এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কম্পু-বাওয়ালি

    Arijit
    অন্যান্য | ১৭ জানুয়ারি ২০০৬ | ৩৯১৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Riju | 192.55.***.*** | ২১ জানুয়ারি ২০০৬ ০০:২৫450697
  • একটা কাজের sw বলি- মাইক্রোসফট অফিস আমাদের সবার ই লাগে,এখন দেশে তো আর কিনতে হয় না যারা বিদেশে থাকে তারা সাধারনত pre installed পায় ।কিন্তু না পেলে? ম্যারিকায় তো পাইরেটেড ইউজ করা মুশকিল। তাই "ওপেন অফিস " ( ইউজ করতে পারো - ওয়ার্ড প্রসেসর,প্রেসেন্টেসন,স্প্রেডশীট সব আছে।প্লাস MS office compatible মানে এর মাধ্যমে doc/xls/pptফাইল খোলা যায় বা বানানো যায় (হয়তো সব ফর্মাটিং হয় না)।আরো ভালো ওয়ার্ড প্রসেসর হোলো abiword । এছাড়া star office বেশ ভালো (linux/windows দুটো তেই পাওয়া যায় )
  • Arijit | 82.39.***.*** | ২১ জানুয়ারি ২০০৬ ০০:৩৯450698
  • স্টার অফিস = ওপেন অফিস, ওপেন সোর্স হবার পর এই নাম হয়েছে। ভালো জিনিস। আমি পোচুর ব্যবহার করি।
  • rimi | 71.109.***.*** | ২১ জানুয়ারি ২০০৬ ০৬:৪৬450699
  • অরিজিত, \etcতে modules.conf আছে, সেটাতে যা আছে হুবহু তুলে দিচ্ছি।

    aias eth0 e100
    alias usb-controller usb-uhci
    alias usb-controller ehci-hcd
    options e100
    alias sound-slot-0 is10-aud6
    post-install sound-slot-0/bin/aumix -minimal -f/etc/.aumixrc -L
    /dev/null2&/||:

    pre-remove sound-slot-0/bin/aumix -minimal -f/etc/.aumixrc -L
    /dev/null2&/||:

    এর মধ্যে কোনোটাই তো ড্রাইভার নেম নয় বলেই মনে হচ্ছে। তাই না?
  • rimi | 71.109.***.*** | ২১ জানুয়ারি ২০০৬ ০৬:৫৫450700
  • লিনাক্স আমি মূলত ব্যবহার করি Latex এর জন্যে। windowsএর জন্যে compatible একটা latex ভার্সান হচ্ছে WinEdit। এটা আমি কিনেছি কিন্তু মুশকিল হচ্ছে যে এটাতে কোনো আশ্চর্য্য কারণে .eps ফিগার add করা যাচ্ছে না। তার ফলে লিনাক্স ছাড়া গতি নেই। এদিকে লিনাক্সের নেট কানেকশন নেই, তার ফলে চূড়ান্ত অসুবিধা।

    WinEdit.eps ফাইল অ্যাড করার টেকনিক কারুর জানা আছে কি?
  • Riju | 192.55.***.*** | ২১ জানুয়ারি ২০০৬ ০৭:৩৬450701
  • আমি latexনিয়ে বেশী ঘাঁটিনি,তবে MikTex ,Lyx এইসব freewareকেউ কেউ ইউজ করে কিন্তু। ট্রাই মেরে দেখতে পারো
  • rimi | 71.109.***.*** | ২১ জানুয়ারি ২০০৬ ০৮:৩০450702
  • হ্যাঁ, ঐ miktexWinEdit । ওটাই আমি কিনেছি।
  • Arijit | 82.39.***.*** | ২১ জানুয়ারি ২০০৬ ২২:৫২450703
  • রিমি - এক এক করে বলছি

    (১) e100 মডিউল লোড হয়েছে কিনা দেখো - lsmod | grep e100 করে। না থাকলে ওটা লোড করে দেখো...

    (২) আমি উইনএডিটে eps জুড়েছি, তবে এক্ষুণি কোডটা মনে নেই। সোমবার দিলে হবে? ইউনিভার্সিটির কম্পুতে আছে। ল্যাপিতে আমি TeXShop ব্যবহার করি, সেখান থেকে একটু তুলে দিলুম, দেখো তো -

    The concept of service-orientation is illustrated in Figure~\ref{ws_roles}
    \begin{figure}[htbp]
    \begin{center}
    \resizebox{\textwidth}{!}{\includegraphics{ws_roles}}
    \caption{Component roles in Service interaction} \label{ws_roles}
    \end{center}
    \end{figure}
  • Arijit | 82.39.***.*** | ২১ জানুয়ারি ২০০৬ ২২:৫৫450704
  • একটা Not so short introduction to LaTex বলে টিউটোরিয়াল আছে নেটে - সেটা দেখতে পারো - বেশ ভালো।
  • Arijit | 82.39.***.*** | ২১ জানুয়ারি ২০০৬ ২৩:০৯450705
  • আর কি প্যাকেজ ইনক্লুড করছো সেটার ওপর নির্ভর করবে - আমি এগুলো করি -

    \usepackage{setspace}
    \usepackage{graphicx}
    \usepackage{epstopdf}
    \usepackage{color}
    \usepackage{amsfonts}

  • Arijit | 128.24.***.*** | ২৩ জানুয়ারি ২০০৬ ১৫:০৮450707
  • রিমি - WinEdt থেকে তুলে দিচ্ছি এবার -

    \usepackage{setspace}
    \usepackage{graphicx}
    \usepackage{color}
    \usepackage{amsfonts}

    ....

    The concept of service-orientation is illustrated in
    Figure~\ref{ws_roles}
    \begin{figure}[htbp]
    \begin{center}
    \resizebox{\textwidth}{!}{\includegraphics{ws_roles.eps}}
    \caption{Component roles in Service interaction} \label{ws_roles}
    \end{center}
    \end{figure}


    ল্যাপি থেকে যেটা দিয়েছিলুম সেটাতে ছবিগুলো pdf হিসেবে জুড়েছি - TeXShop খুব ভালো pdf হ্যান্ডল করতে পারে, আর ম্যাকে সবকিছুকেই pdf বানানো যায়।
  • Arijit | 128.24.***.*** | ২৩ জানুয়ারি ২০০৬ ১৫:২৯450708
  • কেউ ভিডিও এডিট করে ভিসিডি বানিয়েছ? আমি এইটা নিয়ে কয়েকদিন ধরে লড়ে যাচ্ছি - কিন্তু ঠিক হচ্ছে না। অতদিন ডিভিডি বানাতাম - কোন ঝুটঝামেলা নেই - iMovie-তে এডিটিং শেষ করে full quality DV stream আউটপুট নিয়ে সেটিকে iDVD-তে ফেলে দিলেই জবরদস্ত ডিভিডি বানিয়ে দেবে।

    মুশকিলটা হল ভিসিডি করতে গিয়ে - তার জন্যে ব্যবহার করছি Toast Titanium। মুশকিলটা এর নয়, মুশকিলটা কিভাবে মুভিটা এনকোড হবে সেইখানে। ভিসিডি যেহেতু পুরনো কনসেপ্ট, সেখানে MPEG-1 এনকোডিং হয়, রিজলিউশন - ৩৪২x২৮৮, বিট রেট - ১১৫০ কেবিপিএস, ফ্রেম - ২৯.৯৭ এফপিএস (NTSC) আর ২৫ এফপিএস (PAL)। এই এনকোডিংটা করলেই মুভি ঘেঁটে যাচ্ছে (আমি করছি ffmpeg দিয়ে) - মানে ৩৪২x২৮৮ স্ক্রীন-এ দিব্যি সুন্দর, অথচ full screen করলেই নানা অসুবিধে - কখনো লম্বা থামগুলো বেশ ব্যাঁকাচোরা সাপ, নইলে কাঁপছে...এটাকে ভিসিডি বানালে টিভিতে full screen-এই চলবে - কাজেই সেখানেও এই disturbanceগুলো আসছে...

    আমার একদম ডিভিডি কোয়্যালিটি দরকার নেই - কিন্তু বাংলা সিনেমার ভিসিডিগুলো যেমন হয় সেরকমও তো হচ্ছে না - কাল গুগাবাবা-র DAT ফাইলটা দেখলুম - আমি যা বললুম, সব সেই রকমই - মানে ফরম্যাট, বিট রেট ইত্যাদি...একমাত্র একটাই জায়গাতে গোলমাল আসতে পারে - আমার ক্যামকর্ডারটা NTSC, আর যেহেতু বাড়িতে দেবো ভিসিডিগুলো তাই PAL-এ করতে হচ্ছে, মানে প্রতি সেকেন্ডে প্রায় ৫-টা ফ্রেম উড়ে যাচ্ছে...

    যারা উইন্ডোজে করো - পিন্যাকল-এ কি এই সব সেট করার ব্যবস্থা আছে? থাকলে কোনটা কত সেট করো?
  • santanu | 218.14.***.*** | ২৩ জানুয়ারি ২০০৬ ১৮:৪২450709
  • এ কি রে, দম দিদি র MS Project কি কাজে লাগে? এখন Primavera র পর তো আমাদের মতো মাটি কাটার লোকেরা ও MS Project use করে না। খুব কি দরকার, তাহলে আবার লোড করে দেখতে হবে?

    দময়ন্তি র থেকে দম দিদি নামটা অনেক ভালো আর ডাকতে সুবিধে।
  • Riju | 192.55.***.*** | ২৪ জানুয়ারি ২০০৬ ০১:০৬450710
  • অরিজিত দা ,
    TMPGEnc এমপেগ এনকোডার ইউজ করে দেখেছো?আমি করেছিলুম ২০০৪ এ -VCDভালো ই হয়েছিলো।আর একটা আছে cinemacraft
  • Arijit | 82.39.***.*** | ২৪ জানুয়ারি ২০০৬ ০২:০৬450711
  • ওটার নাম শুনেছি, কিন্তু ওটা তো উইন্ডোজের জন্যে:-( পোচুর ফোরাম ঘেঁটে যা বুঝলুম ওই NTSC/PAL-এর জন্যেই মনে হচ্ছে যত ঝামেলা - কারো কাছ থেকে PAL ক্যামকর্ডার নিয়ে টেস্ট করে দেখতে হবে।
  • Riju | 192.55.***.*** | ২৫ জানুয়ারি ২০০৬ ০৫:৫১450712
  • কোড করতে ব্যাপক কাজে লাগে এইটা - নাম Winmerge
    ভার্সন কম্পেয়ার (ফাইল ও ফোল্ডার),কোড চেন্‌জ কে মার্জ করা সব করা যায়।প্লাস ফ্রি :-)

  • Arijit | 128.24.***.*** | ২৫ জানুয়ারি ২০০৬ ১৪:৫৫450713
  • ভার্সন ম্যানেজমেন্ট (মানে CVS/SVN জাতীয়) নাকি এমনিই কোড মার্জ করার জন্যে?
  • Arijit | 128.24.***.*** | ৩০ জানুয়ারি ২০০৬ ১৬:২৫450714
  • রিমির লিনাক্স ঠিক হল?

    আগে বলতে ভুলে গেছিলুম - এটা সকলের জন্যেই - এবং রিমি যদি উইন্ডোজেই লিনাক্স স্টাইলে লেটেক্স ব্যবহার করতে চাও - Cygwin ব্যবহার করেছ?
  • dd | 59.93.***.*** | ০১ ফেব্রুয়ারি ২০০৬ ১১:৩১450715
  • এখানে দেখলাম, অনেকের DHCP বা DSL নিয়ে সমস্যা হচ্ছে, তাদের সুবিধা হত বলে মনে হয়, যদি ডিস্ট্রোটা বদলে SuSE-তে চলে যেতেন। এক্টা জায়গা থেকে গোটাট পাওয়ার জন্যে SuSE-তে Yast বলে একটা বস্তু আছে, যা দিয়ে DSL, DHCP, Proxy, ফায়ারওয়াল সবই এক জায়গা থেকে কনফিগার করা যায়, Yast সিস্টেম জুড়ে সেটা করে দেয়, অনেক সহজ, পুরোনো ধাঁচের Redhat ইত্যাদির চেয়ে। SuSE 9.2 আমি নিজে করি, তাই বলছি, যারা কিছুই জানেনা, তাদেরও তিন মিনিটের বেশি লাগবে না।
  • rimi | 71.108.***.*** | ০১ ফেব্রুয়ারি ২০০৬ ২২:১৯450716
  • অনেকদিন পরে আবার এখানে। অরিজিত, একটা কাজ নিয়ে এত ব্যস্ত আছি যে লিনাক্স নিয়ে এক্সপেরিমেন্ট করার সময়ই পাই নি এখনো। এই গুরুই খুললাম কতোদিন বাদে। এই কাজটা শেষ হলে লিনাক্স নিয়ে পড়ব।
    অরিজিত, তোমার ব্লগ পড়লাম। খুবই ভালো লাগল।
  • arin | 70.136.***.*** | ০৫ ফেব্রুয়ারি ২০০৬ ০৬:২৩450718
  • রিমির eps এর সমস্যা পড়ে মনে হচ্ছে conversion নিয়ে; latex থেকে PDF চাইতে গেলে আমার মনে হয় ছবিগুলো PDF এর রূপে রাখলেই বোধহয় ভালো হয়। preamble\includegraphix প্যাকেজ টা লিখে রাখলেও বেশ কাজে আসে এসব ক্ষেত্রে। একান্তই যদি eps ব্যবহার করতে হয়, latex to DVI বা latex to EPSconvert করে দেখা যেতে পারে।

