এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | 172.58.***.*** | ১০ জুলাই ২০২৪ ১৯:৫৫526583
  • সমরেশবাবু অনেকদিন কিছু লিখছেন না। ভালো আছেন আশা করি। আরেক জনেরও বহুদিন দেখা নেই। ব্রতীন। আশা করি তাঁরও খবর সব ঠিকঠাক ।
  • কৌতুহলী | 103.249.***.*** | ১০ জুলাই ২০২৪ ১২:৪৩526582
  • বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি আর বিজ্ঞানমনস্কতা দুটো আলাদা
  • অরিত্র | 103.77.***.*** | ১০ জুলাই ২০২৪ ০৯:৩২526581
  • বড় বয়সে..
     
    এমনিতে নেতিবাচক কথা বলার জন্যে বন্ধুমহলে আমার খুবই 'সুনাম' তবে এক্ষেত্রে যা বলছি সেটা বড় বয়সে কিছু শেখার চেষ্টা করে অগ্রগতি তেমন না পেলে যাতে হতোদ্যম না হয়ে পড়েন তার জন্য।
     
    গান, বাজনা, ছবি আঁকা শিখতে (এমনকি ভালো রান্না করতে বা বই পড়তে) শুধু ফ্রি টাইম থাকলে বা ব্যবস্থা করলেই হয়না, মানসিকভাবে ফ্রি থাকা খুব দরকার। অর্থাৎ কোনো বাড়ি বা বাইরের কাজ যেন সেইসময় মাথায় উঁকি ঝুঁকি না দেয় বা দিনের কাজের শেষে মাথা ভারাক্রান্ত না থাকে, তা নাহলে শেখার গতি খুব স্লো হবে। সাঁতার ঠিক এই গোত্রে পড়বে না, সেখানে মানসিকভাবে ফ্রি থাকার খুব প্রয়োজনীয়তা তো নেই, বরং সেটা নিজেই একটা আদর্শ স্ট্রেস বাস্টার।
     
    যদি লাইফে স্ট্রেস থাকে তাহলে একা না এগিয়ে প্রশিক্ষকের বা প্রশিক্ষণ কেন্দ্রের শরণাপন্ন হলেই ভালো। কিভাবে এগোবেন তার রূপরেখা নির্মাণ ও তার জন্য দরকারি লার্নিং মেটিরিয়াল খুঁজে বের করার কাজ থেকে (ও ইন্টারনেট সমুদ্রে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে) মাথাটা মুক্তি পাবে।
  • র২হ | 2601:c6:d200:2600:b978:ffc9:7bac:***:*** | ১০ জুলাই ২০২৪ ০৮:১৮526580
  • কী কাজে লাগতো...
    এই ধরুন রাস্তার ধারে কুয়ো খোঁড়া হল বা নির্বাক ঘোড়াদের ডাকতে শেখানো বা দুটি সারনাথ নালন্দা বা একটা জিটি রোড। মন্দির মসজিদ ইত্যাদি ধর্মস্থানে দাতব্য। পুরী কোণারক মহাবলীপুরম জামা মসজিদ আজমের শরীফ। 
    কালিদাস তানসেন ইত্যাদি কবি শিল্পীদের পৃষ্ঠপোষন।
     
    বাকি তো সাম্রাজ্যবাদী সমাজে রাজাদের বা সামান্ততান্ত্রিক সমাজে ভূস্বামীদের বিলাস ব্যসন।
     
    ইওরোপে ভূমিদাস ইত্যাদিদের যা দুরবস্থা ছিল ভারতে হয়তো বড় অংশের তা ছিল না - দুর্ভিক্ষ বা যুদ্ধ টুদ্ধ না হলে।
    আবার জাতিভেদ পোক্ত হলে শূদ্ররা বোধয় সেই জায়গায়।
  • &/ | 151.14.***.*** | ১০ জুলাই ২০২৪ ০৫:৪৭526579
  • কত লোকের লেখায় পাই প্রাচীন কালে দেশে এত সম্পদ ছিল তত সম্পদ ছিল। বাইরের লুঠেরারা আসার আগে পর্যন্ত সেই সম্পদ কী যে কাজে লাগত তার কোনো হদিশ পাওয়া যায় না। কেজানে হয়ত তিরুপতিতেই সব যেত! বা স্থানীয় গোষ্ঠীলড়াইতে। বা জমিদারির ক্রিয়াকর্মে।
  • . | ১০ জুলাই ২০২৪ ০৫:৪৫526578
  • এটাই তো আল্টিমেট গো ও ও ... ও ল !
  • &/ | 151.14.***.*** | ১০ জুলাই ২০২৪ ০৫:৪৩526577
  • বিজ্ঞান না থাকলে মাখনও রইবে না, মোটা মাছও রইবে না। ম্যালোরি অর্থাৎ কিনা ম্যালেরিয়া দেখা দিতে পারে। কারণ মহামারি টারি এরাই তো নিয়ন্ত্রক হবে তখন। খপাখপ বানরের পিঠা খাবার মতন খেয়ে মানুষ কমিয়ে দিল, ঝামেলা শেষ, মামলা ডিসমিস।
  • . | ১০ জুলাই ২০২৪ ০৫:৪১526576
  • বাটার হ্যাজ।
    মাখন আছে।
    তবে পরিমানে কম।
    সেই জন্যই চাই সেই পুরোন সিস্টেমের দিকে ধাবিত হওয়া। মাখনের দিকে কেও লাফাবে না।
    ঠাণ্ডা মাথায় মানুষ শান্তিপূর্ণ  জীবনে যাপন করবে। 
    বিজ্ঞান না থাকলে, অভিশাপও রইবে না।
  • &/ | 151.14.***.*** | ১০ জুলাই ২০২৪ ০৫:৩৭526575
  • মাখন সরিয়ে নিয়েছে, খালি হাঁড়ি উপরে ঝুলিয়ে রেখেছে। গ্যালারিতে বসে মজা করে লাফানো দেখছে।
  • . | ১০ জুলাই ২০২৪ ০৫:৩৪526574
  • ক্রাইসিস থাকলেই এমনটা হবে।
    ঐ কী একটা পরীক্ষায় শুনলাম ঘুষ টুষ দিয়ে ষাট সত্তরজন ফার্স্ট হয়েছে!
    এটা একটা কথা হলো? ফার্স্ট হবে একজন। সেটাই নিয়ম। প্রথা। ঐ ষাট কি সত্তরজন এখন কি বুক (নিজের) বাজিয়ে বলতে পারত যে তারা (একাই) ফার্স্ট হয়েছে?
    পারত না। সিস্টেমটাই অমন। কামড়ে ছিঁড়ে দৌড়ে লাফিয়ে কেড়ে কুড়ে খাও। শিকেয় একটাই হাঁড়িতে মাখন আছে। সেই মাখনের জন্য লাফানো প্র্যাকটিস করো। ষাটসত্তরজনে একসঙ্গে অতটা হাইজাম্প কি মারতে পারে? সম্ভব? হাঁড়িটা এতটায় উঁচুতে রাখা হয় যে একজনই পারবে। অন্যদের মাখন খাবার ইচ্ছে হতেই পারে। তাই ঘুষ দিয়ে পেতে চায়। কাকে দোষ দেব?
    চাকরির ক্ষেত্রেও তাই।
  • সুধাংশু শেখর | ১০ জুলাই ২০২৪ ০৫:৩০526573
  • নিন কয়েকটা গান শুনুন। সবকটাই চেনা, গোল্ডেন ওল্ডিজ়। 

    I have a dream:


    Sailing:


    Jamaica Farewell:


    Mandy:


    Top of the World:


    Time to Say Goodbye:
  • &/ | 151.14.***.*** | ১০ জুলাই ২০২৪ ০৫:২৯526572
  • ভীষণ ক্রাইসিস হবে। দুর্ভিক্ষ মহামারি মগ জলদস্যু এইসব তো তখন কমন ছিল। হারে রে রে রে করে আসত।
  • . | ১০ জুলাই ২০২৪ ০৫:১৮526571
  • খাবার কম, লোক বেশি। লোকে তো মারামারি করবেই। সবসময় মারামারিতে হয় না, তখন ঘুষ দিতে হয়।
    বাট ঐ নতুন (মতান্তরে পুরোন) মডেল সিস্টেম কিন্তু ফুল প্রুফ। পপুলেশন তেমন বাড়বেই না। খাবার দাবারের ক্রাইসিসও থাকবে না।
  • &/ | 151.14.***.*** | ১০ জুলাই ২০২৪ ০৫:১০526570
  • এইসব পুলিশ ফাঁসুড়ে হাকিম বরকন্দাজ ইত্যাদি ডবল করে দেওয়া হোক। লোকের কাজ হোক। নইলে এইসব টাকাকড়ি সব নিয়ে কে কী করবে বুঝে পায় না, ফ্ল্যাটে স্তূপাকার, ছি ছি। তার চেয়ে দর্জিতেকামারে পাক।
  • &/ | 151.14.***.*** | ১০ জুলাই ২০২৪ ০৫:০৪526569
  • লুজার আর উইনার বলছেন? সেই আলেক্জান্ডারের আমলের মতন?
  • . | ১০ জুলাই ২০২৪ ০৪:৫৫526568
  • বাজারে তো অনেক ভিডিও ঘুরছে। লোকাল বিচারক বেল্ট দিয়ে ( যাদের ঢিলা প্যান্ট, তারা বিকল্প হিসেবে লাঠি দিয়ে) মারতে মারতে কখনো  উত্তেজিত, কখনও ক্লান্ত। প্যান্ট কিন্তু নাবে নি। বরং যারা শাস্তি পাচ্ছে, তারাই উলঙ্গ হয়ে পড়ছে। ভিডিওতে তাই শাস্তিপ্রাপকদের শরীরের উলঙ্গ অংশটা হেজি, ঝাপসা। যারা পুরো উলঙ্গ তাদের পুরোটাই ঝাপসা। এমনকি পরবর্তীতেও তারা আর লজ্জায় মুখ দেখাতে পারছে না। আইনের শাসন এরকমই। দোষী আর সমাজে মুখ দেখাতে পারবে না। মানুষজন তো তাকে আগেই উলঙ্গ অবস্থায় দেখে ফেলেছে! ব্যস! আর মুখ দেখানোর জো নেই।
  • . | ১০ জুলাই ২০২৪ ০৪:৪৬526567
  • টাইট প্যান্ট। 
    খুলে যাবার মতো না।
    এ বেল্ট কি আর প্যান্টকে ধরে রাখার জন্য?
    এ বেল্ট শাসনের জন্য।
  • :|: | 174.25.***.*** | ১০ জুলাই ২০২৪ ০৪:৪২526566
  • "যিনি বিচার করবেন, তিনিই নিজের প্যান্ট থেকে বেল্ট খুলে নেবেন।" সেকি! তারপর? প্যান্ট তো হুড়মুড়িয়ে নেবে যাবে। তখন? দৃশ্য কল্পনা করেই তো কেমন লাগছে! 
  • . | ১০ জুলাই ২০২৪ ০৪:৩৩526565
  • লেঠেল সিস্টেমটা আগে ছিল। জমিদারের প্রাইভেট পুলিস বা সৈন্য, যে যমন করে ভাবে। তাদের পুষতেও খরচ ছিল। ওরা ছিল প্রোফেশনাল মারকুটে। মাইনে দাওরে, থাকার জায়গা দাও, দুবেলা তারা প্র্যাকটিস করবে, সেসবের জন্য জায়গা চাই। কেউ কেউ কুস্তি করবার জন্য সকালে বিকেলে লেংটি পরে কাদামাটির ওপর গড়াগড়ি দিচ্ছে। ক্লামজি ব্যাপার। লেঠেলদের নিজস্ব কোনও মতামতই থাকত না, হাউ ডিসক্রিমিনেটিং!
    কিন্তু এখন যে সিস্টেমটা ধীরে ধীরে ইমার্জ করছে সেটা কিন্তু এত জটিল না। যিনি বিচার করবেন, তিনিই নিজের প্যান্ট থেকে বেল্ট খুলে নেবেন। 
    লেঠেলরা কি প্যান্ট পরত? 
  • . | ১০ জুলাই ২০২৪ ০৪:২০526564
  • নাহ। কী মুশকিল! লেঠেল তো পুলিশ সিস্টেমেরই কচি একটা ব্যাপার।
    লেঠেল না। এক দু জন সাহসী লোক হলেই চলবে। খবরে দিচ্ছে তো রোজ। এলাকায় একজনই এনাফ। তার সাঙ্গোপাঙ্গোও থাকবে। একার পক্ষে দুশো ঘা বেল্ট মারা সম্ভব? যত বড় বীরই হোক না কেন, হাঁফিয়ে যাবে না? তখন অ্যাসিস্ট করবার জন্য আরও খান পাঁচ দশ বীর তরুণের দরকার নেই নাকি? তারাই তো আধমরাদের ঘা মেরে বাঁচিয়ে তুলবে।
  • &/ | 107.77.***.*** | ১০ জুলাই ২০২৪ ০৪:১৪526563
  • যার যার এলাকা তার তার লেঠেল .
  • . | ১০ জুলাই ২০২৪ ০৪:১০526562
  • তারপরে আইন আদালত কোর্ট উকিল পেশকার মোক্তার মুহুরি পেয়াদা ফাঁসুড়ে, এই একগাদা লোক পুষতে হবে না। জেল টেল তো থাকবেই না। থানা চৌকিও বাদ। পুলিশের গাড়ি, বন্দুক, ইউফর্মের খরচা, সব জিরো। নীল। রাজস্বের বড়ো অংশ যেমন বাঁচবে, তেমনি ঘুষখোর বলে কেউ পুলিশকে বদনাম করবে না। বছর বছর ধরে মামলা করতে করতে লোকে সর্বস্বান্তও হবে না।
     
  • . | ১০ জুলাই ২০২৪ ০৪:০৬526561
  • কোথাও দশ পনেরোটা বউ এক স্বামীর সংসারে হেসে খেলে বোনের মতো সতীনদের ভালবাসবে, মনকষাকষিও করবে। আবার কোথাও বাইগ্যামী হলেই বকাবকি কিংবা ধাঁইধপাধপ।
    ক্লীয়ার?
  • . | ১০ জুলাই ২০২৪ ০৪:০২526560
  • সেটাই তো বলছি।
    পুলিশ জিনিসটা উঠিয়ে দেওয়াটাই ওঁর ইচ্ছে ছিল।
    ভালো করে ভেবে দেখলে এটা কিন্তু অনেক পুষ্টিকর। খরচ একটা ব্যাপার, সেটা বাঁচবে।
    দুই, ভারতবর্ষের মানুষের সমাজ চিন্তাধারা সংস্কৃতি সমসত্ব নয়। কালচার আলাদা। যাদের যাদের যেমন যেমন কালচার, তেমন তেমন লোকাল আইন। কোথাও আলতো করে বকে দিলেই কাজ চলে যাবে, কোথাও বেল্ট দিয়ে দুশো ঘা। 
  • &/ | 151.14.***.*** | ১০ জুলাই ২০২৪ ০৩:৫৫526559
  • গ্রামে গ্রামে বহু আগে ওরকমই স্থানীয় শাসন সিস্টেম ছিল। জমিদারের নিজস্ব আইন ও লেঠেলবাহিনি। বিচারব্যব্স্থা চন্ডীমন্ডপে।
    (ডাইরেক্ট বিচারব্যব্স্থা যে সবসময় মন্দ তা নয়। জিম করবেটের মাই ইন্ডিয়া বইতে ডাইরেক্ট সুবিচারের প্রচুর গল্প পাওয়া যায়। বহু সমস্যা বিনা অর্থব্যয়ে বিনা মারামারিতে অনেক দ্রুত সমাধান হয়ে যেত। ভ্রাম্যমান নেতা পথেই অনেক বিচার করে সমাধান দিয়ে দিতেন। )
  • . | ১০ জুলাই ২০২৪ ০৩:৫৩526558
  • না, না, পরিবার নিয়ন্ত্রণটাতো গরীব ও মধ্যবিত্তের জন্য!
    তবে সেটা ঠিক্কাজ নয়।
    এ নিয়া নানা মুনির নানান থিয়োরি আছে।
  • . | ১০ জুলাই ২০২৪ ০৩:৫১526557
  • উনি জীবিত। তবে নাম বলব না। এখানে সকলেই চিনে ফেলবে।
  • . | ১০ জুলাই ২০২৪ ০৩:৫০526556
  • ইয়েস। মিলিশিয়া টাইপস।
    তবে পাড়া বা এলাকার জনমতে তৈরি।
    ইশ তখন যদি ভিডিও রেকর্ড করে রাখতাম!
    তবে এখনও তো সেটাই হচ্ছে যতদূর খবর পাচ্ছি। মানুষ জন বেয়াদপি করলেই স্থানীয় শাসন সিস্টেম। এটা ভাল জিনিস। কেউ বদমায়েসি করতে সাহস পাবে না।
    উনি বছর ছসাত আগে যেগুলোর স্বপ্ন দেখেছিলেন, এখন বাস্তবেই সেসব খবর শোনা যাচ্ছে।
  • &/ | 151.14.***.*** | ১০ জুলাই ২০২৪ ০৩:৫০526555
  • ওদের পরিবার তো তার অনেক আগে থেকেই নিয়ন্ত্রণ করতেন। মানে ইন্দিরার পরিবার। ওঁদের মাত্র তো দুটি ছেলে। নেহরুরও তো মাত্র একটি মেয়ে, আর কেউ নেই। নেহেরুর বাবা-মায়েরও তো একটি ছেলে আর মনে হয় দুটি মেয়ে। তাই নয়?
  • &/ | 151.14.***.*** | ১০ জুলাই ২০২৪ ০৩:৪৭526554
  • ওই ভদ্রলোক, আন্দোলনে জেলে গেছেন যিনি কয়েকবার, তিনি কি সত্তর বছরেই প্রয়াত হলেন? নাকি নব্বই বা একশো অবধি গেলেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত