ফেরত।

    আর একটি ভাল লাগার পর্ব ছিল রান্না বাটি খেলা। মেলা থেকে আসত ছোট ছোট হাড়ি কুরি। উঠোনের কোন এক কোনা য়ক গর্ত খুড়ে তৈরি হত উনুন । তারপর মুলতই পাতালতা দিয়ে সব রান্নার সরঞ্জাম ব্যঞ্জন বানান। অনেক সময় সত্যি সত্যি আগুন জ্বেলে অল্প জলে রান্না ও হত। এক একটি রান্নার জন্য এক রকম পাতা। কোনটি নাম জানা কোনটি অজানা ।

    মহা আনন্দের ব্যপার ছিল স্কুল থেকে ফিরে এসে খেলতে যাওয়া ।অআমরা বলতাম দাড়িয়া বান্দা খেলা। কোনমতে মুখে ভাত গুজে দৌড় মাঠে। মুখার্জী জেঠুদের মাঠ সবার মাঠ।অআমার মাঠে আমিই খেলব সেই মনভাব তখনও তৈরি হয়নি। ছেলে মেয়ে মিলে খেলা। মাঝে মাঝে ঝগড়া আবধারিত। তখন আবার ছেলের দল মেয়ের দল আলাদা ।অশুরু হত মেয়েলি খেলা- বুড়ি কুত কুত । শীতের দিনে ব্যাডমিন্টন । কারোকে বলে দিতে হত না ।অএকটার পর একটা পর পর তৈরি।অমাঝে মাঝে খেলতে খেলতে হুঁশ থাকতো না ।অসন্ধ্যে পেরিয়ে গেলে জুটত উত্তম মধ্যম ।অসন্ধ্যে ছিল একটি লক্ষন রেখা। সেটি পেরিয়ে যাওয়া মানে ই -হয়ে গেল। তবে খেলার জন্য সে টুকু আর কিছু মনে হত না। অন্ধকারে ছোড়দা ও আমাকে ঘর থেকে বের করে দিলেন বাবা। ছোড়দাও আমার খেলার সঙ্গী।অসুতরাং মারের ও সঙ্গী। কিছুক্ষন পর ঠাকুমা গিয়ে চুপি চুপি ভেতরে নিয়ে এলেন।অবললেন,"বাবার কথা শুনবে"।অহয়ে গেল শাসন। ঠাকুমার মুখের ওপরে বাবা কিছু বলবেন না জানি। সুতরাং আমাদের পায় কে।অখেলার খেলা হল বকুনি থেকে বাঁচলাম।

    আর আমরা অপেক্ষা করতাম বিহুর জন্য। কারন সেদিন কলার পাছালি ও বাঁশ দিয়ে ঘর তৈরি করে হত পিকনিক। সবচেয়ে মজা হত সেদিন পেঁয়াজ খাওয়া যাবে । বাড়ীতে পেঁয়াজ রশুন বারণ । সুতরাং সেই অমৃতের স্বাদ সেদিন পাওয়া যাবে।অভাবলে এখন হাসি পায়। নগদ টাকা পয়সার কোন ব্যপার নেই। চাল ডাল,ডিম-যা দরকার সবই চেয়ে চিন্তে সবার বড়ী থেকে যোগাড় হত।অসাররাত সেখান থাকা ।অতবে এতোটা হত না।অরাত ১২টা নাগাত ঘরে ফেরা । পরদিন ভোর বেলা চান করে ঘর জ্বালিয়ে দেয়া হত। সেখানে দাড়িয়ে আগুন পোহানো ।অমা- জ্যেঠিমা -কাকিমারা রাত জেগে পিঠে বানাতেন ।অকারন সেটা ছিল পৌষ সক্রান্তির আগের রাত। পরদিন ছিল মহা খাওয়ার ধুম।

    এভাবে ই টিভি, কম্পিউটার গেম ,ফাস্ট ফুড, শপিং মল বিহনে আমাদের জীবন ছিল।

    আজকালকার বাচ্চারা কোথায় আর এত সময় পায়।অইদুর দৌড় , কোচিং ,হ্যেনা শেখা, ত্যানা শেখা ,তারপর চাঁদ ধরার প্রতিযোগিতা। টুং সোনাদা ঘুম -এর দেশ থেকে অনেক দু--র। কষ্ট পাই ওদের জন্য।অব্যবধান টা বড় বেশি হয়ে গেছে। ছুঁতে পারিনা ওদের!!
  • tania | 12.167.***.*** | ১৮ জানুয়ারি ২০১২ ২৩:৪৩514665
  • ভালো লাগল।
  • achintyarup | 115.***.*** | ১৮ জানুয়ারি ২০১২ ২৩:৫৪514666

  • pi | 128.23.***.*** | ১৯ জানুয়ারি ২০১২ ০০:০৩514667
  • নন্দিতাদি, বাকি গপ্পোগুলোও হয়ে যাক !
    দাড়ির পরে একটা স্পেস দিতে হবে। নইলে 'অ' এসে জুড়ে বসবে।
  • Bratin | 14.96.***.*** | ১৯ জানুয়ারি ২০১২ ২০:২৭514668
  • ভালো লাগলো।
  • kallol | 119.226.***.*** | ২০ জানুয়ারি ২০১২ ১৫:৩৮514669
  • আমাদের ছোটবেলাকার খেলা ও ছড়া :

    ইকড়ি মিকড়ি চাম চিকড়ি
    চামের কাঁটা মজুমদার
    ধেয়ে এলো দামোদার
    দামোদারে হাঁড়ি কুড়ি
    দুয়ারে বসে চাল কুরি
    চাল কুরতে গেলো বেলা
    ভাত খাবি লো দুপুরবেলা
    ভাতে পড়লো মাছি
    কোদাল দিয়ে চাঁছি
    কোদাল হলো ভোঁতা
    খা শিয়ালের মাথা
    +++++++++++++++++++++++

    এলাটিং বেলাটিং সইলো
    কিসের খবর আইলো
    রাজা একটি বালিকা চাইলো
    কোন বালিকা চাইলো
    এই বালিকা চাইলো
    নিয়ে যাও নিয়ে যাও বালিকাকে
    +++++++++++++++++++++++++++++++

    আগডোম বাগডোম ঘোড়াডোম সাজে
    ঢাল মেগর ঘাঘর বাজে
    বাজাতে বাজাতে চলল ঢুলি
    ঢুলি গেলো সেই কমলাপুরি
    কমলাপুরির টিয়েটা
    সুয্যিমামার বিয়েটা
    আয় লবঙ্গ হাটে যাই
    পান সুপারী কিনে খাই
    একটি পানে ফোপড়া
    মায়ে ঝিয়ে ঝগড়া
    হলুদ বলে কলুদ ফুল
    মামার নামে টগর ফুল
    +++++++++++++++++++++++++++

  • nb | 14.99.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০১২ ০৯:১০514670
  • দিত
    #২৪৫৮;#২৪৯৪;#২৪৫৩;#২৪৮২;#২৪৯৪; #২৪৫৮;#২৪৮২;
    ব্য ণন্দিত হত্তচর্জী ওন অতুর্দয়, আউগুস্ত ২০, ২০১১ অত ১১:১৭প্‌ম |
    #২৪৫৮;#২৪৯৪;#২৪৫৩;#২৪৮২;#২৪৯৪; #২৪৫৮;#২৪৮২;
    #২৪৭৪;#২৪৮০;#২৪৮৬;#২৪৯৭; #২৪৬০;#২৪৭২;#২৫০৯;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮৭;#২৫০৯;#২৪৬৪;#২৪৭৮;#২৪৯৬;#২৪০৪;#২৪৭৯;#২৪৮৬;#২৫০৭;#২৪৮০; #২৪৮০;#২৫০৭;#২৪৬৫; #২৪৭৭;#২৫০৩;#২৪৮৮;#২৫০৩; #২৪৭৯;#২৪৯৪;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৯;#২৫০৩; #২৪৬০;#২৪৭২;#২৪৬০;#২৫০৭;#২৫২৭;#২৪৯৪;#২৪৮০;#২৫০৩;#২৪০৪;#২৪৮৮;#২৪৯৪;#২৪৬৮; #২৪৬৯;#২৫০৩;#২৪৫৩;#২৫০৩; #২৪৮৮;#২৪৬৮;#২৫০৯;#২৪৬৮;#২৪৮০;#২৪০৪;#২৪৮৮;#২৫০৯;#২৪৮০;#২৫০৭;#২৪৬৮;#২৫০৩;#২৪৮০; #২৪৭৮;#২৪৬৮; #২৪৪৭;#২৪৫৫;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৭৯;#২৪৯৪;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৯;#২৫০৩; #২৪৭৬;#২৪৯৪;#২৪৫৫