dc | 223.226.***.*** | ১০ আগস্ট ২০২১ ০৯:১৪485267সব্বাইকে মহরমের অনেক শুভেচ্ছা :-)
অপু | 2409:4060:80:1f2a::c23:***:*** | ১০ আগস্ট ২০২১ ০৮:৪০485266অভ্যু, কী খবর হে?
Abhyu | 47.39.***.*** | ১০ আগস্ট ২০২১ ০৮:২২485265নমস্কার, সুপ্রভাত, চায় গ্রম।
অপু | 2409:4060:80:1f2a::c23:***:*** | ১০ আগস্ট ২০২১ ০৫:৩৯485264সুপ্রভাত গুরু
&/ | 151.14.***.*** | ১০ আগস্ট ২০২১ ০২:৫১485263সুপারম্যান কমিক্স আসার পরেও এরকম ট্রেন্ড হয়েছিল। ছেলেপুলেরা নাকি কাঁধে তোয়ালে জুড়ে নিয়ে দোতলা কি তিনতলার কি তারও বেশি তলার খোলা জানালা থেকে ঝাঁপ দেবার তাল করত। সেই অবস্থায় অনেককে ধরে ফেলেছে পেছন থেকে বাবা কিংবা মা বা কিংবা অন্য কেউ।
Amit | 121.2.***.*** | ১০ আগস্ট ২০২১ ০২:৪৭485262এমিরেটস র বুর্জ খলিফা র মাথায় চড়ার এড টা দেখলাম। এই ডেঞ্জারাস স্ট্যান্ট গুলোকে আইন করে ব্যান করা উচিত। একেই সেলফি তুলতে গিয়ে কত যে এক্সিডেন্ট হয়। তাও লোকের শখ মেটেনা।
কদিন আগে আমার নিজের ভাগ্নি - ৬ বছর বয়স- পাঁচ তলার ব্যালকনি থেকে প্রায় ঝুলে পড়ে মায়ের মোবাইলে লাইভ ভিডিও করার চেষ্টা করছিলেন তেনার বন্ধুদের সাথে শেয়ার করার জন্যে। ঠিক সময়ে তার মা দেখে ফেলায় ভাগ্য ভালো কিছু ঘটেনি আর তাঁকে পরে কিঞ্চিৎ উত্তম মধ্যমও দেওয়া হয়েছে। কিন্তু সব ক্ষেত্রে কি আর সময়ে পৌঁছনো যায় ?
সে | 2001:171b:c9a7:d3d1:cd47:f75:5022:***:*** | ১০ আগস্ট ২০২১ ০১:২৮485260বহুযুগ পর সিনেমাটা আবার দেখলাম।
&/ | 151.14.***.*** | ১০ আগস্ট ২০২১ ০০:৫৮485259গল্পে নারীচরিত্র এলেই গল্পের মানুষগুলো অসুখী হয়ে যাবে, এটাই জেনেরিক ধারণা নাকি? বাপ্পো! রন্ধ্রে রন্ধ্রে যাকে বলে মিসোজিনি!
সত্যজিতের নারী | 165.225.***.*** | ১০ আগস্ট ২০২১ ০০:১৯485258ক
সত্যজিতের নারী | 165.225.***.*** | ১০ আগস্ট ২০২১ ০০:১৮485257কোন স্পেসিফি উদাহরণ দেওয়া যাবে না, সবই জেনেরিক
&/ | 151.14.***.*** | ০৯ আগস্ট ২০২১ ২৩:৪৯485256বিজয়াবিবাহ করে জীবনটা ওঁর তামা তামা তেজপাতা হয়ে গেছিল, এই বলতে চাইছেন? ঃ-)
সত্যজিতের নারী | 165.225.***.*** | ০৯ আগস্ট ২০২১ ২৩:০৪485255দিনকয় আগে আপ্নারা তুমুল করছিলেন সত্যজিতের গল্পে নারীচরিত্রহীনতা নিয়ে। তার কারণ জানতে পেরেছি।
কারণ, সত্যজিত সুখী মানুষদের গল্প বলতে চেয়েছিলেন।
(পালাই)
অপু | 2409:4060:95:e2b5::184e:***:*** | ০৯ আগস্ট ২০২১ ২২:২৭485254কদিন কেসি কে দেখছি না....
সে | 2001:171b:c9a7:d3d1:cd47:f75:5022:***:*** | ০৯ আগস্ট ২০২১ ২২:২৭485253ঐ বোর্ডের বাংলা তাহলে সুবিধের নয়।
সম্বিৎ | ০৯ আগস্ট ২০২১ ২২:০৭485252১। চড়চড়িয়ে
২। সরসরিয়ে
৩। সোরগোল
b | 14.139.***.*** | ০৯ আগস্ট ২০২১ ২২:০৪485251শুনেছি আইসি এস ই বোর্ডের প্রশ্ন। কে জানে ?
সে | 2001:171b:c9a7:d3d1:cd47:f75:5022:***:*** | ০৯ আগস্ট ২০২১ ২১:৪৮485250— ডু শোয়ার্ৎস্ (তুই কালো)
— ইশ্ ভাইস্ ( আমি জানি)
অর্থাৎ "আমি ফর্সা " বলে তর্ক না করে সেটা মেনে নেওয়া।
সে | 2001:171b:c9a7:d3d1:cd47:f75:5022:***:*** | ০৯ আগস্ট ২০২১ ২১:৪৫485249স্যানডি ঠিক।
সে | 2001:171b:c9a7:d3d1:cd47:f75:5022:***:*** | ০৯ আগস্ট ২০২১ ২১:৪২485248হৈচৈ ব্যাপার শুরু হয়ে গেল।
এরকমও হতে পারে।
সে | 2001:171b:c9a7:d3d1:cd47:f75:5022:***:*** | ০৯ আগস্ট ২০২১ ২১:৩৯485247"ব্যপার পড়ে গেলো। " — এরকম বাংলা হয় নাকি?
বাংলাটাইতো ভুল। ব্যাপার কখনই পড়ে না। ব্যাপার ঘটে। ব্যাপার হয়। কিন্তু ব্যাপার পড়ে বলে জানা নেই। কোন দেশের বাংলা এটা?
সে | 2001:171b:c9a7:d3d1:cd47:f75:5022:***:*** | ০৯ আগস্ট ২০২১ ২১:৩৩485246তরতরিয়ে
টগবগিয়ে
ছমছমে
pi | 14.139.***.*** | ০৯ আগস্ট ২০২১ ২১:১৯485245১ হুড়ুম দুড়ুম করে / হুড়মুড়িয়ে/ ধুরধুরিয়ে / রক্তবীজের মত বিজবিজিয়ে
২ শোঁ শোঁ করে / শনশন করে / হুহু করে হুহা ছড়িয়ে পড়ল
৩. হারেরেরে
b | 14.139.***.*** | ০৯ আগস্ট ২০২১ ২১:১৩485244হই হই কি ধ্বন্যাত্মক না বহু বচন বোঝাতে দ্বিত্ব?
Abhyu | 47.39.***.*** | ০৯ আগস্ট ২০২১ ২১:০৬485243আর হই হই কাণ্ড, রই রই ব্যাপার তো বলেই থাকি আমরা।
Abhyu | 47.39.***.*** | ০৯ আগস্ট ২০২১ ২১:০৬485242অন এ সিরিয়াস নোট, খবরটা হু হু করে ছড়িয়ে পড়ল হবে না?
Abhyu | 47.39.***.*** | ০৯ আগস্ট ২০২১ ২১:০৪485241দম দম বার্তা আর ঝম ঝম ব্যাপার :)
b | 14.139.***.*** | ০৯ আগস্ট ২০২১ ২১:০০485240আচ্ছা নিচের শূনস্থানগুলি ধ্বন্যান্তক শব্দ দিয়ে পূর্ণ করতে হবে .
চারদিকে ভাইরাল জ্বর ------------বেড়ে উঠছে।
-------------- সেই বার্তা ছড়িয়ে পড়ল।
শহরময় একটা ------------- ব্যপার পড়ে গেলো।
(১ ) নং এ আমার সাজেশন ঃ টপাটপ । বাকি দুটো?
syandi | 45.25.***.*** | ০৯ আগস্ট ২০২১ ২০:৫৮485239ও সে দি, মানে কী?
ওনার হয়ে আমি বলার চেষ্টা করছি।
Du Schwarz - তুই কালো
Ich weiss - এটার দুটো মানে: ১)আমি জানি, 2) আমি সাদা (ফরসা)
ঠিক চিবোতে পারলাম কি জার্মান পানটি?
অপু | 2409:4060:95:e2b5::184e:***:*** | ০৯ আগস্ট ২০২১ ১৭:১৫485238বলো কী হে বি?