সব্বাইকে মহরমের অনেক শুভেচ্ছা :-)
অভ্যু, কী খবর হে?
নমস্কার, সুপ্রভাত, চায় গ্রম।
সুপ্রভাত গুরু
সুপারম্যান কমিক্স আসার পরেও এরকম ট্রেন্ড হয়েছিল। ছেলেপুলেরা নাকি কাঁধে তোয়ালে জুড়ে নিয়ে দোতলা কি তিনতলার কি তারও বেশি তলার খোলা জানালা থেকে ঝাঁপ দেবার তাল করত। সেই অবস্থায় অনেককে ধরে ফেলেছে পেছন থেকে বাবা কিংবা মা বা কিংবা অন্য কেউ।
এমিরেটস র বুর্জ খলিফা র মাথায় চড়ার এড টা দেখলাম। এই ডেঞ্জারাস স্ট্যান্ট গুলোকে আইন করে ব্যান করা উচিত। একেই সেলফি তুলতে গিয়ে কত যে এক্সিডেন্ট হয়। তাও লোকের শখ মেটেনা।
কদিন আগে আমার নিজের ভাগ্নি - ৬ বছর বয়স- পাঁচ তলার ব্যালকনি থেকে প্রায় ঝুলে পড়ে মায়ের মোবাইলে লাইভ ভিডিও করার চেষ্টা করছিলেন তেনার বন্ধুদের সাথে শেয়ার করার জন্যে। ঠিক সময়ে তার মা দেখে ফেলায় ভাগ্য ভালো কিছু ঘটেনি আর তাঁকে পরে কিঞ্চিৎ উত্তম মধ্যমও দেওয়া হয়েছে। কিন্তু সব ক্ষেত্রে কি আর সময়ে পৌঁছনো যায় ?
বহুযুগ পর সিনেমাটা আবার দেখলাম।
গল্পে নারীচরিত্র এলেই গল্পের মানুষগুলো অসুখী হয়ে যাবে, এটাই জেনেরিক ধারণা নাকি? বাপ্পো! রন্ধ্রে রন্ধ্রে যাকে বলে মিসোজিনি!
ক
কোন স্পেসিফি উদাহরণ দেওয়া যাবে না, সবই জেনেরিক
বিজয়াবিবাহ করে জীবনটা ওঁর তামা তামা তেজপাতা হয়ে গেছিল, এই বলতে চাইছেন? ঃ-)
দিনকয় আগে আপ্নারা তুমুল করছিলেন সত্যজিতের গল্পে নারীচরিত্রহীনতা নিয়ে। তার কারণ জানতে পেরেছি।
কারণ, সত্যজিত সুখী মানুষদের গল্প বলতে চেয়েছিলেন।
(পালাই)
কদিন কেসি কে দেখছি না....
ঐ বোর্ডের বাংলা তাহলে সুবিধের নয়।
১। চড়চড়িয়ে
২। সরসরিয়ে
৩। সোরগোল
শুনেছি আইসি এস ই বোর্ডের প্রশ্ন। কে জানে ?
— ডু শোয়ার্ৎস্ (তুই কালো)
— ইশ্ ভাইস্ ( আমি জানি)
অর্থাৎ "আমি ফর্সা " বলে তর্ক না করে সেটা মেনে নেওয়া।
স্যানডি ঠিক।
হৈচৈ ব্যাপার শুরু হয়ে গেল।
এরকমও হতে পারে।
"ব্যপার পড়ে গেলো। " — এরকম বাংলা হয় নাকি?
বাংলাটাইতো ভুল। ব্যাপার কখনই পড়ে না। ব্যাপার ঘটে। ব্যাপার হয়। কিন্তু ব্যাপার পড়ে বলে জানা নেই। কোন দেশের বাংলা এটা?
তরতরিয়ে
টগবগিয়ে
ছমছমে
১ হুড়ুম দুড়ুম করে / হুড়মুড়িয়ে/ ধুরধুরিয়ে / রক্তবীজের মত বিজবিজিয়ে
২ শোঁ শোঁ করে / শনশন করে / হুহু করে হুহা ছড়িয়ে পড়ল
৩. হারেরেরে
হই হই কি ধ্বন্যাত্মক না বহু বচন বোঝাতে দ্বিত্ব?
আর হই হই কাণ্ড, রই রই ব্যাপার তো বলেই থাকি আমরা।
অন এ সিরিয়াস নোট, খবরটা হু হু করে ছড়িয়ে পড়ল হবে না?
দম দম বার্তা আর ঝম ঝম ব্যাপার :)
আচ্ছা নিচের শূনস্থানগুলি ধ্বন্যান্তক শব্দ দিয়ে পূর্ণ করতে হবে .
চারদিকে ভাইরাল জ্বর ------------বেড়ে উঠছে।
-------------- সেই বার্তা ছড়িয়ে পড়ল।
শহরময় একটা ------------- ব্যপার পড়ে গেলো।
(১ ) নং এ আমার সাজেশন ঃ টপাটপ । বাকি দুটো?
ও সে দি, মানে কী?
ওনার হয়ে আমি বলার চেষ্টা করছি।
Du Schwarz - তুই কালো
Ich weiss - এটার দুটো মানে: ১)আমি জানি, 2) আমি সাদা (ফরসা)
ঠিক চিবোতে পারলাম কি জার্মান পানটি?
বলো কী হে বি?