;#২৪৭৬;#২৪৯৪;#২৪৬০;#২৪৯৪;#২৪৮০; #২৪৬৯;#২৫০৩;#২৪৫৩;#২৫০৩; #২৪৫৮;#২৪৯৪;#২৪৫৩;#২৪৮২;#২৪৯৪; #২৪০৪;#২৪৬০;#২৫২৭; #২৪৮২;#২৫০৭;#২৪৫৩;#২৪৭২;#২৪৯৪;#২৪৬৯;#২৪৯৪;#২৪৭৬;#২৪৯৪;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০; #২৪৬০;#২৫২৭;#২৪০৪;#২৪৭০;#২৪৯৭;#২৪৭০;#২৪৯৫;#২৪৭২; #২৪৭১;#২৪৮০;#২৫০৩; #২৪৭০;#২৪৯৭;#২৪৭৪;#২৪৯৭;#২৪৮০; #২৪৬৯;#২৫০৩;#২৪৫৩;#২৫০৩;#২৪৩৯; #২৪৭৯;#২৪৯৪;#২৪৭২;#২৪৭৯;#২৪৬৩;#২৫০৩; #২৪৩৮;#২৪৭১;#২৪৫৬;#২৪৭২;#২৫০৯;#২৪৬৩;#২৪৯৪;#২৪৮০; #২৪৮০;#২৪৯৪;#২৪৮৮;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৪; #২৪৭৪;#২৫০৩;#২৪৮০;#২৫০৭;#২৪৬৮;#২৫০৩; #২৪৮২;#২৪৯৪;#২৪৫৫;#২৪৫৯;#২৫০৩; #২৪৭০;#২৫০৩;#২৫২৪;#২৪৫৬;#২৪৭২;#২৫০৯;#২৪৬৩;#২৪৯৪;#২৪০৪;#২৪৮০;#২৪৭৬;#২৪৯৫;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০;#২৫০৩; #২৪৬৮;#২৫০৭; #২৪৫৩;#২৪৬৯;#২৪৯৪;#২৪৩৯; #২৪৭২;#২৫০৩;#২৪৩৯;#২৪০৪;#২৪৭৭;#২৪৯৪;#২৪৮৮;#২৪৭৬;#২৫০৩; #২৪৭৮;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৭;#২৪৮৭;,#২৪৮০;#২৪৯৪;#২৪৮৮;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৪; #২৪৮৯;#২৪৭৬;#২৫০৩; #২৪৭২;#২৪৯৫;#২৪৮৬;#২৫০৯;#২৪৫৮;#২৪৮২;#২৪০৪;#২৪৪৭; #২৪৪৭;#২৪৫৩; #২৪৩৭;#২৪৭০;#২৫০৯;#২৪৭৭;#২৪৯৮;#২৪৬৮; #২৪৭৮;#২৪৯৪;#২৪৭০;#২৪৫৩;#২৪৬৮;#২৪৯৪;#২৪০৪;#২৪৫৩;#২৪৯৫;#২৪৮৮;#২৫০৩;#২৪৮০; #২৪৬৩;#২৪৯৪;#২৪৭২;#২৫০৩; #২৪৪৭;#২৪৭৮;#২৪৭২; #২৪৫৯;#২৪৯৭;#২৪৬৩;#২৫০৩; #২৪৫৮;#২৪৮২;#২৪৯৪;!!#২৪৮৬;#২৪৯৫;#২৫২৭;#২৪৯৪;#২৪৮২;#২৪৭০;#২৪৯৪; #২৪৫১; #২৪৮৯;#২৪৯৪;#২৪৫১;#২৫২৪;#২৪৯৪;#২৫২৭; #২৪৭৪;#২৫০৯;#২৪৮০;#২৪৬৯;#২৪৭৮; #২৪৩৭;#২৪৭৬;#২৪৬৮;#২৪৮০;#২৪৬৭;#২৪০৪; #২৪৭৮;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪;#২৪৬৩;#২৪৯৪;#২৪৬৫;#২৪৮০; #২৪৭০;#২৪৯৪;#২৪৩৩;#২৫২৪;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৬৯;#২৪৯৪;#২৪৫৩;#২৫০৩;#২৪০৪;#২৪৬৩;#২৪৭৪;#২৪৯৪;#২৪৬৩;#২৪৭৪; #২৪৭২;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৭৯;#২৪৯৪;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৯;#২৫০৩; #২৪৫৫;#২৪৭২;#২৫০৯;#২৪৬৮;#২৪৭৬;#২৫০৯;#২৪৭৯;#২৪৮৮;#২৫০৯;#২৪৬৯;#২৪৮২;#২৫০৩;#২৪০৪;#২৪৭৮;#২৪৯৪;#২৪৫৯;#২৫০৩;#২৪৮০; #২৪৬৩;#২৫০৭;#২৪৭৪; #২৪৭১;#২৪৮০;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৮;#২৪৬৮;#২৪০৪;#২৪৪৭;#২৪৫৯;#২৫২৪;#২৪৯৪;#২৪৫১; #২৪৭৬;#২৪৯৫;#২৪৭৭;#২৪৯৫;#২৪৭২;#২৫০৯;#২৪৭২;#২৪৭০;#২৪৯৫;#২৪৫৩; #২৪৬৯;#২৫০৩;#২৪৫৩;#২৫০৩; #২৪৬০;#২৫২৪; #২৪৮৯;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৯;#২৫০৩; #২৪৭৮;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৭;#২৪৮৭; #২৪৭৪;#২৪৫৯;#২৪৭২;#২৫০৯;#২৪৭০;#২৪৭৮;#২৪৬৮; #২৪৭৯;#২৪৯৪;#২৪৭২;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮৯;#২৪৭২;#২৫০৩; #২৪৫৩;#২৪৮০;#২৫০৩;#২৪০৪;#২৪৫৩;#২৪৯৫;#২৪৫৯;#২৪৯৭;#২৪৭০;#২৪৯৫;#২৪৭২; #২৪৩৮;#২৪৫৫;#২৫০৩;#২৪৫১; #২৪৭৯;#২৪৯৪;#২৪৫১;#২৫২৭;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৬;#২৪৯৪;#২৪৮৯;#২৪৭২; #২৪৫৯;#২৪৯৫;#২৪৮২; #২৪৭৪;#২৪৭০;#২৪৭৯;#২৪৯৭;#২৪৫৫;#২৪৮২;#২৪০৪;#২৪৭৬;#২৪৯৪;#২৪৫৫;#২৪৭৬;#২৪৯৪;#২৪৬০;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৫;#২৪৫৭;#২৫০৯;#২৪৫৫;#২৪৯৪; #২৪৬৯;#২৫০৩;#২৪৫৩;#২৫০৩; #২৪৭৬;#২৪৯৪;#২৪৩৩;#২৪৫৩;#২৫০৩; #২৪৫৩;#২৪৮০;#২৫০৩; #২৪৬০;#২৪৮২; #২৪৭২;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৩৮;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৯;#২৫০৭;#২৪৬৩;#২৪৯৪;#২৪০৪; #২৪৪১;#২৪৭০;#২৫০৯;#২৪৭০;#২৪৯৪;#২৪৭৮; #২৪৭২;#২৫০৩;#২৪৮৬;#২৪৯৪;#২৪০৪;#২৪৭৬;#২৪৯৪;#২৪৭৬;#২৪৯৪; #২৪৭৪;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৩;#২৪৮০;#২৫০৩;#২৪৫৫;#২৪৯৪;#২৪০৪;#২৪৮০;#২৪৯৪;#২৪৮৮;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৪;#২৫২৭; #২৪৬০;#২৪৮২;#২৪৮৮;#২৪৬৮;#২৫০৯;#২৪৮০;#২৫০৩;#২৪৮০; #২৪৩৮;#২৫২৭;#২৫০৭;#২৪৬০;#২৪৭২; #২৪৬০;#২৪৯৪;#২৫২৭;#২৪৫৫;#২৪৯৪;#২৫২৭; #২৪৬০;#২৪৯৪;#২৫২৭;#২৪৫৫;#২৪৯৪;#২৫২৭;#২৪০৪;#২৪৬৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৬০;#২৪৭২;#২৫০৯;#২৪৭৯;#২৫০৩; #২৪৫৩;#২৫২৭;#২৫০৩;#২৪৫৩;#২৪৭০;#২৪৯৫;#২৪৭২; #২৪৭১;#২৪৮০;#২৫০৩;#২৪৩৯; #২৪৭৬;#২৪৯৪;#২৪৮৮; #২৪৬৯;#২৪৯৪;#২৪৭৮;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৫৮;#২৪৯৪;#২৪৩৩;#২৪৭০;#২৪৯৪; #২৪৬৮;#২৫০৭;#২৪৮২;#২৪৯৪; #২৪৮৯;#২৫২৭;#২৫০৩;#২৪৫৯;#২৫০৩;#২৪০৪;#২৪৬০;#২৪৮২;#২৪৮৮;#২৪৬৮;#২৫০৯;#২৪৮০;#২৫০৩;#২৪৮০; #২৪৬৮;#২৪৯৪;#২৪৭৬;#২৪৯৭;#২৪৬৮;#২৫০৩; #২৪৫৩;#২৫০৩;#২৪৭৬;#২৪৮২;#২৪৭৮;#২৪৯৪;#২৪৬৮;#২৫০৯;#২৪৮০; #২৪৬০;#২৪৮২; #২৪৭২;#২৫২৭; #২৪৮০;#২৪৯৪;#২৪৬৮;#২৫০৯;#২৪৮০;#২৪৯৫;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮৮;#২৫০৩;#২৪৮০;#২৪৫১; #২৪৭৬;#২৪৭২;#২৫০৯;#২৪৭০;#২৫০৭;#২৪৭৬;#২৪৮৮;#২৫০৯;#২৪৬৮; #২৪৩৮;#২৪৫৯;#২৫০৩;#২৪০৪;#২৪৩৮;#২৪৫৯;#২৫০৩; #২৪৫৪;#২৪৯৫;#২৪৫৮;#২৪৯৭;#২৫২৪;#২৪৯৬;#২৪০৪;#২৪৫৪;#২৪৯৪;#২৪৩৯;#২৫২৭;#২৫০৩; #২৪৭৪;#২৪৮০;#২৪৯৫;#২৪৬৮;#২৪৯৯;#২৪৭৪;#২৫০৯;#২৪৬৮; #২৪৮৯;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৯;#২৫০৩;#২৪৭২; #২৪৪১;#২৪৭০;#২৫০৯;#২৪৭৯;#২৫০৭;#২৪৫৩;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৪;#২৪৮০;#২৪৯৪;#২৪০৪;#২৪৭৪;#২৪৮০;#২৪৯৫;#২৪৭৬;#২৫০৩;#২৪৮৬;#২৪৭২;#২৫০৩; #২৪৭৮;#২৫০৩;#২৫২৭;#২৫০৩;#২৪৮০;#২৪৯৪;#২৪০৪;#২৪৭৮;#২৪৯৪;#২৪৩৯;#২৪৫৩;#২৫০৩; #২৪৭৬;#২৪৯৪;#২৪৬০;#২৪৫৯;#২৫০৩; '#২৪৮৬;#২৪৯৫;#২৪৮২;#২৪৯৪; #২৪৫৩;#২৪৯৫; #২৪৬০;#২৪৫১;#২৫২৭;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৬;' #২৪৭৬;#২৪৯৪; #২৪৫৫;#২৪৮২;#২৪৯৪; #২৪৫৩;#২৪৯৪;#২৪৭৪;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৩৭;#২৪৭২;#২৪৯৭;#২৪৭৪; #২৪৬০;#২৪৯৪;#২৪৮২;#২৫০৭;#২৪৬৩;#২৪৯৪;#২৪০৪;#২৪৭৬;#২৪৯৪;#২৪৭৬;#২৪৯৪; #২৪৫৩;#২৪৯৪; #২৪৭৮;#২৪৮৯;#২৪৯৫;#২৪৭৮;#২৪৯৪;#২৪০৪;#২৪৭৬;#২৪৯৪; #২৪৮৯;#২৪৯৫;#২৪৭২;#২৫০৯;#২৪৭০;#২৪৯৫;#২৪৫৫;#২৪৯৪;#২৪৭২;#২৫০৩;#২৪৮০; #২৪৮৮;#২৪৯৭;#২৪৮০;#২৫০৩; #২৪৭৬;#২৪৯৪;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৮;#২৪৮৯;#২৪৯৫;#২৪৭৮;#২৪৯৪; #২৪৫৩;#২৪৯৬;#২৪৮০;#২৫০৯;#২৪৬৮;#২৫০৯;#২৪৬৮;#২৪৭২;#২৪০৪; #২৪৪৭; #২৪৫৯;#২৪৯৪;#২৫২৪;#২৪৯৪; #২৪৬০;#২৪৯৫;#২৪৬৮;#২৫০৩;#২৪৮০; #২৪৮৮;#২৪৯৭;#২৪৮০;#২৫০৩;#২৪৮০; #২৪৭২;#২৪৯৪;#২৪৫৮;#২৪৭২; #২৪৬৮;#২৫০৭; #২৪৩৮;#২৪৫৯;#২৫০৩;#২৪৩৯;#২৪০৪;#২৪৮৮;#২৪৯৪;#২৪৮০;#২৪৯৪;#২৪৮০;#২৪৯৪;#২৪৬৮; #২৪৪১;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৮;#২৪৫৫;#২৫০৯;#২৪৮০;#২৪৯৪;#২৪৭৮;#২৫০৩; #২৪৭৮;#২৪৯৪;#২৪৩৯;#২৪৫৩;#২৪০৪;#২৪৮৮;#২৪৩৪;#২৪৫৫;#২৫০৩; #২৪৮০;#২৪৮৮;#২৪৭২;#২৪৯৪; #২৪৮০;#২৪৮৮;#২৪৮৮;#২৪৯৫;#২৪৫৩;#২৫০৯;#২৪৬৮; #২৪৪১;#২৪৭২;#২৫০৯;#২৪৭৮;#২৪৯৪;#২৪৭০; #২৪৭২;#২৪৯৯;#২৪৬৮;#২৫০৯;#২৪৭৯;#২৪০৪;#২৪৭৪;#২৪৮০;#২৪৯৫;#২৪৮৬;#২৫০৯;#২৪৮০;#২৪৭৮;#২৫০৩;#২৪৮০; #২৪৭৪;#২৪৮০; #২৪৭১;#২৪৫৩;#২৪৮২; #২৪৭২;#২৪৯৪;#২৪৭৮;#২৪৯৪;#২৪৬৮;#২৫০৩; #২৪৮৯;#২৪৭৬;#২৫০৩; #২৪৬৮;#২৫০৭;?#২৪৮৮;#২৪৯৪;#২৪৬৮; #২৪৬৯;#২৫০৩;#২৪৫৩;#২৫০৩; #২৪৭০;#২৪৮৬; #২৪৭৪;#২৪৭২;#২৫০৩;#২৪৮০; #২৪৭২;#২৪৬৮;#২৪৯৭;#২৪৭২; #২৪৬০;#২৪৯৪;#২৪৭৮;#২৪৯৪;,#২৪৭৮;#২৪৯৪;#২৪৬৯;#২৪৯৪;#২৫২৭; #২৪৮২;#২৪৯৪;#২৪৮২; #২৪৭৫;#২৫০৩;#২৪৬৩;#২৫০৯;#২৪৬৩;#২৪৯৫;#২৪০৪;#২৪৬৮;#২৪৯৪;#২৪৬৮;#২৫০৩; #২৪৫৮;#২৪৫৩;#২৪৫৮;#২৪৫৩;#২৫০৩; #২৪৮৮;#২৪৯৭;#২৪৬৮;#২৫০৭; #২৪৮২;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪; #২৪৬০;#২৫২৭; #২৪৮২;#২৫০৭;#২৪৫৩;#২৪৭২;#২৪৯৪;#২৪৬৯;#২৪০৪;#২৪৭৮;#২৪৭১;#২৫০৯;#২৪৭৯;#২৪৭৬;#২৫২৭;#২৫০৩;#২৪৮৮;#২৪৯৬; #২৪৭৮;#২৪৮৯;#২৪৯৫;#২৪৮২;#২৪৯৪;#২৪৮০;#২৪৯৪; #২৪৭৪;#২৪৮০;#২৫০৩;#২৪৫৯;#২৫০৩;#২৪৭২; #২৪৭২;#২৪৬৮;#২৪৯৭;#২৪৭২; #২৪৮৬;#২৪৯৪;#২৫২৪;#২৪৯৬;#২৪০৪;#২৪৭৮;#২৪৯৪;#২৪৬৯;#২৪৯৪;#২৫২৭; #২৪৭৫;#২৫০৩;#২৪৬৩;#২৫০৯;#২৪৬৩;#২৪৯৫; #২৪৪৭;#২৪৫৩;#২৪৩৯;#২৪৮০;#২৪৫৩;#২৪৭৮;#২৪০৪; #২৪৫৩;#২৪৯৫;#২৪৮৬;#২৫০৭;#২৪৮০; #২৪৭৯;#২৪৯৭;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০;#২৪৯৪; #২৪৭৬;#২৪৯৪;#২৪৮০;#২৪৭৮;#২৪৯৭;#২৪৬৫;#২৪৯৪; #২৪৭৬;#২৪৯৪; #২৪৭১;#২৪৯৭;#২৪৬৮;#২৪৯৫;#২৪০৪;#২৪৭৮;#২৪৯৪;#২৪৬৯;#২৪৯৪;#২৫২৭; #২৪৫৩;#২৪৫৪;#২৪৭২;#২৫০৭; #২৪৭৫;#২৫০৩;#২৪৬৩;#২৫০৯;#২৪৬৩;#২৪৯৫;#২৪৮০; #২৪৭৬;#২৪৭০;#২৪৮২;#২৫০৩; #২৪৭২;#২৪৬৮;#২৪৯৭;#২৪৭২; #২৪৫৫;#২৪৯৪;#২৪৭৮;#২৪৫৯;#২৪৯৪;#২৪০৪;#২৪৫৩;#২৪৯৪;#২৪৩৩;#২৪৭১;#২৫০৩; #২৪৭৬;#২৪৯৪;#২৪৩৩;#২৪৫৩; #২৪৮২;#২৪৯৪;#২৪৭৫;#২৪৯৪;#২৪৬৮;#২৫০৩; #২৪৮২;#২৪৯৪;#২৪৭৫;#২৪৯৪;#২৪৬৮;#২৫০৩; #২৪৫৮;#২৪৮২;#২৫০৩;#২৪৫৯;#২৫০৩;#২৪০৪; #২৪৫৯;#২৪৭২;#২৫০৯;#২৪৭০;#২৫০৩; #২৪৫৯;#২৪৭২;#২৫০৯;#২৪৭০;#২৫০৩; #২৪৭০;#২৪৯৭;#২৪৮২;#২৪৯৫; #২৪৩৮;#২৪৭২;#২৪৭২;#২৫০৯;#২৪৭০;#২৫০৩;#২৪০৪;#২৪৭৮;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪;#২৪৬৩;#২৪৯৪;#২৫২৪;#২৪৮০;#২৫০৩; #২৪৭২;#২৪৯৪;#২৪৫৮;#২৪৬৮;#২৫০৩; #২৪৭২;#২৪৯৪;#২৪৫৮;#২৪৬৮;#২৫০৩; #২৪৪৭;#২৪৫৫;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৭৯;#২৪৯৪;#২৪৫১;#২৫২৭;#২৪৯৪;#২৪০৪;#২৪৫৩;#২৫০৭;#২৪৬৯;#২৪৯৪;#২৫২৭; #২৪৭৬;#২৪৯৪; #২৪৭১;#২৪৮০;#২৫০৯;#২৪৭৮; #২৪৫৩;#২৫০৭;#২৪৬৯;#২৪৯৪;#২৫২৭; #২৪৭৬;#২৪৯৪; #২৪৭৭;#২৪৫৩;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৫;#২৪০৪;#২৪৭৫;#২৪৯৭;#২৪৮০;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৫; #২৪৭৫;#২৪৯৭;#২৪৮০;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৫;#২৪৭৫;#২৪৯৭;#২৪৮০;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৫;!#২৪৮৯;#২৪৯৭;#২৪৬০;#২৪৯৭;#২৪৫৫;#২৫০৩;#২৪৮০;#২৪৭৫;#২৫০৭;#২৫২৭;#২৪৯৪;#২৪৮০;#২৪৯৪;#২৪০৪;#২৪৪১;#২৪৭২;#২৫০৯;#২৪৭৮;#২৪৯৪;#২৪৭০;#২৪৭২;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৮;#২৪৯৫;#২৪৫৯;#২৪৯৫;#২৪৮২;#২৪০৪;#২৪৭৬;#২৪৯৪;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০; #২৪৬০;#২৪৭২;#২৫০৯;#২৪৭৮;#২৪৮৮;#২৫০৯;#২৪৬৯;#২৪৯৪;#২৪৭২;#২৫০৩; #২৪৭৪;#২৫০৮;#২৪৫৯;#২৫০৩; #২৪৬০;#২৪৮২; #২৪৬৬;#২৫০৩;#২৪৮২;#২৫০৩; #২৪৪৭; #২৪৬০;#২৪৭২;#২৫০৯;#২৪৭৮;#২৫০৩;#২৪৮০; #২৪৭৪;#২৪৯৪;#২৪৭৪; #২৪৮৮;#২৫০৯;#২৪৫৪;#২৪৯৪;#২৪৮২;#২৪৭২; #২৪৭৬;#২৪৯৪; #২৪৭৪;#২৪৮০;#২৪৬০;#২৪৭২;#২৫০৯;#২৪৭৮;#২৫০৩;#২৪৮০; #২৪৭৮;#২৪৯৭;#২৪৫৩;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৫;#২৪০৪;#২৪৭৬;#২৪৯৪; #২৪৭২;#২৫০৩;#২৪৩৯; #২৪৫৩;#২৫০৭;#২৪৭২; #২৪৭৯;#২৪৯৭;#২৪৫৩;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৫;#২৪০৪; #২৪৫৮;#২৪৮২; #২৪৫৮;#২৪৯৪;#২৪৫৩;#২৪৮২;#২৪৯৪;#২৪০৪;#২৪৮০;#২৪৭২;#২৫০৩; #২৪৭৬;#২৪৭২;#২৫০৩; #২৪৬০;#২৪৫৭;#২৫০৯;#২৪৫৫;#২৪৮২;#২৫০৩; #২৪৭৯;#২৫০৩;#২৪৬৯;#২৪৯৪;#২৫২৭; #২৪৭৬;#২৪৯৫;#২৪৭৪;#২৪৭০;#২৫০৩; #২৪৭৪;#২৫২৪;#২৪৯৫;#২৪৭৬;#২৫০৩; #২৪৭৬;#২৪৯৪;#২৪৭৬;#২৪৯৪;#২৪৫৩;#২৫০৩; #২৪৮৮;#২৫০৯;#২৪৭৮;#২৪৮০;#২৪৬৭; #২৪৫৩;#২৪৮০;#২৪৯৫;#২৪৭৬;#২৫০৩;#২৪০৪;#২৪৩৯;#২৪৩৪;#২৪৮০;#২৪৯৪;#২৪৬০;#২৪৯৬; #২৪৭৪;#২৪৮০;#২৪৯৬;#২৪৫৩;#২৫০৯;#২৪৮৭;#২৪৯৪; #২৪৭৫;#২৪৯৪;#২৪৮০;#২৫০৯;#২৪৮৮;#২৫০৯;#২৪৬৩; #২৪৬০;#২৫০৩;#২৪৭২;#২৪৯৪;#২৪৮০;#২৫০৩;#২৪৮৬;#২৪৭২; #২৪৩৯;#২৪৩৪;#২৪৮০;#২৪৯৪;#২৪৬০;#২৪৯৬; #২৪৭৪;#২৫২৪;#২৪৯৭;#২৫২৭;#২৪৯৪;#২৪৭০;#২৫০৩;#২৪৮০; #২৪৫৩;#২৪৯৪;#২৪৫৯;#২৫০৩; #২৪৭৬;#২৪৯৫;#২৪৭৪;#২৪৭০;#২৪৩৯; #২৪৭৬;#২৪৬৩;#২৫০৩;!!! #২৪৬৮;#২৪৯৪;#২৪৩৯; #২৪৮৮;#২৪৮০;#২৪৮২; #২৪৭৬;#২৪৯৫;#২৪৮৬;#২৫০৯;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮৮;#২৫০৩; #২৪৪৭;#২৪৫৩;#২৪৬৩;#২৪৯৫; #২৪৭৮;#২৫০৩;#২৫২৭;#২৫০৩; #২৪৪১;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৭১;#২৫০৯;#২৪৭৯;#২৪৭৮;#২৪৯৫;#২৪৫৩;#২৫০৩;#২৪৮০; #২৪৩৯;#২৪৩৪;#২৪৮০;#২৪৯৪;#২৪৬০;#২৪৯৬; #২৪৭৪;#২৪৮০;#২৪৯৬;#২৪৫৩;#২৫০৯;#২৪৮৭;#২৪৯৪;#২৫২৭; #২৪৮৮;#২৪৭৮;#২৪৮৮;#২৫০৯;#২৪৬৮; #২৪৫৪;#২৪৯৪;#২৪৬৮;#২৪৯৪; #২৪৬০;#২৪৯৭;#২৫২৪;#২৫০৩; #২৪৬০;#২৫২৭; #২৪৮২;#২৫০৭;#২৪৫৩;#২৪৭২;#২৪৯৪;#২৪৬৯; #২৪৭৬;#২৪৯৪;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০; #২৪৬০;#২৫২৭; #২৪৮২;#২৪৯৫;#২৪৫৪;#২৫০৩; #২৪৪৭;#২৪৮৮;#২৫০৩;#২৪৫৯;#২৪৯৫;#২৪৮২; #২৪০৪;#২৪৭৫;#২৪৮২; #২৪৮৮;#২৫০৯;#২৪৭৬;#২৪৭৭;#২৪৯৪;#২৪৭৬;#২৪৬৮;#২৪৩৯; #২৪৮৬;#২৪৯৮;#২৪৭২;#২৫০৯;#২৪৭৯; #২৪০৪;#২৪৭৬;#২৪৯৪;#২৪৭৬;#২৪৯৪; #২৪৮০;#২৪৫৩;#২৫০৯;#২৪৮৭;#২৪৯৪; #২৪৫৩;#২৪৮০;#২৪৮২;#২৫০৩;#২৪৭২; #২৪৭২;#২৪৯৪; #২৪০৪; #২৪৮০;#২৫০৩;#২৪৬০;#২৪৯৪;#২৪৮২;#২৫০৯;#২৪৬৩; #২৪৭৬;#২৫০৩;#২৪৮০;#২৫০৭;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৪;#২৪৮০; #২৪৫৩;#২৪৭২;#২৫০৯;#২৪৭৯;#২৫০৩;#২৪৮০; #২৪৭৬;#২৪৯৫;#২৪৮৬;#২৫০৯;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮৮;#২৪৬৩;#২৪৯৫; #২৪৫৩;#২৫০৭;#২৪৭২; #২৪৭৪;#২৪৬৯;#২৫০৩; #২৪৮৯;#২৪৯৪;#২৪৩৩;#২৪৬৩;#২৪৭৬;#২৫০৩; ! !#২৪৭২;#২৪৯৫;#২৫২৭;#২৪৬৮;#২৪৯৫;#২৪৮০; #২৪৭০;#২৫০৭;#২৪৮৯;#২৪৯৪;#২৪৩৯; #২৪৭০;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৩৮;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৩;#২৪৯৫; #২৪৮৮;#২৫০৩; #২৪৬০;#২৪৮২; #২৪৭২;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৮৯;#২৪৯৪;#২৪৩৩;#২৪৭৪;#২৪৯৪;#২৪৬৮;#২৫০৩; #২৪৮৯;#২৪৯৪;#২৪৩৩;#২৪৭৪;#২৪৯৪;#২৪৬৮;#২৫০৩; #২৪৭৯;#২৪৯৪;#২৪৭৬;#২৫০৩; #২৪৭৪;#২৪৮০;#২৫০৩;#২৪৮০; #২৪৭৬;#২৪৫৯;#২৪৮০; !!

    #২৪৭৬;#২৪৯৪;#২৪৭৬;#২৪৯৪; #২৪৫৩;#২৫০৭;#২৪৬৯;#২৪৯৪;#২৫২৭; #২৪৫৪;#২৪৯৪;#২৪৭৬;#২৪৯৫; #২৪৫৪;#২৪৯৪;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৯;#২৫০৩;#২৪৭২; #২৪৫৩;#২৫০৩; #২৪৬০;#২৪৯৪;#২৪৭২;#২৫০৩;? #২৪৪৭;#২৪৬৮; #২৪৬৫;#২৪৯৪;#২৪৫৩;#২৪৯৪;#২৪৬৫;#২৪৯৪;#২৪৫৩;#২৪৯৫;!!#২৪৮৯;#২৫০৩;#২৪৫৮;#২৪৫৩;#২৪৯৫; #২৪৪১;#২৪৬৪;#২৪৫৯;#২৫০৩; #২৪৭২;#২৪৯৪; -#২৪৬৮;#২৫০৭;?
  • siki | 122.177.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৪১514671
  • প্রকৃতই ইকড়ি মিকড়ি হ'ল। :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন