এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bodhisattvagc dasgupta | ০৯ ডিসেম্বর ২০২১ ২২:৩১491616
  • **গর্ব ছিল
  • bodhisattvagc dasgupta | ০৯ ডিসেম্বর ২০২১ ২২:৩১491615
  • গান্ধীর লেখার একটা খুবই ইন্টারেস্টিং দিক হল বিভিন্ন সময়ে হরিজন ও খাদি আন্দোলনের পত্রিকা র সম্পাদকীয়। এটা পোলিটিকালি সিগনিকান্ওট সিদ্ধান্ত ব্যাখ্যায় ব্যবহৃত হয়েছে ঠিক ই, কিন্তু আলাদা জনরা হিসেবে কাজ হয়েছে কিনা জানিনা। র একটা সময়ের সহায়ক মনোরঞ্জন গুহ মশাই শ্রীনিকেতনে এসেছিলেন সবরমতি থেকে , ওনার একটা গরীব ছিল গান্ধী তখন খুব ব্যস্ত থাকতেন তখন মনোরঞ্জন বাবুর কিছু ড্রাফট মোটামুটি গ্রহণ করতেন। মনোরঞ্জন গুহ মশাই নিজে অবশ্য ব্রহ্মবান্দব উপাধ্যায়ের উপরে ব ই শেষ করেন‌নি বলে শুনেছি, উনি আসলে অসম্ভব স্নেহশুল মানুষ ছিলেন, বাচ্চাদের সামনেও , অনেক বয়োকনিষ্ঠদের সামনেও নিজের কাজের জগতে র অপূর্ণ তার কথা বলতেন, আমাকে খুব ই স্নেহ করতেন , ছাত্রসম সহকর্মী র সন্তান হিসেবে। 
     
     আরেকটা হিলারিয়াস গল্প ক্ষিতীশ রায় মশাইয়ের নামে চলে, আমি শুভেন্দু শেখরের কাছে শুনেছি, সেটা হল রবীন্দ্রনাথ আপারেন্টলি ক্ষিতীশ রায় মশাইকে তখন যে কাজে ডাকতেন তখন একেকটা নামে ডাকতেন।  কোনোদিন হয়তো বললেন, অধিকারীকে ডাকো, বোঝাগেল‌ সেদিন কোনো‌ অনুষ্ঠান বা গীতিনাট্য, নৃত্য নাট্য বা নাটকের কাজে ডাকছেন, কখনো ডেকে পাঠালেন সম্পাদক বলে, তখন হয়তো অনুবাদ করতে বা‌ প্রেস কপি তৈরি করতে বা প্রুফ দেখতে । আপারেন্টলি এটা নিয়ে অন্যদের অভিযোগ ছিল উনি বিশেষ কিছু ধরণের কাজে ক্ষিতীশ রায় মশাইকেই ডাকতেন।
  • ওঁ শান্তি | 144.48.***.*** | ০৯ ডিসেম্বর ২০২১ ২২:১৯491614
  • Image
  • এলেবেলে | ০৯ ডিসেম্বর ২০২১ ২২:১৯491613
  • ইতিহাসবিদের নাম গৌতম ভদ্র। এবং তিনি গুজরাতি না শিখেই এই সুইপিং স্টেটমেন্টটা দিয়েছেন। যদিও তাতে কিছুই প্রমাণিত হয় না।
  • অর্জুন | 27.13.***.*** | ০৯ ডিসেম্বর ২০২১ ২২:১৭491612
  • ত্রিদিপ সুহরুদ,গান্ধী কে নিয়ে দুর্দান্ত গবেষণা করেছেন/ করছেন। এ বিষয়ে উৎসাহ থাকলে ওঁর লেখা পড়তে পারেন। ইউ টিউবে ওঁর কথা শুনতে পারেন। খুব সুবক্তা। 
     
    ওঁর একটি লেখায় পড়ল গান্ধীকে এক বাঙালির অনুরোধে আত্মজীবনী লেখেন। অমৃতবাজারের প্রবাদ প্রতীম সম্পাদক   তুষার কান্তি ঘোষ ।  
  • অর্জুন | 27.13.***.*** | ০৯ ডিসেম্বর ২০২১ ২২:০৯491611
    • সিএস | 103.99.156.98 | ০৯ ডিসেম্বর ২০২১ ১৭:৫৮491574
    • গাঁধীবাবার ৩৫ হাজার চিঠি !

      অবশ্য লেখার কাজটা তো করতেন মনে হয় সেক্রেটারীরা। সেসব কীভাবে আছে এখন, হার্ডকপি ?

      রবিবাবুর কত কে জানে ?
    • ১৮৮৬থেকে ১৯৪৮ পর্যন্ত চিঠির সংকলন করা হয়েছে। মোহন দাস গান্ধীর চিঠি তাঁর সেক্রেটারির লিখত এ তথ্য কোথা থেকে পাওয়া গেছে? ২৫ বছর (১৯১৭- ১৯৪২) মোহনদাস গান্ধীর সচিব ছিলেন মহাদেব দেশাই। তিনি এক হিসেবে গান্ধীর ২৪ ঘণ্টা পাহারাদার ছিলেন বললেও ভুল বলা হবেনা। কিন্তু চিঠির উত্তর তিনি দিতেন না। 
    • গান্ধীর ইংরেজি খুব সুন্দর। ভারতীয় ইংরেজির যে সংকলন তাতে রবীন্দ্রনাথ ও জওহরলাল নেহেরুকে  গান্ধীর কিছু চিঠি অনায়াসে অন্তর্ভুক্ত হতে পারে। 
    • একজন বিখ্যাত ইতিহাসবিদ আমায় বলেছেন গুজরাতি ভাষা্র প্রথম আধুনিক গদ্যকার মোহনদাস গান্ধী। 
       
  • এলেবেলে | ০৯ ডিসেম্বর ২০২১ ২২:০৮491610
  • কৌশিকবাবু, আম্মো ফের 'কুখ্যাত' সেলফ রেফারেন্স দিই? আমার কন্যা ২০১১-র মাধ্যমিক। তো তার ২০০ নম্বরের বাংলার গোটাটাই আমি নিজে পড়াতাম। সঙ্গে মারহাব্বা ইতিহাসটাও। আর ইঞ্জিরিতে আমি তার শিক্ষক ছিলাম কি না বা আদৌ সে আমাকে ওই বিষয়ের শিক্ষক মনে করত কি না - সেটা ঠিক মনে নেই। ওটাই ক্লাস নাইন-টেন মিলিয়ে মাধ্যমিকের শেষ ব্যাচ। তো তার পাঠ্যবইতে সহায়ক পাঠ ধরে মোট ৩৯টা গদ্য-পদ্য ছিল। আমি যতদূর জানি, সে বছর বা তার আগের বছরগুলোতে দ্বিতীয় ভাষা বাংলাতে ততগুলো গদ্য-পদ্য থাকারই কথা নয়, কারণ মোট নম্বর ছিল ১০০।
     
    আরেকটি সেলফ রেফারেন্স। ২০০৩ থেকে মাধ্যমিকের খাতা দেখি। তার মধ্যে একবার যোধপুর পার্ক অঞ্চলের ইমি-র ইংরেজি খাতার একটা বান্ডিল (৭৫টা) দেখতে হয়। রাইটিং স্কিল থেকে ইঞ্জিরির পরীক্ষকরা এটা ধরে ফেলতে পারেন। তো একটি মেয়ে সর্বোচ্চ ৯৩ পেয়েছিল। বাংলা মাধ্যমের 'ভালো' ছেলেমেয়েদের কাছে ওই নম্বরটা জলভাত। যদিও এতে তাদের ইংরেজি বলা বা লেখার দক্ষতা প্রমাণিত হয় না।
     
    অর্জুন, ওই ফান্ডিং-এর আশায় জলাঞ্জলি দিন। আপনি তো আর ডালরিম্পল নন। তা ছাড়া আমি যদি এঁদো মফস্‌সলে বসে নেহরু-গান্ধী, প্যাটেল-গান্ধী, বিড়লা-গান্ধী, পি সি যোশি-গান্ধী যোগাড় করে ফেলতে পারি (হার্ডকপি) এবং যখন গান্ধী রচনাবলি সহজলভ্য, সেখানে বিদেশি আর্কাইভের দরকার হবে কেন আপনার? সেখানে অ্যাকসেস পাওয়াও তো খুব সহজ নয়। আর রবীন্দ্রনাথের চিঠিপত্র তো হাত বাড়ালেই পাওয়া যায়। কেবল শারদীয় দেশ থেকে অপ্রকাশিত ও অগ্রন্থিত চিঠিগুলো জোগাড় করে নিতে হবে। কাজেই লেগে পড়ুন। শুভস্য শীঘ্রম।
  • খ্যাক খ্যাক | 216.105.***.*** | ০৯ ডিসেম্বর ২০২১ ২২:০৩491609
  • এটা প্রচার? দম থাকলে রাস্তায় নেমে দুটো পোষ্টার সেঁটে দ্যাখা। ঘরে বসে কপিপেস্ট মেরে ভাবিস না উবগার করছিস। ওতে নিজের পিঠ চাপড়ে দুই ঢোক মদ বেশি খাবি বড়জোর। আর কিসু হবে না।
  • kc | 188.7.***.*** | ০৯ ডিসেম্বর ২০২১ ২২:০২491608
  • হানুদা, পার্টির পোস্টারকে ট্রোল আইটেম বানাচ্ছ? এবার রিয়েলি, আই নিড সাম উইড।
  • bodhisattvagc dasgupta | ০৯ ডিসেম্বর ২০২১ ২২:০১491607
  • বাঃ বাঃ বেশ আইপি  বাড়ছে ,আহারে প্রথম দিকে ঝোলাফ্যান্টাসিস্ট একা পড়েছিল :--)))))))) কত ব্যাকাপ দেখেও সুখ।
  • bodhisattvagc dasgupta | ০৯ ডিসেম্বর ২০২১ ২২:০০491606
  • আহা ইমি বামি নিরপেক্ষে নির্বাচনে বিরোধী দের প্রচার দেখে এই নাক শিঁটকানি দেখেও সুখ। সব গণতান্ত্রিক ছেনছিটিব খোকন সোনা খুকুমণি:-))))))
  • ওরে | 216.105.***.*** | ০৯ ডিসেম্বর ২০২১ ২১:৫৯491605
  • বাতেলা ত অনেক দিলি, ভোট পেয়ে দ্যাখা। শূন্যে নেমেও মাইরি ফোঁপরদালালি চলছে।
     
    জোতে বুদ্ধু গেল তল, হানু বলে কত জল!
  • হেহে | 139.64.***.*** | ০৯ ডিসেম্বর ২০২১ ২১:৫৪491603
  • টিপিক্যাল হালতু ট্রল। টই নোংরা করে হল না, এবার ভাটে হাগচে।
  • bodhisattvagc dasgupta | ০৯ ডিসেম্বর ২০২১ ২১:৫২491602
  • একক, দ্যাট ওয়াজ আ গুড ওয়ান:--)))))
  • একক | ০৯ ডিসেম্বর ২০২১ ২১:৪৭491600
  • হ্যাঁ,  একেবারে সেন্টেন্স। 
  • bodhisattvagc dasgupta | ০৯ ডিসেম্বর ২০২১ ২১:৪১491599
  • আহা অনেকগুলো ওয়ার্ড আছে:--)))
  • bodhisattvagc dasgupta | ০৯ ডিসেম্বর ২০২১ ২১:২৮491596
  • প্রচার তাহলে এখানেই হবে, কাশির ওষুধ:--))))) যত ছাগলের দল
  • খুকখুক | 172.96.***.*** | ০৯ ডিসেম্বর ২০২১ ২১:১৩491594
  • হানুবাবু কদিন অপমানিত হয়ে চুপচাপ ছিলেন। আবার জেগে উঠলেন কেন? হালতু পার্টি সন্মান দিইচে নাকি?
  • kc | 37.39.***.*** | ০৯ ডিসেম্বর ২০২১ ২১:০৯491593
  • আরিব্বাস, কৌশিক ঘোষ বহরমপুরের লোক? কবেকার? কোথাকার? ইত্যাদি ......
     
     
  • bodhisattvagc dasgupta | ০৯ ডিসেম্বর ২০২১ ২১:০৪491592
  • জয় হিন্দ বন্দেমাতরম জয় বাংলা ইনকিলাব জিন্দাবাদ আমাদের শান্তিনিকেতন
  • bodhisattvagc dasgupta | ০৯ ডিসেম্বর ২০২১ ২১:০৩491591
  • মানুষ মানে অল্প বয়সী রা, অসম্ভব বুদ্ধি ওদের , এত বাজে পড়ানো আর অব্যবস্থা অতিক্রম  করে সাবজেক্ট ভালো‌ লাগাচ্ছে কাজ‌ নামানোর চেষ্টা করছে। মারপিট করে অপরচুনিটি কে শুধু ইউনিভার্সালাইজ করতে হবে , সেটা জীবনসংগ্রামের তুলনায় সোজা কাজ। 
  • bodhisattvagc dasgupta | ০৯ ডিসেম্বর ২০২১ ২০:৫৩491590
  • রিক্রুটার হিসেবে অভিজ্ঞতা হল
    - ছেলেমেয়েদের কিস্যু পড়ানো হয় না
    - হাতে করে নিজে যারা শিখতে পারে তাদের সংখ্যাটা কম না।
    - অতি কঠিন (আমাদের পাতি বাল স্কেলে)  ঝ্যামস কাজ ভালো এক্সপার্ট আর্কিটেক্ট বা ডিজাইনার ছাড়াই , অতি সাধারণ জিপিএ ওয়ালা কিন্তু আগ্রহী টিম সহ নামানো গেছে। মাঝে মাঝে আমার চাকরি গেছে বা রেটিং গেছে কিন্তু ওভার অল দাঁড় করাতে খুব সাংঘাতিক কলেজ প্রতিভা আমার পেশায় লাগে না, নতুন টেকনোলজি তে ভুলের সম্ভাবনা কমার কথা বাড়ার কথা না। আমার সামান্য অভিজ্ঞতা এই। এবং এতে কিস্যু প্রমাণিত হয় না একটা জিনিস ছাড়া , সিস্টেম খারাপ , মানুষ বেসিক্যালি খুব বুদ্ধিমান আর ভালো এবং ট্যালেন্টেড, সুযোগের অভাব টাকে শুধু হারাতে হবে, :--))))) 
  • bodhisattvagc dasgupta | ০৯ ডিসেম্বর ২০২১ ২০:৪৫491589
  • *যারা ভালো করছে তাদের কুর্নিশ
  • bodhisattvagc dasgupta | ০৯ ডিসেম্বর ২০২১ ২০:৪৪491588
  • প্রদান = স্থান
  • bodhisattvagc dasgupta | ০৯ ডিসেম্বর ২০২১ ২০:৪৩491587
  • আমার অতি সীমিত অভিজ্ঞতা,‌‌‌‌ বৃহত্তর পরিবারের বিনে পয়সার টিউটর, কয়েকটি শখের প্রকাশনার সম্পাদনা সহায়ক  এবং ইউনি অধ্যাপিকার গবেষণা সহায়ক আর‌ বাং ইং প্রুফ রিডার হিসেবে মোটামুটি এই রকমঃ 
    - ভাষা আর বিজ্ঞান সলিড বাজে পড়ানো হয় বাং ইং বড় শহর ছোট শহর গ্রাম নিরপে্ক্ষে।
     - অঙ্ক বোঝানো র গল্প নাই
    - ধরেই নেওয়া হয় শিশু বালক বালিকা ছাত্র ছাত্রীদের হয় প্রতিভা থাকবে নয় শিক্ষিত বাপ মা থাকবে নাহলে পয়সা থাকবে। ক্লাসে পিছোনো ছেলে মেয়েকে শিখিয়ে থাড়ব তাতে সংসার চালাতে পারে এই জেদে শুধু অধ্যাপক না গোটা ব্যবস্থায় আবসেন্ট । আমি জানিনা মাষ্টারমশাই দের অকল্পনীয় জেদ যে এই গরুটাকে মোটামুটি ভালো করে পাশ করাবোই এটা ছাড়া আমার তো কিছুই হতে না। আমার বন্ধু রা যারা পড়াশোনা ছোটো বেলায় ভালো ছিলো তারি তো অবাক হয়ে যায় আমি কি করে পাশ করেছি মোটামুটি ভদ্রস্থ ভাবে এটা দেখে। 
    - ইউনিতে অন্তত কি অসামান্য কষ্ট করে ছেলে মেয়ে রা পড়াশোনা করে কল্পনা করা যায় না , আর কি সাংঘাতিক কষ্ট করে এই নিষ্ঠুর ব্যবস্থায় নিজেদের গড়ে তুলতে ভাবা যায় না।
    - সৃজনশীল লেখা ভালো তাও দু চারটে পাই প্রদান মাধ্যম খরচ নিরপেক্ষ ভাবে, আনালিটিকাল ভালো লেখা জাস্ট পাই না। এটা ছোট্ট বেলা থেকে এই এম সি কিউ আর বাল কোচিং্ইত্যাদিতে মিসিং। জাস্ট নাই। 
    - প্রথম প্রজন্মের লেখাপড়া বা অতি দরিদ্রদের লেখা পড়া এইসব ভাতাটাতাতেও যথেষ্ট অসুবিধা র ।
    - মুসলমান, দলিত ,‌‌‌এস সি এস টি রা সুবিধা এমন কিছু একস্ট্রা পায়না , দারিদ্রে ও অশিক্ষার পরিমমন্ডলে লেখাপড়া করে ত্মারাভালোকরছেয তাদের কুর্নিশ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত