আমিও আমার আত্মজীবনীতে এইসব লিখে যাবো। বুদ্ধদেব ভটচাজ নিয়মিত আমাদের বাড়িতে এসে কানামাছি খেলতেন, রাজীব গান্ধি ইজিচেয়ারে বসে লুঙ্গি পরে হাতল ভাঙা কাপে আমার মায়ের হাতের বানানো সিটিসি চা খেতে খেতে রামপ্রসাদী গাইতেন ইত্যাদি।
ন্যাড়াদা, অনেক অনেক থ্যাঙ্কিউ।
আজকে তো গুছিয়ে ভাট হচ্ছে। ব্রেশ ব্রেশ :)))
কল্যাণী দত্ত'র লেখাতে পড়েছি শিবপুরের বসন্ত পাল মহাশয়ের আত্মস্মৃতির কথা। সেই বইতে আছে সরস্বতী পুজোর পরদিন, রেভারেন্ড কৃষ্ণমোহন ব্যানার্জি এবং সিপাহী বিদ্রোহের ইতিহাস লেখক রেভারেন্ড কে, তাঁর ঘরে এসে পান্তাভাত আর গোটাসেদ্ধ খেতেন।
বইটা খুঁজে দিতে পারেন কেউ? আর্কাইভে অর্গে খুঁজলাম, বোধহয় ইংরেজি বানান ঠিক হচ্ছেনা, তাই পেলামনা। জমাটি বই বলেই মনে হচ্ছে। কেউ খুঁজে পেলে জানাবেন।
এই লিংকের শেষের কমেন্ট।
https://www.facebook.com/debajit.ghosh.503/videos/1484920685048350
কল্যাণী দত্ত'র লেখাতে পড়েছি শিবপুরের বসন্ত পাল মহাশয়ের আত্মস্মৃতির কথা। সেই বইতে আছে সরস্বতী পুজোর পরদিন, রেভারেন্ড কৃষ্ণমোহন ব্যানার্জি এবং সিপাহী বিদ্রোহের ইতিহাস লেখক রেভারেন্ড কে, তাঁর ঘরে এসে পান্তাভাত আর গোটাসেদ্ধ খেতেন।
বইটা খুঁজে দিতে পারেন কেউ? আর্কাইভে অর্গে খুঁজলাম, বোধহয় ইংরেজি বানান ঠিক হচ্ছেনা, তাই পেলামনা। জমাটি বই বলেই মনে হচ্ছে। কেউ খুঁজে পেলে জানাবেন।
@&\, হ্যাঁ, ঠিকই শুনেছেন,আপনাদের ফাউচি সাহেব নিজেই পরেন আজকাল। যত বেশী লেয়ার তত ভাল |
আকা, ওটা তো মর্সের ভাষা , মার্সের নয়।
এবার যদি মোদী কবিতা লিখতে চান? পিসিদির সাথে টক্কর দিয়ে?
আরে সেই ওয়ান জিরোর টরে টক্কাই ভালো করে শিখে নিচ্ছি।
আকা, মার্সের আবার ভাষা কীসের? ওখানে তো সব জীরো আর ওয়ান দিয়ে চলবে। :-)
অরিন, আছেন? একজন বললেন, নতুন মিউট্যান্ট ভাইরাসের জন্য নাকি ডবল মাস্ক পরতে হবে। এসব কি সত্যি না রটনা?
আমি তো মার্সের ভাষা শিখছি, ইলোন মাস্ক রকেট ছাড়লেই একটা জমি কিনে ফেলব, দেখি হাওয়া বদল করে ভাগ্য ফেরে কিনা।
মরণ!
মন্ত্রী করে দেবে, জানতে পারলেই মন্ত্রী করে দেবে। :-)
আজকাল ভাবনা-চিন্তা-স্বপ্নদেখা সবই সংস্কৃত ভাষায় করছি।
দ্রি আর দীপাঞ্জনকে মিস করছি। ডীপ স্টেট কী বলছে, কী করছে কিছুই জানতে পারছি না। "আউমুয়ামুয়া"টা কি সত্যিই ডীপ স্টেটের বন্ধু এলিয়েন ? কিছুই জানতে পারছি না।
চারচোখোকে টুরুলাব দিলাম।
ন্যাড়াবাবু র এই শিশুসুলভ সারল্যের ডগায় একটা গোবরের পুলটিশ বসিয়ে দাও/ দিন তো কেউ
অ্যাপলের সিইও টিম কুককে ট্রাম্প টিম অ্যাপল বলে ডেকেছিল। পরে দাবী করেছিল যে আসলে টিম কুক ফ্রম অ্যাপলই বলেছিল, কিন্তু এত তাড়াতাড়ি বলেছে যে লোকে নাকি শুনতে পায়নি।
সম্বিৎ ৫টা ১৯:
ম: নি: মানে হলো "ম নিজে" [লিখেছেন]। নামের জায়গায় "ম" লেখা দেখছেন কিনা? সিম্পুল। মন্তব্য নিষ্প্রয়োজন।
"ইলিউশান, ইমোশান, প্রমোশন, ক্রিয়েশান, এরা আমাদের সবকিছু, ভিশান, অ্যাকশান, রিঅ্যাকশান..."
কী সাংঘাতিক!!!!
সব শান এর মধ্যে, প্রোমোশান কাজের জিনিস, আর, শান বিরিয়ানি মশালাও কাজে লাগে।
"ম: নি:" মানে কী? মা নিষাদ ছাড়া তো আর কিছু মনে আসছে না।
পিসিদির ইংরেজি বলতে ভাল্লাগে, ফেকেন্দ্রর বাংলা।
পিসিদি বলেছেন আমি সবাইকে ট্যাব দিলাম, ট্যাব জানেন তো, যাকে ট্যাবলয়েড বলে( বলে একটুও ঘাবড়ে না গিয়ে), ঐ যাতে ইন্টারনেট দেখা যায়! হুবহু না, স্মৃতি থেকে বললাম!
যাবতীয় মহাপুরুষ ( নেতাজি, স্বামীজি, রবীন্দ্রনাথ) রা আমাদের ইলিউশান, ইমোশান, প্রমোশন, ক্রিয়েশান, এরা আমাদের সবকিছু, ভিশান, অ্যাকশান, রিঅ্যাকশান...
ম: নি:
ফেকেন্দ্র আর ওনার তুলনা চলে না। পিসিদির মতো স্মার্ট হতে এখনো অনেকটা বাকি:-(
তামিলনাড়ুতে তামিলে বলার চেষ্টা করেন? কেরালায় মালয়ালমে? মানে ওরকম নানা রাজ্যে নানা ভাষায়? কিন্তু বাংলায় এরকম অদ্ভুত বাংলায় বলছেন বা বলার চেষ্টা করছেন কেনই বা? রাজ্যটি চাইছেন, তাই?
তবে আগে পিএম হতে গেলে ভালো হিন্দি জানাটা ক্রাইটেরিয়া ছিল। মামু এইনিয়ে খুব রাগ কত্তেন। এখন পিএমকে বাংলায় ভাব সম্প্রসারণ করতে হচ্ছে। একেই বলে বিপ্লব।
তবে ডোলান্ডের তুলনা হবেনা। বিভেকান্নানাম, সুচিন, আরো কিসব যেন বলেছিল।