S | 2405:8100:8000:5ca1::4df:***:*** | ২৭ ডিসেম্বর ২০২০ ১৪:২৪469066পন্থ আউটফিল্ডেও ফিল্ডিং ভালো করেনা। খুবই স্লো। কিন্তু ব্যাটিংটা বেটার। কে এলকে ফুল টাইমে ভাবার সময় এসেছে।
S | 2405:8100:8000:5ca1::4df:***:*** | ২৭ ডিসেম্বর ২০২০ ১৪:২২469065আজকে অজিরা বেশ কয়েকটা ক্যাচ মিস করেছে।
অরিন,
ঠিক।ঃ)) হয়ত কোহলির উপস্থিতিতে গুটিয়ে গেছল, ক্যাচও মিস করেছিল। বডি ল্যাংগুয়েজে কনফিডেন্সের চিহ্ণ ছিলনা। আজকে নতুন অবতার। ঋদ্ধির বয়েস হয়েগেছে। আগের সেই রিফ্লেক্সও নেই, ব্যাটিঙ্ ও গেছে। কিন্তু পন্থের কীপিংয়ের রিফ্লেক্স বড্ড স্লো।
এলেবেলে,
আপনাকে তিনটে কথা বলব বোলে পেটের ভেতর বুড়বুড়ি কাটছে, তাই বলেই ফেলি।
এক,
আমাকে শ্রদ্ধেয় বললে দুঃখ পাব। কারণ আমি কতটা হারামির হাতবাক্স সেটা ঠিকই জানি। আর শ্রদ্ধেয় শব্দটা শুনলেই "শ্রাদ্ধ" মনে পড়ে; হাসিও পায় এবং ভয় ভয় করে। আসলে শ্রদ্ধা মানুষকে দূরে ঠেলে দেয় বোলে আমার ধারণা। তাই রঞ্জন বা রঞ্জনদা বললে যারপরনাই খুশি হব। এই দেখুন, অভ্যু সম্পর্কে আমার জামাই হয় , কিন্তু আমাকে রঞ্জনদা বোলে আমাকে আহ্লাদিত করেছে।
দুই,
আপনার লেখা এবং সিরিয়াস প্রচেষ্টা আমার ভাল লাগে। কারণ আমি দেকার্তের ভাবশিষ্যঃ)))।
সবকিছুকেই প্রশ্ন করতে চাই, এমনকি নিজেকেও। তাই এস্টাব্লিশড মত বা আইকনকে চ্যালেঞ্জ করা এবং নতুন করে ব্যাখ্যার চেষ্টা করা সব লেখাই আমার পছন্দ -- নতুন করে ভাবার প্রেরণা দেয় বলে। কিন্তু কোনএকটা ব্যাখ্যাকে পুরোপুরি গ্রহণ না করে আংশিক গ্রহণ করাব স্বাভাবিক। নির্ভর করছে প্রদত্ত তথ্য এবং তার সঠিক পরিপ্রেক্ষিতে বিশ্লেষণের উপর। কিন্তু কেউ যদি আপনার যুক্তিকে গ্রহণ না করে কাউন্টার করে, বা ট্রোলিং করে বা চিমটি কাটে-- দুয়ো, দুয়ো ! পারেনি; এলেবেলে পারেনি।
আপনি লগুড়হস্ত হয়ে যান ক্যান? হাসুন, উপভোগ করুন। ঠাকুর কথামৃততে বলেছেন-- জটিলে কুটিলে না হলে লীলা পোষ্টাই হয়না।
তিন,
একটা গল্প শুনুন, হয়ত আগেও শুনেছেন।
পার্টির একটি স্টাডি গ্রুপে মানিক বন্দ্যো একটা গল্প পড়ে শোনালেন। একটি ১৯ বছরের ছেলে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলল-- কিস্যু হয়নি। নারীচরিত্রের মনস্তত্ত্ব বোঝার ক্ষমতা এই লেখকের নেই।
মানিক চুপচাপ শুনে কোন কিছু না বোলে উঠে চলে গেলেন । পরে একজন বললেন--আপনি পাকা ছোকরাটাকে কষে একটা চড় লাগালেন না কেন ?
মানিক হেসে বললেন--পাগল ছোকরা যে আমার সাথী, সেই অধিকারেই সমালোচনা করেছে। অলমতিবিস্তরেণ!
@রঞ্জনবাবু,: "টেস্টম্যাচের জন্যে বোম্বাই ঘরানার ক্লিনিক্যাল ব্যাটিং বেশি উপযুক্ত বলে আমার মনে হয়। অস্ট্রেলিয়ান ফিল্ডিঙের ফাঁক গলিয়ে রাহানের আলতো পুশগুলো আহা!"
রাহানের ক্লিনিকাল ব্যাটিং প্রথম টেস্টে সে কিরকম করেছিল?
PT | 115.187.***.*** | ২৭ ডিসেম্বর ২০২০ ১৩:৫৮469061সিপিএমের লোক-ও বাদ। এই আলোচনাটা সম্পূর্ণ "অরাজনৈতিক" হতে হবে। আর আপনাকে হ্যাটা দিইনি- তীব্র প্রতিবাদ জানিয়েছি মাত্র।
টেস্টম্যাচের জন্যে বোম্বাই ঘরানার ক্লিনিক্যাল ব্যাটিং বেশি উপযুক্ত বলে আমার মনে হয়। অস্ট্রেলিয়ান ফিল্ডিঙের ফাঁক গলিয়ে রাহানের আলতো পুশগুলো আহা! কিছু স্কোয়ার কাট,প্রায় ইয়র্কার বলগুলোকে পায়ের পাতার থেকে লেগ গ্লান্স। টি-২০ এবং ওয়ান ডে খেলে খেলে বখে যাওয়া বাচ্চাগুলো ওর থেকে বল ছাড়াটা শিখতে পারে। পন্থের হাতে ভাল স্ট্রোক , কিন্তু সেই পা না নড়িয়ে অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে ফেরত যাওয়া!
প্রথম ইনিংসে ওর ক্যাপ্টেন হিসেবে বোলার রোটেশনও বেশ ভাল।
খেলা জমে গেছে। যদি ৩২৫ বা ৩৫০ পৌঁছয়! জয় গুরু!
এলেবেলে | 2402:3a80:1f01:71d3:877d:e655:8647:***:*** | ২৭ ডিসেম্বর ২০২০ ১৩:৩৯469059পিটি , আপনাকে আমি স্যার বলি। আপনার সঙ্গে আমার কোনো তিক্ততা নেই। যদি এখানে এমন একজন কৃষিবিজ্ঞানী লেখেন যিনি কাটোয়ার চেয়ারম্যানের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তাহলে তাকে সিপিএম বলা যাবে? আপনি হ্যাঁ বললে আমি আজ তাকে ফোন করব।
S | 2405:8100:8000:5ca1::d2f:***:*** | ২৭ ডিসেম্বর ২০২০ ১৩:০৯469057কালকে সকালে পিচ আর ওয়েদার কেমন থাকে দেখতে হবে।
নাম নেই | 2601:205:c200:6cd0:cdc2:f78d:d89a:***:*** | ২৭ ডিসেম্বর ২০২০ ১৩:০৯469056আমি কি হনু - এদিকে যে কোনো লেখা পড়লেই মনে হয় উল্টো দিকে দৌড় লাগাই। সে যেই হোক। খুব বিরক্তিকর ও হাস্যকর! এ ব্যাপারটা যতো তাড়াতাড়ি বোধগম্য ততই মঙ্গল।
সর্বজিৎ ব্যানার্জি | 2a0f:df00:0:255::***:*** | ২৭ ডিসেম্বর ২০২০ ১২:৫৮469055এলেবেলে সবাইকে খুব ব্যঙ্গ করেন নিক নামে লেখে বলে, কিন্তু নিজে দেবত্তম চক্রবর্তী নামে না লিখে "এলেবেলে" নামে লেখেন কেন?
PT | 115.187.***.*** | ২৭ ডিসেম্বর ২০২০ ১২:৫৪469054জোর করে কিছু চাপানোর, অথবা scientific journal এর লেখা না পড়েই তিরিশ বছর আগের ঘটনা সম্পর্কে শেষ সিদ্ধান্ত নিয়ে ফেললে সমস্যা হবেই। তিক্ততা বাড়বে। এবার কৃষিবিজ্ঞানীরা ছাত্রাবস্থায় সুসি, অতিবাম বা wti করত কিনা সেই ক্লিয়ারেন্স চাই।
S | 2405:8100:8000:5ca1::4dd:***:*** | ২৭ ডিসেম্বর ২০২০ ১২:৪১469053ওটা এমনি।
S | 2405:8100:8000:5ca1::4dd:***:*** | ২৭ ডিসেম্বর ২০২০ ১২:৪১469052ওটা এমনি।
aranya | 2601:84:4600:5410:5019:d94e:17bc:***:*** | ২৭ ডিসেম্বর ২০২০ ১২:৪০469051অন্তত দেড়শো-র লিড দরকার। রাহানের আঙুলের চোট আশা করি তেমন কিছু নয়
aranya | 2601:84:4600:5410:5019:d94e:17bc:***:*** | ২৭ ডিসেম্বর ২০২০ ১২:৩৪469050কিসের যে এত তিক্ততা
ভার্চুয়াল ফোরামে এই এক সমস্যা, সামনা সামনি আড্ডা হলে অনেক ভুল বোঝাবুঝি এড়ানো যায়
এলেবেলে | 2402:3a80:1f01:71d3:8b4d:e141:5919:***:*** | ২৭ ডিসেম্বর ২০২০ ১২:২৪469049ভাটের তালপুকুরে ঘটি ডোবে না মার্কা জমিদারদের জমিদারি কীভাবে বন্ধ করবেন অরণ্য? গোটা তিক্ততার পর্ব তো সৃষ্টি হয়েছিল ভাটে! পরে খ এসে তাদের আচ্ছাসে বকুনি দেওয়ার পরে তাদের ফুটুনি কমে। তারপরে রামকৃষ্ণ ভট্টাচার্য পুঁজি নিয়ে সে কি তোলপাড়! বাদ দিন সেসব তিক্ত প্রসঙ্গ। কে সি পালের লেখা না পড়লে আপনাদের কোনো অসুবিধাই হবে না।
aranya | 2601:84:4600:5410:5019:d94e:17bc:***:*** | ২৭ ডিসেম্বর ২০২০ ১২:২২469048বেঁচে থাক টেস্ট ক্রিকেট
রাহানের দুর্ধর্ষ নক! ক্যাপটেন হিসেবে এই সেঞ্চুরী এমন একটা সময়ে এল!
S | 2405:8100:8000:5ca1::23f:***:*** | ২৭ ডিসেম্বর ২০২০ ১২:১৭469046এমসিজিতে বক্সিং ডে টেস্টে সেন্চুরি ইজ অলওয়েজ স্পেশাল। তাছাড়া এই সিরিজের প্রথম টন। এই জন্যই টেস্ট ম্যাচ দেখতে এত ভালো লাগে।
aranya | 2601:84:4600:5410:5019:d94e:17bc:***:*** | ২৭ ডিসেম্বর ২০২০ ১২:১৪469045অবশ্য ৪র্থ ইনিং-এ ব্য্যট করতে হবে, ভাবলেও কিঞ্চিৎ হৃৎকম্প হয়
aranya | 2601:84:4600:5410:5019:d94e:17bc:***:*** | ২৭ ডিসেম্বর ২০২০ ১২:১১469044এই সেঞ্চুরিটা মানুষ মনে রাখবে ।
aranya | 2601:84:4600:5410:5019:d94e:17bc:***:*** | ২৭ ডিসেম্বর ২০২০ ১২:১০469043এটা একটা বাজে ব্যাপার হচ্ছে। আপনি অনেক খাটাখাটনি, গবেষণা করে লিখছেন, আমি চাইব গুরুতেই বেরোক সেসব লেখা। কিন্তু অন্যের কমেন্ট কি করে বন্ধ করা যায়, জানা নেই
S | 2405:8100:8000:5ca1::9b5:***:*** | ২৭ ডিসেম্বর ২০২০ ১২:০৭469042ক্যাপ্টেইন'স নক।
এলেবেলে | 2402:3a80:1f01:71d3:8b4d:e141:5919:***:*** | ২৭ ডিসেম্বর ২০২০ ১১:৫৬469041সরি দ্বিতীয় পর্বে।
এলেবেলে | 2402:3a80:1f01:71d3:8b4d:e141:5919:***:*** | ২৭ ডিসেম্বর ২০২০ ১১:৫২469039অরণ্য ধন্যবাদ আপনাকেও। লেখাটির আসল মোচড় লুকিয়ে আছে দ্বিতীয় অধ্যায়ঃ যেটি আমি গুরুতেই প্রকাশ করব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু চরম বিরক্তিতে সেই সিদ্ধান্ত বদল করি। ফলে বিনির্মাণের এখনও অনেকটাই বাকি আছে।
পলিটিশিয়ান আপনি আমার সঙ্গে আলোচনা করবেন সে তো ঠিকই আছে। কিন্তু দেখুন রাত্তির দুটোর পরে কোনও এক নিননিছা কে সি পালের লিংক দিয়েছে। আপনি কে সি পাল এলেবেলের সঙ্গে কথা বলবেন কি না, ঠিক করে নেবেন!
চতুরানন, আপনার অভিযোগ ঠিক। আসলে আমি কলকাতা আছি। ফলে প্রযুক্তিগত অসুবিধা আছে। তাই বানান ভুল হচ্ছে, বাক্য গঠনে ভুল হচ্ছে, এমনকি চন্দ্রবিন্দু দিতে পারছি না।
রঞ্জনবাবু, সিপিএম কোনও ভুল করে না, করতে পারে না। আমি চেষ্টা করব কোনও কৃষিবিজ্ঞানীকে দিয়ে এই বিষয়ে একটি লেখা গুরতে প্রকাশ করার। তাদের আমার যুক্তি যদি ভুল বলে প্রমাণিত হয়, তাহলে এখানে লিখিত রূপে ঘোষণা করে যাব। তার আগে দুটোর লিঙ্ক দিয়ে কিছু হবে না।
aranya | 2601:84:4600:5410:5019:d94e:17bc:***:*** | ২৭ ডিসেম্বর ২০২০ ১১:৫০469038হ্যাঁ, জাদেজা-র ৫০, এই পার্টনারশিপ-্টা খুব দামী
S | 2405:8100:8000:5ca1::125d:***:*** | ২৭ ডিসেম্বর ২০২০ ১১:৪৭469037জাদেজাও হাফ সেন্চুরি করুক।