    Windows এ অজস্র LateX এডিটর আছে; TexNicCenter বলে যেটা আছে (একদম যাকে বলে খোলাখুলি ও ফোকটে বিতরিত, winEdt র মতন বিরক্তিকর "পয়্‌সা দাও' বলে না কখনো), সেটা কিন্তু বেশ ভালো; LED বলে আরো একটা আছে (সেটাও বিনিপয়সায়, মুক্তকচ্ছ) যদিও, আমার নিজের পছন্দের editorxemacsWindows এর ভার্সানটি ব্যবহার করে দেখতে পারো, ইচ্ছে হলে তার সঙ্গে auctex জুড়ে নিয়ে ভারি চমৎকার একটা latex editor হয়ে যাবে, xemacs এর bibtex এর সাপোর্ট কিন্তু খুব ভালো।

    /অরিন্দম
  • arin | 70.136.***.*** | ০৫ ফেব্রুয়ারি ২০০৬ ০৬:৪২450719
  • আগের লেখাটায় অসাবধানতায় একটা ভুল থেকে গেছে, \includegraphix এর জায়গায় \usepackage{epsfig} হবে।

    /অরিন
  • Sudipta | 122.169.***.*** | ০৮ আগস্ট ২০০৮ ১৪:৫৫450720
  • জনগণ,
    Stun Server নিয়ে কেউ এট্টু জ্ঞান দাও দিকি; Notification ServiceStun Server কে কিভাবে কাজে লাগানো যেতে পারে? মানে Firewall এর পেছনে থাকা মেশিনের আই পি পাবলিশ করার জন্যে। আর একটা পোশ্নো। একটা ওয়েব সার্ভার at a time simultaneously maximum কতগুলো web request handle করতে পারে? মানে এটা কি পুরোটাই কনফিগারেশন ডিপেন্ডেন্ট নাকি কোডিং করে এদিক ওদিক করা যেতে পারে?
  • Arijit | 61.95.***.*** | ০৮ আগস্ট ২০০৮ ১৮:৩৮450721
  • টমক্যাটে একটা ফাইল হয় - server.xml বলে - ওতে পুরো কনফিগারেশন বলা থাকে। কানেক্টর এলিমেন্টে একটা অ্যাট্রিবিউট আছে - acceptCount বলে - সেটা ওই কটা রিকোয়েস্ট ও queue করতে পারে সেটা ডিনোট করে। অন্যান্য ওয়েব সার্ভারেও একই রকম কিছু হবে।

    Stun server নিয়ে কিছু জানি না।
  • arjo | 168.26.***.*** | ০৮ আগস্ট ২০০৮ ১৯:০০450722
  • ওয়েব সার্ভার কনকারেন্টলি কতগুলো রিকোয়েস্ট সার্ভ করতে পারবে সেটা সার্ভার কনফিগারেশন। কিন্তু কনফিগা করা থাকলেই যে ঠিক ততটাই করতে পারবে এই নিশ্চয়তা নেই। ওয়েব সার্ভারের লোড লিমিট অনেক কিছুর ওপর ডিপেন্ড করে যেমন

    ১। ওয়েব সার্ভার সেটিং
    ২। সার্ভার কন্টেন্ট ক্যাশ (cache) করা হচ্ছে কিনা
    ৩। সার্ভারের হার্ডওয়ার এবং সফটওয়ারের ওপর বা OS এর ওপর।

    মনে হয় সমস্ত ওয়েব সার্ভারই এপিআই এক্সপোজ করে যেমন ISAPI। কিন্তু এক্সপেরিয়েন্স বলে লোড ডিপেন্ড করে মূলত দুটো জিনিষের ওপর।

    ১। সার্ভার হার্ডওয়ার এবং সফটওয়ার কনফিগারেশন।
    ২। নাম্বার অফ রিকোয়েস্ট।

    অনেক সময়েই ওয়েব সার্ভারের সামনে লোড ব্যালান্সার বসিয়ে মালটিপল ওয়েব সার্ভারে রিকোয়েস্ট রাউট করা হয়। প্রোগ্রামেটিকালি এপিআই ইউজ করে লোড সেট করা গেলেও মনে হয় না সব ক্ষেত্রে এফিশিয়েন্ট হবে। তবে ডিটেল রিকোয়ারমেণ্ট না জেনে বলা উচিত নয়।

  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন