এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 2601:84:4600:5410:24bf:b999:537d:***:*** | ০১ আগস্ট ২০২৫ ০১:২৫540749
  • @বি, করুণ কিন্তু ৫০ +, ভাল জুড়ি সুন্দরের সাথে 
  • aranya | 2601:84:4600:5410:24bf:b999:537d:***:*** | ০১ আগস্ট ২০২৫ ০১:২০540748
  • চাকরিতে উপরি 
    অথবা পকেটমারি 
    এইসব কোশ্ন 
    করবে না  কখনো 
     
     
  • r2h | 134.238.***.*** | ০১ আগস্ট ২০২৫ ০০:২৭540747
    • &/ | ৩১ জুলাই ২০২৫ ২২:৪০
    • ...দেবর্ষি সারগীর কোনো লেখা ...
     
    না না মনে করবো কেন? এ তো আর এমন প্রশ্ন না যে হ্যাঁ হে হুতেন, আপনার চাকরিতে উপরি কত, বা আপনার সেজ জ্যাঠার শালা ৮৭ রুটে পকেট কাটতে গিয়ে ধরা পড়েছে, খবরটা কি সত্যি হুতোবাবু?

    দেবর্ষি সারগীর লেখা সাইটে - মনে তো পড়ছে না। দেবর্ষি সারগীর লেখা নিয়ে আলোচনা, কথা হয়েছে মনে আছে, সেই সূত্রে কিছু হয়ে থাকতে পারে, কিন্তু বুবুভা ইত্যাদি - মনে পড়ে না।
    গল্পপাঠ সংকলনে ওঁর গল্প আছে যদ্দুর মনে পড়ে/ জানি।
  • . | ৩১ জুলাই ২০২৫ ২২:৫৯540746
  • অ‍্যামেরিকানদের কাছে কিছু প্রশ্ন, সম্ভব হলে উত্তর দেবেন। এসেন্স ফেস্টিভ্যাল কে কাল থেকে ভোগে পাঠিয়ে দেওয়ার তাগিদে শুনছি আফ্রিকান ব্ল‍্যাক অ‍্যামেরিকানদের লেলিয়ে দেওয়া হয়েছে আফ্রিকান ইমিগ্র‍্যান্টদের (সফল ব‍্যবসায়ীদের) বিরুদ্ধে। কার চক্রান্ত? সিয়া?
  • &/ | 151.14.***.*** | ৩১ জুলাই ২০২৫ ২২:৪০540745
  • হুতেন্দ্র, একখান কথা কই কিছু যদি মনে না করেন। দেবর্ষি সারগীর কোনো লেখা কি সাইটে বেরিয়েছে আগে? মানে এমনি বুলবুলে বা হরিদাসে বা কোনো বিশেষ পাতায়?
  • &/ | 151.14.***.*** | ৩১ জুলাই ২০২৫ ২২:৩০540744
  • রবীন্দ্রনাথ সেই আমলে জাহাজে করে দুনিয়া ঘুরতেন। রাশিয়া, চীন, জাপান তো বটেই, এমনকি দক্ষিণ আমেরিকা পর্যন্ত গিয়েছেন! ভাবা যায়? বৃদ্ধ বয়সে এত দীর্ঘ দীর্ঘ সব যাত্রা!
  • &/ | 151.14.***.*** | ৩১ জুলাই ২০২৫ ২২:২৪540743
  • গোপন নাকি গোপণ?
  • &/ | 151.14.***.*** | ৩১ জুলাই ২০২৫ ২২:২১540742
  • 'শিল্পে চটজলদি নাম করার গোপণ পদ্ধতি' এই নামে একটা ক্র‌্যাশ কোর্স চালু করুন। তিন মাসের কোর্স। মোটা ফী রাখুন। ঃ-)
  • Ranjan Roy | ৩১ জুলাই ২০২৫ ২২:১৬540741
  • সহজে  নাম করা্র  পাগলামি  নিয়ে ময়মনসিংহের একটা সত্যি ঘটনা বলি। আমার বাবা ও মা দুজনেই ঘটনাটি জানতেন  এবং নামটাও বলেছিলেন। নামটা ভুলে গেছি, সারাংশ মনে আছে। 
     
    এখানে হুতো, দময়ন্তী ময়মনসিং। আর আমার নাতনি মিঠু (আদি গুরুমাতা) ময়মননসিং। 
     
    এক বিখ্যাত এবং সম্পন্ন পরিবারের দুই অপদার্থ কিন্তু বোকাসোকা ভালোমানুষ দুই ভাই।
    একদিন ওরা বেশ রাত করে বাড়ি ফেরায় বাড়ির সবাই উদ্বিগ্ন-- এদের হোল কী?
     
    ছোটভাই হাসিমুখে বলল--দাদায় ত আইজ হইছুন।
    --কী হইছুন?
    --কও দাদাভাই!
    বড়ভাই লজ্জায় গলে গিয়ে বলল-- আমি না , আমি না। তুই কইয়া দে।
     
    অনেক ঝুলোঝুলির পর ছোটভাই বলল--দাদায় আইজ হইছুন ফুটবল ক্লাবের অনারারি ভাইস প্রেসিডেন্ট!
    (মোটা চাঁদা দিয়ে)
     বাবা দুইছেলেকে জুতোপেটা করলেন। 
  • Ranjan Roy | ৩১ জুলাই ২০২৫ ২২:০৭540740
  • ডিডি একটা গল্প লিখেছিলেন না? যাতে জীবনে একজন সব কিছুতে ব্যর্থ হয়ে শেষে একটা স্বপ্ন নিয়ে লড়ে গেলঃ
    আনন্দবাজারের সাংবাদিক ও ফোটোগ্রাফার তার ইন্টারভিউ নিতে আসবে!
     
    আমার দারুণ লেগেছিল।
     
    যদি কখনও গুরু কর্তৃপক্ষ "পরবাস" পত্রিকার মত গুরুতে  পনের বছর ধরে প্রকাশিত ছোটগল্পের দুয়েক খন্ড নির্বাচিত সংগ্রহ ছাপার কথা ভাবেন তাহলে যেন ডিডির ওই গল্পটি স্থান পায়!
  • kk | 2607:fb91:17ad:4ed7:404:3d4a:952a:***:*** | ৩১ জুলাই ২০২৫ ২১:৫২540739
  • হুতোর ১৭ঃ৪২ এর প্রশ্নগুলো আমারও। শিল্পে চটজলদি কেমন করে নাম করা যায় এইটা বিশদে বুঝতে চাই। তাহলে একটু চেষ্টা করে দেখতাম। অন্যথায় তো আমার সটান "আপকা কুছ নেহী হোগা! আপ যাইয়ে" কেস।
  • &/ | 107.77.***.*** | ৩১ জুলাই ২০২৫ ২১:০৮540738
  • লক্ষ্মণ  নামটা  খুবই .... এই গুরচতেও  একজন  ভাণ্ডারী  ছিলেন ...
  • কালনিমে | 103.244.***.*** | ৩১ জুলাই ২০২৫ ২০:৪৮540737
  • @১৭ঃ৪২ - পুরনো গল্প মনে করিয়ে দিলেন- বছর পঁচিশ আগে কলেজ বেলায় মাঝে মাঝে কৃষ্ণনগর লাইনের ডেলি প্যাসেঞ্জার দের দলে যেতাম মাঝে মাঝেই। তাদের মধ্যে এক কবি ছিলেন লক্ষণচন্দ্র মল্লিক- কোন একটা ছোট খাটো চাকরি করতেন রেল এ। তার বিখ্যাত কবিতার মধ্যে ছিল-
    ১. লন্ডন, প‍্যারিস নয়, পায়রাডাঙা ভালো
    ২. দেখে এলাম পানের বরজ শিমুরালি গিয়ে/ রাঙা বৌদি ভালোবেসে পান দিয়েছে ইত‍্যাদি
     
    একবার তার কটা কবিতা এক করে ছাপা হল - সবাই বললো ওকে দুটো বই দিন - দুটাকা করে দাম। আমি পাঁচ টাকা একটা দিতে বললেন খুচরো নেই। তাতে আমাকে আর একটা বই দিয়ে দিলেন। কিন্তু তিনটে কপিই হারিয়ে ফেলেছি।
  • কালনিমে | 103.244.***.*** | ৩১ জুলাই ২০২৫ ২০:৩৪540736
  • @১৭ঃ৩১ পুরন্দর ভাট বলেছেন -
    "বীরভোগ‍্যা বসুন্ধরা, বীরাঙ্গনা, বারাঙ্গনা - সবই/
    ভোগ করে সব বীর কবি।"
  • r2h | 208.127.***.*** | ৩১ জুলাই ২০২৫ ২০:১৭540735
  • ধরা যাক আমি একজনকে বললাম সদা সত্য কথা বলিবে, কখনও না বলিয়া পরের দ্রব্য লইবে না, গুরুজন যাহা দেয় তাহাই খাইবে ও পরিবে, লোভ করিবে না ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। শেষে বললাম, কোনদিন কাহারও কথা শুনিবে না, যাহা প্রাণ চায় তাহাই করিবে।

    এবার সে বড় হয়ে ডাকাত হল, এবং আমাকে বেঁধে নিয়ে গেল। তখন আমি বলতে পারবো, ওহে বাপু, এত যে আম্বা করছো, আমার ছিয়াত্তর নং উপদেশের বলেই কিন্তু তুমি আজ এত বড় ডাকাইত হয়েছ। সে দরবিগলাতাশ্রু হয়ে অনেক লুঠপাটের সোনাদানা দিয়ে আমাকে জুড়িগাড়ি করে বাড়ি পাঠিয়ে দিল।
    অথবা সে নোবেল প্রাইজ জিতলো। তখন তো সে সাধু লোক, এমনিতেই পুরস্কার নিতে উঠে আমার কথা বলবে। শেষে বলবে, তাও তো মহামতি হুতেন্দ্র মশাইয়ের ছিয়াত্তর নং উপদেশটা আমি শুনতে পারিনি, নাহলে আজ আমি এই তুশ্চু গ্লোবাল নোবেলের বদলে নিখিল মিল্কিওয়ে মহানোবেল পেতাম।

    এই তো হল ব্যাপার।
  • Ranjan Roy | ৩১ জুলাই ২০২৫ ১৯:৪৭540734
  • r2h
    ধেৎ
    দ্বিতীয় পোস্ট দেখ। স্পষ্ট করে বলেছিঃ
    ১ আমার মত বুড়োদের বকবকানি ইগ্নোর করতে।
    ২ কারও কথা , জ্ঞান না শুনতে।
    ৩ প্রাণে যা চায়, তাই করতে।
     
    এটাই আসল কথা। 
    ফলো রুল নাম্বার ২! 
     
    রুল নাম্বার ২ ঃ দেয়ার ইজ নো রুল!!
  • পোলাপান পেয়ে | 2401:4900:882b:dee1:987b:c9ad:9b9:***:*** | ৩১ জুলাই ২০২৫ ১৯:৪০540733
  • টিনকেলে গুরু ছাড়া / বুড়োদের কে করে কদর ? /  ফরফর বন্ধ হলে / পড়ে থাকে... শুধু মেটাফর :| 
  • &/ | 107.77.***.*** | ৩১ জুলাই ২০২৫ ১৯:১৩540732
  • ওই প্রেয়সী মেটাফর,  তাই না ? বিপ্লব এর  মেটাফর , সমাজবদলের  মেটাফর , ভারতবর্ষের  মেটাফর ? :)
  • &/ | 107.77.***.*** | ৩১ জুলাই ২০২৫ ১৯:১০540731
  • ব্যাপারটা  বেশ  প্রোব্যাবিলিস্টিক  হয়ে  যাচ্ছে।  করুন  আর  করবেন  না  এর  মিশ্রণ  :)
  • &/ | 107.77.***.*** | ৩১ জুলাই ২০২৫ ১৯:০৯540730
  • করুন  করুন  করুন । করবেন না  করবেন না  করবেন না।  :) 
  • r2h | 208.127.***.*** | ৩১ জুলাই ২০২৫ ১৮:৫৫540729
    • &/ |  ৩১ জুলাই ২০২৫ ১৮:০৭
    • তিন  টাকা  করে  এক একটা  কবিতা ?  এইজন্যেই  সস্তা  বলল লোকে? 
     
    আমি সস্তা দর দিচ্ছিলাম, কিন্তু কেউ তো রাজি হলো না, সবাই বললো তিন টাকাও নাকি অনেক দাম
  • r2h | 208.127.***.*** | ৩১ জুলাই ২০২৫ ১৮:৫৩540728
  • দুর, রঞ্জনদা সবই গুলিয়ে দিচ্ছে।
    তাহলে শ্রীমল্লার কি রঞ্জনদার কথা শুনে ঐ ঐ করবেন এবং করবেন না, না নাকি কথা না শুনে যা যা করছেন ও লিখছেন তাই তাই করবেন ও লিখবেন?

    পোলাপান পেয়ে যা খুশি তাই, নাকি?
  • Ranjan Roy | ৩১ জুলাই ২০২৫ ১৮:৫০540727
  • শ্রীমল্লার
    ভুল বুঝবেন না। ফরমাইশি কবিতার কথা বলি নি। 
    ভাল কবিতা যখন পায়, তখনই লেখা যায়। 
     
    আপনারও যখন পাবে, তখন লিখবেন। তার মানে এই নয় যে বাকি সময় গদ্য লিখবেন না বা আড্ডা দেবেন না। খালি শিল্প কীভাবে হয়, কত কঠিন ত্যাগ দাবি করে -- এইসব ক্লিশে লিখবেন না দয়া করে। এগুলো স্কুল কলেজেই পড়িয়ে দেয়।
    নতুন কথা নয়।
     পিওর আড্ডা দিন -- নো হোল্ড বার্ড টাইপ অথবা নতুন কোন কথা বলুন -- কবিতা বা শিল্প নিয়ে।
     
    শেষ অনুরোধ, আমার বুড়োটে বকবকানিতে কান দেবেন না। প্রাণে যা চায় তাই করবেন।
     
    কারও কথা শুনবেন না। 
  • Ranjan Roy | ৩১ জুলাই ২০২৫ ১৮:৪১540726
  • শ্রীমল্লার
     
     এখানে আমরা যা লিখি সেটাই আমাদের পরিচয় বা প্রোফাইল।
    আপনি এখন অব্দি সাড়ে তিনটে কবিতা লিখেছেন। আরও লিখুন, সেই নিয়ে আপনার পরিচয় বা প্রোফাইল গড়ে উঠবে। টুকি টুকি খেলতে হবে না। 
     
    এখানে আমরা কারও ব্যক্তিজীবন নিয়ে মাথা ঘামাই না। আমরা কে কোন কলেজে পড়েছি বা ছেড়েছি বা আদৌ গেছি কিনা--অবান্তর। ব্যক্তিজীবনে কে কী করি, ক'গাছি কলমীশাক ছিঁড়ে আঁটি বাঁধি , সেসব কেউ জানতে চাই না।
     
    আপনি কবিতা লেখার জন্যে কলেজ ছেড়েছেন--ওটা আপনার চয়েস। 
    কলেজ ছাড়া আর ভাল কবিতা লেখার মধ্যে কোন ডায়রেক্ট কোরিলেশন আছে কি?
    কলেজ না ছেড়েও অনেকে বড় কবি হয়েছেন। জীবনানন্দ, বিষ্ণু দে, বুদ্ধদেব বসু, সমর সেন, ---- আজকের দিনে জয়দেব বসু এবং আরও অনেকে।
    এঁরা কবিতা লেখার তাগিদে লিখেছেন এবং লিখেই যাবেন। 
     
    আবার কলেজে না গিয়েও   সেক্ষপীর ও রবীন্দ্রনাথের কবিতা লেখা সম্ভব হয়েছে। এটা আলাদা কথা রবি ঠাকুর পরে কলেজকে  দরকারি মনে করেছিলেন। নইলে শান্তিনিকেতন হত না। 
     
    কলেজ ছাড়া কোন ইস্যু নয়।
    আমিও কলেজ ছেড়েছিলাম--একটি মেয়ের জন্যে পাগল হয়ে। পাইনি তাকে। ফের পাঁচ বছর পরে কলেজে ভর্তি হতে হয়েছে। 
     
    কাজেই আমার আগ্রহ ও শুভেচ্ছা রইল আপনার জন্যে; জোশ হ্যায়। বড় কবি হতেই পারেন একদিন।
  • &/ | 107.77.***.*** | ৩১ জুলাই ২০২৫ ১৮:১০540725
  • বড় পত্রিকায়  যাঁদের  কবিতা  বের  হয়  নিয়মিত  ,  তাঁরা কী ? কীরকম  কবি ? 
  • &/ | 107.77.***.*** | ৩১ জুলাই ২০২৫ ১৮:০৭540724
  • তিন  টাকা  করে  এক একটা  কবিতা ?  এইজন্যেই  সস্তা  বলল লোকে? 
  • পাপাঙ্গুল | 2401:4900:33b3:2d27:50e4:44ff:fec0:***:*** | ৩১ জুলাই ২০২৫ ১৮:০১540723
  • কবি বড়ো সস্তা ,
    কেটে ছড়িয়ে দিলে পারত 
  • b | 14.139.***.*** | ৩১ জুলাই ২০২৫ ১৭:৪৩540722
  • 25< x <40 হলে ? 
    আর ওদিকে ইন্ডিয়া পাতি ড্র এর জন্যে খেলছে। বুঝতেপারলো না যে ড্র হলে ২-১ হয়ে থাকবে, আর ২-১ আর ৩-১ একই । করুণ নায়রকে আবার ডেকে আনলো । কোনো মানে হয় ? 
  • r2h | 208.127.***.*** | ৩১ জুলাই ২০২৫ ১৭:৪২540721
  • হুঁ। এই এক জায়গায় পেতেই হবে কিনা সেটা দিনের শেষে কবির কল। কবি যদি ব্যাপারটাকে উড়ো খই করতে চান, সেও হতেই পারে।

    তবে আমার প্রশ্ন হল, সস্তা লেখক কাকে বলে? অনেক বছর আগে এরকম একটা তর্ক উঠেছিল, আমি পার কবিতা টাকা তিনেক ধার্য করেছিলাম, তাতেও লোকে দরদাম করছিল। তা সে যাক, লোকজন কিপ্টের জাশু।
    কথা হল, সস্তা লেখক কে? জনপ্রিয়? প্রিটেনশাস? লেখায় জীবনে মিল নেই? অলস?
    দ্বিতীয়ত, চটজলদির ব্যাপারটাও বিস্তারে বুঝতে আগ্রহী। শিল্পে চটজলদি হয় না, এই মর্মে অনেকই শুনেছি। কিন্তু ব্যাপারটা ঠিক কী? খুব তাড়াতাড়ি নাম করে ফেললাম? চটপট ছড়া লিখে ফেললাম? এসব ভাবতে ভাবতে মনে হচ্ছে একটা প্রদর্শনী হল, শিল্পকুইকি। বিশুদ্ধতাবাদীরা লাঠিসোঁটা মশাল নিয়ে আসবেন যদিও।
  • একক | ৩১ জুলাই ২০২৫ ১৭:৩১540720
  • শুধু পঁচিশের নীচে নারীজাতি পাবেন কিনা গ্রান্টি দিতে পাড়চি না। অভিজ্ঞতা বলে, ওঁয়ারা পঞ্চাশোর্ধ কবিদের সঙ্গে আসনাই করেন। উদিকে স্বল্পবয়েসি ছোকরা কবিদের মনোযোগ  দেন মূলত চল্লিশ পেরোনো  স্যারিনা-রা। এবার আপ্নের হাতযশ। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত