এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • India | 148.72.***.*** | ১০ জুন ২০২২ ১৫:২৮504202
  • আমেরিকা নয় এইটে পোস্কার। আমাগো দ্যাশের লোকজনের রাইটস সম্পর্কে কুনো ধারনা নাই। পোচন্ড রিগ্রেসিভ। গুরুবাদের ওপর চলছে।
  • হস্তরেখা বিশারদ | 185.22.***.*** | ১০ জুন ২০২২ ১৫:২৮504201
  • রোদ্দূরের উচিত এক্ষুনি তিনমূলে যোগ দেওয়া | সঙ্গে সঙ্গে সব ধারা তুলে নিয়ে ছেড়ে দেওয়া হবে |
  • dc | 2401:4900:1f2b:2248:c893:69d6:62bd:***:*** | ১০ জুন ২০২২ ১৫:১৮504200
  • "রোদ্দুর বাক স্বাধীনতার শহিদ হবে"
     
    রঞ্জনদা, বাক স্বাধীনতা কাকে বলে সেটাই বেশীর ভাগ জনতা জানে না। তার আবার শহীদ কিসের? laugh
  • Ranjan Roy | ১০ জুন ২০২২ ১৪:৫৭504199
  • কোর্টের রায় না বেরোনো পর্যন্ত নিষেধ জারি থাকবে।  পুরো কেস এবং du দিকের তর্ক শুনে কোর্টের যদি মনে হয় ফালতু কেস,  তবে কেস খারিজ।  রোদ্দুর কিছুটা অক্সিজেন পাবেন। ফলে অন্য রাজ্যে গিয়ে আগের মত চালিয়ে যাবেন। নইলে পথে ঘাটে ক্যাল খাবার চান্স। 
     
    কিন্তু এরকম হবেনা।  এটা আমেরিকা নয় যে  কথায়  কথায় ফাক অফ বলা যাবে। 
    তাই সম্ভাবনা হোল জজ ছেড়ে না দিয়ে Modesty outrage ইস্যু তে সাজা দেবে।  রোদ্দুর বাক স্বাধীনতার শহিদ হবে।  ওর TRP হেভি বেড়ে যাবে। 
    আমি হরিদাস পাল,  কোনও গণক ঠাকুর নই । ভুল প্রমাণিত হলে খুশি হব। 
     
  • sm | 2402:3a80:1cd0:dd47:178:5634:1232:***:*** | ১০ জুন ২০২২ ১৪:১৪504198
  • এখানে ভালো মজা চলছে।
    একজন লিখছেন ব্যক্তি পরিসরে খিস্তিতে আপত্তি নেই।আবার গুরুতে,খিস্তির পোস্ট ডিলিট করা চলছে এবং নতুন খিস্তি মুক্ত টই খোলা চলছে।
     
    কেউ বলছেন,খিস্তি একটি আর্ট ফর্ম। কয়েক দিনের পর,একই ব্যক্তি পোস্টে লিখছেন ওটা আর্ট নয়।
     
    কোন আমেরিকার আইন বিশারদ ও লিবারাল চিন্তার পোষক লিখছেন,ব্যাক্তি স্বাধীনতায় আমেরিকা না কি চ্যাম্পিয়ন। ওসব গালাগালি , কাঁচা খিস্তি কিছুই নয়।
    এদিকে নিজেই কয়েক দিন আগের পোস্টে লিখেছেন,কারোর বাড়ির আনাচে কানাচে উঁকি মারলেও না কি গুলি করা হতে পারে। এটা বাড়ীর দেওয়ালে লেখা থাকে।
    হায়রে,  ব্যক্তি স্বাধীনতা! হায় রে demokryasi!ডেমোক্র্যাসি 
     
  • sm | 2402:3a80:1cd0:dd47:178:5634:1232:***:*** | ১০ জুন ২০২২ ১৪:০১504197
  • জামিনে ছাড়া হবার পর কি হবে? নিষেধাজ্ঞা জারি হবে নাকি পুনরায় সম্প্রচার জারি থাকবে?
  • Ranjan Roy | ১০ জুন ২০২২ ১৩:০৬504196
  • कंगना ও Trump  দুজনেরই একাউন্ট টুইটার নিজেই বন্ধ করেছিল।  মোদ্দা কথাটা এটাই যে  কোন স্বাধীনতা  absolute  নয়। আর কোনটা তুলনামূলকভাবে বড় অপরাধ এ আলোচনায়  লাভ নেই।  যে ক্ষমতায় থাকবে তাঁর  7 খুন মাফ।
    রোদ্দুর বোকা নন।  জেনেশুনে কুমির তোর  জলে নেমেছি খেলছেন। 
    আহা,  আজ যে  ওর খিস্তি এবং পলিটিক্যাল তামাশা আমাদের বিরাট প্রতিবাদ মনে হচ্ছে এটা মূল ধারার বিরোধী দের পরাজয়।  মানুষ চাইছেন প্রতিবাদ হোক। 
    কিন্তু মিন মিন করাই সার। 
    এই খালি স্পেস টায়  উনি খেলছেন।  
    ওকে জামিনে ছাড়া হোক।  
     
     
  • @Amit | 185.22.***.*** | ১০ জুন ২০২২ ১২:৪৮504195
  • পেটি সাজানো কেস | কারুর বাড়িতে এক প্যাকেট গাঁজা প্ল্যান্ট করে বলবে ও গাঁজার ব্যবসা করে | বা একজন মহিলাকে সাজিয়ে নিয়ে এসে বলবে আমার শ্লীলতাহানি করেছে | যাতে কিছুদিন ফালতু কাস্টডিতে রাখা যায় |
  • Amit | 121.2.***.*** | ১০ জুন ২০২২ ১২:৩১504194
  • এই গাঁজা কেস টা কি জিনিস ? শুনেছি অনেকবার কিন্তু জানিনা। 
  • পব | 95.214.***.*** | ১০ জুন ২০২২ ১২:০৯504193
  • লকডাউনের মধ্যে পুলিশ ক্লাবকে টাকা দিচ্ছে শুধু সেই খবরটা দেখানোর জন্য যদি কাউকে গাঁজা কেসে দুমাস জেলে থাকতে হয়, সে তুলনায় রোদ্দূরকে এরেস্ট করলে এত অবাক কেন হচ্ছে লোকজন
  • dc | 2401:4900:1f2b:2248:b08c:8780:9794:***:*** | ১০ জুন ২০২২ ১১:৪৮504192
  • আরে এই হাসলের গানটাই খুঁজছিলাম। কিছুতেই ঠিকমতো মনে পড়ছিল না। 
  • r2h | 134.238.***.*** | ১০ জুন ২০২২ ১১:৪৬504191
    • #freeroddurroy | ১০ জুন ২০২২ ০২:৫৫
    • ...বাইরে থেকে পথ ঘাট মাঠ ময়দান ছাপিয়ে অযুত নিযুত কণ্ঠ এক হয়ে আকাশ বাতাস কাপিয়ে "ফ্রি রোদ্দূর রায়" হুঙ্কার দিলে...
     
    মুশকিল হল, সেটা হবে না বা হচ্ছে না। অনেক মুক্তচিন্তা ও স্বাধীনতার সমর্থক, পুলিসরাষ্ট্র বিরোধী, বাম বা বাম ঘেঁষা মানুষও দ্বিধায় আছেন, যে রোরার গ্রেপ্তারি জায়েজ হলেও হতে পারে।
    কুৎসিত গালাগাল ইত্যাদি, হ্যারসমেন্ট, মানসিক যাতনা, মানহানি এইসব হলে উদ্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান অভিযোগ করতেই পারে, যথাযথ শাস্তিও হওয়া উচিত। কিন্তু ক্ষমতার প্রভাব খাটিয়ে তুলে এনে জামিন অযোগ্য পুলিশ কাস্টডি যদি ক্ষমতাকে খিস্তি দেওয়ার জন্যে হয়, তবে তা ভয়ানক, আর এর কোন শেষ নেই। আস্তে আস্তে ক্ষমতার অনুভূতি স্পর্শকাতরতর হতে থাকবে। দেখা যাবে প্রধান সেবকের কলমের ব্র‌্যান্ড বা মাননীয়ার পাদুকা নিয়ে কথা বললেও পুলিশ এসে কার্টসি ভিজিট দিচ্ছে।

    আমার মতে আদৌ রোরা কী বলেছেন, তা কত খারাপ, সেসব বিচার না করে তার জামিনের জন্যে আওয়াজ ওঠা দরকার ছিল। কিন্তু কাল এগারো ঘন্টা জাতীয় সড়ক অবরোধেও সরকার কিছু করেনি, রোরাকে নিয়ে দশটা লোক জমা হলে পুলিশ ঠেঙিয়ে তুলে দেবে।

    ঐজন্যই একটা নতুন ধর্ম চালু করার জন্যে আমি এত উতলা।
  • S | 2405:8100:8000:5ca1::76:***:*** | ১০ জুন ২০২২ ১১:৪৬504190
  • dc | 2401:4900:1f2b:2248:b08c:8780:9794:***:*** | ১০ জুন ২০২২ ১১:৪৬504189
  • নাঃ আসল ইংরেজিটাই দিয়ে দিঃ Fuckface Von Clownstick laugh
     
    আরও আরও ডিসক্লেমারঃ এই টার্মটা বোধায় স্টুয়ার্ট এর নিজের কয়েন করা না। গুগল করে এর ইতিহাস জেনে নিতে পারেন। 
  • context | 109.7.***.*** | ১০ জুন ২০২২ ১১:৪৩504188
  • এখানে আম্রিগার ভিডিও ছেপে লাভ নেই | রোদ্দূরকে কোলকাতা পুলিশ ধরেচে |
  • S | 2405:8100:8000:5ca1::76:***:*** | ১০ জুন ২০২২ ১১:৪২504187
  • S | 2405:8100:8000:5ca1::5f:***:*** | ১০ জুন ২০২২ ১১:৪২504186
  • তবে ওয়াই জি আর হাসলের তো একটা গানই আছে "এফডিঅটি" (এফ ডোনাল্ড ট্রাম্প)।
  • dc | 2401:4900:1f2b:2248:b08c:8780:9794:***:*** | ১০ জুন ২০২২ ১১:৪১504185
  • আরেকটা ভিডিও দি। আবার বড়ো করে ডিসক্লেমার, এই ভিডিওতে শুনতে বা দেখতে পাবেনঃ  
     
    জন স্টুয়ার্টঃ মেনি পিপল ডোন্ট নো দিস, বাট ডোনাল্ড ট্রাম্প'স রিয়েল নেম ইস ফাকফেস অন এ ক্লাউন স্টিক। 
     
    জন স্টুয়ার্ট কে জেলে যেতে হলে কিন্তু আমি দায়ী নই। 
     
     
  • S | 2405:8100:8000:5ca1::55:***:*** | ১০ জুন ২০২২ ১১:৩৮504184
  • ডিসির দেওয়া ভিডিওতে এমিনেম ট্রাম্পকে কোনওরকমের ফিজিকাল থ্রেট দেয়নি। ঐ "কফি স্পিল" টা অন্যভাবেও ব্যখ্যা করা যায়।

    কঙ্গনার ব্যাপারে জানিনা, কিন্তু ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট টুইটার নিজেই বন্ধ করে দিয়েছিলো। কোর্টে যেতে হয়নি।
  • Ranjan Roy | ১০ জুন ২০২২ ১১:৩৪504183
  • ভাই 
      এসব সত্বেও যে  কেউ আহত হলে হাইকোর্ট গিয়ে ইউটিউব টুইটর কে নির্দেশ দেওয়ার আবেদন করতে পারে যে রোদ্দুর এর অ্যাকাউন্টটি বন্ধ করা হোক।  कंगना এবং Trumper কেস দেখুন। 
    এছাড়া সিভিল ও ক্রিমিনাল মানহানির কেস করে রায় আসা পর্যন্ত ভিডিওটা বন্ধ করাতে পারে। 
    আর 504  সহজে প্রমাণিত হবে।
    কিন্তু জেলে ঢোকানো পেটানো কোন সমাধান নয়। 
  • dc | 2401:4900:1f2b:2248:b08c:8780:9794:***:*** | ১০ জুন ২০২২ ১১:৩০504182
  • ইয়ে একটা ভিডিও পোস্ট করি। এমিনেম এর ভিডিও, তবে বড়ো করে ডিসক্লেমার দিয়ে দি বাবা। ডোনাল্ড ট্রাম্প এর বিরুদ্ধে অনেক খিস্তি করেছে আর ফিজিকাল ভায়োলেন্সের থ্রেট দিয়েছে। পলিটিশিয়ানদের খিস্তি দেওয়া উচিত না মনে হলে ভিডিওটা অ্যাভয়েড করতে পারেন, বা এমিনেমের বিরুদ্ধে কেস করে জেলে ভরে দিতে পারেন। 
     
  • © | 117.197.***.*** | ১০ জুন ২০২২ ১১:০৭504181
  • রঞ্জনদা, নিচে উকিলের ইন্টারভিউটা দেখেননি। ইউটিউবের কনটেন্ট পলিসিতে না আটকালে কনটেন্ট দিয়ে রোদ্দূরকে কিছু করতে পারবেন না। আর কনটেন্ট নিয়ে অভিযোগ থাকলে সেটা ইউটিউবকে করতে হবে। ইউটিউব কনভিনসড হলে কনটেন্ট সরিয়ে নেবে। এইটুকুই।
    রোদ্দূর আপনার কানে এসে মাইক বাজিয়ে কিছু বলে৷ যাচ্ছে না।  একটা সাইটের পলিসি মেনে কনটেন্ট তৈরি করছে। আপনি সেধে গিয়ে ক্লিক করে সাইটের নিয়মাবলীতে এগ্রি হয়ে শুনছেন। হয় সাইটের রুলবুক সংশোধন করান, নয় সাইটের কাছে প্রমাণ দেখান তাদের রুলবুক পলিসি ভায়োলেশন হয়েছে। এখানে স্টেট পুলিশ এর ব্যক্তিকে হ্যারাস করার ব্যাপার আসে না।
  • Ranjan Roy | ১০ জুন ২০২২ ১১:০৫504180
  • গণ ধোলাই কোন সমাধান নয়। সে  রোদ্দুর রয় হোক कि রঞ্জন রায়। অথবা কোন পকেটমার। 
    তাহলে আইন কানুন তুলে দিয়ে জঙ্গলের 
    রাজ করতে হয়। 
    বঙ্গে যাহা গণ ধোলাই  উত্তর ভারতে তাহাই Mob  Lynching। 
  • Ranjan Roy | ১০ জুন ২০২২ ১০:৫৮504179
  • অভ্যু স্পষ্ট করেই  বলেছে-- YouTube এ  ওকে ক্লোজ করতে বলা এবং আদালতে সিভিল ধারায় মামলা করা। 
  • অবসিন | 185.17.***.*** | ১০ জুন ২০২২ ১০:৫৭504178
  • তমোঘ্ন হালদার আবার মনে হয় দেশে ফিরে এসেছে | আজিম প্রেমজি না শিভ নাদার কোথায় যেন পড়ায় | আর আল জাজিরায় লিখত মাঝখানে |
  • Ranjan Roy | ১০ জুন ২০২২ ১০:৫৪504177
  • তাই নাকি? 
    একবার নীচের রাত 00.48 এর পোস্ট দেখুন।  তাতে এই সময় পত্রিকার সূত্র উল্লেখ  করে  লেখা হয়েছে প্রথমেই 504 থেকে 509 অব্দি লাগানো হয়েছে। 
    আপনি  বলুন কোন  কোন  গুলো লাগানো হয়েছে,  ভুল শুধরে নিই। 
  • তাইলে | 2405:8100:8000:5ca1::85:***:*** | ১০ জুন ২০২২ ১০:৫১504176
  • আটকানো মানে কি? গাঁজার সাপ্লাই আটকে দেওয়া? পাগলাগারদে পাঠানো? গণধোলাই?
  • Abhyu | 97.8.***.*** | ১০ জুন ২০২২ ১০:৫১504175
  • দেখে যা মনে হচ্ছে রোদ্দূর রায়কে কদিন পুলিশ কাস্টডিতে রেখে দেওয়া হবে। তারপরে বেরিয়ে আসতে কোনোই অসুবিধে হবে না। বেরিয়ে এসে উনি কুনাল কামরা হন না কি তমোঘ্ন হালদার হন সেটাই দেখার।
     
  • Ranjan Roy | ১০ জুন ২০২২ ১০:৪৬504174
  • আমি অভ্যু ক্যাটাগরিতে আছি। 
    আমার ফেভারিট dc r সঙ্গে একমত হতে পারলাম না। 
     
    কোন  অন্যরকম মানুষ নিজের প্রাইভেট স্পেস এ  নিজের মনে উদ্ভট কিছু করলে তাঁকে তার মত থাকতে দেওয়া উচিত।  কিন্তু কেউ  জনগণমাধ্যমে দিনের পর দিন targeted কাঁচা খিস্তি করবে আর সেটাকে সেলিব্রেট করতে হবে প্রতিবাদের ভাষা বলে?
    তাহলে যার  যেদিন যার বিরুদ্ধে নালিশ থাকবে তার বাড়ির  সামনে গিয়ে খিস্তি মারা  নতুন রেওয়াজ হবে। 
    কিন্তু একে আটকানো মানে জেলে দেওয়া নয়। 
  • Ranjan Roy | ১০ জুন ২০২২ ১০:২৯504173
  • দেখতে পাচ্ছি defamation এর ধারা দেওয়া হয়  নি। 
    দিলে ঝামেলা হল প্রমাণ করতে হবে:
    1 ওর ভিডিওটা দেখে কিছু লোকের চোখে কোনো ব্যক্তির সম্বন্ধে খুব খারাপ  ধারনা হয়েছে এবং সেটা তাঁরা ওই ব্যক্তিকে বলেছেন। 
    2 যে কথাটা বলা হয়েছে সেসব অসত্য বা  ভিত্তিহীন। 
      দেখা যাচ্ছে,  এটা  নিয়ে কোর্টে কাটা ছেঁড়া  হলে  ভালো  ক্যাচাল হবে। 
       অলমিতি বিস্তারেণ। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত